বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ভাঙচুর

জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। এনসিপিসহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত এখনও চলছে এবং তদন্ত শেষে আদৌ চুরি হয়েছে কি না জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নির্বাচন হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
    • দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন।
    • যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। নিউমোনিয়া এবং হৃদরোগের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।
    • মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি করে ৩৫ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের বিরুদ্ধে, সেটার তদন্তে তার প্রকৃত বাবা - মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
    • উত্তর-পূর্ব নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষার ধসে কমপক্ষে সাত জন পর্বতারোহী মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুইজন নেপালি রয়েছেন।
    • জুলাই গণঅভ্যুত্থানের সময় বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
    • আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। এমন সহিংসতার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে বহিষ্কার করেছে বিএনপি।
    • 'জয় বাংলা শ্লোগান' দেয়া মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি মূল পাতায়...

  2. নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

    বাংলাদেশে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত বর্তমান অর্থবছর থেকেই কার্যকর হবে।

    বিসিবি পরিচালকদের সভায় সোমবার এই সিদ্ধান্ত হয়েছে।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই তথ্য জানানো হয়েছে।

    এছাড়াও তাদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

  3. নেপালে সাত পর্বতারোহী তুষার ধসে মারা গেছেন

    হিমালয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তর-পূর্ব নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষার ধসে কমপক্ষে সাত জন পর্বতারোহী মারা গেছেন

    উত্তর-পূর্ব নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষার ধসে কমপক্ষে সাত জন পর্বতারোহী মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুইজন নেপালি রয়েছেন।

    অভিযানকারী সংস্থা সেভেন সামিট ট্রেকস এ তথ্য জানিয়েছে।

    সোমবার স্থানীয় সময় সকাল নয়টায় দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটেছে।

    উদ্ধারকারীরা এরই মধ্যে দুইজনের মরদেহ খুঁজে পেয়েছে এবং বাকি পাঁচজনের সন্ধান করছে। ধারণা করা হচ্ছে বাকিরা তুষারে চাপা পড়ে থাকতে পারে।

    আরো আটজনকে উদ্ধার করা হয়েছে এবং রাজধানী কাঠমান্ডুতে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

    বিবিসি নেপালিকে জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, পর্বতারোহীদের গ্রুপটি তুষার ধসের এক ঘন্টা আগে যাত্রা শুরু করে।

    সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, “অন্য পাঁচজন নিহত পর্বতারোহীর মরদেহ বরফের ১০ থেকে ১৫ ফুট নীচে থাকতে পারে। তাদের খুঁজে পেতে সময় লাগবে।”

    নিহতদের মধ্যে দুই জন ইতালীয়, একজন কানাডিয়ান, একজন জার্মান, একজন ফরাসি। বাকি দুজন নেপালি, যারা পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করছিলেন।

  4. নাচোলের ইউএনও মো. কামাল হোসেনের প্রকৃত বাবা-মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের

    দুর্নীতি দমন কমিশন।
    ছবির ক্যাপশান, নাচোলের ইউএনও মো. কামাল হোসেনের প্রকৃত বাবা - মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের

    মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি করে ৩৫ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের বিরুদ্ধে, সেটার তদন্তে তার প্রকৃত বাবা - মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদকের সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।

    অভিযুক্ত কামাল হোসেন এর আগে নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও এবং মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

    এজাহারে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে মো. কামাল হোসেন তার জন্মদাতা বাবা - মা মো. আবুল কাশেম এবং হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচী সানোয়ারা খাতুনকে বাবা - মা হিসেবে চিত্রিত করে জালিয়াতি করেছেন।

    এই কৌশলের মাধ্যমে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।

    মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

    তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন মোঃ কামাল হোসেন। স্থানীয় কিছু মানুষ শত্রুতা করে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে বলে তিনি দাবি করেছেন।

  5. জুলাই গণ অভ্যুত্থানের সময় সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

    ঢাকা বিশ্ববিদ্যালয় একাকার ভাস্কর্য 'অপরাজেয় বাংলা'।
    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময় বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারশ তিনজন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    জুলাই গণঅভ্যুত্থানের সময় বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

    ২০২৪ সালের ১৫ই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি এ বছরের ১৭ই মার্চ ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয় এবং ওইদিনের সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

    পরে অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

    পরে এই কমিটি ১২৮ জনসহ মোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পায়।

    বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্য সচিব ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ওই শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দেয়া নির্দেশ দেওয়া হলো।

    অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই নোটিশে।

  6. বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে

    ব্রিফিং

    ছবির উৎস, HOME MINISTRY

    ছবির ক্যাপশান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে এবং তদন্ত শেষে আদৌ চুরি হয়েছে কি না জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে এবং তদন্ত শেষে আদৌ চুরি হয়েছে কি না জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মি. চৌধুরী জানান এ ঘটনায় কমিটি গঠন করা হয়েছে।

    “এখন কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে প্রধান হলো আমাদের সিনিয়র সচিব। তিনি অলরেডি চার-পাঁচটা দেশে চিঠি দিছে। দুই-একটা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। ওখানে যে হাতিয়ার চুরি হইছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো চুরি হইছে কি হয় নাই ” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    যদি চুরি হয়ে থাকে সেই সময় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকেও আইনের আওতায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

    “বাট এখন পর্যন্ত তো আমরা স্টাবলিশই করতে পারি নাই যে কয়টা হাতিয়ার চুরি হইছে বা আদৌ চুরি হইছে কিনা। ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো ” বলেন মি. চৌধুরী।

    এছাড়া নির্বাচনে রাজনৈতিক দলের নেতা - কর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  7. 'জয় বাংলা শ্লোগান' দেয়া প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে কোনো কারণ জানায়নি দলটি।

    আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সোমবার সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল।

    তবে মঙ্গলবার বিএনপি জানিয়েছে, অনিবার্য কারণবশত ওই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।

    আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

    সোমবার রাতে তাকে মনোনয়ন দেওয়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাতে তারা দুই ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছিল। সেখানে তারা টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়েছিল।

    মনোনয়ন পাওয়ার আগে থেকেই কামাল জামান মোল্লার এই বছরের দুর্গাপুজার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে বক্তব্য শেষে তাকে 'জয় বাংলা' শ্লোগান দিতে দেখা যায়।

    এই ভিডিও নিয়েও মাদারীপুরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

  8. যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

    ২০০৮ সালের ১৮ ই মার্চ ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য ভাইস প্রেসিডেন্ট চেনি মঞ্চে

    ছবির উৎস, PAUL J. RICHARDS/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন।

    যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। নিউমোনিয়া এবং হৃদরোগের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

    সোমবার রাতে ৮৪ বছর বয়সে মারা গেছেন তিনি।

    এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “ডিক চেনি একজন মহান এবং ভালো মানুষ ছিলেন। তিনি তার সন্তানদের এবং নাতি-নাতনিদের আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন। সাহস, সম্মান, ভালোবাসায় জীবনযাপন করতে শিখিয়েছিলেন। মাছ ধরাও শিখিয়েছিলেন।”

    মি. চেনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

    ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জর্জ বুশ সিনিয়রের অধীনে প্রতিরক্ষা সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

    ১৯৭০ এর দশকে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মি. চেনি। পরে এক দশক তিনি হাউজ রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    নাইন-ইলেভেন হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার একজন মূল কারিগর মি. চেনি। ২০০৩ সালে ইরাক হামলার সমর্থকও ছিলেন তিনি।

  9. বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ভাঙচুর

    ভাংচুর

    ছবির উৎস, Ajker Meherpur

    ছবির ক্যাপশান, মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

    আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে।

    মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    গতকাল সোমবার বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ওই আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।

    ওই ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন।

    মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন দাবি করেন, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

    হামলায় বিএনপির অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

    এদিকে, চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এম এ হান্নানের সমর্থক নেতা - কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন।

    পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে।

    সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন।

    ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

    অন্যদিকে, মাগুরা -২ আসনে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন না দেয়ায় তার নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুর- শালিখা ও সদর উপজেলার চার ইউনিয়নের সমর্থকরা গতকাল রাতেই সেখানে বিক্ষোভ করে।

    নিতায় রায় চৌধুরীকে অযোগ্য প্রার্থী দাবি করে বিক্ষোভকারীরা অবিলম্বে তাকে বাদ দিয়ে রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

    ভাঙচুর

    ছবির উৎস, Saiful Islam Sifat

    ছবির ক্যাপশান, চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
  10. দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    বিএনপি নেত্রী রুমিন ফারহানা
    ছবির ক্যাপশান, দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি ২৩৭ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

    ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা।

    গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন।

    সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

    আজ মঙ্গলবার রুমিন ফারহানা বিবিসি বাংলাকে জানান, এই আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

    “ ৬৩টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না এটা আমি জানি না ” বলেন মিজ ফারহানা।

    গত ১৭ বছর বিএনপিতে কিভাবে কাজ করেছেন তা বাংলাদেশের মানুষ জানে বলেও উল্লেখ করেন তিনি।

    “মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করবো, ” বলেন মিজ ফারহানা।

    ২৩৭ টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে মিজ ফারহানা জানান, নিজের রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

    মিজ ফারহানা বলেন, “আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন ২৩৭ টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করবো।”

    দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনও আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “ আমি আশাবাদীও নই হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাবো ফর শিওর। আমার নেতা-কর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে আমি ছিলাম, আছি থাকবো। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।”

    বিএনপি ছেড়ে দেবেন কি না এমন প্রশ্ন মিজ ফারহানা বলেন, “ প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না।”

  11. শাহজালাল বিমান বন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগ

    পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স

    ছবির উৎস, Bangladesh Fire Service & Civil Defense

    ছবির ক্যাপশান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে।

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

    বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “আমরা মামলা করি নাই। আমরা জিডি করছি থানায়।”

    গত ২৮ শে অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি।

    এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন তিনি। একইসাথে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানান তিনি।

    ওই জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে।

    খোঁয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।

    গত ১৮ ই অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

    ছবির উৎস, PINKY AKHTAR

    ছবির ক্যাপশান, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।
  12. নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ আরো দুটি দল

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টিসহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।

    আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিং-এ এই তথ্য জানিয়েছেন।

    যে দলগুলো নিবন্ধন পেয়েছে সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

    তবে পুরোপুরি নিবন্ধন পেতে কিছুটা আনুষ্ঠানিকতা বাকী আছে।

    তিনি জানিয়েছেন, দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি আছে কিনা, তা জানতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে আগামীকাল। ১২ই নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানাতে পারবেন যে কেউ।

    এরপরই নিবন্ধনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

  13. দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতায় সীতাকুণ্ডে চারজনকে বহিষ্কার করেছে বিএনপি

    বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে বহিষ্কার করেছে বিএনপি।

    দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে।

    যে চারজনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহবায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় তাদের বহিষ্কার করা হলো।

    তারা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মি. চৌধুরী দলটির সাবেক যুগ্ম মহাসচিব।

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।

    সংবাদ বিজ্ঞপ্তি

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে বহিষ্কার করেছে বিএনপি।
  14. আগামী নির্বাচনই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই তার শেষ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নির্বাচন হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

    মি. আলমগীর তার পোস্টে ব্যক্তিগত ভোগান্তির উদাহরণ তুলে ধরে রাজনৈতিক নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা পোহাতে হয় বলে উল্লেখ করেছেন।

    একইসাথে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি তাকে মনোনীত করায় কৃতজ্ঞতাও জানিয়েছেন। মি. আলমগীর নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বিবরণ তুলে ধরে বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!”

    “আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে,” লিখেছেন মি. আলমগীর।

    যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি তাদের দলের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানান।

    তিনি লিখেছেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে!”

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে