আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেলো ফিলিস্তিন

প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীরা সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটলো:

    • গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্থানীয় একটি বিদ্যালয়ের ভবনে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন বলে জানা যাচ্ছে।
    • অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের নির্দেশনা মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী তেসরা জুন সকাল দশটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদেরকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
    • প্রতীকী একটি ভোটে জয়লাভের পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছেন ফিলিস্তিনের প্রতিনিধিরা।
    • সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো সোমবারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারেও বিক্ষোভ মিছিল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
    • বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
    • বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সবাই দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছেন। তবে সংবিধান সংস্কারসহ বেশকিছু ক্ষেত্রে এখনও দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
    • অন্তর্বতী সরকার বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ার স্টিফেন স্নেকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তবে এই সুবিধা গেজেটভুক্ত নিহত এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য শুধুমাত্র ২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষের জন্য।
    • নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ছয়টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
    • অন্তর্বর্তী সরকার যে সংস্কারকাজ শুরু করেছে, তাতে বাধা দিলে কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের উদ্দেশে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
    • ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
    • পদোন্নতিতে কোটা বাতিলসহ বেশকিছু দাবি আদায়ে মঙ্গলবার থেকে অর্ধবেলা 'কলমবিরতি' কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রশাসন ক্যাডার ব্যতিত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তারা।
    • জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরও খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এছাড়াও পড়তে পারেন:

  2. গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্থানীয় একটি বিদ্যালয়ের ভবনে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন বলে জানা যাচ্ছে।

    রোববার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী অনেক এলাকার মতো গাজার ফাহমি আল-জারগাওয়ি নামে বিদ্যালয়টিতেও বিমান হামলা চালায় বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা

    ভবনটিতে গাজার শত শত উদ্বাস্তু বাস করতো, যারা এখন ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র আক্রমণের শিকার হচ্ছেন।

    রোববারের হামলায় ওই ভবনের কমপক্ষে ৩৫ জন বাসিন্দা নিহত হন বলে জানা গেছে।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা (আইডিএফ) দাবি করেছেন যে, তারা কোনো স্কুলে নয়, বরং "হামাস এবং ইসলামিক জিহাদের একটি কমান্ডের নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে" হামলা চালিয়েছেন।

  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেলো ফিলিস্তিন

    প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা।

    সোমবারের এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনির পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কী-না, সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

    সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন দেয়।

    অন্যদিকে, ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি প্রস্তাবের বিরোধিতা করে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে।

    ফলে সংখ্যাগরিষ্টের ভোটে প্রস্তাবটি গৃহিত হয়।

    এমন একটি সময় এই ঘটনা ঘটলো যার কিছুদিন আগে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।

  4. সরকার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

    অন্তর্বতী সরকার বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ার স্টিফেন স্নেকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

    "১৭ কোটি কোটি ১০ লাখ মানুষের এ দেশে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ," বলেন অধ্যাপক ইউনূস।

    জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করার জন্য সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্নের নামে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা।

    এসব প্রচারণায় কান না দিয়ে বাংলাদেশে সশরীরে এসে বাস্তবতা মূল্যায়ন করার জন্য বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

  5. দুর্বল ছয়টি ব্যাংককে 'সাময়িকভাবে' সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে: গভর্নর মনসুর

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

    তবে ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

    "এগুলো দিয়ে আমরা একটা নতুন ব্যাংক করবো। বাংলাদেশ ব্যাংক তো ইতোমধ্যে তাদের লিকুইডিটি সাপোর্ট (তারল্য সহায়তা) দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো রিঅর্গানাইজেশনের (পুর্নগঠন) সময়টাতে আমরা এটার মালিকানা রাখবো"

    "এটা একটা সাময়িক ব্যবস্থা। পরে সেটাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে নতুন স্ট্রাটেজিক ইনভেস্টরদের (কৌশলগত বিনিয়োগকারীদের) হাতে," সোমবার স্থানীয় গণমাধ্যমকে বলেন মি. মনসুর।

    এতে ব্যাংকগুলোর গ্রাহকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন গভর্নর।

    "বিনিয়োগকারী যারাই নিবেন তারা এটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন...আমরা চাই প্রত্যেকটা গ্রাহক তাদের টাকা পাবে। তাদের কোনো লস (ক্ষতি) হবে না," বলেন মি. মনসুর।

  6. দুই দিনের 'কলমবিরতিতে' যাচ্ছেন প্রশাসন বাদে বাকি ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতিতে কোটা বাতিলসহ বেশকিছু দাবি আদায়ে মঙ্গলবার থেকে অর্ধবেলা 'কলমবিরতি' কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রশাসন ক্যাডার ব্যতিত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তারা।

    সোমবার তাদের যৌথ প্ল্যাটফর্ম আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।

    দুইদিন ব্যাপী এই কর্মসূচি চলাকালে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।

    তবে হাসপাতালের জরুরি বিভাগসহ জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতারা।

    পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হলেও সেটির সুরাহা হয়নি। উল্টো, নতুন করে আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

    "অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধিবিধান–বহির্ভূত কার্যকলাপের পরও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ছাড়া একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠীস্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার-পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে," বিবৃতিতে বলা হয়েছে।

    এর আগে, দাবি আদায়ে গত ২০শে মে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সদস্যরা।

  7. দুদক সংস্কারে সব দল একমত, সংবিধান প্রশ্নে সুরাহা হয়নি: আলী রীয়াজ

    বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সবাই দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও কারো দ্বিমত নেই। তবে সংবিধান সংস্কারসহ বেশকিছু ক্ষেত্রে এখনও দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

    সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার সংলাপ শেষে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    "এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে- এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে," সাংবাদিকদের বলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি মি. রীয়াজ।

    সংবিধান সংস্কারে ঠিক কোন কোন বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, সেটি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের এই সহ-সভাপতি বলেন, "সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে 'সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র' অন্তর্ভুক্ত করার প্রস্তাবে 'বহুত্ববাদ' না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। অন্য চারটি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে। তবে অনেক দল এই চারটির বাইরেও অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছে।"

    এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি। কিছু দল অবশ্য এককক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছে।

    "নিম্নকক্ষে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐকমত্য রয়েছে দলগুলোর মধ্যে। তবে এর পদ্ধতি কী হবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে"

    “আর সংবিধানের ৪৮-(ক) অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে, তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে, সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত রয়েছে,” বলেন মি. রীয়াজ।

  8. সংস্কারে বাধা দিলে কঠোর প্রতিরোধ করা হবে, সরকারি চাকরিজীবীদের উদ্দেশে হাসনাত

    অন্তর্বর্তী সরকার যে সংস্কারকাজ শুরু করেছে, তাতে বাধা দিলে কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের উদ্দেশে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    সোমবার চট্টগ্রামে দলটির পথসভা কর্মসূচি শুরুর আগে তিনি এ কথা বলেন।

    এমন একটি সময় মি. আবদুল্লাহ এসব কথা বললেন যখন সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের বিরোধিতা করে গত তিনদিন ধরে ঢাকার সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেখানকার কর্মচারীর।

    অন্যদিকে, রাজস্ব বোর্ড ভাঙার বিরোধিতা ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে গত কিছুদিন ধরে কর্মবিরতি করে আসছেন এনবিআরের কর্মচারীরা।

    বিক্ষোভকারী এসব সরকারি চাকরিজীবীদের উদ্দেশে মি. আবদুল্লাহ বলেন, "জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আপনারা অফিস চলতে দেবেন না বলে হুমকি দেন। পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু কেউ পদত্যাগ করেন নাই।"

    এখন সরকারকে জিম্মি করে ওইসব কর্মচারিরা সংস্কারকাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

    "বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আবদুল্লাহ রয়েছে। (তারা) বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা, বিশেষ করে সচিবালয় থেকে যদি আসে, কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নাই। জনগণ বিকল্প খুঁজে নেবে। সুতরাং সরকারকে সহযোগিতা করুন," বলেন মি. আবদুল্লাহ।

    তিনি আরও বলেন, "সংস্কার কার্যক্রম নিয়ে যদি আপনাদের কোনো পর্যালোচনা থাকে, তবে সেটি আপনারা নিজেরা আলোচনা করে সমাধান করুন। সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না।"

  9. সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়িয়ে নেই: সেনাবাহিনী

    অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    সরকারের নির্দেশনা মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

    সোমবার দুপুরে ঢাকায় সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "যেভাবে বলা হচ্ছে, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে। যেটা দেখছি মিডিয়াতে...এরকম আসলে কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সুতরাং এটা নিয়ে মিস ইন্টারপ্রেট (ভুলভাবে ব্যাখ্যা) করার কোনো সুযোগ নেই," সাংবাদিকদের বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

    তিনি আরও বলেন, "আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে, সরকার এবং সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করে যাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

    রাখাইনের মানবিক করিডর ইস্যুতে এক প্রশ্নের জবাবে আরেক সেনা কর্মকর্তা কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "করিডর একটু স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না।"

    সীমান্তে পুশ-ইনের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, বাংলাদেশ সীমান্তে যে পুশ-ইন লক্ষ্য করা যাচ্ছে, সেটা কোনোভাবেই কাম্য নয়।

    এটি বন্ধ করতে যুক্ত হওয়ার প্রয়োজন পড়লে সরকারের নির্দেশে সেনাবাহিনী সেখানেও যুক্ত হবে বলে জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।

    চট্টগ্রামের একটি পোশাক কারখানায় নিষিদ্ধ ঘোষিত কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ হাজার ইউনিফর্ম পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি সত্য কী-না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।

    এছাড়া মব তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্রিফিংয়ে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

    গত কয়েক মাসে সেনা অভিযানে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামিসহ ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

  10. তিন দিনের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।

    সোমবার এক সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা এই দাবি জানিয়েছেন।

    "জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি কর্মীদের ‘বিশ্বাস ও আস্থার চরম সংকট’ তৈরি হয়েছে। সুতরাং আগামী ২৯ মের মধ্যে তাকে অপসারণ করতে হবে," লিখিত বক্তব্যে বলেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

    উল্লেখ্য যে, গত ১২ই মে রাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।

    পরদিন থেকে অধ্যাদেশটি বাতিলের দাবিতে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন এনবিআর কর্মীরা।

    পরে সরকার অধ্যাদেশ সংস্কারের আশ্বাস দিলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রোববার রাতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করে নেন।

    এখন এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

  11. শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    আগামী তেসরা জুন সকাল দশটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদেরকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১ এর নির্দেশে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশটি আজ সোমবার যুগান্তর এবং নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

    " আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি" শেখ হাসিনার এমন বক্তব্যের একটি অডিও কিছুদিন আগে ভাইরাল হয়।

    ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পাওয়ার কথা জানায় ট্রাইবুনালের প্রসিকিউশন। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

  12. ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

    আজ সোমবার রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের এ তথ‍্য জানান।

    এর আগে গত ২২শে মে মি. হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা এ রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট।

    ওই আদেশের ফলে তাকে শপথ পড়াতে দিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।

    এদিকে, আজও তাকে শপথ পড়ানোর দাবিতে দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

  13. শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গঠিত ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

    তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আজ সোমবার সকালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, গত ১৩ই মে রাতে দুর্বৃত্তদের আক্রমণে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

  14. জেরার মুখোমুখি হতে আদালতে পরীমণি

    ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

    আজ সোমবার আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন।

    সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল - ৯ এ হাজির হন তিনি।

    তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল তিনটায় নির্ধারণ করেছে আদালত।

    ২০২১ সালের আটই জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করলে আলোড়ন পড়ে যায়।

    পরে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

    মামলার পরই উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করা হয়।

    ওই বছরই তদন্ত শেষে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা সাত সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

    অভিযুক্তরা হলেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। পরে এ মামলার বিচার কাজ শুরু হয়। ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

  15. চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮ শে মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮শে মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০শে মে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

    দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১শে মে ঢাকায় ফেরার কথা রয়েছে।

  16. বাড্ডায় এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

    রাজধানীর বাড্ডায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকার চার নম্বর সড়কে এই ঘটনা ঘটে।

    বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন নিহত কামরুল আহসান সাধন (৫২)।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, নিহত মি. সাধন সড়কের পাশে চেয়ারে বসে দুই - তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।

    এ সময় পেছন থেকে অজ্ঞাত দুইজন হেঁটে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারা ঘটনাস্থল থেকে সাথে সাথে পালিয়ে যায়।

    মি. সাধন স্থানীয় ক্যাবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

    দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

    জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে গুলিবিদ্ধ মি. সাধনকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  17. জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তির পরিবারের সদস্যরা ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ঢাবিতে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

    তবে এই সুবিধা গেজেটভুক্ত নিহত এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য শুধুমাত্র ২০২৪ - ২০২৫ শিক্ষাবর্ষের জন্য।

    ওই শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে এক সংবাদ বার্তায় জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী - ছেলে - মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী - ছেলে - মেয়ে না থাকলে নিহত ও আহতদের ভাই - বোন এই সুবিধা পাবেন।

    সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

    প্রসঙ্গত, ২০১৮ সালে কোটা ব্যবস্থা বা বিশেষ সুবিধা বাতিলের দাবিতেই আন্দোলনের শুরু। গত বছরের জুলাইয়ে আবার কোটা ব্যবস্থা বা বিশেষ সুবিধা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন অগাস্টে সরকার পতনের এক দফা দাবিতে গণ-অভ্যুত্থানে পরিণত হয়।

  18. নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

    নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ছয়টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন। কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে এ আদেশ দিয়েছে আদালত।

    আদেশে আদালত বলেছে, নারী কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি।

    "বিষয়টি এ কারণে প্রিম্যাচিউর। এ কারণে আবেদনটি খারিজ করা হলো" বলে উল্লেখ করেছে হাইকোর্ট।

    গত চৌঠা মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট আবেদন করেন।

    আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, রিট আবেদনে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

    ওই প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতেও রুলও চেয়েছিলেন তিনি।

    রিটকারীর দাবি এগুলো শরিয়ত ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

  19. সরকারি চাকরি অধ্যাদেশ আজকের মধ্যেই বাতিল না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা – কর্মচারীরা।

    আজ সোমবার সকাল এগারটার পর তৃতীয় দিনের মতো কাজ বন্ধ করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।

    তারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন।

    সেখানে এক সমাবেশে নেতারা আজকের মধ্যেই এই আইন বাতিলের দাবী জানান। দাবী মানা না হলে সচিবালয় অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

    পরে মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে যেটি প্রবেশের প্রধান ফটক সেখানে অবস্থান নেন সবাই। এর ফলে ওই এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    মিছিলে অবৈধ কালো আইন বাতিল করার দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করার পাশাপাশি শ্লোগান দিতেও দেখা গেছে বিক্ষোভকারী।

    এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের চুক্তি বাতিলেরও দাবী জানান তারা।

    গতকাল সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

    তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়।

    সেগুলো হলো, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন;

    এছাড়া কোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তাঁর কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; এবং যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।

    অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাঁকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।