প্রধান উপদেষ্টা আবারও বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিকে, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে"। বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
    • জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস "যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার" পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।
    • জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। আইনজীবীরা বলছেন, এর মধ্য দিয়ে সব মামলায় সাজামুক্ত হলেন তারেক রহমান।
    • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়ার পর আজ মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। এরপর তাকে তার দলের পক্ষ থেকে শাহবাগে সংবর্ধনা দেওয়া হয়।
    • আইন মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহারের জন্য প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা সরকারকে দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বারশো এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে।
    • সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাদেরকে পুশ ইন করা হয়েছে, তারা এখন বিজিবি'র জিম্মায় রয়েছেন।
    • ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তারা অবশ্য বলেছেন যে তারা নতুন আইনটি বাতিলের একটি ‘মোটামুটি সবুজসংকেত’ পেয়েছেন।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বৃহস্পতিবারের লাইভ পেইজ দেখতে ক্লিক করুন এখানে

  2. 'স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য', অভিযোগ মির্জা আব্বাসের

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, "স্টারলিংককে আনা হয়েছে আরাকান আর্মির জন্য"। তিনি আরও বলেন, "যে করিডরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে"।

    ঢাকা নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেছেন। এ সময় ভার্চুয়ালি তাতে সংযুক্ত হয়ে বক্তব্য শুনছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    “সেন্ট মার্টিন, করিডর, সাজেক, ডিপিওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কী করতে চাচ্ছেন। স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য- এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্টমার্টিন কার জন্য- বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেয়ার জন্য,” বলছিলেন মির্জা আব্বাস।

    প্রসঙ্গত, মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। একে অন্তর্বর্তী সরকারের একটি সাফল্য হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    মির্জা আব্বাস তার বক্তৃতায় আরও বলেছেন, "এ সরকারের মাথা থেকে পচন ধরেছে এবং নিচ পর্যন্ত পচে গেছে। এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে। সুতরাং নির্বাচন দরকার। নির্বাচনে যে কোনো দল আসে আসুক,” বলেছেন তিনি।

  3. বাংলাদেশে ঈদুল আজহা ৭ই জুন

    বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, প্রতীকী ছবি

    বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং আগামী ৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

    অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

    এর আগে গতকাল মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। ফলে আগামী ৬ই জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।

  4. ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

    জাপান সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, জাপান সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।

    চার দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ (জেবিপিএফএল) এর প্রেসিডেন্ট তারো আসোপ্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতকালে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে- সংস্কার, ছাত্র-জনতার খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন।

  5. সংস্কার নিয়ে যা বললেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যত।"

    “জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারও কারও মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”

    ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত 'তারুণ্যের সমাবেশে' ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় একথা বলেন মি. রহমান।

    তিনি বলেন, সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া।

    "আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ ও জনগণের কল্যাণে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক ও নির্বাচতি সরকার।”

    তারেক রহমান বলেন, "পলাতক স্বৈরাচারের সময় দেখেছি কিভাবে তারা আদালতকে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। স্বৈরাচারের পর মানুষ আশা করেছিলো আদালতের প্রতি সম্মান দেখাবে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি।”

    “যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটা সংস্কার আশা করতে পারি?” বলছিলেন তিনি।

    ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারি মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

  6. ‘ইশরাকের ঘটনায় স্বৈরাচারের পুনরাবৃত্তি’

    ঢাকার সমাবেশে দেয়া বক্তৃতায় তারেক রহমান বলেছেন, "আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে সেটি সেই স্বৈরাচারের পুনরাবৃত্তির ঘটনাই আমরা দেখতে পাচ্ছি।"

    “পলাতক স্বৈরাচারের সময় দেখেছি তারা কীভাবে আদালত ও আদালতের রায়কে অবজ্ঞা করেছে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা বাধা তৈরি করেছে তার মধ্যে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি,” বলছিলেন তিনি।

    তিনি বলেন, “যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, আদালতের নির্দেশ যারা অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটা সংস্কার আশা করতে পারি?”

    “পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার জরুরি। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি,” বলছিলেন তিনি।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয়। এমন অবস্থায় গেল ২৭শে মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল।

    এরপর ২৭শে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

    একইদিন ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ দেন দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

    কিন্তু সরকার তাকে শপথ না পড়ানোর কারণে তার সমর্থকরা রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

    পরে গত ১৪ই মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। ২২শে মে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা নেই।

  7. ‘দিল্লি নয়, পিন্ডি নয়', স্লোগান দিলেন তারেক রহমান

    তারেক রহমান

    ছবির উৎস, Tarique Rahman/Facebook page

    ছবির ক্যাপশান, তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির তিন সংগঠনের 'তারুণ্যের সমাবেশে' বক্তব্য দেন

    ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত 'তারুণ্যের সমাবেশে' দেয়া বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছেন।

    তিনি তার বক্তৃতার শেষ পর্যায়ে স্লোগানটি দেয়ার আগে দলীয় নেতাকর্মী ও দেশের মানুষকে এটি শুনতে এবং এরপর স্লোগানটি উচ্চারণের আহ্বান জানান।

    “আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই, দয়া করে মন দিয়ে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন। এরপর আমি বলবো তখন আপনার সবাই বলবেন,” বলছিলেন তিনি।

    তিনি এরপর বলেন, "দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ... সবার আগে বাংলাদেশ"।

    এরপর তিনি সবাইকে এই স্লোগান দেয়ার আহ্বান জানান। এর পর তিনি তার বক্তব্য শেষ করেন।

  8. তারেক রহমান বললেন ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে’

    ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cel

    ছবির ক্যাপশান, ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"

    তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা আপনাদের প্রতিনিধি হবে সেটি আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

    তিনি বলেন, "আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যত। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারও কারও মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”

    ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত 'তারুণ্যের সমাবেশে' ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছিলেন মি. রহমান।

    অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, "গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ বানাবেন না। আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন। নির্বাচনে জনগণের রায় পেলে সরকারের দায়িত্ব পালন করুন।”

    নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই বর্তমান অন্তর্বর্তী সরকারের পুঁজি বলে উল্লেখ করেন তারেক রহমান।

    “তাদের প্রতি আহ্বান ও পরামর্শ- জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তবর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেয়া ঠিক হবে না। গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না,” বলছিলেন তিনি।

    মি. রহমান বলেন তিন কোটি ভোটার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পায়নি। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃশ্যমান প্রস্তুতি নেয়া উচিত।

    “অতীতে বিভিন্ন সময় তত্ত্ববাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন করেছে। প্রতিক্ষেত্রেই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে জাতীয় নির্বাচন সফল করেছে। বাংলাদেশেই রেকর্ড আছে নির্বাচন তিন মাসে সম্ভব। কিন্তু আজ দেখছি দশ মাস হয়ে গেলো অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না,” বলেছেন তিনি।

    “কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে,” এটি উল্লেখ করে সেই নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

    পল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশ

    ছবির উৎস, BNP Media Cel

    ছবির ক্যাপশান, পল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশ
  9. দিনে এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের

    বাংলাদেশ সচিবালয়, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, বাংলাদেশ সচিবালয়, ফাইল ছবি

    ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

    আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের নেতারা আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে বিভাগ ও জেলা পর্যায়ের সব দপ্তরের কর্মচারীদের এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

    তবে এই সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর জানিয়েছেন তারা নতুন আইনটি বাতিলের একটি ‘মোটামুটি সবুজসংকেত’ পেয়েছেন।

    “আশা করি আলোচনার ভিত্তিতে যে ফল আসবে তাতে কর্মচারীরা সন্তুষ্ট হবেন,” বলছিলেন তিনি।

    সরকারের সঙ্গে আলোচনা চলমান থাকার কারণে আজ বুধবার আন্দোলনকারীদের কোনো কর্মসূচি ছিল না। এ নিয়ে মঙ্গলবার তারা ভূমি সচিবের নেতৃত্বে সরকারি একটি দলের সাথে আলোচনা করেছিলেন।

    গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের পর গত রোববার গেজেট আকারে জারি হয়। এর আগে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীরা এটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে আসছে।

    নতুন করা এই অধ্যাদেশটিতে চারটি বিষয়কে অপরাধের আওতায় এনে তিনটি শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলো বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া।

    যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো- অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উসকানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া।

    অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে- কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে তাহলে সেটি হবে একটি অসদাচরণ।

  10. সাজা বাতিল, মামলায় খালাস পেলেন জুবাইদা ও তারেক

    তারেক রহমান ও জুবাইদা রহমান

    ছবির উৎস, BNP MEDIA CEL

    ছবির ক্যাপশান, তারেক রহমান ও জুবাইদা রহমান

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ।

    আইনজীবীরা বলছেন, এর মধ্যে সব মামলায় সাজামুক্ত হলেন তারেক রহমান।

    তার আইনজীবী এস এম শাজাহান বলেছেন, আদালত আপিল মঞ্জুর করেছে। অর্থাৎ জুবাইদা রহমানের বিরুদ্ধে যে দণ্ডাদেশ ছিল তাতে তিনি নির্দোষ সাব্যস্ত হয়ে খালাস পেয়েছেন। একই সাথে তারেক রহমানও নির্দোষ সাব্যস্ত হয়ে খালাস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন মিজ রহমান।

    ২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    এই মামলায় ২০২৩ সালের দোসরা অগাস্ট রায় দিয়েছিলো ঢাকার একটি আদালত। ওই রাতে তারেক রহমানের ৯ বছর এবং জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিলো।

    গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাদের মামলাগুলোর বিষয়ে সরকার যে পদক্ষেপ নেয়া শুরু করে তার অংশ হিসেবে গত বছরের চৌঠা নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

    গত ৬ই মে ঢাকায় ফিরে জুবাইদা রহমান আপিল করার জন্য বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদন করলে সেটি মঞ্জুর করে আদালত।

    এরপর তিনি আপিল করেন ও জামিন চেয়ে আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করে। এরপর শুনানি শেষে ২৮শে মে রায়ের দিন ধার্য করেছিলো আদালত।

    এস এম শাজাহান বলেছেন জুবাইদা রহমান খালাস পাওয়ায় তার বেনিফিট হিসেবে আপিল না করেও খালাস পেয়েছেন তারেক রহমান।

    তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে রয়েছেন। সেখান থেকে এখন তিনি তার দল বিএনপির নেতৃত্ব দিচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে।

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট
  11. দুই মোড়ে সমাবেশ ঘিরে স্থবির ঢাকার যান চলাচল

    পল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশের এই ছবি বেলা তিনটার দিকে দলটির ফেসবুক পাতায় দেয়া হয়েছে

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, পল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশের এই ছবি বেলা তিনটার দিকে দলটির ফেসবুক পাতায় দেয়া হয়েছে

    বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গা নয়াপল্টন ও শাহবাগ বন্ধ করে দুই সমাবেশকে কেন্দ্র করে কার্যত স্থবির হয়ে গেছে আশপাশের এলাকার যান চলাচল।

    বিএনপির তিন সহযোগী সংগঠন নয়া পল্টনে সমাবেশ করছে। ফেসবুকে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড পাতায় বেলা তিনটায় বলা হয়েছে, "তরুণদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ"।

    ওদিকে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর আজ বুধবার সকালে কারামুক্ত হওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে শাহবাগে সংবর্ধনা দিয়েছে তার দল।

    শাহবাগ মোড়ে রাস্তার পাশে মঞ্চ বানিয়ে আয়োজন করা এই সমাবেশকে ঘিরে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ শেষ হওয়ার পর সেই এলাকায় রাস্তা খুলে দেয়া হলেও কাছেই পল্টনে ততক্ষণে শুরু হয়ে গেছে বিএনপির তিন সংগঠনের সমাবেশের আয়োজন।

    ওই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে বাসে ট্রাকে করে তাদের সমর্থকরা পল্টন এলাকার কাছে জড়ো শুরু করলে বেলা ১২টার মধ্যেই মগবাজার, শাহবাগ, থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত এবং আশেপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়।

    এর আগে সকাল ১০টার দিক থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খণ্ড খণ্ড মিছিল পল্টনের অনুষ্ঠানস্থলের দিকে আসতে থাকে।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তরুণদের কাছে টানতে চলতি মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপির তিন সহযোগী সংগঠন।

    কর্মসূচির মধ্যে ছিল চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। এর মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

    এসব কর্মসূচির ধারাবাহিকতায় চূড়ান্ত পর্বের ঢাকায় আজকের আয়োজন বলে দলটির নেতারা জানিয়েছেন।

    ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনেকগুলো সড়কে যান চলাচল স্থবির হয়ে গেছে সমাবেশের কারণে। তবে তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

  12. অনলাইনে ইলিশ মাছের অফার চক্র নিয়ে যা বলছে পুলিশ

    চাঁদপুর ইলিশের জন্য সুপরিচিত

    ছবির উৎস, bbc

    ছবির ক্যাপশান, চাঁদপুর ইলিশের জন্য সুপরিচিত

    ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে, অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার অফার দিয়ে প্রতারণার দায়ে আট জনকে আটক করেছে পুলিশের ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটি।

    খুলনা, নড়াইল ও যশোরে বিশেষ ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এতে বলা হয়, গত বছর নভেম্বরে মো. মাসুম বিল্লাহ ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের ফেসবুক পেজে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইলিশ অর্ডার দেন এবং তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা অগ্রিম পাঠান।

    কিন্তু ওই অর্ডারের প্রেক্ষিতে তিনি কোনো ইলিশ পাননি। এ ঘটনায় মো. মাসুম বিল্লাহের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।

    “প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন শপের ছবি ব্যবহার করে পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে সরবরাহের বিজ্ঞাপন দিয়ে আসছিলো। তারা ইলিশ সরবরাহের অর্ডার নিয়ে অগ্রিম টাকা গ্রহণ করতো। টাকা নেওয়ার পর তারা গ্রাহকদের ইলিশ মাছ বুঝিয়ে দিতো না এবং কোনো যোগাযোগ রাখতো না,” বিজ্ঞপ্তিতে বলা হয়ে।

  13. প্রত্যাহারের জন্য সরকারকে ১৬ হাজার মামলার তালিকা দিয়েছে বিএনপি

    আইন মন্ত্রণালয়

    ছবির উৎস, Law and Justice Division

    ছবির ক্যাপশান, আইন মন্ত্রণালয়

    আইন মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যাহারের জন্য প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা সরকারকে দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বারশো এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে।

    মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংকান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১৬টি সভায় ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

    গত বছর ২২শে সেপ্টেম্বর আইন উপদেষ্টার নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছিলো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পাঠানো তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে।

    বিভিন্ন রাজনৈতিক দল হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের যে অভিযোগ করছে তা বস্তুনিষ্ঠ নয় বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    “মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    দ্রুত প্রত্যাহারের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের পাঠানো সব মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে অবিলম্বে দাখিলের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

  14. ইশরাককে মেয়র ঘোষণা: আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত

    চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে।
    ছবির ক্যাপশান, চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে।

    ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলে (ইসি) নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    বাসস-এর খবর অনুযায়ী, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ আজ শুনানি মুলতবি করে আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন বলে দিন ধার্য করেন।

    সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা রিটটি ‘নট মেইনটেইন্যাবল’ বলে গত বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

    সে আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারি। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

    ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭শে মা

    র্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭শে এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

    তবে আইনি জটিলতায় মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

  15. সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

    ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার
    ছবির ক্যাপশান, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার

    সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাদেরকে পুশ ইন করা হয়েছে, তারা এখন বিজিবি'র জিম্মায় রয়েছেন।

    বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।

    তিনি জানান, আটককৃতদেরকে এখন উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে নিয়ে আসা হচ্ছে। যাদের ভারত থেকে পাঠানো হয়েছে, তাদের মাঝে অনেক নারী ও শিশুও রয়েছে।

    গতকাল ভোররাতে বিজিবি অভিযান চালিয়ে এদেরকে আটক করে ওই রাংপানি স্কুলেই রাখেন বলে তিনি জানান।

    এ নিয়ে আরও পড়তে পারেন:

  16. ছয় নদীর পানির বিপদসীমা অতিক্রমের আভাস

    নদীর পানি সমতল অতিরিক্ত বেড়ে গেলে বন্যার ঝুঁকি থাকে

    ছবির উৎস, MASHUK HRIDOY

    ছবির ক্যাপশান, নদীর পানি সমতল অতিরিক্ত বেড়ে গেলে বন্যার ঝুঁকি থাকে

    ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয়টি নদীর পানি বিপদসীমা অতিক্রমের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসিকে বলেন, আগামী ৩০ ও ৩১ শে মে তারিখে ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হবে।

    তখন ফেনীর মুহুরি, সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, উত্তরাঞ্চলের তিস্তা, হবিগঞ্জের খোয়াই, নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে করে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    তিনি জানান, ইতোমধ্যে এইসব নদীর পানি সমতল স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে।

  17. ঈদুল আজহা কবে? জানা যাবে সন্ধ্যায়

    কোরবানির ঈদ কি ঈদ-উল আজহা না ঈদ-উল আদহা?

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কোরবানির ঈদ কি ঈদ-উল আজহা না ঈদ-উল আদহা?

    মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ।

    ঈদ-উল আজহা'র তারিখ নির্ধারণ করতে আজ বুধবার ন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা শুরু হবে।

    ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

    সেখানে আরবি ১৪৪৬ সালের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ চূড়ান্ত করা হবে।

    গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।

    গতকাল সৌদি আরবে নতুন চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পাঁচই জুন হজ এবং ছয়ই অগাস্ট ঈদুল আযহা উদযাপিত হবে।

    সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসাবে আজ চাঁদ দেখা গেলে সাতই জুন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হতে পারে।

    ঈদ-উল আজহা নিয়ে আরও পড়তে পারেন:

  18. বর্জ্য অপসারণে সেনাবাহিনী নিয়োগের খবর সত্য নয়: ডিএনসিসি

    ডিএনসিসি

    ছবির উৎস, BSS

    সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। খবর বাসস-এর।

    আজ মঙ্গলবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ডিএনসিসি পালন করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই বিবৃতি দিলেও গত ১৯শে মে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছিলেন, ''বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়। সুতরাং আশা করি, এটা একটা নতুন জায়গায় যাবে।''

    সেই সময় তিনি বলেন, ''প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা কমিটি করে দিচ্ছি। তা ছাড়া আমরা চেষ্টা করব এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য। যাঁরা ময়লা কালেকশন করেন, এখনো তো আমরা তাঁদের কোনো ধরনের অনুমতি দিইনি। আমরা আর্মির মাধ্যমেই কোরবানির আগে এটা প্রসেসে নিয়ে যাব।''

    কিন্তু এখন ডিএনসিসি দাবি করছে, ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান সহায়তা করে থাকে।

    আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা গ্রহণ করা হবে।

  19. জাপান পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

    অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপানে গেছেন।

    তার প্রেস উইং থেকে জানানো হয়, তিনি জাপানের স্থানীয় সময় দুপুর দুইটা পাঁচ মিনিটে টোকিওতে পৌঁছান।

    মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মাঝে তিনি হংকংয়ে যাত্রা বিরতি করেন।

    জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    আগামী ৩১শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

  20. সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘণীভূত হতে পারে। এই কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এমনটাই জানানো হয়।

    বলা হয়, এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।