ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব
গাজায় 'অসহনীয়' সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। অন্যদিকে বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ডেকেছে দুদক। হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া।
সরাসরি কভারেজ
মঙ্গলবার সারাদিন যা যা হলো:
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে
জানিয়েছেন, গাজায় 'অসহনীয়' সামরিক অভিযানের জেরে তারা ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের
পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছেন। মি. ল্যামি বলেছেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের
চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে’।
আরো সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
পাকিস্তান সরকার সেনাপ্রধান আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করেছে। একই সাথে দেশটির বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষেও দায়িত্ব অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।
জামিনে
মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। মুক্তির
পর ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছিলেন। যারা এ
সময়টাতে তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
দুর্নীতি দমন কমিশন বা দুদক অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করেছে।
আজ এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী ২৫ ও ২৬শে মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা। তারা জানিয়েছে গত রাতে ধানমন্ডি
৪ নম্বর সড়কে একটি বাড়ির গেট ভেঙ্গে জোরপূর্বক প্রবেশের চেষ্টার সাথে জড়িতদের ‘ভবিষ্যতে
এ ধরনের কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার’ শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কয়েকদিনের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে নগর ভবনের সামনে।
এ সময় অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানান। আগামীকাল এই বিষয়ে করা রিটে হাইকোর্টের রায় দেয়ার কথা রয়েছে।
ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে বলে দাতব্য সংস্থাগুলো বলছে
গাজায় 'অসহনীয়' সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা
স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে
জানিয়েছেন যে তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।
“আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার
বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে
তুলেছে”।
তিনি আরও জানিয়েছেন যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে
তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ
দেয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।
তার মতে সেখানকার সংঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ
করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা
অত্যন্ত ‘জঘন্য’।
মি. ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরায়েল
রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে’।
“আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের
জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে”।
ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ''গাজা যুদ্ধ আপনাদের
সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করছে”। তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার
যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।''
তিনি বলেন “প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং
সাহায্য যেতে দিন”।
ওদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র
মন্ত্রণালয়।
এর মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন “বাইরের চাপ ইসরায়েলকে
তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে
নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না”।
তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক
ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি।
“যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ
রাজনীতির বিষয়টি বিবেচনায় নেয়ার কারণে’ অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি
দেশটির নিজের বিষয়,” লিখেছেন তিনি।
ছবির উৎস, House of Commons
ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি
ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ছবির উৎস, ISPR
ছবির ক্যাপশান, সৈয়দ আসিম মুনির
পাকিস্তান সরকার
সেনাপ্রধান আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করেছে। পদোন্নতি পাওয়ার তিনি
‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ’ করেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
একই সাথে দেশটির
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষেও
দায়িত্ব অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে "অপারেশন বানিয়ান মারসুসে তার সাহসী নেতৃত্ব, দেশটির নিরাপত্তা
নিশ্চিত করা এবং শত্রুদের পরাজিত করতে উচ্চমানের কৌশলের কারণে জেনারেল সৈয়দ আসিম
মুনিরকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে"।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করে তার নাম দেয়া হয়েছিলো ‘অপারেশন বানিয়ান মারসুস’।
এই বিবৃতিতে আরও বলা
হয়েছে ফেডারেল মন্ত্রিসভা ঘোষণা করেছে যে “চীফ অফ আর্মি স্টাফ জেনারেল সৈয়দ আসিম
মুনির অনুকরণীয় সাহস, সংকল্প ও সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টার পূর্ণ সমন্বয়ের
মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন”।
এতে আরও বলা হয়, “এবং
অতুলনীয় নেতৃত্বের জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ। পাকিস্তান সত্যের যুদ্ধে ঐতিহাসিক
জয় অর্জন করেছে”।
বিবৃতিতে বলা হয়, “অসাধারণ
সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্ব, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত সংহতি রক্ষা এবং
শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরক্ষার স্বীকৃতি হিসেবে মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম
মুনিরকে ফিল্ড মার্শাল র্যাংক দেয়ার প্রস্তাব অনুমোদন করলো”।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তার ভূমিকার জন্য পদোন্নতির কথা বলেছে পাকিস্তান সরকার।
আসিম মুনিরের প্রতিক্রিয়া
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে ফিল্ড মার্শাল র্যাংক পাওয়ার পর মি. মুনির ‘এই সম্মান পুরো জাতি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিশেষ করে সামরিক বেসামরিক শহীদ ও গাজীদের উৎসর্গ’ করার কথা জানিয়েছেন।
“আমি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার আস্থার জন্য কৃতজ্ঞ, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করে। এটা কোন ব্যক্তির সম্মান নয়, বরং পাকিস্তান সশস্ত্র বাহিনী ও পুরো জাতির সম্মান,” বলেছেন তিনি।
বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ডেকেছে দুদক
দুর্নীতি দমন কমিশন বা দুদক অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ
হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব
করেছে।
আজ এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী
২৫ ও ২৬শে মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৫শে মে মি.সোবহান, তার স্ত্রী, বড় ছেলে ও তার
স্ত্রীকে হাজির হতে বলা হয়েছে।
আর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রীসহ আরও কয়েকজনকে ডাকা হয়েছে।
এর আগে গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানোসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করেছিলো সরকারের বিভিন্ন সংস্থা।
এসব অনুসন্ধান শেষ হলে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তখন জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়।
সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভীরকে 'দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক' বলে উল্লেখ করা হয়েছিলো।
ঢাকায় দুর্নীতি দমন কমিশন বা দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিবিসি বাংলাকে মি. সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছিলেন সেসময়।
তখন দুদকের আবেদনের প্রেক্ষাপটে আদালত বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দ কিংবা অবরুদ্ধের নির্দেশ দিয়েছিলো।
আইন হাতে নিলে আর বরদাশত করবে না পুলিশ,জানিয়েছে ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা।
তারা জানিয়েছে গত রাতে ধানমন্ডি ৪ নম্বর সড়কে একটি বাড়ির গেট ভেঙ্গে জোরপূর্বক প্রবেশের চেষ্টার সাথে জড়িতদের ‘ভবিষ্যতে এ ধরনের কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার’ শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ওই ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তাতে দেখা গেছে ছাত্র পরিচয় দিয়ে দুই ব্যক্তি পুলিশকে একটি বাড়ির মালিককে আটকের জন্য শাসাচ্ছে।
ডিএমপি বলছে সেখানে ১৫/২০ জন লোক অবস্থান করছিলো এবং তারা উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলো। এসময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে।
“তারা মোঃ গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে তিনজনকে থানায় নিয়ে আসে”।
পরে আজ বিকেলে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এসব ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
এদিকে এ ঘটনায় আব্দুল হান্নান মাসুদ থানায় গিয়ে মধ্যস্থতা করেছেন এমন ভিডিও ও খবর গণমাধ্যমে এসেছে।
পরে মি. মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট দেন।
এতে তিনি বলেছেন, "মোহাম্মদপুর থানা বৈবিছাআ'র আহবায়কসহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ'র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিলো। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি, এবং করতেও চাচ্ছিলো না।''
''আর তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলো, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মব সৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।"
পরমাণু আলোচনা চুক্তি পর্যন্ত গড়ানো নিয়ে সংশয় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ
আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে
গড়ায় কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
“আমরা মনে করি না যে
এটা কোন ফল বয়ে আনবে। আমরা জানি না যে কি হবে,” তিনি বলেছেন।
তিনি হেলিকপ্টার দূর্ঘটনায়
নিহত হওয়া এব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
খামেনি বলেছেন, হাসান
রৌহানির সময়ে এ ধরনের পরমাণু আলোচনা কোন সাফল্য বয়ে আনেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন যে গত বারই এপ্রিল থেকে ওমানে চার দফার আলোচনার
পর ইরান চুক্তির শর্তে এক ধরনের সম্মত হয়েছে।
চলতি সপ্তাহের শেষে
পরের দফার আলোচনা হওয়ার কথা।
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ
বন্ধ করবে এমন কোন অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রধান আলোচক।
ট্রাম্প ২০১৫ সালে তার
প্রথম মেয়াদে ইরানের সাথে বিশ্বশক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে
প্রত্যাহার করে নিয়েছিলেন।
এবার তিনি সতর্ক করে
বলেছেন আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে
পারে।
ইরান সবসময় বলে আসছে
তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোন পরিকল্পনা তাদের
নেই।
সাত বছর আগে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলো।
মি. খামেনি অবশ্য বলেছেন
ইরানকে পরমাণূ সমৃদ্ধ হতে দেয়া হবে না বলাটা ভুল কারণ ‘কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা
করছে না’।
'জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন'-কারাগার থেকে মুক্তির পর বললেন নুসরাত ফারিয়া
ছবির উৎস, https://www.facebook.com/nusraatfariaofficial
ছবির ক্যাপশান, মুক্তির পর দেয়া পোস্ট
কারাগার থেকে মুক্তির পর অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া জানিয়েছেন যে তিনি
মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছিলেন। যারা এ সময়টাতে তার পাশে ছিলেন তাদের প্রতি
কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে নিজের ভেরিফায়েড
ফেসবুক পাতায় তার এই মন্তব্য এসেছে।
সেখানে তিনি বলেছেন, "জীবনের
সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই
সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই”।
“আমার সহকর্মী থেকে
শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের
পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো”।
তিনি বলেন, আপনারা পাশে
না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে
চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে
রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা”।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হন। তখন স্বজনদের সাথে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।
এ সময় কারও সাথেই কোন কথা বলেননি তিনি।
সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন।
রোববার ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলো আদালত।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।
ছবির ক্যাপশান, এটি ছিলো একটি স্কুল, যেটি শত শত মানুষের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। রাতে এই স্কুলে হামলা করেছে ইসরায়েল।
ছবির উৎস, Anadolu via Getty Images
ছবির ক্যাপশান, ছবির এলাকাটি ছিলো একটি আবাসিক এলাকা। গত রাতে এটি ধ্বংস করে দেয়া হয়েছে।
ছবির উৎস, Anadolu via Getty Images
ছবির ক্যাপশান, ঘরবাড়ি হারানো এই পরিবারটি রাস্তায় অবস্থান নিয়েছে।
ছবির উৎস, Anadolu via Getty Images
ছবির ক্যাপশান, নিজেদের জিনিসপত্র নিয়ে খান ইউনিস ছেড়ে যাচ্ছে একটি পরিবার।
শাহবাগ মোড়ে ছাত্রদলের অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী, ছাত্রদল নেতা সাম্য হ'ত্যা'র বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল।
বিকেলে বৃষ্টির মধ্যেই
রাস্তায় অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবি করে শ্লোগান দিতে দেখা গেছে সংগঠনটির
নেতা কর্মীদের।
পুলিশ জানিয়েছে বেলা
সাড়ে তিনটার দিকে শাহবাগ মোড়ে ওই অবরোধের কারণে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গত মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছিলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার
আলম সাম্য।
তিনি স্যার এ এফ রহমান
হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।
এই হত্যায় জড়িত সন্দেহে
তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
ছবির উৎস, BNP Media Cell
ছবির ক্যাপশান, শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল
নুসরাত ফারিয়া মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন
জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা
কারাগার থেকে বের হয়েছেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। ওই কারাগারের সিনিয়র জেল সুপার মোছা কাওয়ালিন নাহার বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
কাশিমপুর মহিলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন। এর আগে দুপুরের মধ্যেই তার মুক্তি
সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
এর আগে সকালে ঢাকার একটি আদালত তার জামিনের
আদেশ দিয়েছিলেন।
রোববার ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে
আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলো আদালত।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা
করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।
তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা
হচ্ছিলো।
ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণঅধিকার পরিষদ।
গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।
সংগঠনটির দাবি, মি. এজাজ হিযবুত তাহরীরের সঙ্গে
সম্পৃক্ত ছিলেন।
যদিও রোববারই ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা
ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন মি.এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়েছিলো, “২০১৫
সালে মো. এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনাটিকে বিকৃতভাবে
উপস্থাপন করে তার বিরুদ্ধে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ আনা হয়”।
এতে আরও বলা হয়েছিলো, “ওই ভবনে বাস না করা
সত্ত্বেও, এমনকি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও শুধু ভবনের মালিকানার সূত্রে
তার নাম ওই অভিযোগের সঙ্গে জড়ানো হয়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে
খালাস পান, যা তাকে নির্দোষ হিসেবে প্রতিষ্ঠিত করে”।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদ এমন
এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিলো যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের
সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ডিএসসিসি'র মেয়র পদে মি. ইশরাককে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা।
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
এই মামলার বিবাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন, আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিট আবেদনকারীরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।
আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।
সারা দেশেই বৃষ্টির আভাস
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ঢাকায়ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, ফাইল ছবি
দেশের সব বিভাগেরই কোথাও না কোথাও বৃষ্টিপাত চলছে এবং এটা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুরসহ কোথাও কোথাও কাল সামান্য কমতে পারে। কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা আপাতত নাই।
এমন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণ কী- জানতে চাইলে তিনি বলেন, এটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত।
কালবৈশাখীর সময়ে আবহাওয়া এমন থাকে উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই এখন।
তবে ঘূর্ণিঝড় হতে পারে কি না, সেই তথ্যও আগামী তিন থেকে চারদিন পর জানা যাবে বলে তিনি জানান।
আজ সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, ১১৮ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনার যশোরে, ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান
ছবির ক্যাপশান, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গতকাল সোমবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কয়েকদিনের মতো অবস্থান কর্মসূচি পালন শুরু হয়েছে নগর ভবনের সামনে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেওয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানান।
ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে।
ছবির ক্যাপশান, স্টারলিংক ও তার কর্ণধার, ধনকুবের ইলন মাস্ক
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
শুরুতে স্টারলিংক দু'টি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা, অপরটিতে চার হাজার ২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস) খবর অনুযায়ী, এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি পর্যায়ে ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।
বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেফতার
ছবির উৎস, noblemanofficialbd/instagram
ছবির ক্যাপশান, মাইনুল আহসান নোবেল
নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার সকালে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে গতকাল সোমবার ডেমরা থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এতে।
ওই মামলার প্রেক্ষিতেই রাত আড়াইটায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের ইঞ্জিনে ধোঁয়া
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া সৃষ্টি হলে বিমানটিকে ফের অবতরণ করানো হয়।
আজ মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটের দিকে বিমানটি ছেড়ে গিয়েছিলো এবং প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়।
বিমানবন্দর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়।
ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে। তাদেরকে হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামিন পেলেন নুসরাত ফারিয়া
ছবির উৎস, Nusraat Faria/Facebook
ছবির ক্যাপশান, অভিনেত্রী নুসরাত ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করে আদালত।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল। এই মামলাতেই গত ১৮ই মে রোববার তাকে আটক করে পুলিশ।