আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চান ইশরাক, অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে অবস্থান নিয়েছে সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মি. হোসেন নিজেই। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু’এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন এবং তাকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ‘করিডর’ নিয়ে কারও সাথে আলোচনা করেনি। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি ‘চ্যানেল’ তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের চাপ কিংবা সেনাবাহিনীর সাথে মতবিরোধের খবরও প্রত্যাখ্যান করেছেন।
    • নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে তুলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেছে।
    • ভারতের লেখিকা বানু মুশতাক ২০২৫ সালের ‘ইন্টারন্যাশনাল বুকার’ পুরস্কার জিতে নিয়েছেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা এই লেখিকা একইসঙ্গে একজন আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। তার ছোট গল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’এর জন্য এ বছরের পুরস্কার পেয়েছেন তিনি।
    • বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে অবস্থান নিয়ে সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে দেয়া বক্তৃতায় মি. হোসেন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। ওদিকে এ সংক্রান্ত এক রিটের বিষয়ে বৃহস্পতিবার আদালতের আদেশ দেয়ার কথা।
    • বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু'এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিবকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি, তার দায়িত্বের পরিবর্তন হচ্ছে।
    • দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাত্যাহিক সমাবেশে পড়ানোর জন্য নতুন শপথ ঠিক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে। এতে ‘সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক’ শপথটি পাঠ করানোর অনুরোধ করা হয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. পাকিস্তানে স্কুল বাসে হামলায় সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    পাকিস্তানের বালুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ করার পর ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “খুজদারের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করছে”।

    "পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে" বলেও তিনি মন্তব্য করেন।

    বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়।

    ওই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান সেনাবাহিনী এর নিন্দা জানায়।

    “ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক তাদের প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ওই হামলা চালিয়েছে” বলে পাকিস্তানের দিক থেকে অভিযোগ করা হয়েছিল।

  3. আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চান ইশরাক, অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা

    বুধবার রাতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন ইশরাক হোসেন

    ছবির উৎস, Ishraque Hossain/Facebook

    ছবির ক্যাপশান, বুধবার রাতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন ইশরাক হোসেন

    বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে যে অবস্থান নিয়েছে সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মি. হোসেন নিজেই।

    সন্ধ্যার পর অস্থায়ী একটি মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করে বলেন "এরপর পদত্যাগ করতে হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে"।

    “দুই উপদেষ্টার সাথে আমার পরিচয় নাই। শত্রুতা বা বৈরিতা নেই। এখানে কেবল গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে। ওনারা পদত্যাগ করে যে দলের সদস্য কিংবা যে দলের সদস্য হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের ওপর হস্তক্ষেপ চলবে না,” বলেছেন তিনি।

    মি. হোসেন অভিযোগ করেন যে তার মামলার বিষয়ে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, রায় প্রদানের সময় আর আজ নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হয়েছে।

    “আমি মাত্র একজন প্রার্থী। আমার সাথে যদি এই আচরণ হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন আসবে। তাহলে এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে এটা আশা করতে পারেন?”

    তিনি বলেন, “আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। যতদিন দাবি না মানা হবে ততদিন আমরা এখান থেকে যাবো না। আমি এখানে অবস্থান নেবো।”

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ই মে থেকে কর্মসূচি পালন করে আসছেন সমর্থকরা।

    মঙ্গলবার নগর ভবনের সামনে থেকে তারা ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    বুধবার সকাল দশটার পর নগর ভবনের সামনে থেকে এসে তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন।

    এর আগে ২৭শে এপ্রিল মি. হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তার শপথ অনুষ্ঠান হয়নি এখনো।

  4. শিক্ষার্থীদের জন্য নতুন শপথ, প্রজ্ঞাপন জারি

    নতুন শপথের প্রজ্ঞাপন

    ছবির উৎস, https://shed.gov.bd/

    ছবির ক্যাপশান, নতুন শপথের প্রজ্ঞাপন

    দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাত্যাহিক সমাবেশে পড়ানোর জন্য নতুন শপথ ঠিক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।

    এতে ‘সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক’ শপথটি পাঠ করানোর অনুরোধ করা হয়েছে।

    শপথটি হলো: “আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।”

    এর আগে ২০২১ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শপথ পরিবর্তন করেছিল।

    ওই শপথে ছিল, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

    আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।”

  5. দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

    পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

    ছবির উৎস, Ministry of Foreign Affairs

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

    বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু'এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিবকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি।

    “পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকেই এ দায়িত্ব থেকে সরে যেতে চান। উনি আগামী দু'এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। উনি চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে,” বলছিলেন তিনি।

    সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে- এমন খবর আলোচনায় উঠে আসে।

    এমনকি চলতি মাসে টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।

    বাংলাদেশে পুশ ইন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে কি না - এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টি হলো, যাঁরা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাঁদের অবশ্যই ফেরত নিতে হবে।’

  6. করিডর নিয়ে 'কোনও আলোচনা হয়নি', ত্রাণ 'চ্যানেল' দেওয়ার প্রস্তাব বিবেচনায়, করিডর ইস্যুতে যা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

    প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ‘করিডর’ নিয়ে কারও সাথে আলোচনা করেনি। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি ‘চ্যানেল’ তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে।

    বুধবার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিকে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সেই সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

    খলিলুর রহমান বলেন, ''জাতিসংঘের যে কার্যক্রম মিয়ানমারে চলছে, সেটা রাখাইনে আর চলা সম্ভব না। কারণ যুদ্ধাবস্থার কারণে মানবিক ত্রাণ রাখাইনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গত মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে বলেছিলেন, রাখাইনের ত্রাণ সাহায্য দিতে পারি কি-না। আমরা বিষয়টা বিবেচনা করছি। কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে।''

    তিনি জানান, জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে, এই সাহায্য বা সহায়তা প্রাপ্তি বা বিতরণের ব্যাপারে কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কাউকে বঞ্চিত করা যাবে না। যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না।

    ''আর আমাদের তরফ থেকে শঙ্কা হচ্ছে, আরাকানের যে নতুন রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রশাসন তৈরি হয়েছে, সেখানে আমরা রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলেছি, আমরা কোনোরকম অ্যাথনিক ক্লিনজিং (জাতিগত নির্মূল অভিযান) সহ্য করবো না। তাদের বলেছি, তারা যদি শুধু রাখাইনদের নিয়ে রাজ্য পরিচালনা করতে চায়, তাহলে তারা হবে একটি বর্ণবাদী রাষ্ট্র।''

    তিনি বলেন, ''বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা। এই কাজ করার সবগুলো অপশন আমাদের টেবিলে থাকবে। আমাদের সকল কূটনৈতিক ও অন্যান্য প্রচেষ্টা দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই।''

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ''জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি করিডর দেয়ার যে গুজব তৈরি হয়েছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডর নিয়ে আমাদের সাথে কারো কোনও কথা হয়নি এবং কারো সাথে কোনও কথা হবে না।''

    ''আমরা কাউকে করিডর দিচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনও সাহায্য-সহযোগিতা, এইড উপকরণ অন্য কোনও সাপ্লাই রুট দিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ আমাদের বললো, কিছুটা দূরে তো বর্ডার। আপনার এইটুকু আমাদের সাহায্য করবেন, যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যেসব চ্যানেল আছে, সেটা ব্যবহার করে রাখাইনের জনগণের কাছে মানবিক সাহায্য পৌছে দেবেন,'' তিনি বলেন।

    খলিলুর রহমান বলেন, ''আমরা করিডর নিয়ে কারো সাথে কোনও ধরনের কথা বলি নাই এবং কথা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডরের কোনও প্রয়োজন নেই। করিডর সৃষ্টি করে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার কোনও প্রয়োজনীয়তা এখন নেই। যেটা প্রয়োজন আছে, সেটা হলো ত্রাণ সরবরাহ করা''।

    ''এটা করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং সেই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবো। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন আমরা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারবো না। আর প্রত্যাবাসনের কথা বলতে না পারলে প্রত্যাবাসন কৌশলের কথাও বলতে পারবো না,'' বলেন খলিলুর রহমান।

    রাখাইনে নিয়ে যাওয়ার পরে ব্যবস্থাপনা কীভাবে হবে, এই প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ''পুরো কন্ট্রোল থাকবে জাতিসংঘের, ওপারে নিয়ে যাওয়ার পরে সেখানকার নিরাপত্তা, সবকিছু তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব সীমান্ত পর্যন্ত, সেখানে মাদক পাচার হচ্ছে কিনা, অন্য কিছু হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। দু্‌ই পক্ষ সম্মত হলে, কনফ্লিট কমলেই শুধু আমরা যাবো।''

    ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়া হলে কোন রুটে সেটা হতে পারে, এমন প্রশ্নের জবাবে মি. রহমান বলেন, ''দুই পক্ষ, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করবো। এটা কেবলমাত্র সরকারের নয়, সকল অংশীজনের সাথে বসে আমরা সেটা ঠিক করবো। এখনো সেই পর্যায়ে আমরা যাইনি।''

    করিডর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনও মতপার্থক্য তৈরি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ''সেনাবাহিনীর সাথে কোনও মতপার্থক্য নেই। সেনাপ্রধানের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। এ নিয়ে আমরা এক সমতলে অবস্থান করছি। এ নিয়ে কোনও ফাঁকফোকর নেই।''

    তিনি বলেন, ''পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয়হীনতার সুযোগ নেই, আর সেনাবাহিনীর সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।''

    গত ২৭শে এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    সেই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ''ফরেন অ্যাডভাইজারের সাথে আমার রোজ কথা হয়। উনি করিডর শব্দটা বলেই কিন্তু সেটা কারেক্ট করেছিলেন, উনি পাথওয়ে বলেছিলেন। সেটা ছিল স্লিপ অব ট্যাং, সেটা পরে কারেক্ট করেছিলেন, উনি কিন্তু পরে সেটা আর কখনোই বলেননি।''

    যুক্তরাষ্ট্রের চাপের কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, "এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা কেন, আমরা কারও চাপের মুখে নেই। কেউ চাপ দিচ্ছে না। যুক্তরাষ্ট্র, চীন, সবার সাথে কথা বলছি। তাহলে (চাপ) যেটা নেই, সেটা তো আমি অনুভব করতে পারছি না।"

    প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান
  7. বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই: খলিলুর রহমান

    খলিলুর রহমান

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান

    বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া তার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই।

    বুধবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ''আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার আমেরিকান কোনও পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।''

    বাংলাদেশের সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী কোনও ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা। সেই আলোচনার প্রসঙ্গই মি. রহমান এই বক্তব্য দিলেন।

  8. চার দফা দাবিতে অসহযোগ ও কর্মবিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

    চার দফা দাবিতে চেয়ারম্যানের সাথে অসহযোগ আন্দোলন ও কর্মবিরতির ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ
    ছবির ক্যাপশান, চার দফা দাবিতে চেয়ারম্যানের সাথে অসহযোগ আন্দোলন ও কর্মবিরতির ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

    এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের পদত্যাগসহ চার দফা দাবিতে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগসহ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

    এর আগে সকাল থেকে ঢাকার এনবিআরের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবি জানান।

    সংস্কার ঐক্য পরিষদ জানায়, গত ১৪ই মে থেকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। সংকট নিরসনে মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দুজন উপদেষ্টার উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীরা।

    সংকট সমাধান না হওয়ায় বুধবার তারা চার দফা দাবি জানিয়েছে। সেখানে – এনবিআর সংক্রান্ত জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং এনবিআর প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনার ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার থেকেই লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, শনিবার ও রবিবার কাস্টমস হাউজ এবং এলসি স্টেশন বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল অফিসে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

    একই দাবিতে আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

  9. ইশরাকের মেয়র পদের শপথ নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার

    বাংলাদেশের হাইকোর্ট

    ছবির উৎস, Getty Images

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার দেয়া হবে।

    উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর বুধবারও শুনানি হয় দ্বিতীয় দিনের মতো। আগের দিন মঙ্গলবার শুনানি শেষে বুধবার আদেশ দেয়ার কথা জানিয়েছিল।

    বুধবার এ নিয়ে শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার কথা জানায় আদালত।

    হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

    এর আগে বুধবার সকাল থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস ভবন এলাকার রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে ইশরাক হোসেন সমর্থকরা।

    বিক্ষোভের কারণে কাকরাইল, মৎসভবন, হাইকোর্ট ও আশাপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল থেকে।

    এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। সেখান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও দাবি করা হয়।

    এদিকে গত ছয় দিন ঢাকাবাসী ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই বিক্ষোভ চললেও বুধবার বিক্ষোভ অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন মৎসভবন এলাকায়।

  10. দক্ষিণ ভারতে মুসলমান নারীদের দুঃখ কষ্ট নিয়ে গল্প লিখে ‘বুকার’ পুরস্কার পেলেন যে লেখিকা

    ভারতীয় লেখিকা বানু মুশতাক, 'ইন্টারন্যাশনাল বুকার' পুরস্কার হাতে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতীয় লেখিকা বানু মুশতাক, 'ইন্টারন্যাশনাল বুকার' পুরস্কার হাতে

    ভারতের লেখিকা বানু মুশতাক ২০২৫ সালের ‘ইন্টারন্যাশনাল বুকার’ পুরস্কার জিতে নিয়েছেন।

    দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা এই লেখিকা একই সঙ্গে একজন আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। তার ছোট গল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’এর জন্য এবছরের পুরস্কার পেয়েছেন তিনি।

    কন্নড় ভাষায় লেখা তার এই ছোট গল্পের সংকলনটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।

    প্রায় তিন দশক ধরে লেখা ১২ টি ছোট গল্পের সংকলন এই পুরস্কার-প্রাপ্ত বইটি।

    দক্ষিণ ভারতে মুসলমান নারীদের দৈনন্দিন জীবনযাত্রা কতটা কঠিন, সেটাই এই গল্পগুলির মূল বিষয়।

    তার লেখার সঙ্গে মননশীল পাঠক পরিচিত থাকলেও ‘ইন্টারন্যাশনাল বুকার’ পুরস্কার তাকে এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি।

    মিজ মুশতাক কর্নাটকের একটি ছোট শহরের মুসলমান অধ্যুষিত এলাকায় বড় হয়েছেন।

    অন্য প্রতিবেশীদের মতোই তিনি স্কুলে উর্দুতে কুরআন পড়তে শিখেছিলেন।

    কিন্তু তার সরকারি কর্মচারী বাবা চাইতেন তাকে উচ্চশিক্ষিত করে তুলতে। তাই আট বছর বয়সে মিজ মুশতাককে ভর্তি করা হয় কন্নড় মাধ্যম স্কুলে।

    তার বয়সী অন্য মেয়েদের যখন বিয়ে হয়ে যাচ্ছে, তারা সন্তানের জন্ম দিচ্ছে, তখন মিজ মুশতাকস্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হচ্ছেন।

    নিজের পছন্দ করা পুরুষটিকেই তিনি ২৬ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের বছর খানেক পরে তার প্রথম ছোট গল্প ছাপা হয় একটি স্থানীয় পত্রিকায়।

    ভালবেসে বিয়ে করলেও শ্বশুরবাড়িতে তাকে বোরখা পড়তে বাধ্য করা হত, ঘরের কাজ করতে বলা হত।

    জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মিজ মুশতাক একবার নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

    তার নিজের কথায়, “আমার স্বামী কিছু একটা আন্দাজ করে জড়িয়ে ধরেন, দেশলাইয়ের বাক্সটা নিয়ে নেন। আমাদের সন্তানকে পায়ের কাছে রেখে কাতর ভাবে বলেছিলেন, আমাদের ছেড়ে যেও না।“

    মিজ মুশতাকের লেখার ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র একবার লিখেছিল, ''মূলধারা ভারতীয় সাহিত্যে মুসলমান নারীদের আসলে একটা রূপক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে – যারা হয় নিঃশব্দে সহ্য করে যায় অথবা ব্যঙ্গ শুনতে হয়।''

    ''মিজ মুশতাকের লেখা এই দুই ধরনের চরিত্রকেই বর্জন করে। তার চরিত্রগুলি মানিয়ে চলে, কখনও আলোচনা করে এগোতে চায়, কখনও আবার বিদ্রোহ করে বসে। তবে সেগুলো এমন চরিত্র না, যারা সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠতে পারে,” লিখেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস।

    লেখালেখির জন্য বানু মুশতাকের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল এবং একবার এক ব্যক্তি চাকু দিয়ে আক্রমণও করেছিল। তবে তার স্বামী তখন তাকে বাঁচান।

    “ধর্মের পুরুষতান্ত্রিক ব্যাখ্যাকে আমি এক নাগাড়ে চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। এগুলোই আমার লেখার মূল বিষয়,” দ্য উইক পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছিলেন মিজ মুশতাক।

  11. গাজায় ত্রাণ ঢুকলেও বিতরণ বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে আর্ন্তজাতিক চাপ বাড়ছে

    গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ

    ছবির উৎস, Reuters / Cogat

    ছবির ক্যাপশান, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ

    গত দুই দিনে গাজায় ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

    ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ৯৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ছিল ময়দা, শিশুখাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

    তবে জাতিসংঘ বলছে, এসব ত্রাণ সেখানে পৌঁছালেও তা এখনো বিতরণ শুরু হয়নি। ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

    গত রোববার ইসরায়েল গাজায় একটি সীমিত পরিসরে খাবার প্রবেশের অনুমতি দেয়। তবে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন।

    এদিকে গাজায় ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। যুক্তরাজ্য ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

    তবে, এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাহ্যিক চাপ ইসরায়েলকে তার অবস্থান থেকে সরাতে পারবে না”।

  12. ইশরাকের শপথের দাবিতে ঢাকায় সড়ক অবরোধ, শপথ নিয়ে রিটের আদেশ আজ

    ঢাকার মৎস ভবন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা

    ছবির উৎস, SHAFIQUL ISLAM SABUJ

    ছবির ক্যাপশান, ঢাকার মৎস ভবন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক সমর্থকেরা।

    এতে মৎসভবন, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় একদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশেপাশে জড়ো হতে থাকেন ইশরাকের সমর্থকরা। সেখানে রাস্তার একপাশে বসে বিক্ষোভ করতে দেখা যায় ইশরাক সমর্থকদের।

    সেখানে তারা ইশরাকের শপথের দাবিতে শ্লোগান দিচ্ছেন তার সমর্থকরা।

    এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেবে আদালত।

    এর আগে মঙ্গলবার এ নিয়ে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

    রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

    এদিকে, টানা সপ্তম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনেও চলছে ব্লকেড কর্মসূচি।

  13. নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা

    এনসিপির কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

    ছবির উৎস, Farzana Akter

    ছবির ক্যাপশান, এনসিপির কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

    নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে তুলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যাল এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি।

    গত রাতের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি।

    নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের কারণে এনসিপি ইসির ওপর ভরসা রাখতে পারছে না বলেও জানান এনসিপি নেতারা। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।

    এদিকে, এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে।

    কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

  14. আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

    আব্দুল হান্নান মাসউদকে শোকজ করেছে এনসিপি
    ছবির ক্যাপশান, আব্দুল হান্নান মাসউদকে শোকজ করেছে এনসিপি

    মুচলেকা দিয়ে থানা থেকে তিনজনকে জামিনে বের করে আনায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। আগামী তিন কার্যদিবসের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    বুধবার সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

    নোটিশে বলা হয়, মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এ সত্ত্বেও আব্দুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।

    এ ঘটনার প্রেক্ষিতে তার ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে নোটিশে।

    এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, “এই ঘটনাটি এনসিপি নেতিবাচকভাবে দেখেছে। বিষয়টি দলের জন্যও বিব্রতকর। তার কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে”।

    এর আগে সোমবার রাতে ধানমন্ডিতে এক প্রকাশককে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের আটক করে।

    তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনার কারণেই মি. মাসউদকে শোকজ করেছে তার দল।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন-

    গতকালের লাইভ পাতার খবর জানতে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের অন্যান্য খবর পেতে ক্লিক করুন এখানে