আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তানে ট্রেনে জিম্মি ঘটনার অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে থাকা যাত্রীবাহী ট্রেন থেকে ৩০০-র বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর। মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ।

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
    • হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর।
    • মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ।
    • ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 'গণহত্যার' অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
    • এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং কেউ ব্যবহার করলে এখন থেকে শাস্তি পাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
    • আবারও নিজেদের দাবি পূরণে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

    বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

  2. রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০ জিম্মিকে মুক্ত করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে থাকা একটি যাত্রীবাহী ট্রেন থেকে তারা ৩০০-র বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

    সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানে ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে।

    অভিযান শুরুর আগেই বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-র ২১ জন বেসামরিক জিম্মি ও চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

    সেনাবাহিনী এখনও এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

    পাকিস্তানি কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএ-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

    বিএলএ হলো বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি, যারা বেলুচিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন, নয়তো সম্পূর্ণ স্বাধীনতা দাবি করে আসছে।

  3. আপাতত নির্বাচন কমিশনের কাছেই থাকছে এনআইডি, পরে যাবে স্বাধীন ডেটা অথরিটির কাছে

    আপাতত নির্বাচন কমিশনের কাছেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রম। তবে পরবর্তীতে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    বুধবার আগারগাঁওয়ের আইসিটি ভবনে “এনআইডির ওনারশিপ” শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    তিনি বলেন, কমিশনের অধীনে ৩৫ ধরনের তথ্য আছে, তারও বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের অধিকার ইমপ্লিমেন্টেশন করার জন্য ৩৫ ধরনের তথ্যের প্রয়োজন আছে কি? এই প্রশ্নটি যৌক্তিকভাবে এবং কারিগরিভাবে উপস্থাপন হয়েছে।

    মি. তৈয়্যব বলেন, “আমরা ডেটা অথরিটির কথা বলছি। আমরা বলছি না যে নির্বাচন কমিশনের যে আইটি সেল আছে সেটাকে বন্ধ করে দেব, এর যে সফটওয়্যার-হার্ডওয়্যার এবং কারিগরি ক্ষমতা আছে, সেটা আমরা নিয়ে নেব।”

    তিনি বলেন, “আমরা যেটা বলছি, ডেটা অথরিটির মাধ্যমে রেগুলেটেড হবে, যার কাছে যা আছে, তা আপাতত সেখানেই থাকবে। একটা পর্যায়ে এসে যখন এই সফটওয়্যারগুলোকে রূপান্তর করা দরকার, যখন এসব পুরোনো হবে, তখন একটা কেন্দ্রীয় অথরিটির আন্ডারে নিয়ে আসব। আপাতত যা যেখানে আছে, সেখানেই থাকবে।”

    সাংবাদিকদের এক প্রশ্নের মি. তৈয়্যব বলেন, “এটা কোনো মন্ত্রণালয়ের অধীনে যাবে না। এখনি যে সরিয়ে ফেলতে হবে সেটাও আমরা বলছি না, আমরা বলছি কর্মক্ষমতা আরো ভালো করতে চাচ্ছি।”

  4. মাগুরার সেই শিশুটির অবস্থার আরো অবনতি

    ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    প্রেস সচিব মি. আলম বলেন, “মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আজ। তার সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে। ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ কমে গেছে গতকালকের তুলনায়। সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা সবাই প্রার্থনা করি যাতে শিশুটি সুস্থ হয়। আমরা তার জন্য দোয়া চাচ্ছি।’’

    গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

    এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

  5. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

    বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এতে মি. রিয়াদ বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

    “আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করেছেন। পোস্টে তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বাবা-মা, শ্বশুর-শাশুড়িকেও।

    ভাই এমদাদ উল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, “আমার ভাই ছোটবেলা থেকেই আমার সঙ্গে ছিলেন, আমার কোচ ও পথপ্রদর্শক হিসেবে।”

    “আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছে, সুখে-দুঃখে আমাকে সমর্থন দিয়েছে,” যোগ করেন মি. রিয়াদ।

    ক্যারিয়ারের শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি লিখেন, “সবকিছু হয়তো নিখুঁতভাবে শেষ হয় না, তবে জীবন চলতে থাকে। তাই সামনে এগিয়ে যেতে হবে।”

  6. ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না

    হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার।

    বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে।

    সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

  7. কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে সরকার।

    বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নজরুল হুদা।

    কমিটির কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

    প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে এ কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

  8. ধর্ষণবিরোধী পদযাত্রায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

    মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ।

    রমনা থানার উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে রমনা থানায় এই মামলা দায়ের করেছেন।

    এই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করেছে পুলিশ।

    বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এই মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, অংঅং মারমা, সুমাইয়া শাহিনা, আদ্রিতা রায়, আরমান, মেঘমল্লার বসু, আল আমিন রহমান, রিচার্ড, হাসান শিকদার, সীমা আক্তার, শৌকত আরিফ, মাঈন আহম্মেদ ও ফাহিম আহাম্মদ চৌধুরী।

    এর আগে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

  9. জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধান গতি পাবে: প্রেস উইং

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি গতি পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    মি. আলম এসময় বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টিকে বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা।

    রোহিঙ্গা ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব।

    সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

    সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।

    বুধবার সংবাদ সম্মেলন এ নিয়ে বিস্তারিত জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    মিয়ানমারের যুদ্ধপরিস্থিতিতে বর্তমানে ওই দেশের ক্ষমতায় আছে বিদ্রোহী গোষ্ঠীরা, এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তীকালীন সরকার কী উদ্যোগ নেবে?

    জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “কূটনৈতিক প্রক্রিয়ায় রোহিঙ্গারা যাতে ফেরত যেতে পারে সে জন্য সরকার কাজ করছে। আমাদের কূটনীতিক তৎপরতা আছে।”

    এই সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বলেও জানিয়েছে প্রেস উইং।

  10. শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 'গণহত্যার' অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

    আজ বুধবার ১২ই মার্চ এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিদের মাঝে রয়েছেন— সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ম‌হিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেন‌জীর আহমদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার।

    এই তালিকার বাকি চারজন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।

    গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নয়জনের মাঝে শেষের এই চারজন বর্তমানে কারাগারে আছেন।

    শাপলা চত্বরে সেদিন কী ঘটেছিলো, তা জানতে আরও পড়তে পারেন...

  11. এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

    এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং কেউ ব্যবহার করলে এখন থেকে শাস্তি পাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

    আজ বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কেউ আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  12. আবারও আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা, হাসপাতালের ইনডোর-আউটডোর বন্ধ

    আবারও নিজেদের দাবি পূরণে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা।

    আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) প্রেসিডেন্ট ডা. জাবির হোসেন আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিবিসিকে জানান, তারা কর্মবিরতি ঘোষণা করে শহীদ মিনারে অবস্থান করছেন।

    "ইনডোর-আউটডোর সব বন্ধ। মানবিকতার কারণে আমরা শুধু ইমার্জেন্সি সেবা দিচ্ছি। আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এসব চলছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটা চলবে।"

    তাদের পরবর্তী কর্মসূচি কী জানতে চাইলে তিনি বলেন, আজই তারা তাদের পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে যাবেন। তিনি বলেন "আমরা সেখানে গিয়ে আমাদের যৌক্তিক প্রশ্নগুলো রাখবো।"

    চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি লিখতে পারবেন না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে; মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং সব ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে;

    রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না; জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

    এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বিবিসিকে জানিয়েছেন, চিকিৎসকদের কর্মবিরতি স্বাস্থ্যসেবা অনেকটাই ব্যাহত হচ্ছে।

  13. ট্রাকচাপায় কারখানা শ্রমিক নিহত, গাজীপুরে মহাসড়ক অবরোধ

    ট্রাকচাপায় একজন শ্রমিকের মৃত্যুতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।

    আজ বুধবার সকালে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৬টায় ওই শ্রমিকের ডিউটি ছিল। কিন্তু সকাল পৌনে ৬টার দিকে কারখানায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

    ওই শ্রমিকের মৃত্যুর প্রতিবাদেই তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

    এর আগে, সম্প্রতি ঢাকার বনানীতে চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাক চাপায় এক পোশাক শ্রমিক নিহত হলে প্রতিবাদে ও ট্রাকচালকের শাস্তির দাবিতে সেদিন বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল থেকেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। সাড়ে ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয় সেদিন।

    বনানী এলাকার সেই ট্রাকচাপার ঘটনায় গতকাল একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  14. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

    তিনি ব্যবসা প্রতিষ্ঠান অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। অ্যাপেক্সের হিউম্যান রিসোর্স বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করে বলেন, কিছুদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

    মিজানুর রহমান জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান। আজই তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চলছে।

    সৈয়দ মঞ্জুর এলাহী বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তিনি চামড়া ব্যবসার সাথে যুক্ত হন। এর অনেক বছর পর তিনি অ্যাপেক্স ফুটওয়্যার চালু করেন।

    সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

    ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে