আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ মুজিবকে জাতির জনক মনে করে না অর্ন্তবর্তী সরকার: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন। উপদেষ্টা পরিষদ আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার। বাংলাদেশি জলসীমায় দুই ভারতীয় মাছ ধরার ট্রলার আটক।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা মতিয়া চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
    • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকার জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে, শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
    • অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন একটি সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে।
    • সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুইটি ট্রলার ও ৩১জন জেলেকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী।
    • বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
    • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রয়েছে।
    • অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য শাহীন চাকলাদার, শওকত হাচানুর রহমান, মো. আবুল কালাম আজাদ এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
    • সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে টেকনাফ একত্রিত করা ২০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পাচারের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও আটক করা হয়েছে।
    • ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://www.bbc.com/bengali

  2. বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় দুইটি ভারতীয় ট্রলার ও ৩১ জেলে আটক

    বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুইটি ট্রলার ও ৩১জন জেলেকে আটক করা হয়েছে।

    আইএসপিআরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন 'অপারেশন নির্মূল' এর আওতায় গত ১৪ অক্টোবর ২০২৪ হতে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। টহলে থাকার সময় তারা দুটি বিদেশি ট্রলার সনাক্ত করে।

    ''ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক।''

    আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের পটুয়াখালীর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসব ট্রলার কোন দেশের তা আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    তবে কলাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ফিশিং ট্রলার দুটি ভারতের। আটককৃতরা সবাই ভারতীয় নাগরিক।

    মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  3. আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, মামুন, জিয়াউলকে

    নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে হামলার শিকার পরিবহনশ্রমিক সোহেলের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বাসসের খবরে বলা হয়েছে।

    অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

    বুধবার মি. আহসানকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।

    সেখানে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন বিচারক সাইফুর রহমান।

  4. জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ

    ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ।

    বুধবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মি.আবদুল্লাহ ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ নেন।

    মি. আবদুল্লাহ এর আগেও ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তখন সেটি পূর্ণ রাজ্য ছিল।

    এরপর ২০১৯ সালে রাজ্যভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ করা হয়।

    এ ঘটনার পাঁচ বছর পর দেওয়া নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী হলেন। এবারের নির্বাচনে জম্মু-কাশ্মীরের ৯০টি আসনের নির্বাচনে ছয়টি আসন পাওয়ার পরও মি. আবদুল্লাহ'র মন্ত্রিসভায় যোগ দেয়নি কংগ্রেস।

  5. গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা

    বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন।

    ওই সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও অধ্যাপক ইউনূসের সঙ্গে ছিলেন।

    এর আগে, গত আটই অগাস্ট ক্ষমতা গ্রহণের পর বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ছবি সংগ্রহ করে একটি আর্টবুক প্রকাশের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

    নিউইয়র্ক সফরকালে‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ নামের ওই আর্টবুক তিনি কানাডার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের হাতে তুলে দেন।

  6. শেখ মুজিবকে জাতির জনক মনে করে না অর্ন্তবর্তী সরকার: তথ্য উপদেষ্টা, "আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছে"

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকার জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

    বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    "আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ করে, গুম-খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, এই নতুন বাংলাদেশে তো সেটার ধারাবাহিকতা থাকবে না," বলেন মি. ইসলাম।

    এরপর সাংবাদিকদের মধ্য থেকে একজন মি. ইসলামের কাছে জানতে চেয়েছিলেন যে, শেখ মুজিবুর রহমানকে এই সরকার জাতির জনক মনে করে কি-না?

    "অবশ্যই না, কেন জাতির জনক মনে করবেন?," জবাবে বলেন তথ্য উপদেষ্টা মি. ইসলাম।

    তিনি আরও বলেন, "আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন (অবদান) রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু শুধু ৫২ থেকে শুরু হয়ে যায় নাই। আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে"

    "ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে '৪৭ এর লড়াই আছে এই ভূ-খণ্ডের মানুষের, '৭১ এর লড়াই আছে, '৯০ আছে ও '২৪ আছে। আমাদের এখানে শেরে বাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী অনেক মানুষের লড়াই আছে"

    "আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূ-খণ্ড, এই রাষ্ট্র, আমরা স্বাধীনতা পেয়েছি," বলেন উপদেষ্টা মি. ইসলাম।

    উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসনকালে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিকৃতি সংরক্ষণ, প্রদর্শনের বিধান করা হয়।

    এদিকে, সরকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করতে যাওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা।

    "(আওয়ামী লীগ আমলে) বিভিন্ন দলীয় দিবসকে জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তো, সেগুলা এবং যে দিবসগুলোকে অগুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই দিবসগুলোকে বাতিল করা হয়েছে," বলেন মি. ইসলাম।

    দিবসগুলোর ব্যাপারে জাতীয় ঐকমত্য ছিল না বলেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

    "জাতীয় দিবস মানে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করা দিবস যেটা জাতির সবাই ধারণ করে। যেমন: বিজয় দিবস, স্বাধীনতা দিবস....এটা (বাতিল দিবসগুলো) আসলে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এবং যে ফ্যাসিস্ট আদর্শ সেই আদর্শকে ধারণ করে সেই আদর্শ চর্চার জন্য যে দিবসগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল.....সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছু দিবসকে বাতিল হয়েছে," বলেন তথ্য উপদেষ্টা।

    আগামীতে এ ধরনের আরও কিছু দিবস বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কয়েকটি দিবসের ঘোষণা আসতে পারে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মি. ইসলাম।

  7. পাচারকালে টেকনাফে শিশুসহ ২০ জন উদ্ধার, চক্রের তিন সদস্য আটক

    সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে টেকনাফ একত্রিত করা ২০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে সাংবাদিকদের জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

    ওই সময় পাচারের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশি এবং ১২ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া আটজন বাংলাদেশির সবাই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের কাছ থেকে পাচারকারী চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টেকনাফ থানার ওসি মি. উদ্দিন।

    উদ্ধার হওয়া ২০ জনকে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

    এছাড়া আটক হওয়া পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

  8. ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ পাঁচজন নিহত

    ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

    একজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিতে ‘ভয়ানক’ বর্ণনা করে বলেছেন শহরটিতে কমপক্ষে নয়বার সহিংস বিমান হামলা হয়েছে হয়েছে ত্রিশ মিনিটের মধ্যে।

    ওই প্রত্যক্ষদর্শী শহরটির একজন স্থানীয় ব্যক্তি। তিনি বলেন একটি হামলা হয়েছে সরাসরি নাবাতিয়েহ শহরের মিউনিসিপালিটি ভবনে। শহরের মেয়র সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে সভায় অংশ নিচ্ছিলেন।

    শহরটির ওই অধিবাসী বলছেন তিনি ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন, যেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছিলো। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার খবর নিশ্চিত করেছে। তারা প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নাবাতিয়েহ শহরে হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে হেজবুল্লাহর কয়েক ডজন স্থাপনায় ডজনেরও বেশি হামলা হয়েছে এবং হেজবুল্লাহ ব্যবহার করতো এমন ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

    “যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে আছে সন্ত্রাসীদের অবকাঠামো এলাকা, হেজবুল্লাহ সেন্টার ও অস্ত্র মজুত রাখার জায়গা। এসব জায়গায় বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে”।

    এদিকে নাবাতিয়েহ শহরে হামলার নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তার অফিস থেকে বলা হয়েছে যে ইচ্ছে করেই মিউনিসিপাল কাউন্সিলের বৈঠককে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল।

  9. ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

    তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

  10. সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা বিসিবি'র

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ১৫ সদস্যের দলটিতে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রয়েছে। তবে বাদ পড়েছেন সর্বশেষ ভারত সিরিজে দলে থাকা পেসার খালেদ আহমেদ।

    দলের অন্য সদস্যরা হলেন: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ অক্টোবর মিরপুরে। সিরিজটি খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা।

    ভারত সিরিজের সময়েই মি. হাসান জানিয়েছিলেন যে, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

    তবে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা থাকায় শেষপর্যন্ত তিনি মিরপুর টেস্টে খেলতে পারবেন কি-না, সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। দলে নাম থাকায় শেষমেশ মি. হাসানের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

    এর আগে, ছাত্র আন্দোলনে নিজের নীরবতা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এই ক্রিকেটার।

  11. সাবেক তিন এমপি ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ নয়জন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসসে'র খবরে বলা হয়েছে।

    বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, ছেলে জাবীর চাকলাদার এবং দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা।

    একইভাবে, দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান, তার স্ত্রী রওনক রহমান এবং গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিমের নামে।

    ক্ষমতার অপব্যবহার ও নানান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের ওই তিন সাবেক সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শত শত কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চালাচ্ছে দুদক।

    এ অবস্থায় তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্যই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের তদন্তকারী কর্মকর্তারা।

  12. দুর্নীতির মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র গ্রেফতার ও জামিন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।

    দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    তবে গ্রেফতারের পর জানা গেছে যে, মি. ভদ্র জামিনে রয়েছেন।

    "আমরা যতটুকু জেনেছি যে, গ্রেফতারের সময় উনি জামিনের ব্যাপারে কিছু জানাননি। কোর্টে তোলার আগে এখন জানা যাচ্ছে যে, উনি দুই মাসের জামিনে আছেন," বলছিলেন মি. ইসলাম।

    ফলে বুধবারেই মি. ভদ্রকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন এই দুদক কর্মকর্তা।

    উল্লেখ্য যে, ডাক বিভাগের প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে মি. ভদ্রের নামে। ওই অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।

    পরবর্তীতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মি. ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক।

  13. হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে মরদেহ উত্তোলন

    বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    মি. চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া নির্দেশে বুধবার দুপুরে ওই মরদেহ উত্তোলন করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সাভার উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এস এম রাসেল ইসলাম।

    ডিএনএ পরীক্ষা জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন মি. ইসলাম। এছাড়া মরদেহটি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য যে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ২১শে অগাস্ট গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

    ফলে গ্রেফতার এড়াতে তিনি মাহমুদুর রহমান নাম ধারণ করেছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

    করোনা মহামারির মধ্যে ২০২১ সালের তেসরা সেপ্টেম্বর তার মৃত্যু হলে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসার কবরাস্থানে মাহমুদুর রহমান নামেই তাকে দাফন করা হয় বলে দাবি করেছেন মি. চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী।

    তবে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা জানতেন না মরদেহটি হারিছ চৌধুরীর।

    এ অবস্থায় ওই মরদেহটি আসলেই মি. চৌধুরীর কী-না, সেটি নিশ্চিত হওয়ার জন্য সম্প্রতি ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্তের নির্দেশ দেয় আদালত।

  14. খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

    খুলনার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ।

    বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মি. মোড়লের নামে সহিংসতা ও বিস্ফোরক আইনের তিন মামলা রয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

    মামলাগুলাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর দ্রুতই আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

    মি. মোড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিলো যে, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের মতো তিনিও 'আত্মগোপনে' ছিলেন।

  15. আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    তার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। তিনদিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়েছিলো। আজ বুধবার সকাল আটটার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেয়া হয়।

    এরপর বেলা বারটা থেকে একটার মধ্যে তিনি মারা যান বলে তার একজন সহকারী জানিয়েছেন।

    বাম ধারার রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ত্রিশে জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শেরপুর-২ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ সংসদের উপনেতা ছিলেন।

    ঢাকার ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া মতিয়া চৌধুরী ষাটের দশকের মাঝামাঝি ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন।

    উনসত্তরের গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য তিনি রাজনৈতিক অঙ্গনে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত হয়ে ওঠেছিলেন।

    স্বাধীনতার পর ১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

    পাকিস্তান বিরোধী সংগ্রাম কালে ও পরে স্বাধীন বাংলাদেশে সামরিক শাসনামলে অনেকবার গ্রেফতার হয়েছিলেন পরে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় তিনি কয়েকবার কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

  16. 'চায়ের আমন্ত্রণে' ডাকা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের 'চায়ের আমন্ত্রণে' ডাক পাওয়া ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

    কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান বিচারপতির 'চায়ের আমন্ত্রণে' দুপুর পর্যন্ত ছয়জন বিচারপতি হাজির হয়েছেন।

    তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

    এর আগে সকালে ১২ জন বিচারপতিকে 'চায়ের আমন্ত্রণ' জানান প্রধান বিচারপতি। ওই ১২জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা অন্তত ৩০ জন বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

    তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০ জনের নাম ও অভিযোগ সম্বলিত তালিকাও জমা দিয়েছেন।

    জানা গেছে, ওই তালিকা থেকেই ১২জন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

  17. ১২ জন বিচারপতিকে 'চায়ের আমন্ত্রণ' জানিয়েছেন প্রধান বিচারপতি

    বিভিন্ন অভিযোগ ওঠার পর ১২ জন বিচারপতিকে 'চায়ের আমন্ত্রণ' জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    বুধবার দুপুরে তাদের প্রধান বিচারপতির দপ্তরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা।

    এই ১২জন বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

    তবে, 'চায়ের আমন্ত্রণ' জানানো বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে - সে সম্পর্কে জানা যায়নি।

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা অন্তত ৩০ জন বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

    তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ওই ৩০জনের নাম ও অভিযোগ সম্বলিত তালিকাও জমা দিয়েছেন।

    জানা যাচ্ছে, আজকের বৈঠকে ওই তালিকা থেকেই ১২জন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

  18. সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

    সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পূর্ণাঙ্গ আদেশ দেন।

    এর আগে গত ৩০শে সেপ্টেম্বর এই দম্পতি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে র‌্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিলো।

    মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে তখনই ছয় মাসের সময়ও বেঁধে দিয়েছিলো হাইকোর্ট।

    এই হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিবিসি বাংলাকে জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সেই শুরু হবে সেই ছয় মাসের সময়সীমা।

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান একটি হত্যা মামলা দায়ের করেন।

    প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়।

    এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব।

    এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র‍্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।

    মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে রোববার স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।

  19. বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

    শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয়ভাবে পালন হত এমন আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এবং শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

    বাতিল হওয়া দিবসগুলোর মাঝে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

    এর মধ্যে আছে ১৭ই মার্চ, এটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিনটি ১৯৯৬ সালে তৎকালীন মন্ত্রিসভা ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে ঘোষণা করে, এবং ১৯৯৭ সালের ১৭ই মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

    এছাড়া ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল। এক সামরিক অভ্যুত্থানে এ দিনে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন।

    এ দিনটি ২০০৮ সাল থেকে জাতীয় শোক দিবস হিসেবে পালন হত, এবং এ দিনে সরকারি ছুটি থাকত। সর্বশেষ ২০২৪ সালের ১৩ই অগাস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে।

    এছাড়া পাঁচই অগাস্ট শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন, আটই অগাস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, এবং ১৮ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন - এই সবকটি দিনই জাতীয়ভাবে পালন হয়ে আসছিল।

    উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাতিল হতে যাওয়া বাকি তিন দিবস হল ঐতিহাসিক সাতই মার্চ, চৌঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

  20. সাগরে ফের নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

    দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

    বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি আজ ১৬ই অক্টোবর ভোর ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১৪৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

    এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার।

    এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    তাই, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।