ফিলিপিন্সে ১১৪ জনের মৃত্যুর পর ভিয়েতনামেও টাইফুন কালমায়েগির আঘাত

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার নগরীর চালিতাতলী এলাকায় গুলির ঘটনা ঘটেছে।
    • ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
    • "রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন তাহলে আপনারা এতদিন কী করেছেন,” সরকারের উদ্দেশে এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। ১১ই নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
    • বিএনপি এবং জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ-মারামারি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, আবেদন ফর্মের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
    • চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কন্টেইনারে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।
    • মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
    • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি, যিনি নিজেকে 'জুলাই যোদ্ধা' বলে দাবি করেছেন। কর্মকর্তাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
    • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. চট্টগ্রামে ফের গুলির ঘটনা, আহত একজন হাসপাতালে

    গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন মো. ইদ্রিস আলী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন মো. ইদ্রিস আলী

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার নগরীর চালিতাতলী এলাকায় গুলির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মো. ইদ্রিস আলী নামে এক ব্যক্তি।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা বলছেন, আহত ইদ্রিস আলী নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কয়েক বছর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ওই সময় তার বাম পা কেটে ফেলতে হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে কাটা পায়েই আবারো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

    নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিবিসি বাংলাকে জানান, আহত ইদ্রিস সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    তিনি দাবি করেন, “অটোরিকশা-চালক পরিচয় দিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে যাতে মূল পরিচয় গোপন করা যায়”।

    তবে, কীভাবে এই ঘটনা ঘটেছে সেবিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

  3. পর্যবেক্ষক হিসেবে ইসির নিবন্ধন পেলো ৬৬টি বেসরকারি সংস্থা

    নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবন

    প্রথম পর্যায়ে ৬৬টি বেসরকারি সংস্থাকে আগামী পাঁচ বছরের জন্য স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেওয়ার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইসি।

    বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনপ্রাপ্ত এসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

  4. কালমায়েগির আঘাতে ফিলিপিন্স ও ভিয়েতনামে ধ্বংসের চিহ্ন

    শক্তিশালী টাইফুন কালমায়েগির আঘাতে ফিলিপিন্সে ব্যপক ধ্বংসযজ্ঞের খবর আসছে। এরই মধ্যে ঝড়টি ভিয়েতনামের উপকূলে আঘাত হেনেছে। ছবিতে ঝড়ের তাণ্ডবের কিছু দৃশ্য-

    ফিলিপিন্সের সেবু প্রদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে টাইফুন কালমায়েগি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ফিলিপিন্সের সেবু প্রদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে টাইফুন কালমায়েগি
    বাড়িঘরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, বাড়িঘরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা
    ফিলিপিন্সের লিলোয়ান শহরের বাসিন্দারা তাদের জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার চেষ্টা করছেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ফিলিপিন্সের লিলোয়ান শহরের বাসিন্দারা তাদের জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার চেষ্টা করছেন
    টাইফুন কালমায়েগি মধ্য ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে আঘাত হানার আগে ঢেউগুলো কুই নহোন সৈকতে আছড়ে পড়ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, টাইফুন কালমায়েগি মধ্য ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে আঘাত হানার আগে ঢেউগুলো কুই নহোন সৈকতে আছড়ে পড়ে
    ভিয়েতনামে অনেক এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ভিয়েতনামে অনেক এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে
  5. ফিলিপিন্সে ১১৪ জনের মৃত্যুর পর ভিয়েতনামেও টাইফুন কালমায়েগির আঘাত

    ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি

    ছবির উৎস, DAU TIEN DAT/EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি

    ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    ভিয়েতনামের অনলাইন সংবাদপত্র ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ঘূর্ণিঝড় কালমায়েগি সবেমাত্র ভিয়েতনামের উপকূলরেখায় আঘাত হেনেছে, যার ফলে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বা ৯২ মাইল বেগে বাতাস বইছে।

    ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে কুই নন এলাকার প্রধান সড়কসহ শহর ও গ্রামীণ রাস্তাঘাটে গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।

    সংবাদ সংস্থা এএফপি-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "ঝড়টি স্থলভাগে ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে" ক্ষয়ক্ষতি করেছে।

    ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে সাতটি শহর ও প্রদেশের শত শত এলাকা বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

    এদিকে, ঝড়ের পর ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী দুই লাখ ৬০ হাজারেরও বেশি সৈন্য এবং বিপুল সংখ্যক কর্মী ও সরঞ্জাম মোতায়েন করেছে।

  6. অনশনরত তারেকের সঙ্গে বিএনপি নেতা রিজভীর 'সংহতি'

    'আমজনতার দল' এর সদস্য সচিব মো. তারেক রহমানের ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, 'আমজনতার দল' এর সদস্য সচিব মো. তারেক রহমানের সঙ্গে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    দলীয় নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের সামনে অনশনরত 'আমজনতার দল' এর সদস্য সচিব মো. তারেক রহমানের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত মো. তারেক রহমানের সঙ্গে দেখা করেন মি. রিজভী।

    এসময় তিনি বলেন, “আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না।”

    “সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি, আইনসম্মত রাজনীতি করতে চেয়েছে” বলেও মন্তব্য করেন মি. রিজভী।

    গত মঙ্গলবার থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান।

  7. মনোনয়নের আবেদন ফর্ম বিক্রি শুরু করলো এনসিপি, দাম ১০ হাজার টাকা

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির লোগো

    ছবির উৎস, National Citizen Party/FB

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির লোগো

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ বিষয়ে জানান দলটির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

    তিনি জানান, আবেদন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই আহত, কৃষক, কুলি-মজুরদের জন্য আবেদন ফর্মটির মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।

    অনলাইন অথবা সরাসরি কেন্দ্রীয় ও অঞ্চলভিত্তিক অফিসে গিয়ে দুইভাবেই ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলেও জানানো হয়।

    মি. পাটওয়ারী বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজনীতি করতে চায় এনসিপি। আর এ কারণেই যারা আমাদের সঙ্গে অঙ্গীভুত হতে চান তদেরকে নামমাত্র একটি ফি দিতে হবে আমাদের দল চালানো ও অন্যান্য কাজের জন্য”।

    ১৩ই নভেম্বর পর্যন্ত আবেদন ও যাচাইবাছাই কার্যক্রম চালানো হবে। আগামী ১৫ই নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে বলেও জানান মি. পাটওয়ারী।

    জানান, “৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এবং জামায়াত যদি সংস্কার প্রশ্নে একটি জায়গায় আসে তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারোর সাথেই আমাদের জোট হতে পারে”।

    “বিচার, সংস্কার প্রশ্নে যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা কারো সাথেই কোনো জোটে যাবো না,” বলেও মন্তব্য করেন তিনি।

  8. বিএনপি-জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ-মারামারি হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বলছেন, দুই পাশে দলের আরো দুই নেতা

    ছবির উৎস, National Citizen Party/FB

    ছবির ক্যাপশান, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী

    বিএনপি এবং জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ-মারামারি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

    বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই কর্মসূচি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপির দলীয় মনোনয়নের আবেদন ফর্ম বিক্রি শুরুর ঘোষণাও দেওয়া হয়।

    মি. পাটওয়ারী বলেন, রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা জনগণকে দেখানোর জন্যই সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে বলেছে।

    তিনি বলেন, একটি দল অন্য দলকে আহ্বান জানালেও কে কার সাথে বসবে সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। “সমাধানে পৌছানোর জন্য বিএনপি এবং জামায়াতের সাথে আমরা আলোচনা করেছি,” বলেন তিনি।

    বিএনপিকে উদ্দেশ্য করে মি. পাটওয়ারী বলেন, “আলোচনার টেবিল থেকে যাওয়ার পর বলেন ওটা প্রতারণার টেবিল ছিল, তাহলে গত ছয় মাস আপনিও প্রতারণা করেছেন”

  9. আপনারা এতদিন বসে কী করেছেন, সরকারকে মির্জা ফখরুলের প্রশ্ন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    "রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন তাহলে আপনারা এতদিন কী করেছেন,” সরকারের উদ্দেশে এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার যশোরে দলটির নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।

    "সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে" বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

    “আমরা এখনো কোনো বিষয় নিয়ে রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে,” বলেন তিনি।

    যে বিষয়গুলো সমাধান হয়েছে সেগুলো নিয়েই নির্বাচনের দিকে এগোতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মি. আলমগীর বলেন, "নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়"।

  10. ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। যেখানে নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি আছে মোট ২৮ দিন।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন।

    তবে এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি, অর্থাৎ কর্মদিবসে ছুটি ১৯ দিন।

  11. পাকিস্তান থেকে 'পাখির খাদ্য' বলে আনা হলো নিষিদ্ধ পপি সিড

    পপি সিড বাংলাদেশে আমদানি নিষিদ্ধ একটি পণ্য, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পপি সিড বাংলাদেশে আমদানি নিষিদ্ধ একটি পণ্য, প্রতীকী ছবি

    চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কন্টেইনারে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি নথি অনুযায়ী গত নয়ই অক্টোবর পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি পাখির খাদ্য আমদানি করা হয় চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে।

    গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনার দুটির খালাস প্রক্রিয়া স্থগিত করে চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখা। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতেই কন্টেইনার দুটি পরীক্ষা করা হয়।

    কাস্টমসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে সাত হাজার ২০০ কেজি পাখির খাবার রেখে এর পেছনে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়।

    আমদানিকৃত এই পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক হিসেবে বিবেচিত হওয়ায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশে পপি বীজ আমদানি করা নিষিদ্ধ।

    মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ এই পণ্য যারা বাংলাদেশে এনেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

  12. গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, উপদেষ্টা পরিষদে আইনের খসড়া অনুমোদন

    ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা

    মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব বলেন, "এই আইনে গোপন আটককৃত স্থান, অর্থাৎ আয়নাঘর ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে"।

    এছাড়া গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

    মি. আলম বলেন, গুম সংক্রান্ত অভিযোগ গঠনের পর ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা সংক্রান্ত বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনে।

    প্রেস সচিবের দেয়া তথ্য অনুসারে, গুম কমিশনে এখন পর্যন্ত প্রায় দুই হাজার অভিযোগ এসেছে, যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় গুমের শিকার হয়েছেন।

  13. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয়

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি, যিনি নিজেকে জুলাই যোদ্ধা বলে দাবি করেছেন। কর্মকর্তাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

    বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিবিসি বাংলাকে জানান, মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৮ই জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলম।

    চলতি বছরের ২৭শে মে দুপুরে জাহাঙ্গীর আলম অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে গেলে সেখানে তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর করা হয়।

    এসময় তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর আবারও তাকে নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকারের জন্য চাপ দেওয়া হয়, বলেও উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে।

  14. লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট

    ডিআরইউতে একটি অনুষ্ঠানের মধ্যেই দলবদ্ধ মবের শিকার হন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ডিআরইউতে একটি অনুষ্ঠানের মধ্যেই দলবদ্ধ মবের শিকার হন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

    সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

    বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

    জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

    গত ২৯শে আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

    সেদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যেই 'জুলাই যোদ্ধা' পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল ব্যক্তি। এমন পরিস্থিতিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদেরকেই গ্রেফতার দেখানো হয়।

  15. দাবি না মানলে ১১ তারিখে ঢাকার চিত্র ভিন্ন হবে: মিয়া গোলাম পরওয়ার

    স্মারকলিপি দেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আট দলের নেতারা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্মারকলিপি দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আট দলের নেতারা

    ১১ই নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনে জামায়াতসহ আট দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

    এসময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে 'রেফারির ভূমিকায়' থাকার আহ্বান জানান।

    তিনি বলেন, ১১ই নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। তার আগেই সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মি. পরওয়ার।

    “পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের প্রতি এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে,” বলেন তিনি।

    এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আট দলের প্রতিনিধিদের কাছ থেকে প্রধান উপদেষ্টার পক্ষে উপদেষ্টা আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেছেন।

  16. জামায়াতসহ আট দলের স্মারকলিপিতে যা আছে

    স্মারকলিপি নিয়ে জামায়াতের আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে যায়

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্মারকলিপি নিয়ে জামায়াতের আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায়

    অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

    বৃহস্পতিবার দুপুরে মৎসভবন এলাকায় আট দলের মিছিলে পুলিশের বাধার পর একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যায়। এর আগে গণমাধ্যমকে ওই দাবিগুলোর বিষয়ে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তাদের দেওয়া পাঁচ দফায়- জুলাই সনদ বাস্তবানের আদেশ জারি এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে।

    এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; বিগত সরকারের সব নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও রয়েছে।

  17. পুলিশি বাধা পেরিয়ে প্রধান উপদেষ্টার কাছে জামায়াতসহ আট দলের স্মারকলিপি

    প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি পড়ে শোনাচ্ছেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন জামায়াতসহ আট দলের প্রতিনিধিরা

    প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

    বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেয়।

    এর আগে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। একটি পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো।

    পরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপিদিতে দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে জামায়াতসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পদযাত্রাটি পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ আট দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে