বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা মতিয়া চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকার জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে, শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন একটি সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে।
- সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুইটি ট্রলার ও ৩১জন জেলেকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী।
- বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রয়েছে।
- অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য শাহীন চাকলাদার, শওকত হাচানুর রহমান, মো. আবুল কালাম আজাদ এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
- সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে টেকনাফ একত্রিত করা ২০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পাচারের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও আটক করা হয়েছে।
- ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://www.bbc.com/bengali