বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার নগরীর চালিতাতলী এলাকায় গুলির ঘটনা ঘটেছে।
- ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- "রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন তাহলে আপনারা এতদিন কী করেছেন,” সরকারের উদ্দেশে এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। ১১ই নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
- বিএনপি এবং জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ-মারামারি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, আবেদন ফর্মের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
- চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কন্টেইনারে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।
- মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি, যিনি নিজেকে 'জুলাই যোদ্ধা' বলে দাবি করেছেন। কর্মকর্তাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।



















