চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, মারা গেছেন একজন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম - ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এসময় গুলিতে একজন মারা গেছেন। এদিকে, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিন জন গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সারওয়ার বাবলা মারা গেছেন।
    • বিএনপি প্রার্থীকে গুলির ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন।
    • শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
    • নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে 'শাটডাউনকে' একটি বড় কারণ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থাকে "ডেমোক্র্যাটদের সৃষ্ট বিপর্যয়" বলেও অভিহিত করেন তিনি।
    • নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটির ক্ষতি করার সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে দাঁড়াতেও প্রস্তুত তিনি।
    • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি মূল পাতায়...

  2. কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    বিএনপি প্রার্থীকে গুলির ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    মি. রহমানের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, "আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়।"

    এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন বলে এতে উল্লেখ করা হয়েছে।

    মি. রহমান লিখেছেন, "অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।"

  3. চট্টগ্রামে গুলিবিদ্ধ হওয়া সারওয়ার বাবলা মারা গেছেন

    চট্টগ্রাম - ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়া সারওয়ার বাবলা মারা গেছেন। সন্ধ্যায় এই ঘটনায় এরশাদ উল্লাহসহ তিন জন গুলিবিদ্ধ।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলাম বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গুলিবিদ্ধ হওয়া বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা এখন শঙ্কামুক্ত রয়েছেন।

    তবে এই ঘটনা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

    "গোলাগুলির ঘটনার সাথে পূর্বাপর সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সংশ্লিষ্টতা আছে। বিশেষ করে আমরা কিছুটা অনুমান করতেছি যে যিনি মারা গেছেন উনিও বিভিন্ন মামলার আসামি। ওনার সাথে সন্ত্রাসী রাইভালরি যাদের সাথে আছে তারা এরকম কাজ করতে পারে। এটার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে হয় না," বলেন মি. ইসলাম।

    পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মি. ইসলাম।

  4. নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাবাহিনী

    বক্তব্য রাখছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, পাশে দাঁড়িয়ে আছেন আরেক কর্মকর্তা

    ছবির উৎস, বাসস

    ছবির ক্যাপশান, সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান

    নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করেছেন সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

    তিনি বলেন, "দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে। আমরা বিশ্বাস করি, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই সময়টির অপেক্ষায় রয়েছি"।

    আজ বুধবার সেনা সদরে আয়োজিত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এসব কথা বলেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

    তিনি বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে, তার আলোকে সেনাবাহিনী প্রাথমিক ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমানে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয় বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তবে গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে। এতে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা দৃঢ় ও পেশাদার।

  5. পুলিশ কমিশনের ওপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠার শঙ্কা টিআইবির

    পুলিশ সদস্যরা হেলমেট ও ভেস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

    প্রস্তাবিত পুলিশ কমিশনের বাস্তব স্বাধীনতা ও কার্যকারিতার জন্য ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া ঢেলে সাজাতে সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    এতে বলা হয়েছে, অন‍্যথায় অধ্যাদেশটি পুলিশ কমিশনের ওপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা এবং কমিশনকে সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তাদের কর্মক্ষেত্রে পরিণত করার ঝুঁকি রয়েছে।

    টিআইবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এরই মধ্যে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করলেও তা প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। তবে টিআইবি নির্ভরযোগ্য সূত্রে খসড়া সম্পর্কে জেনেছে।

    টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সাতজন সদস্যের মধ্যে অবসরপ্রাপ্ত একজন আমলা ও দুইজন পুলিশ সদস্যের সমন্বয়ে যেভাবে কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে, এতে করে কমিশন সাবেকদের আনুগত্যের প্রতিদানকেন্দ্রে পরিণত হওয়াসহ সরকারের নির্বাহী বিভাগের অধীনে একটি সংস্থায় রূপান্তরিত হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়েছে।”

    “এক্ষেত্রে আন্তর্জাতিক উত্তমচর্চার আলোকে সাবেক ও বর্তমান আমলা ও পুলিশ কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ বাতিল করে বিচার, আইন, আইনপ্রয়োগ, মানবাধিকার ও সুশাসন সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক সমন্বয়ে কমিশন গঠনের বিধান অন্তর্ভুক্ত করতে হবে” বলেন মি. ইফতেখারুজ্জামান।

  6. ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ বলেছেন মামদানি

    জোহরান মামদানি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি

    নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, এ বিজয় তাকে "যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরকে সাশ্রয়ী মূল্যের শহরে" রূপান্তরিত করার একটি ম্যান্ডেট দিয়েছে।

    এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, তার বিজয় তাকে ‘উচ্চাকাঙ্ক্ষী সাশ্রয়ী মূল্যের এজেন্ডা’ অনুসরণের ম্যান্ডেট দিয়েছে।

    মানুষের ওপর কর না চাপিয়ে এটি তিনি করতে পারবেন কি না জানতে চাইলে মামদানি বলেন, “নিউ ইয়র্কের শীর্ষ এক শতাংশের” জন্য তাকে কর বাড়াতে হবে।

    প্রতি বছর এক মিলিয়ন ডলারের বেশি আয় করেন নিউ ইয়র্কের এমন বাসিন্দাদের জন্য দুই শতাংশের সমান একটি কর চালু করার পরিকল্পনা করছেন বলে জানান নবনির্বাচিত মেয়র।

    নিউ ইয়র্কে কর্পোরেট করের হার ১১ দশমিক পাঁচ শতাংশে উন্নীত করারও পরিকল্পনা করছেন মামদানি। যেটি নিউ জার্সির শীর্ষভাগের সাথে মিলে যাবে।

    এর ফলে কর আহরণ প্রায় নয় বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে জানান মামদানি।

    যারা কর্মসংস্থান সৃষ্টি করেন এই করহার তাদের শহর ছেড়ে যেতে উদ্বুদ্ধ করবে কি না এমন প্রশ্নে মামদানি বলেন, শিশু যত্নের উচ্চ ব্যয়ের কারণে কর্মীরা ইতোমধ্যেই চলে যাচ্ছে। এর ফলে ব্যবসার জন্য প্রতিভা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউ ইয়র্ক শহরের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে।

    মামদানি বলেছেন, প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটির ক্ষতি করার সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে দাঁড়াতেও প্রস্তুত তিনি।

    “তার হুমকি অনিবার্য” বলেন জোহরান মামদানি।

  7. নিউ ইয়র্কে পরাজয়ের পেছনে ‘শাটডাউনকে’ দুষলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, White House

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে 'শাটডাউনকে' একটি বড় কারণ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থাকে "ডেমোক্র্যাটদের সৃষ্ট বিপর্যয়" বলেও অভিহিত করেন তিনি।

    সিনেটরদের সাথে প্রাতঃরাশে ট্রাম্প গত রাতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে ‘একটি আকর্ষণীয় সন্ধ্যা’ বলে অভিহিত করেছেন।

    তিনি বলেন, “আপনি জানেন, গত রাতে জয়ের আশা করা হয়নি”।

    নির্বাচন "খুবই গণতান্ত্রিক" ছিল এবং এটা "রিপাবলিকানদের জন্য ভালো ছিল না" বলে মন্তব্য করেছেন তিনি।

    ট্রাম্প বলেন, “কিন্তু আমাদের একটি আকর্ষণীয় সন্ধ্যা কেটেছে এবং আমরা অনেক কিছু শিখেছি। আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমি কয়েকটি মন্তব্য করবো এবং তারপরে আমি প্রেসকে চলে যেতে বলব”।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জরিপকারীদের মতে, শাটডাউনের কারণে সরকারি অচলাবস্থা রিপাবলিকানদের জন্য একটি বড় নেতিবাচক কারণ ছিল এবং ব্যালটে তার নিজের নাম না থাকা ছিল "সবচেয়ে বড় কারণ"।

    গত পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা এখন আমেরিকার ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা বলে উল্লেখ করেন তিনি।

    দোষারোপ অব্যাহত রেখে তিনি বলেন, সিনেটে "ডেমোক্র্যাট উগ্রপন্থিরা" সরকারকে পুনরায় কার্যকর করার ব্যাপারে "শূন্য আগ্রহ" দেখিয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, পাশ চেয়ার বসে শুনছেন অনেকে

    ছবির উৎস, White House

    ছবির ক্যাপশান, চলমান শাটডাউনকে ‘ডেমোক্র্যাটদের সৃষ্ট বিপর্যয়’ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প
  8. হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ

    সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, JANNATUL TANVEE

    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে।

    আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন, বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন।

  9. চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

    এরশাদ উল্লাহ

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম - ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম - ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

    তিনি নগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। মি. উল্লাহর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

    চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাকে।

    এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।

    পুলিশ জানিয়েছে, মাগরিবের নামাজের পর গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন তিনি।

  10. বিভিন্ন জেলায় মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ দলটির নেতা-কর্মীরা।

    সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় শহীদুল আলমের সমর্থকরা সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে।

    একইসাথে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    এছাড়া, মাদারীপুর-১(শিবচর) আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

    তার সমর্থকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে।

    এদিকে, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে এম এ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফরিদপুরের আঞ্চলিক সড়কে দুপুরে যান চলাচল বন্ধ ছিল।

    কুমিল্লা- ১০ আসনে মোবাশ্বের আলম ভুঁইয়াকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ তার সমর্থকরা বিকেলে রেলপথ অবরোধ করে। ঘণ্টাখানিক পর আবার অবরোধ তুলে নেওয়া হয়।

    অন্যদিকে, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

    সকাল সাড়ে ১১ টা থেকে দেড়টার মধ্যে শ্রীনগর উপজেলা ডাকবাংলো ও এক্সপ্রেসওয়ের সনবাড়ী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

    এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমীন আলী।

    কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে।

    ফলে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করে।

  11. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু

    হাসপাতালে ডেঙ্গু কর্নার

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ বছর মোট ৩০২ জনের মৃত্যু হলো। আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ৯৯২ জনে।

  12. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ২২ শে ডিসেম্বর

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী ২২ শে ডিসেম্বর।

    আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

    ২২শে ডিসেম্বর সোমবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর ২২ ও ২৩শে ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

    তফসিল অনুযায়ী, আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি করা হবে নয়ই নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত।

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ই নভেম্বর। চূড়ান্ত প্রার্থীর তালিকা আগামী তেসরা ডিসেম্বর প্রকাশিত হবে।

  13. মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?

    জোহরান মামদানি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র

    নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সাথে তুলনা করা হচ্ছে।

    কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন? এর উত্তর হলো–– না।

    মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিক হয়েছিলেন, কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না, যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক।

    মামদানি ১৯৯১ সালে উগান্ডায় ভারতীয় বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন - যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।

  14. পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়, তদন্ত প্রতিবেদনের তথ্য

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে পড়ে আছে বিধ্বস্ত হওয়া বিমান

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গত জুলাই মাসে

    পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    "ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়," বলেন মি. আলম।

    আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মি. আলম।

    মি. আলম বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।

    ২১শে জুলাই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় সব মিলিয়ে ৩৬ জন মারা যান।

    শফিকুল আলম বলেন, তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। তারা ১৬৮টি তথ্য উদঘাটন করেছে ও ৩৩টি সুপারিশ করা হয়েছে।

    তিনি জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর "ইনিশিয়াল সব টেইনিং" ঢাকার বাইরে করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

    এছাড়া, তদন্ত কমিটি জানতে পেরেছে- এই স্কুলটা রাজউকের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী অনুমোদিত ছিল না, স্কুলে তিনটি সিঁড়ি থাকার কথা থাকলেও ছিল কেবল একটা, বলে মি. আলম।

    কিছু কিছু স্থাপনা যেমন- হাসপাতাল, স্কুল, ওয়্যার হাউজ, স্মল ইন্ডাস্ট্রি এমন স্থাপনা বিমানবন্দর এলাকায় যাতে স্থাপন না করা হয় সে বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে লক্ষ্য রাখতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

    মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনায় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে তদন্ত কমিটি

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে তদন্ত কমিটি
  15. জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে: নাহিদ ইসলাম

    নাহিদ ইসলামের ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ফাইল ছবি

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    আজ বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মি. ইসলাম।

    তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেবো না, বাট এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব”।

    বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি।

    “বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই,” বলেন মি. ইসলাম।

    অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, “সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করবো,” বলেন দলটির আহ্বায়ক।

    এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

  16. ৯১টি আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনে গণসংহতি আন্দোলনের একটি প্রচারণামূলক পোস্টারে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ছবি
    ছবির ক্যাপশান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনে গণসংহতি আন্দোলনের একটি প্রচারণামূলক পোস্টার

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করবেন।

    আজ বুধবার রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    গত দোসরা নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

    এই কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হিসেবে আবুল হাসান রুবেল নির্বাচিত হয়েছেন।

    মি. সাকি জানান, প্রগতিশীল, উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে।

  17. শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের নামফলক, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কিছু মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক

    শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    আজ বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিস্তারিত জানাবেন।

    বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

    বিগত সরকারের আমলে এই ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম। আর একটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার।

    সেসময় ব্যাংকগুলোর হাজার হাজার টাকা নামে-বেনামে সরিয়ে নেওয়ায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

  18. ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন করতে হবে ১০ই নভেম্বরের মধ্যে

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ই নভেম্বরের পর গ্রহণ করা হবে না।

    নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের ১০ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

    জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ১৭ই নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।

    এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে।

  19. পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

    মো. আসাদুজ্জামান

    ছবির উৎস, Assaduzzaman Facebook page

    ছবির ক্যাপশান, মো. আসাদুজ্জামান

    অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

    বিএনপি ২৩৭টি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

    মি. আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

    আজ বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

    মি. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করবো। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করবো।”

    অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মি. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে