আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শনিবার থেকে দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা, সাকিবকে নিরাপত্তা দেয়ার কথা জানালেন উপদেষ্টা

সাকিব আল হাসানকে ফেয়ারওয়েল টেস্টে নিরাপত্তা দেয়ার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণে বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত।

সার সংক্ষেপ

  • দেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
  • সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার
  • ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে আদালত
  • জামিনে কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা ঘটেছে

    • তিন মাস পর হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার তথ্য জানালো ইসরায়েল। তাদের মধ্যে একজনকে হামাস সরকারের প্রধান রাওহি মুশতাহা হিসেবে শনাক্ত করা হয়েছে।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে শনিবার থেকে। সেদিন দুপুর আড়াইটায় ডাক পেয়েছে বিএনপি।
    • বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা 'স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে'। রিসেট বাটন নিয়ে ড. ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে দলটি বলছে, 'যতই রিসেট দেন না কেন, অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নাই'।
    • সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আইনটি বাতিল করে নাগরিকদের সুরক্ষা দিতে নতুন আইন করা হবে।
    • বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা থেকে জামিনে মুক্ত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
    • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ ছাড়ার বিষয়ে বিজিবি'র ডিজি মে. জে. আশরাফুজ্জামান সিদ্দিকী বলছেন, 'উনি কোনদিক দিয়ে গেলেন? এটা আমারও প্রশ্ন'। তথ্য থাকলে অবশ্যই তাকে আটক করা হতো বলে জানিয়েছেন তিনি।
    • ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততা নিয়ে একটি দৈনিক পত্রিকায় ছাপা হওয়া খবরকে 'ফেইক নিউজ' বা ভুয়া খবর বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
    • গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৩ কার্যদিবসে মোট ৪০০ ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন কমিশনের কাছে, যার বেশিরভাগ অভিযোগ এসেছে র‌্যাবের বিরুদ্ধে।

    অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. পাঁচ সংস্কার কমিশনের প্রজ্ঞাপন

    রাষ্ট্রের পাঁচটি প্রতিষ্ঠান ও খাত সংস্কারের জন্য পাঁচ কমিশনের প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।

    যেসব খাত সংস্কারে কমিশন করা হয়েছে সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন।

    বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো জারি করে।

    অবশ্য বহুল আলোচিত সংবিধান সংস্কারের কমিশন এই তালিকার বাইরে রয়ে গেছে। সবগুলো কমিশনেই একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে। তবে, তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।

    নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নেতৃত্বে আছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

    আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে রাখা হয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে।

    বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে রাখা হয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনে প্রধান হিসেবে।

    পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব সফর রাজ হোসেন।

    আর, জনপ্রশাসন সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়্যারম্যান আব্দুল মুয়িদ চৌধুরী।

    সংস্কার বিষয়ে কমিশন প্রধানদের ভাবনা জানতে পড়ুন বিবিসি বাংলার প্রতিবেদন, কমিশন প্রধানরা যা বলছেন

  3. দেশে 'শেষ টেস্টে' সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

    দেশের মাটিতেই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের টেস্ট ফেয়ারওয়েল দেখতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

    মি. ভূঁইয়া বলেন, "এরকম একজন প্লেয়ার, যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি যেহেতু বাংলাদেশেই তার টেস্ট শেষ করতে চাচ্ছেন, সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে।"

    একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা।

    তবে, যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইনি বিষয় মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান তিনি।

    এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১১৯ রানের ছোট পুঁজি জমা করলে বোলারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।

    প্রতিপক্ষকে তারা ১০৩ রানে থামিয়ে দিতে সক্ষম হয়।

  4. সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

    সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

    ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    সাধন চন্দ্র মজুমদার ২০১৯ সালে আওয়ামী লীগের একটানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

    ২০২৪ সালের সাতই জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারেও একই দায়িত্ব দেয়া হয়েছিল তাকে।

  5. টাইম ম্যাগাজিনের উদীয়মানদের তালিকায় নাহিদ ইসলাম

    ২০২৪ সালের টাইম ওয়ান হান্ড্রেড নেক্সট তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    টাইম ম্যাগাজিন বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রের উদীয়মান ১০০ ব্যক্তিকে নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে।

    সেখানে 'লিডার' বা নেতৃত্ব ক্যাটেগরিতে নির্বাচিত করা হয়েছে মি. ইসলামকে।

    বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন নাহিদ। শেষ দিকে তিনি এবং আরো কয়েকজনকে কেন্দ্রে করে আবর্তিত হতে থাকে আন্দোলন।

  6. তিন মাস পর হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার তথ্য জানালো ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে তিন মাস আগে হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে তারা।

    তাদের মধ্যে একজনকে হামাস সরকারের প্রধান রাওহি মুশতাহা হিসেবে শনাক্ত করা হয়েছে। অপর দুইজন হলেন সামেহ আল-সিরাজ ও সামি ওদেহ। তারা হামাসের নিরাপত্তা শাখার দায়িত্বে ছিলেন।

    উত্তর-গাজায় এক বিমান হামলায় তারা নিহত হন।

  7. শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে বিএনপি

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে শনিবার থেকে।

    সেদিন দুপুর আড়াইটায় ডাক পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  8. 'যতই রিসেট দেন না কেন, অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নাই', আওয়ামী লীগের বিবৃতি

    বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা 'স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে'। এতে সাম্প্রতিক সময়ে রিসেট বাটন নিয়ে দেয়া ড. ইউনূসের বক্তব্যেরও সমালোচনা করা হয়েছে।

    বৃহস্পতিবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়।

    বিবৃতিতে অভিযোগ করা হয়, "পাঁচ আগষ্টের পর সারাদেশে সহস্রাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের... নির্বিচারে হত্যা করা হয়েছে। চাঁদাবাজি, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতন করা হচ্ছে।"

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি নিউ ইয়র্কে বলেছেন, "তারা (তরুণেরা) বলেছেন আমরা ‘রিসেট বাটন’ চেপেছি। সব পুরোনো শেষ। এখন আমরা নতুন বাংলাদেশ গড়ব।"

    এই বক্তব্যের নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, "তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নাই। মুছতে পারলেতো বাংলাদেশই থাকবে না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা, জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি, আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা। দেশকে তিনি শাসন শোষণ যাই করুন, এসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই করতে হবে।"

    জুলাই-অগাস্টের আন্দোলনের পেছনে 'ক্ষমতা দখলের ষড়যন্ত্র' দেখছে টানা ১৫ বছর আলোচিত-সমালোচিত হয়ে ক্ষমতায় থাকা দলটি।

    বিবৃতিতে তারা বলছে, "আপনারা দেখেছেন ১৬ জুলাই থেকেই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশী এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। এমনকি ছাত্রদের উপর ৭.৬২ রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়।"

    এতে দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে আওয়ামী লীগ।

    পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দলটিকে এ ধরনের বিবৃতি দিতে দেখা গেল।

    আরও খবর ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  9. সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে- আইন উপদেষ্টা

    সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বৃহস্পতিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে "সাইবার নিরাপত্তা আইন, ২০২৩" সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

    আসিফ নজরুল বলেন, আইনটি বাতিল করে নাগরিকদের সুরক্ষা দিতে নতুন আইন করা হবে।

    মতবিনিময় সভায় "সাইবার নিরাপত্তা আইন, ২০২৩" সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন।

  10. রাষ্ট্রপতির অপসারণ চান সমন্বয়ক হাসনাত

    বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

    পোস্টে মি. আব্দুল্লাহ লেখেন, "আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।"

    গত ১০ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দাবির মুখে পদত্যাগ করেছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেই কর্মসূচির নেতৃত্বে দেখা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহকে।

  11. কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ আর নেই

    বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন।

    তিনি নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে।

    সুইজারল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মি. অনির্বাণ।

    কবির নাতনি খিলখিল কাজী তার ভাই কাজী অনির্বাণ এর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

  12. কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা থেকে জামিনে মুক্ত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

    বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিন সকালেই তার জামিন মঞ্জুর হয়।

  13. 'উনি কোনদিক দিয়ে গেলেন? এটা আমারও প্রশ্ন', সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দেশ ছাড়ার বিষয়ে বিজিবি মহাপরিচালক

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোন পথে দেশ ছেড়েছেন সে ব্যাপারে তথ্য থাকলে অবশ্যই তাকে আটক করা হতো বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

    "উনি কোনদিক দিয়ে গেলেন? এটা আমারও প্রশ্ন," সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিজিবি ডিজি।

    বৃহস্পতিবার বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, পাঁচই অগাস্ট সন্ধ্যা থেকেই কারা কারা পালাতে পারে তা অনুমান করে একটি তালিকা সীমান্ত চৌকিগুলোতে সরবরাহ করা হয়।

    এ পর্যন্ত তার বাহিনী বিগত সরকারের ঘনিষ্ঠ ২২ জনকে আটক করেছে বলেও জানান মেজর জেনারেল সিদ্দিকী।

  14. ডিসি নিয়োগে ঘুস নেয়ার খবরকে 'ফেইক নিউজ' বলছেন জনপ্রশাসন সচিব

    ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততা নিয়ে একটি দৈনিক পত্রিকায় ছাপা হওয়া খবরকে 'ফেইক নিউজ' বা ভুয়া খবর বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।

    ‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’- এটি ছিল দৈনিক কালবেলা পত্রিকার বৃহস্পতিবারের প্রধান শিরোনাম।

    আর, 'ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস' শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে জড়িত।

    মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও তুলে ধরা হয়।

    তবে সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমানের দাবি, "আমার মোবাইল ফোনটি স্যামসাংয়ের, পত্রিকায় যেটা দেখানো হয়েছে সেটা হলো আইফোনের স্ক্রিনশট।"

    তিনি বলেন, "ইটস অ্যা ফেইক নিউজ"।

    তার কাছে এই অভিযোগের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সচিব।

    ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

  15. গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত

    গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

    এর আগে দেশে গত সাড়ে ১৫ বছর অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার তদন্ত ও বিচারের জন্য প্রথমবারের মত গঠিত হয় ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’।

    গত ১৫ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয় এই কমিশনের।

    কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এখন এ সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

    বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি জানায়, ১৩ কার্যদিবসে মোট ৪০০ ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন কমিশনের কাছে, যার বেশিরভাগ অভিযোগ এসেছে র‌্যাবের বিরুদ্ধে।

    এছাড়া গোয়েন্দা পুলিশ বা ডিবি, সিটিটিসি, ডিজিএফআইয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

    কমিশনের সদস্যরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইসহ মোট তিনটি সংস্থার কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

    কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, আয়নাঘর বা জয়েন্ট ইনটেরোগেশন সেল ডিজিএফআই'র হেডকোয়র্টার্সে কমপাউন্ডেই অবস্থিত।

    "দুই তলা ভবনটির নিচতলায় ২০-২২টা সেল আছে। আর দ্বিতীয়তলা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এখন এগুলো ভ্যাকেন্ট (খালি)," যোগ করেন তিনি।

    ডিজিএফআই ছাড়া বাকি অন্য দুটি সংস্থা হলো পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

    কমিশন ২৫শে সেপ্টেম্বর ডিজিএফআইয়ের 'আয়নাঘর' এবং পহেলা অক্টোবর ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছে বলে জানান কমিশনের প্রধান।

    তবে 'সেখানে কোনো বন্দির দেখা পাননি' উল্লেখ করে তিনি বলেন, "সম্ভবত পাঁচই অগাস্টের পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।"

  16. সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে

    ফুসফুসে সংক্রমণের কারণে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতি থাকাকালীন তার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম।

    অধ্যাপক চৌধুরীর মেয়ে শায়লা চৌধুরীর বরাত দিয়ে মি. আলম জানান, আগে থেকেই বি. চৌধুরীর হৃদরোগ রয়েছে। বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ হওয়ায় তাকে উত্তরার একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  17. পর্দা উঠছে নারী টি-২০ বিশ্বকাপের, প্রথমদিনেই মাঠে নামছে বাংলাদেশ

    সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের।

    উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

    শারজায় বিকাল চারটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত আটটায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল।

    গ্রুপ 'বি'তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্কটল্যান্ডের বিপক্ষে।

    গ্রুপ এ'তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা নারী দল।

    ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ।

    প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এবার ভালো স্কোর গড়ার লক্ষ্য বাঘিনীদের।

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে আইসিসি তা আমিরাতে সরিয়ে নেয়।

  18. গণত্রাণের আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

    বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের আট কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

    বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে এই টাকার চেক তুলে দেন তারা।

    বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

    তিনি লিখেছেন, "বন্যাকবলিত অঞ্চলে সার্বিক পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকার চেক হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।"

    বুধবার ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়।

    এতে বলা হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত নয় কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে।

    সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকার চেক জমা দেয়া হয়েছে।

    বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যার্তদের জন্য ব্যয় করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান।

    গত অগাস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার মানুষের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা জমা পড়েছিল।

    কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেইসব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না, সেটি নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

  19. আবার বেড়েছে ডিমের দাম

    অন্তর্বর্তী সরকার ডিমের দাম বেঁধে দিলেও গত দুই দিনের ব্যবধানে ডিমের দাম হালিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

    বাজারে ডিমের ডজন এখন ১৭০ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

    স্থানীয় বাজারগুলোতে ডিমের হালি সাধারণত ৬০টাকা এবং ডজন ১৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে।

    বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করছে, করপোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে দাম বাড়ানোয় এখন ডিমের দাম বেড়েছে।

    অন্যদিকে, করপোরেট প্রতিষ্ঠানগুলো বলছে বন্যার কারণে ডিমের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে।

    বাজারে ডিমের দাম স্বাভাবিক রাখতে গত ১৫ই সেপ্টেম্বর ডিমের উৎপাদন, পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর।

    অধিদপ্তরের আদেশে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারিতে ১১ টাকা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা দাম নির্ধারণ করা হয়।

    অথচ সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির প্রতিবেদনই বলছে, খুচরা বাজারে অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে ডিম।

    আরও খবর পেতে বিবিসি বাংলার ওয়েবসাইট ভিজিট করুন।

  20. বৃষ্টি আর কতদিন চলবে?

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকেই মুষলধারে চলছে বৃষ্টি। বুধবার সন্ধ্যার পর থেকে এই বৃষ্টিপাত শুরু হয়, যা অনবরত চলছেই।

    বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলেছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ১২০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে।

    অন্যদিকে, একই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪৪ মিলিমিটার। কক্সবাজারে ১১৪ ও নোয়াখালীর মাইজদীতে ১০৮ মিলিমিটার।

    সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এবারের বৃষ্টি বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন যা লঘুচাপে পরিণত হতে পারে।

    এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

    শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

    একই এলাকার সব জায়গায় বৃষ্টি না হওয়ার কারণ এবং বজ্রপাত কেন হয় - এ নিয়ে জানতে বিবিসির এই সংবাদগুলোতে ক্লিক করে জেনে নিতে পারেন...