আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ছাত্র নেতাদের দাবি রাষ্ট্রপতিকে অবশ্যই যেতে হবে, হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহবান বিএনপি মহাসচিবের

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ২০ মন্ত্রী ও উপদেষ্টাকে হাজিরের নির্দেশ। নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়ে চিঠি।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটলো-

    • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবশ্যই যেতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
    • ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন-সহ চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
    • সুপ্রিম কোর্টের অধীন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফরের কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
    • জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ যত মানুষকে হত্যা করেছে তার ন্যায় বিচার আদালত থেকে পেতে চায় জামায়াতে ইসলামী।
    • বড় ব্যবধানে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী ফুটবল দল।
    • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০ জনকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
  2. রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে: হাসনাত আব্দুল্লাহ

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবশ্যই যেতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

    রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি৷

    গত কয়েকদিনে এই নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

    এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদের সাথে বৈঠকও করেছে দলটি।

    রোববার সন্ধ্যায় ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে৷ তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে। এ নিয়ে সবগুলো রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে”।

    তিনি বলেন, “তবে কী প্রক্রিয়ায় এই অপসারণ হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা”।

    এ নিয়ে শিগগিরই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

    বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, “রাষ্ট্রপতি ইস্যু ছাড়াও আলোচনায় আমরা সংবিধান সংস্কার এবং বিগত তিনটি জাতীয় নির্বাচন বাতিলে ঐকমত্য গড়ে তুলতে কাজ করছি”।

    বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা বলছেন, সব দলগুলোর সাথে আলোচনা শেষেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

  3. সাদ্দাম, ইনান-সহ চারশোরও বেশি ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আসামী করা হয়েছে ২২জন নেত্রীকেও

    সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-সহ চার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

    গত ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে এই মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন।

    রোববার রাতে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

    এই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও দুইশো ছাত্রলীগ নেতাকর্মীকে।

    মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

    আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

  4. বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব, আইন মন্ত্রণালয়কে প্রধান বিচারপতির চিঠি

    সুপ্রিম কোর্টের অধীন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতামত নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে ওই চিঠি পাঠানো হয়।

    রোববার পাঠানো ওই চিঠিতে বলা হয়, "বিশ্বায়নের এই যুগে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে সাংবিধানিক বিধি বিধানের আলোকে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ নীতির প্রয়োগ ও চর্চার বিষয়টি সর্বজনবিদিত।"

    "আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ কার্যকররূপে বাস্তবায়িত না হলে রাষ্ট্রে সংবিধানের সুসংহত চর্চা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এর ফলে রাষ্ট্রের বিভিন্ন বিভাগসমূহের মধ্যে ক্ষমতার সূক্ষ ভারসাম্য বজায় রাখার যে প্রয়োজনীয়তা রয়েছে তা এক দিকে যেমন ব্যাহত হয়, তেমনি অন্য দিকে সামগ্রিকভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।"

    সুপ্রিম কোর্টের জনসংযোগ শাখার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করেন।

    অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল-সহ সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

    প্রধান বিচারপতি অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

    অভিভাষণে তিনি উল্লেখ করেছিলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের লক্ষ্যে তিনি শিগগির পদক্ষেপ নেবেন। সেই ধারাবাহিকতায় পৃথক সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, উচ্চ আদালতের রায়ের আলোকে ২০০৭ সালের পহেলা নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। কিন্তু রায় অনুযায়ী বিচার বিভাগ এখনও পুরো সরকারের নিয়ন্ত্রণমুক্ত হতে পারেনি।

  5. ঢাকায় সড়ক দুর্ঘটনার ভিডিও ভাইরাল, আহত তিনজন পঙ্গু হাসপাতালে ভর্তি

    রাজধানী ঢাকার বিমানবন্দর মহাসড়কে একটি প্রাইভেট কারের চাপায় তিনজন পথচারী গুরুতর আহত হয়েছে।

    এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    তাতে দেখা যায়, ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন।

    এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার তাদের চাপা দিলে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

    এই ঘটনায় আহত তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

    এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, “বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় মহাসড়কে একটি প্রাইভেট কার পথচারীদের চাপা দিলে তিনজন আহত হন।"

    "আহতদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে এবং একজনের মাথা ফেটে গেছে। তাদের আশপাশের লোকজন উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে”, জানান মি রহমান।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

  6. সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

    এ নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৭৭ জনের।

    স্বাস্থ্য অধিদফতরের বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আর চলতি বছর এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী।

    স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৯৩৯ জন।

    এছাড়া ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৪৫ জন রয়েছেন দেশের অন্যান্য বিভাগে।

  7. আওয়ামী লীগ জমানার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির একটি টিম।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

    গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    মি. হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা-সহ চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।

    সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  8. হঠাৎই কমলাপুর স্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, ঘটনার পর প্রকৌশলী বরখাস্ত, মামলা রুজু

    গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় মাসতিনেক পর শনিবার হঠাৎই ঢাকার কমলাপুর রেল স্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বার বার ভেসে ওঠে।

    তাৎক্ষণিকভাবে বিষয়টি উপস্থিত যাত্রীরা-সহ রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে।

    পরে ওই ঘটনায় ঢাকা বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করে রেলপথ মন্ত্রণালয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের হয়েছে।

    রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল নয়টায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখাটি ভেসে ওঠে।

    এরপর ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর সেই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়া হয়।

    এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    রেলপথ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ঘটনার তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

    ঘটনার সময় উক্ত স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

    সিসিটিভির ক্যামেরায় ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোরে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে চিহ্নিত করেছে মন্ত্রণালয়।

    রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, এই ঘটনায় ঢাকা রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, 'পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে'। একই সাথে ঘটনাটি ‘অন্তর্ঘাতমূলক’ কি না, তা খতিয়ে দেখার জন্যও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

  9. আমাদের প্রতি যে জুলুম করেছে, আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়: জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ যত মানুষকে হত্যা করেছে তার ন্যায় বিচার আদালত থেকে পেতে চায় জামায়াতে ইসলামী।

    রোববার দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিগত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    জামায়াতের আমির এসময় বলেন, “আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের ওপর যেমন জুলুম করা হয়েছে, ওদের (আওয়ামী লীগের) ওপর যেন সেই জুলুম করা না হয়। ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়া হয়”।

    “তাতে যদি কারো ফাঁসি হয়, আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন হয়, হবে। যার যেটা পাওনা তা যেন হয়” বলেন মি. রহমান।

    এসময় তিনি বলেন, “প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর। এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে”।

    জামায়াত আমির বলেন, “আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ারও মালিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছে ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এ পৃথিবীতে হবে, আসল বিচার হবে আখেরাতে। দুনিয়ার বিচারটাও আমরা দেখতে চাই”।’

    শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মি. রহমান বলেন, “তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে তিনিও তো আইনের ঊর্ধ্বে না। যে অপকর্ম করেছেন তা আপনাকে প্রত্যক্ষ করতে হবে, তার স্বাদও গ্রহণ করতে হবে”।

    এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে সবাইকে দাড়ানোর আহবান জানান জামায়াতের আমির।

  10. ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

    বড় ব্যবধানে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী ফুটবল দল।

    সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের তহুরা হ্যাটট্রি করে এদিন।

    ভুটানকে এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত হারিয়ে ফাইনালে উঠেছে টিম বাংলাদেশ।

    রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে শুরু করে বাংলাদেশ।

    শুরুতেই এগিয়ে যায় তারা। খেলার সাত মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বাংলাদেশের ঋতুপর্ণা।

    ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা। ম্যাচের ২৬তম মিনিটে দলের লিড ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা।

    ৩৭ মিনিটে ফের গোল করে সাবিনা। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ।

    শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশের মেয়েরা।

  11. রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহবান বিএনপি মহাসচিবের

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

    বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।

    এসময় রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান।

    জবাবে বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয়, এ বিষয়ে কোন হঠকারী পদক্ষেণ না নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি”।

    শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা রাষ্ট্রপতিকে অপসারণের তাঁদের দাবি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

    সেই বৈঠকে আলোচিত রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির যে সর্বোচ্চ ফোরাম রয়েছে, সেই ফোরামে আলোচনা হবে। আলোচনা শেষে আমাদের অবস্থান পরিষ্কার করব।’

    রাষ্ট্রপতি ইস্যুতে যে সংকট হয়েছে এই সংকটের সমাধানে অতিদ্রুত নির্বাচনকেন্দ্রীক সংস্কারগুলো করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করারও আহবান জানান মি. আলমগীর।

    নির্বাচন নিয়ে কোন আশঙ্কা আছে কী-না এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূূলপাতায় ক্লিক করুন

  12. আপনারা এই রাজ্যে পরিবর্তন এনে দিন, বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব: অমিত শাহ, পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল উদ্বোধনে অমিত শাহ

    পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্রাপোল সীমান্তে রোববার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (সমন্বিত চেকপোস্ট), যাত্রীবাহী টার্মিনাল এবং কার্গোগেট ‘মৈত্রীদ্বার’-এর উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    যাত্রীদের যাতায়াত এবং বাণিজ্যিক আদানপ্রধানের জন্য এই সীমান্ত কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে তিনি বলেন পেট্রাপোলের নতুন যাত্রী টার্মিনাল এই অঞ্চলের অবকাঠামোতে একটা উল্লেখযোগ্য সংযোজন।

    ল্যান্ড অথোরিটি অফ ইন্ডিয়ার এই উদ্যোগ যাত্রীদের সুবিধার জন্য যেমন তৈরি করা হয়েছে তেমনই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রেও তা একইভাবে উল্লেখযোগ্য।

    মি. শাহ বলেন, “আইনিভাবে যাতায়াতের ব্যবস্থা থাকে তখন, অবৈধভাবে যাতায়াত শুরু হয়। আর যখন অবৈধভাবে যাতায়াত শুরু হয় তখন তা বাংলা তথা ভারতের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে।”

    একইসঙ্গে ২০২৬ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তোলেন তিনি। তার কথায়, “২০২৬ সালে আপনারা এই রাজ্যে পরিবর্তন এনে দিন। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য।’’

    অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদীর শাসনকালে বাংলাদেশর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কতটা মজবুত হয়েছে সে বিষয়েও উল্লেখ করতে ভোলেননি তিনি।

    তিনি বলেছেন, ‘‘মোদী যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি। এখন তা ৩০ হাজার কোটি হয়েছে। ব্যবসা বেড়েছে, কাজ বেড়েছে এবং বাংলায় কর্মসংস্থানও হয়েছে।’’

    আগামী মাসে পশ্চিমবঙ্গের ছ’টা কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে। তার আগে অমিত শাহের কলকাতা সফর বিশেষ অর্থবহ বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তার কর্মসূচির মধ্যে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা রয়েছে।

    অন্যদিকে, আরজি কর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার অভিভাবকের সঙ্গে মি. শাহের দেখা করার সম্ভাবনাও রয়েছে। নিহত চিকিৎসকের অভিভাবক দিন কয়েক আগে তার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছিলেন।

  13. বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

    দেশের বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের লক্ষ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে।

    শনিবার অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণে পৃথক সচিবালয়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছিল।

    রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত নিয়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। যাতে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    শনিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচারিক আদালতের বিচারকদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন প্রধান বিচারপতি।

  14. গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ২০ মন্ত্রী ও উপদেষ্টাকে হাজিরের নির্দেশ

    জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০ জনকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের করা এক আবেদনে এ আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

    আগামী ১৮ই নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

    তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি, শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আরেক উপদেষ্টা তৌফিক ই এলাহী, সাবেক বিমান মন্ত্রী ফারুক খান, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, জুনায়েদ আহমেদ পলক।

    আরও রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদেশের পর এক ব্রিফিং এ বলেন, "ঠাণ্ডা মাথায় নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করাই হয় নি, মারা যাওয়ার পরে লাশ পুড়িয়ে ফেলা, দাফন করতে না দেয়া, গুম করাসহ আরও যত আন্তর্জাতিক আইনানুযায়ী অমানবিক কাজ আছে তা তারা করেছে"।

    এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরও ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এর মধ্যে গ্রেফতার ছয়জনকে ২০শে নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

    তারা হলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, আব্দুল্লাহিল কাফি, আরাফাত হোসেন, মাজহারুল ইসলাম, আবুল হাসান।

    রাষ্ট্রপক্ষের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেছেন।

  15. পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে: পরিবেশ উপদেষ্টা

    পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    “শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোন প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেয়া হচ্ছে সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোন সিদ্ধান্ত হয় নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে”।

    বিশ্বের অন্যান্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান মিজ হাসান।

    সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    “পলিথিন শপিং ব্যাগ থেকে এক পাও পিছু হটবো না” বলেন মিজ হাসান।

    এ বিষয়ে বিকল্প নিয়ে সরকারের কাঁধে না দিয়ে ব্যবসায়ীদের নিজেদেরও বিকল্প দেখানোর আহ্বান জানান তিনি।

    পাটের বিষয়ে মিজ হাসান বলেন, “পাট তো আমার নিজস্ব শিল্প। আমি চরম দুষণকারী ট্যানারিকে পুষে যাচ্ছি কিন্তু আমি পাটকে প্রমোট করবো না এটা হতে পারে না। ফলে পাটকে প্রমোট করার জন্য যা যা করা দরকার আমার বিশ্বাস পাট মন্ত্রণালয় এটা করবে”।

  16. দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতির আবেদনের শুনানি পেছালো

    বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে পাঁচই নভেম্বর নির্ধারণ করেছে আদালত।

    ঢাকার একটি বিচারক আদালত এ আদেশ দিয়েছে।

    এর আগে ২০১৭ সালের ২৮শে মে এ মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

    দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে চীনা কোম্পানির সাথে করা চুক্তির মধ্য দিয়ে দেড়শো কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করা হয়েছিল।

    ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় সে বছরই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

    তখন বিএনপি নেত্রী মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। তবে ২০১৫ সালে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নেয়। এরপর মামলা বাতিল করার জন্য হাইকোর্টে করা আবেদন বাতিল হলে তার বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপার্সন।

  17. জুলাই- অগাস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারে আবার বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    জুলাই- অগাস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আজ রোববার আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম হবে।

    ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়েছেন।

    এর আগে গত ১৭ই অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আসামীদের ১৮ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।

    এরই মধ্যে হাইকোর্টে অন্তর্বর্তী সরকারের এ সময়ে নিয়োগ পাওয়া তিন জন বিচারকের সমন্বয়ে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এ পর্যন্ত শেখ হাসিনা ও তার দলের অনেক নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কাছে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ৬০ টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।

    তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম এরই মধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছে।

    আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩ সংশোধনের জন্য একটি খসড়াও তৈরি করেছে সরকার।

  18. লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার

    চতুর্থ দফায় লেবানন থে‌কে আগামীকাল সোমবার দেশে ফিরবেন আরও ৩০ জন বাংলা‌দে‌শি।

    লেবাননের রাজধানী বৈরুত থে‌কে আজ রোববার রা‌তে দে‌শের উদ্দেশে রওনা করবেন তারা।

    শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

    বিজ্ঞপ্তিটিতে দূতাবাস বলেছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

    আজ রোববার ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

    সোমবার রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

    তালিকায় থাকা ব্যক্তিদের আজ ২৭শে অক্টোবর বিকাল পাঁচটায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

    এখন পর্যন্ত ১৫০ জনকে লেবানন থেকে দেশে ফেরত এনেছে সরকার।

  19. হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

    হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    রবিবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    পাঁচ দিনের রিমান্ড শেষে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম।

    গত ২১শে অক্টোবর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

    অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯শে জুলাই মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান।

    সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ ও গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়।

    নিহত হৃদয় হবিগঞ্জের একটি ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

    এ ঘটনায় গত ২৩শে সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

    সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

    পরাজিত করেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন হিসেবেই পরিচিত তিনি।

  20. মোহাম্মদপুরে অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার

    রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

    তাদের বিরুদ্ধে এ এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

    শনিবার রাতেই এ ৪৫ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার।

    মি. ইফতেখার বলেন, “আমি অভিযানে তাদের সঙ্গে ছিলাম না। বলতে পারছি না আসলে কী গ্রাউন্ডে তাদের অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তারা নিশ্চিত হয়েছেন যে তারা অপরাধের সাথে জড়িত। আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা যাচাই- বাছাই করবো কে কোন অপরাধের সাথে জড়িত”।

    সেনাবাহিনীর সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সফল অভিযান সম্পন্ন হয়েছে বলে জানান মি. ইফতেখার।

    তিনি জানান, “ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসীর দশটা তালিকা করলে এর পাঁচটার জন্ম ও বেড়ে ওঠা কমপক্ষে হবে মোহাম্মদপুরে। শুধু মোহাম্মদপুরের একটা থানায় ঢাকার শীর্ষ সন্ত্রাসীর অর্ধেকের বেশি জন্ম দিয়েছে এবং বেড়ে উঠেছে সহায়তা করেছে। ঐতিহাসিকভাবে মোহাম্মদপুর ক্রাইম জোন”।

    এসব অপরাধ কার্যক্রম দমন করতে আজ রোববার থেকে মোহাম্মদপুর এলাকায় প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবেন সেনাবাহিনীর সদস্যরা।

    গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, শনিবার রাতে বছিলা সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অস্থায়ী ক্যাম্প বসানোর এ তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

    মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।

    সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।