আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাবর্ষণ, পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ব্ল্যাকআউট

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাগুলি শুরু হয়েছে বলে শ্রীনগর থেকে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা। পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, ভারতে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। দিনের উল্লেখযোগ্য খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত-শাসিত কাশ্মীর, জম্মু ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ।
  • বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে।
  • শুক্রবার সকালেও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
  • পাকিস্তান এর আগে দাবি করেছিল তারা ২৫টি ভারতীয় ড্রোন ও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি, তবে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে।
  • যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্যরা উভয় পক্ষকে উত্তেজনা কমানোর জন্য অনুরোধ করছে।

সরাসরি কভারেজ

  1. শুক্রবার যা যা ঘটল

    • পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। অমৃতসর ও ফিরোজপুরে বিকট বিস্ফোরণের শব্দ, জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে ড্রোন।
    • ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাবর্ষণ। পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট ।
    • ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব।
    • ভারত এবং পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব উত্তেজনার প্রশমন চান ট্রাম্প: হোয়াইট হাউজ।
    • একটি ড্রোনও ভারতে ফিরতে পারেনি: পাকিস্তানের সামরিক মুখপাত্র। ইসরায়েলের তৈরি ৭৭ টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের।
    • আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে “দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে”: নাহিদ ইসলাম
    • ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ভারত-শাসিত কাশ্মীর আর পাঞ্জাবেও বিস্ফোরণের শব্দ

    পাকিস্তান সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। তিনি জানাচ্ছেন, তিনি নিজে এবং সঙ্গী ক্যামেরাম্যান অন্তরিক্ষ জৈন বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনেছেন, আর আকাশে ঝলকানি দেখতে পেয়েছেন।

    তিনি বলছেন, “ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হচ্ছে যে, ড্রোন হামলা হচ্ছে। ড্রোনগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাক আউট চলছে।“

    অন্যদিকে পাঞ্জাবের অমৃতসর শহরে রয়েছেন বিবিসির রবিন সিং রবিন।

    তিনি বলছেন, “শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। একই সঙ্গে ড্রোন দেখাও যাচ্ছে। বিমানবাহিনীর ঘাঁটির কাছে গুলির শব্দও শোনা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, এই হামলায় কারও মৃত্যু হওয়ার খবর নেই।“

    ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর জানাচ্ছেন, “শ্রীনগর আর অবন্তীপুরায় বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ নেই।“

    ওদিকে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে আছেন বিবিসির রাঘবেন্দ্র রাও। তিনি জানাচ্ছেন, “পুঞ্চে গতকাল আর আজ গোলাগুলি চলছে, যাতে একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন।

    জম্মুতে আছেন বিবিসির দিব্যা আরিয়া। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে, রাতে সেখানেও বিস্ফোরণ হয়েছে।

    তার কথায়, “এলাকাটা অস্বাভাবিক রকম চুপচাপ। মানুষ ঘরে রয়েছেন। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা হতেই পরিস্থিতি বদলে গেছে।“

  3. একটি ড্রোনও ভারতে ফিরতে পারেনি: পাকিস্তানের সামরিক মুখপাত্র

    পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, ভারত থেকে পাঠানো ড্রোনের একটিও নিজ দেশে ফেরত যায়নি।

    এর আগে মি. চৌধুরী দাবি করেন যে, ভারত ইসরায়েলের তৈরি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে এবং সেনাবাহিনী এমন ৭৭ টি ড্রোন ভূপাতিত করছেন।

    এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন "আমরা যখন হামলা চালাবো, তাদের উত্তর দেবো, তখন ভারতীয় টিভি চ্যানেলগুলোকে সেটার কথা বলতে হবে না। সবাই সেটা শুনতে পাবে"।

  4. ভারত এবং পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব উত্তেজনার প্রশমন চান ট্রাম্প: হোয়াইট হাউজ

    হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব উত্তেজনার প্রশমন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার অনেক আগে থেকেই দশকের পর দশক ধরে দেশ দুটির মধ্যে উত্তেজনা রয়েছে, তবে ট্রাম্পের সাথে 'দুই দেশের নেতাদেরই সুসম্পর্ক রয়েছে'।

    তিনি বলেন "উত্তেজনা কমাতে দুই দেশের নেতাদের সাথেই নিয়মিত যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও"।

  5. অমৃতসর ও ফিরোজপুরে বিকট বিস্ফোরণের শব্দ, জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে ড্রোন

    সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় সেনা সূত্রের বরাতে জানিয়েছে যে, জম্মু, সাম্বা এবং পাঠানকোটে ড্রোন দেখা গেছে।

    বিবিসির সাংবাদিক রবিন্দর সিং রবিন জানিয়েছেন, অমৃতসরেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

    পাঞ্জাবে বিবিসির স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ফিরোজপুরে স্থানীয় মানুষ অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

    ফিরোজপুর প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, তিনি নিজে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    বিবিসি সাংবাদিক নবজোৎ কৌর জানিয়েছেন, চণ্ডীগড়ে ডেপুটি কমিশনার নিশান্ত যাদবের আদেশে সন্ধ্যা ৭টা থেকে সবগুলো বাজার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে জম্মুতে অনেকগুলো বিস্ফোরণের পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।। সেসময় জম্মুতে ব্ল্যাকআউট চলছিলো।

  6. বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করেছে ভারত

    ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি।

    ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটির বেলায় দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।

    ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে ৩৮ টি টিভি চ্যানেল চেক করে এই চারটি বন্ধ পেয়েছে এবং তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে তাদেরকে ইউটিউবের তরফ থেকে ব্লকিং-এর বিষয়ে একটি অফিশিয়াল নোটিশ দেওয়া হয়েছে।

    তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেয়ার ক্ষমতা রয়েছে।

    এর আগে সামাজিক মাধ্যম এক্স জানিয়েছে, তাদের ৮০০০ একাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

  7. জম্মু ও কাশ্মীরে আবারও গোলাবর্ষণ

    ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাগুলি শুরু হয়েছে বলে শ্রীনগর থেকে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর।

    বিবিসি উর্দু জানাচ্ছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। দোকানপাট বন্ধ।

    বিবিসির মাজিদ জাহাঙ্গীর বলছেন, কুপওয়ারা জেলার করনার ও নঙ্গধারে, উরি আর পুঞ্চ জেলায় ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গোলাবর্ষণ শুরু হয়েছে।

    সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে বিবিসির হিন্দি জানাচ্ছে, উরি অঞ্চলে গোলাবর্ষণের সঙ্গেই বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

    পাঠানকোটে অবস্থানরত বিবিসির সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পাঞ্জাবের অমৃতসর, ফিরোজপুরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা রবিন সিং রবিন।

    এর আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা যিনি আজ সকালে জম্মু শহরে গেছেন, সেখান থেকে এক্স হ্যান্ডেলে লেখেন, “জম্মুতে ব্ল্যাক আউট হয়ে গেছে, পুরো শহরে সাইরেন বাজছে।

    দ্বিতীয় একটি পোস্টে মি. আবদুল্লা লিখেছেন, “আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝেই বিস্ফোরণে আওয়াজ শোনা যাচ্ছে। সম্ভবত ভারী গোলার আওয়াজ।"

  8. ভারতীয় সেনা নিহতের সরকারি পরিসংখ্যানের সাথে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিমত

    ভারতের কতজন সেনা নিহত হয়েছে, তা নিয়ে সরকারের মন্ত্রীদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে।

    এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সপ্তাহের শুরুতে দাবি করেন, ৪০ থেকে ৫০ জন সৈন্য নিহত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে বলেন, বুধবার পর্যন্ত প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তিনি ধারণা করেন।

    পাকিস্তান সেনাবাহিনী এখন সাম্প্রতিক দিনগুলিতে নিহত ভারতীয় সৈন্যের সংখ্যা সম্পর্কে সরকারি কর্মকর্তাদের দেওয়া মন্তব্যের বিরোধিতা করছে।

    সেনাবাহিনীর একজন মুখপাত্র এখন বলছেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালানোর ফলে কত ভারতীয় সৈন্য নিহত হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান তাদের কাছে নেই এবং মন্ত্রীরা গণমাধ্যমে প্রকাশিত ‘কথাবার্তা’র উপর ভিত্তি করে তাদের পরিসংখ্যানের ধারণা দিচ্ছেন।

    তিনি ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছেন। এর মধ্য দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি সাক্ষাৎকারের বক্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি।

  9. পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের জেলাগুলোয় ১২ ঘণ্টার ব্ল্যাকআউট

    ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে রাজস্থানের সীমান্তবর্তী জেলায় হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে বলে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা মোহর সিং মীণা।

    বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত গোলাগুলি চলার পরে বাঢ়মের ও জয়সলমীর জেলায় বিকেল পাঁচটার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দিতে বলেছে প্রশাসন।

    ওই দুই জেলায় শুক্রবার সন্ধ্যা ছটা থেকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পরবর্তী ১২ ঘন্টার জন্য। সাধারণ মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছে।

    বিকানের, শ্রীগঙ্গানগর আর ফালৌদি জেলায় সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর ছটা পর্যন্ত ব্ল্যাক আউট করা হয়েছে।

    বাঢ়মের জেলায় রাতে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। ওই জেলার সামরিক ঘাঁটির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

    জয়সলমীর জেলায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান, মিছিল, ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

    উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসম্পর্ক অফিসার বলেছেন বাঢ়মের ও জয়সলমীর যাওয়ার সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

    যোধপুরে শুক্রবার রাত বারোটা থেকে শনিবার ভোর চারটে পর্যন্ত ব্ল্যাক আউট করা হবে।

    মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলাগুলিতে অতিরিক্ত অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ও ব্লাড ব্যাঙ্ক পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

  10. শাহবাগের অবস্থান চলমান থাকবে: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে “দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে” জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে।

    এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে –

    ১. আওয়ামী লীগকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

    ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

    ৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

    পরবর্তী স্ট্যাটাসে নাহিদ ইসলাম উল্লেখ করেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে, “ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে।”

    আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

  11. ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

    ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

    লাইন অফ কন্ট্রোলে (এলওসি) ভারতীয় গোলাবর্ষণের জবাবে কেবল "ভারতীয় সামরিক পোস্টের বিরুদ্ধে ছোট অস্ত্র ব্যবহার করা হচ্ছে" বলে তিনি দাবি করেন।

    তুর্কি সংবাদমাধ্যম টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তান ড্রোন বা রকেট হামলায় জড়িত নয়। আমরা শুধু ছোট অস্ত্র দিয়ে ভারতীয় ফাঁড়িগুলোকে লক্ষ্য করছি যারা বেসামরিক জনগণের ওপর গুলি চালাচ্ছে।"

    তিনি ভারতের অভিযোগকে "সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করে বলেন, "আধুনিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিটি হামলার ইলেকট্রনিক সিগন্যাল থাকে। ভারতীয় মিডিয়া পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছে, কিন্তু ধ্বংসাবশেষ কোথায়? যদি ভারত পাইলটকে ধরে থাকে তাহলে পাইলট কোথায়?"

    তিনি বলেন, "পহেলগাম হামলার জন্য ভারত এপর্যন্ত পাকিস্তানকে দায়ী করার মতো কোনো প্রমাণ দেয়নি। দুই রাষ্ট্রের বিষয়ে ভারতকে এককভাবে বিচারক হতে দেয়া যায় না।"

  12. ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের

    ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক পরিকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী।

    ‘অপারেশন সিন্দুর’-এর নিয়মিত সংবাদ ব্রিফিং-এ ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, “পাকিস্তান থেকে ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু করে গুজরাত পর্যন্ত ৩৬টি জায়গায় হামলা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।"

    তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন।

    কর্নেল সোফিয়া কুরেশির কথায়, “আকাশপথে এত ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান-প্রতিরোধী ব্যবস্থাপনা খতিয়ে দেখা এবং গোয়েন্দা তথ্য জোগাড় করা।"

    যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে, সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো তুরস্কে তৈরি।

    "পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে। এই গোলাগুলিতে কয়েকজন ভারতীয় সেনাসদস্য হতাহত হয়েছে। ভারতে পাল্টা হামলায় পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে,” জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি।

    তবে ঠিক কতজন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি।

    ওই সংবাদ ব্রিফিং-এ ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং জানান, সাতই মে রাত সাড়ে আটটা নাগাদ যখন বিনা প্ররোচণায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, তখনও তারা বেসামরিক বিমান চলাচল বন্ধ করে নি। এর অর্থ হল ভারতের ওপরে হামলা হলে যে দ্রুত আকাশ পথে প্রতিরোধ করা হবে, সেটা জানা সত্ত্বেও একটি বেসামরিক বিমানকে ঢাল হিসাবে তারা ব্যবহার করেছিল।

    ফ্লাইটরাডার২৪ -এর একটি স্ক্রিনশট দেখিয়ে তিনি দাবি করেন, “ভারতে আকাশপথ কিন্তু সব বেসামরিক বিমানের জন্য ঘোষণা দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ভারতের দিকে আকাশে কোনো বেসামরিক বিমান ছিল না।"

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অবশ্য বৃহস্পতিবার রাতেই বিবিসিকে জানিয়েছিলেন, “আমরা এটা অস্বীকার করছি। আমরা এখনো পর্যন্ত কিছুই করিনি। যখন পাকিস্তান হামলা করবে তখন সবাই জানতে পারবে।"

  13. আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করলো আন্দোলনকারীরা

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

    শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

    দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলছেন আন্দোলনকারীরা।

    সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একদল বিক্ষোভকারী।

    পরে সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

    এর আগে, শুক্রবার জুমার পর তারা মিন্টো রোডের প্রবেশ মুখে মঞ্চ বানিয়ে সেখানে সমাবেশ করেন।

    এদিকে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।"

    “এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে,” বলা হয়েছে বিবৃতিতে।

  14. 'ছুটি কাটাতে এসে আমরা এখন ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে'

    হোটেলের এই রুমগুলো থেকে চমৎকার প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে, পাকিস্তান-শাসিত কাশ্মীরকে ভারতের অংশ থেকে পৃথক করেছে এই পাহাড়গুলো।

    চমৎকার প্রাকৃতিক দৃশ্যের কারণে অন্য সময় যে রুমগুলো প্রিমিয়াম হিসেবে বিবেচিত হতো এখন এগুলো খুব বেশি উন্মুক্ত মনে হচ্ছে। আর তাই, হোটেলের পাহাড়মুখি কক্ষগুলো ধীরে ধীরে খালি হচ্ছে।

    বলছিলেন, পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফারাবাদের একটি হোটেলে অবস্থানরত পর্যটক।

    বৃহস্পতিবার হোটেলের একজন কর্মী কণ্ঠস্বর নিচু করে বলছিলেন, “আমাদের এখন আর কোনো অতিথি বা পর্যটক নেই। এখানে এখনো যারা আছেন তাদেরকেও অন্য কোথাও সরিয়ে নেয়া হবে।”

    পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে বিবিসি’র দলটিকেও হোটেলের নিচতলায় স্থানান্তর করা হয়।

    হোটেলের ওই কর্মী বলছিলেন, আজ রাতে নিয়ন্ত্রণ রেখার (ভারত-পাকিস্তান, দুই দেশের সীমান্ত এলাকা) দিকে মুখ করে কেউই ঘুমাতে চাইবে না। কারণ আপনি জানেন না একটু পরেই কী হতে পারে।

    ভয়ের যথেষ্ট কারণই এখানে বিদ্যমান।

    গত রাতে পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন অংশ টানা দ্বিতীয় রাতের মতো বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

    "হোটেলের জানালা দিয়ে আমরা দেখছিলাম, কামানের গোলার বিস্ফোরণে মাঝেমধ্যেই আকাশ আলোকিত হয়ে উঠছিল। রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সেক্টরে বোমবর্ষণ অব্যাহত ছিল।"

    বুধবার ভোরে ভারত যে জায়গাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বলেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকিস্তান-শাসিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফফারাবাদ।

    গত রাতে শহরটিকে পুরোপুরি বিদ্যুৎবিছিন্ন রাখা হয়েছিল। এটি একটি পরামর্শ হলেও কোনোরকম প্রশ্ন ছাড়াই বেশিরভাগ মানুষ এই নির্দেশনা পালন করেছেন। ঘরবাড়ি, হোটেল কিংবা দোকানের আলো নিভিয়ে রাখা হয়েছিল। সাধারণ সময়ে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীদের শোরগোলে ব্যস্ত থাকা সড়কগুলো ছিল ভয়ংকর নীরব।

    ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক ভাষার তীব্রতা এবং সংবাদ সম্মেলন ও বিবৃতিতে কথার ধরন এই অঞ্চলে, বিশেষ করে সীমান্ত নিকটবর্তী এসব এলাকায় চরম উদ্বেগ তৈরি করেছে।

    এখানকার একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তরুণ দম্পতি সিদ্ধান্ত নিচ্ছিলেন যে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরবেন কি না।

    ওই মহিলা বলছিলেন, "আমরা এখানে ছুটি কাটাতে এসেছিলাম। কিন্তু এখন গুগলে ক্ষেপণাস্ত্রের ব্যাপ্তি অনুসন্ধান করছি।"

  15. এনসিপি'র সমাবেশে ওয়াসা দিচ্ছে খাবার পানি, আর শীতল করতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে।

    সমাবেশ শুরুর পর উত্তপ্ত বা গরম আবহাওয়ায় সেখানকার পরিবেশ ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানি ছিটানোর গাড়ি বা স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাতে দেখা যায়। এছাড়া ঢাকা ওয়াসা সেখানে খাবার পানির সরবরাহ করছে।

    দুপুরে জুমার নামাজের পর সমাবেশের ডাক দিয়েছিল দলটি। দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় সমাবেশ।

    যমুনার পাশে পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ইসলামপন্থী দলগুলোর নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। এনসিপি ছাড়াও সেখানে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা রয়েছেন।

    গত রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। তাদের দাবি ‘সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে’ বলে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

  16. আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

    আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিৃবতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিবৃতি দেওয়া হয়।

    যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

    বিবৃতিতে আরো বলা হয়, “এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।”

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

    “জনদাবীর প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে,” উল্লেখ করা হয় এতে।

    এছাড়া, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

    গত বুধবার দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ঘটনার সাথে “জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর” বলেও বিবৃতিতে জানানো হয়।

    এদিকে, শুক্রবার গভীর রাত থেকেই আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেখানে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

  17. আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত

    বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়।

    এর আগে বিবিসিকে একটি সূত্র জানিয়েছিল, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার কারণে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে অনুষ্ঠেয় শুক্রবারের ম্যাচটিও বাতিল করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতেই ধরমশালা স্টেডিয়ামে চলমান পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথেই বন্ধ করে দর্শকদের মাঠ খালি করতে বলে কর্তৃপক্ষ।

    ফ্লাডলাইটে আলো স্বল্পতাকে খেলা বন্ধের তাৎক্ষণিক কারণ হিসেবে বলা হলেও, উত্তর ও পশ্চিম ভারতের অনেক মানুষ এসময় ব্ল্যাকআউট ও সতর্কতা সাইরেনের কথা উল্লেখ করছিল।

  18. ২৫ জন ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

    কিছু পাকিস্তানি কর্মকর্তা দাবি করেছেন, সীমান্রে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল, যা এলওসি হিসেবেও পরিচিত, সেখানে গুলিবিনিময়ের সময় তাদের বাহিনী ডজনখানেক ভারতীয় সেনাকে হত্যা করেছে। তবে সঠিক সংখ্যাটি নির্ধারণ করা কঠিন।

    এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।

    বিবিসি এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বললে তিনি জানান, বুধবার থেকে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে ধারণা করছেন তিনি।

    খাজা আসিফ স্বীকার করেন, পাকিস্তানও “ক্ষতির সম্মুখীন” হয়েছে, তবে তিনি সেই সংখ্যা জানেন না।

    তিনি দাবি করেন, ভারত সংঘর্ষের সূচনা করেছে এবং ভারতের দুটি ব্রিগেড সদর দফতর হামলার শিকার হয়েছে। যদিও দিল্লি এই দুটি দাবিই অস্বীকার করেছে।

    বিবিসি নিজস্বভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো বার্তা বা তথ্য পায়নি।

    আগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতীয় প্রতিরক্ষা অবকাঠামোর ওপর ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  19. ভারত চায়, এক্সের ৮০০০ অ্যাকাউন্ট বন্ধ রাখা হোক

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সরকারের আদেশে তারা ভারতে আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে।

    এই তালিকায় পাকিস্তানের গণমাধ্যম ডন এবং জিও টিভি-র অ্যাকাউন্টসহ দেশটির অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

    এক্স তাদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেল থেকে এক পোস্টে বলেছে, “সরকারি আদেশ মান্য করতে আমরা নির্দিষ্ট অ্যাকাউন্টগুলো কেবলমাত্র ভারতে আটকে রাখব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে ভারত সরকারের দাবির সঙ্গে আমরা একমত নই।”

    এই প্ল্যাটফর্মটি তাদের নিজেদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম-এর ভারতীয় হ্যান্ডেলটিও সাময়িকভাবে আটকে রেখে পরে তা পুনরায় চালু করে।

    এক্স বলেছে, অ্যাকাউন্ট আটকে দেয়া বা বন্ধ রাখা সহজ সিদ্ধান্ত নয়। তবে তারা এটি করছে যেন ভারতীয়দের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকে। তারা আরও বলে, এই ব্লক করার আদেশ “অপ্রয়োজনীয় এবং এটি মূলত সেন্সরশিপ”।

    ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম বলেছে, তারা “সব সম্ভাব্য আইনি পথ খতিয়ে দেখছে।”

    এক্স ইতিমধ্যে ভারত সরকারের বিরুদ্ধে একটি পৃথক আদালতে মামলায় লড়ছে এবং একটি মামলা দায়ের করেছে, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে এই প্ল্যাটফর্মে কনটেন্ট সেন্সর করতে আইনের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

    অন্যদিকে, ভারত সরকারের সমালোচনার জন্য পরিচিত ওয়েবসাইট দ্য ওয়্যারও অভিযোগ করেছে যে, ভারতের আইটি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। তারা একে 'স্পষ্ট সেন্সরশিপ' বলে অভিহিত করেছে।

    ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

  20. শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

    পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার, ৯ মে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এই বৈঠকের তথ্য জানিয়ে লেখে, “প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন।"

    এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।

    উল্লেখ্য, ২২ শে এপ্রিল পহেলগামে হামলার পর ৬ থেকে ৭ই মে ২০২৫-এর রাতে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ভারত।

    ভারত এই হামলাকে 'লক্ষ্যভিত্তিক, সুষম এবং উসকানিমুক্ত' বলে ব্যাখ্যা করে। তারা আরো জানায়, এই অভিযানে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়নি।

    তবে এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ তুলছে।