বুধবার যা যা হলো
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
- হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর।
- মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ।
- ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 'গণহত্যার' অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
- এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং কেউ ব্যবহার করলে এখন থেকে শাস্তি পাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
- আবারও নিজেদের দাবি পূরণে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা।
আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।
বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।