সোমবার সারাদিন যা যা ঘটলো:
- গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্থানীয় একটি বিদ্যালয়ের ভবনে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন বলে জানা যাচ্ছে।
- অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের নির্দেশনা মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী তেসরা জুন সকাল দশটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদেরকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
- প্রতীকী একটি ভোটে জয়লাভের পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছেন ফিলিস্তিনের প্রতিনিধিরা।
- সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো সোমবারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারেও বিক্ষোভ মিছিল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
- বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
- বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সবাই দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছেন। তবে সংবিধান সংস্কারসহ বেশকিছু ক্ষেত্রে এখনও দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
- অন্তর্বতী সরকার বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ার স্টিফেন স্নেকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তবে এই সুবিধা গেজেটভুক্ত নিহত এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য শুধুমাত্র ২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষের জন্য।
- নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ছয়টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
- অন্তর্বর্তী সরকার যে সংস্কারকাজ শুরু করেছে, তাতে বাধা দিলে কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের উদ্দেশে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
- ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
- পদোন্নতিতে কোটা বাতিলসহ বেশকিছু দাবি আদায়ে মঙ্গলবার থেকে অর্ধবেলা 'কলমবিরতি' কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রশাসন ক্যাডার ব্যতিত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তারা।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরও খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এছাড়াও পড়তে পারেন: