আজ বুধবার যা যা হলো:
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে"। বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
- জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস "যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার" পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।
- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। আইনজীবীরা বলছেন, এর মধ্য দিয়ে সব মামলায় সাজামুক্ত হলেন তারেক রহমান।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়ার পর আজ মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। এরপর তাকে তার দলের পক্ষ থেকে শাহবাগে সংবর্ধনা দেওয়া হয়।
- আইন মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহারের জন্য প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা সরকারকে দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বারশো এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে।
- সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাদেরকে পুশ ইন করা হয়েছে, তারা এখন বিজিবি'র জিম্মায় রয়েছেন।
- ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তারা অবশ্য বলেছেন যে তারা নতুন আইনটি বাতিলের একটি ‘মোটামুটি সবুজসংকেত’ পেয়েছেন।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বৃহস্পতিবারের লাইভ পেইজ দেখতে ক্লিক করুন এখানে।


















