সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

জাপানে নিক্কেই ফোরামের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অন্তত ১৪টি জেলায় দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
    • দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর ফলে উপকূলীয় অন্তত ১৪টি জেলায় দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
    • বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
    • বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনা ছাত্রদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করবে।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

  2. সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কতটুকু হয়েছে তার ওপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে।

    দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    জাপানে নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন অধ্যাপক ইউনূস।

    ঢাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব সম্প্রচার করেছে।

    নিক্কেই ফোরামের ওই প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্যে কাজ করছে। এগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন।

    এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন তিনি।

    তবে সংস্কার কতটুকু হয়েছে তার ওপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

    অধ্যাপক ইউনূস বলেন, "আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি।

    "আমরা যদি খুব তাড়াহুড়ো করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা (নির্বাচন) ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে" বলেন তিনি।

    কিন্তু কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, "সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে।"

  3. আসামে 'আটক হওয়া' দুজনের খোঁজ চেয়ে মামলা হাইকোর্টে

    ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ প্রহরী - ফাইল চিত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ প্রহরী - ফাইল চিত্র

    ভারতের আসাম রাজ্যের শিক্ষক খাইরুল ইসলাম সহ ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনার মধ্যেই আসামের আরও দুজন বাসিন্দার খোঁজ চেয়ে বৃহস্পতিবার এক মামলা দায়ের হয়েছে গুয়াহাটি হাইকোর্টে।

    মামলা দায়ের করেছেন আইনজীবী আমন ওয়াদুদ। তিনি বলছেন, কামরূপের বাসিন্দা – দুই ভাই, আবু বক্কর সিদ্দিক এবং আকবর আলিকে গত ২৫শে মে আটক করা হয়। কর্তৃপক্ষ তাদের পরিবারকে কোনো তথ্যই জানাচ্ছে না যে কোথায় রাখা হয়েছে ওই দুজনকে।

    এই দুজন অবশ্য আসামের বিদেশী ট্রাইব্যুনাল দ্বারা বিদেশী বলে ঘোষিত হয়েছেন।

    আইনজীবীরা বলে থাকেন যে বিদেশী বলে ঘোষিত হলেই যে তিনি সত্যিই বাংলাদেশী, তা নাও হতে পারেন। বহু ভারতীয়কেই সামান্য বানান ভুল বা তারিখ ভুলের জন্যও ট্রাইব্যুনালগুলো বিদেশী বলে ঘোষণা করে দেয়। পরে এদের অনেকেই উচ্চতর আদালত থেকে জামিন পেয়ে থাকেন।

    ঠিক এরকমই ঘটনা থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে আসামের যে শিক্ষককে, সেই খাইরুল ইসলামের ক্ষেত্রেও।

    মি. ইসলাম বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দাবী করেছেন যে ভারতের সর্বোচ্চ আদালতে তার মামলা চলার মধ্যেই প্রথমে তাকে বাড়ি থেকে আটক করা হয়, তারপরে গোয়ালপাড়া জেলার মাটিয়ায় বিদেশীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয় ও পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

    বিএসএফ অবশ্য কখনই স্বীকার করে না যে তারা পুশ ব্যাক করে।

    আসামের মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বলছে গত শনিবার থেকে আসামের বিভিন্ন জেলায় এরকম ধরপাকড় চলছে। কয়েকশো মানুষকে এভাবে আটক করা হয়েছে বলে তাদের অভিযোগ।

    মি. ইসলাম সহ ১৪ জনকে পুশ ব্যাক করা নিয়ে যখন বিতর্ক চলছে, তার মধ্যেই সামনে এল আরও দুজনের ঘটনা।

    আইনজীবী মি. ওয়াদুদ বলছেন, বৃহস্পতিবারের শুনানির সময়ে সরকার পক্ষ স্বীকার করে নিয়েছে যে ওই দুই ভাই আসামের বর্ডার পুলিশের হেফাজতে আছেন।

    আদালত নির্দেশ দিয়েছে যে পরের শুনানির দিন ওই দুই ব্যক্তি কোথায় আছেন, কীভাবে আছেন, তা জানাতে হবে সরকারকে।

  4. ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নতুন হাই কমিশনার

    ভারতে নিয়োগ পাওয়া বাংলাদেশের নতুন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সেদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে নিজের ক্রেডেনসিয়ালস বা পরিচয়পত্র পেশ করেছেন।

    এই অনুষ্ঠান গত ১৫ই মে হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতি মুর্মুর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছিল।

    আজ বৃহস্পতিবার আরও পাঁচটি দেশের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের হাইকমিশনারও এই পরিচয়পত্র পেশ করেছেন।

    দিল্লির বাংলাদেশের হাই কমিশন এবং ভারতের তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

  5. নির্বাচনের তারিখ ঘোষণা না করায় রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে: তারেক রহমান

    তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ নেই বলে অভিযোগ করেছেন তারেক রহমান।

    অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্র ও রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    মি. রহমান বলেছেন, "গত ১০ মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর কারণে যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে রয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্খিত বিনিয়োগ হচ্ছে না।"

    বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

    নানা কারণে শতশত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে এবং আরো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে বলে উল্লেখ করেন মি. রহমান।

    তিনি বলেন, “ বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার কোন সুযোগ তারা পাচ্ছে না।”

    একইসাথে অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে অযথা সময়ক্ষেপণ করছে এবং নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন মি. রহমান।

    তিনি বলেন, "সংস্কার নিয়ে কোন রাজনৈতিক দলের আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে।"

    " আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইনটেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কমবেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব" বলেন মি. রহমান।

    জনগণের আকাঙ্খাকে ধারণ করে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন মি. রহমান।

    দলীয় নেতা-কর্মীদের দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ নেই বলে অভিযোগ করেছেন তিনি।

    মি. রহমান বলেন, “ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ -দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকিবহাল নন।"

    " তারা অফিসে বসে ফাইল-পত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর বা ফাইল নির্ভর বা ফাইলওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতো, তাহলেতো নিশ্চয়ই রাজনীতি বা রাজনৈতিক দল প্রয়োজন হতো না" বলেন মি. রহমান।

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

    গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান খালেদা জিয়ার

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

    ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় খালেদা জিয়ার রেকর্ড করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তাতে তিনি এ আহ্বান জানান।

    তিনি বলেন,, " যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাৎ বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত দেখতে পাব।"

  6. বাইরের শক্তিকে দোষ চাপিয়ে কোনও লাভ নেই : ঢাকাকে দিল্লির পরামর্শ

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি তার দেশের সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠকে যে মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে, তার জবাবে আজ প্রতিক্রিয়া দিয়েছে ভারত।

    দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছেন, “বাংলাদেশ সরকারকে আমি বলব তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক ইস‍্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই।”

    “এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যে সব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনও দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।”

    তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যে সব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে।”

    "তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে, তাতে কিন্তু কোনও লাভ নেই – সমস্যার ওতে কোনও সমাধান হবে না!”

    ভারত বাংলাদেশে ‘তাড়াতাড়ি’ একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় বলেও এদিন আবারও মন্তব্য করেছেন মি জয়সওয়াল।

    রণধীর জয়সওয়াল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রণধীর জয়সওয়াল
  7. হত্যাচেষ্টা মামলায় কারাগারে জবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম

    আদালত

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর সূত্রাপুর থানায় করা এক হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    সূত্রাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করে।

    আজ বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে ঢাকার একটি বিচারিক আদালত এ আদেশ দেন।

    তদন্তকারী কর্মকর্তা আবেদনে বলেছেন, আনোয়ারা বেগম এই মামলায় এজাহার নামীয় আসামি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।

    জামিন পেলে তিনি পালিয়ে যেতে পারেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন।

    তবে অধ্যাপক মিজ বেগমের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিন চান।

    পরে তার আইনজীবীরা জানান আনোয়ারা বেগম ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং তাকে হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে। তাই মানবিক কারণে তাকে জামিন দেওয়া উচিত।

  8. দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

    বন্যার পুরোনো ছবি

    ছবির উৎস, MASHUK HRIDOY

    ছবির ক্যাপশান, দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এসব এলাকার নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থা।

    জেলাগুলোর মধ্যে রয়েছে ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। ফেনী বাদে বাকি পাঁচ জেলা হাওর অঞ্চলের।

    আজ বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, আগামী দুই দিন ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে।

    কারণ হিসেবে সংস্থাটি বলছে, ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে।

    আর মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরের এক দিনে এসব নদীর পানি কমে যাওয়ার আভাসও দিয়েছে সংস্থাটি।

    আগামী তিন দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে।

    এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

    এক বুলেটিনে সংস্থাটি বলছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও আগামী তিন দিন বাড়তে পারে। তিস্তার পানি নদীর সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

    আগামী দুইদিন পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

    এছাড়া সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, তবে আগামী তিন দিন বাড়ার আভাস থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

    ব্রহ্মপুত্র - যমুনা নদীর পানি কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    আগামী এক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী চার দিন পানি বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচে থাকার আভাস রয়েছে।

    এই বুলেটিনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে। অন্যদিকে পদ্মা নদীর পানি বাড়ছে।

    নদী দুটির পানি আগামী পাঁচ দিন বাড়ার সম্ভাবনা থাকলেও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনাই বেশি।

  9. পহেলা জুন বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট

    বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী পহেলা জুন থেকে বাজারে তিনটি নতুন টাকার ব্যাংক নোট চালু হচ্ছে

    আগামী পহেলা জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট।

    নতুন এই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে থিম হিসেবে গ্রহণ করা হয়েছে “ বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য”।

    নতুন এক হাজার টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র।

    নতুন ৫০ টাকার নোটের একপাশে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং অপরপাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ ছাপা রয়েছে।

    নতুন ২০ টাকার নোটেও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এই টাকার বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি।

    তবে নোটটিও নতুন সিরিজের আওতায় পহেলা জুন থেকেই বাজারে আসবে বলে জানানো হয়েছে।

  10. সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে

    সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুই দিন বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব মো. জসীম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়া বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

    পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

    এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছিল।

    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখন প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত তাদের।

    এমন অবস্থায় সপ্তাহের দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  11. হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক, কিন্তু কেন?

    ইলন মাস্ক

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, ইলন মাস্ক

    হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে 'সরকারি দক্ষতা বিভাগের' দায়িত্বে ছিলেন তিনি।

    তার পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তিনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনার সমালোচনা করেছেন।

    তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে। যা ফেডারেল ঘাটতি আরও বাড়াবে এবং ডিওজিই প্রকল্পের যে মূল উদ্দেশ্য, অপচয় কমিয়ে আনা এবং দক্ষতা বাড়ানো—সেটিকে দুর্বল করবে।

    তবে ট্রাম্পের সাথে কোনো মতবিরোধের জেরে ইলন মাস্ক দায়িত্ব ছেড়েছেন এমনটা বলার উপায় নেই। কারণ তাকে এই দায়িত্ব দেয়াই হয়েছিল ১৩০ দিনের জন্য যেটির মেয়াদ মে মাসেই শেষ।

    বিদায়বেলায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতেও ভোলেননি মি. মাস্ক।

    এক্স পোস্টে তিনি লিখেছেন, “বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য। ডিওজিই'র মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে, কারণ এটি ধীরে ধীরে সরকারের সর্বত্র একটি জীবনধারা হয়ে উঠবে।”

    ডিওজিই বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে পরিচিত এই প্রকল্পটি মূলত মাস্কের নেতৃত্বে ফেডারেল ব্যয় কমানোর একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। প্রথমে মাস্ক ঘোষণা দিয়েছিলেন, ফেডারেল বাজেট থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলার কমানো হবে। পরে তিনি তা অর্ধেকে নামিয়ে এক ট্রিলিয়ন করেন এবং শেষ পর্যন্ত ১৫০ বিলিয়নে সীমিত করেন।

    এই কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ ৬০ হাজার ফেডারেল কর্মচারীর হয় চাকরি হারাতে হয়েছে অথবা স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে। তবে এই প্রক্রিয়ায় কিছু ত্রুটিও আলোচনায় এসেছিল। পারমাণবিক কর্মসূচির কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হন, যা নিয়ে শেষমেশ আদালত হস্তক্ষেপ করে এবং এদের অনেককেই আদালত পুনর্বহালের আদেশ দেয়া হয়।

    মাস্কের ব্যবসায়িক ক্ষতির প্রভাব

    সরকারে সময় দেওয়ার কারণে মাস্ক তার মূল কোম্পানি টেসলা থেকে দূরে ছিলেন, যার ফলে কোম্পানিটি ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের প্রথম তিন মাসে টেসলার বিক্রি ১৩ শতাংশ হ্রাস পায়—এটি তার কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন।

    এমনকি এর শেয়ারমূল্যও ৪৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়, পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে এখন প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে।

    রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার ফলে অ্যাক্টিভিস্টরা টেসলা বয়কটের ডাক দিয়েছেন, বিক্ষোভ করেছেন, এমনকি গাড়ি ও চার্জিং স্টেশনও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা দেন, এ ধরনের ভাঙচুরকে "ঘরোয়া সন্ত্রাসবাদ" হিসেবে বিবেচনা করা হবে।

    মি. মাস্ক তার কোম্পানিগুলোকে দায়িত্বে বেশি সময় দেয়া এবং আগামী পাঁচ বছর টেসলার নেতৃত্বে থাকার কথা বলেছেন।

    পাশাপাশি তিনি জানান, ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য যে ৩০০ মিলিয়ন ডলারের রাজনৈতিক অনুদান দিয়েছিলেন সেটিও কমিয়ে আনবেন।

  12. মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শেষ, দোসরা জুন রায়

    ২০২০ সালের ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান (ফাইল চিত্র)

    ছবির উৎস, SINHA MD RASHED KHAN/FACEBOOK

    ছবির ক্যাপশান, মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শেষ, আগামী দোসরা জুন রায়

    মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী দোসরা জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।

    রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এ মামলায় বিচারিক আদালতের রায় বহাল রাখার আবেদন করেন।

    কক্সবাজার - টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন ২০২০ সালের ৩১শে জুলাই।

    ঘটনার পাঁচদিন পর হত্যা মামলাটি করেন মি. সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

    তবে এই ঘটনায় প্রথমে পুলিশ টেকনাফ থানায় দু'টি এবং রামু থানায় একটি সরকারি কাজে বাধা দেওয়া এবং মাদক আইনে মামলা করেছিল।

    পুলিশের সেই মামলাগুলোতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সঙ্গী সাইদুল ইসলাম এবং শিপ্রা দেবনাথকে অভিযুক্ত করা হয়েছিল।

    পুলিশের এসব মামলা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। মেজর সিনহার পরিবারের পক্ষ থেকেও পুলিশের মামলার প্রতিবাদ করা হয়।

    এক পর্যায়ে হত্যাকাণ্ডের কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে ওই হত্যা মামলা করা হয়।

    এ মামলায় ২০২২ সালের ৩১শে জানুয়ারি কক্সবাজারের একটি আদালত পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলিকে মৃত্যুদণ্ড দেয়।

    যাবজ্জীবন কারাদণ্ড হয় ছয় জনের। মামলার অপর সাত অভিযুক্তকে খালাস দিয়েছে আদালত।

  13. উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

    উত্তাল সাগরের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উপকূল অতিক্রম করতে শুরু করেছে গভীর নিম্নচাপ, প্রতীকী ছবি

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর ফলে উপকূলীয় অন্তত ১৪টি জেলায় দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর সাড়ে তিনটায় এই গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে।

    এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

    এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে দুই থেকে চার ফুটের অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে এই সংস্থা।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

  14. মমতা ব্যানার্জীর সরকারকে ‘নির্মম’ আখ্যা নরেন্দ্র মোদীর

    আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী

    ছবির উৎস, Narendra Modi/X

    ছবির ক্যাপশান, আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারকে ‘নির্মম সরকার’ আখ্যা দিয়েছেন।

    আজ উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ারে এক জনসভায় মি. মোদী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের 'তোষণের রাজনীতি', 'ব্যাপক দুর্নীতি' ও 'নারী নির্যাতনের' সমালোচনা করেছেন। একই সঙ্গে পহেলগামের হামলা ও পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

    মাস দুয়েক আগে মুর্শিদাবাদ ও মালদা জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষের সময়ে “তোষণের নামে গুন্ডাগিরি” হয়েছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

    দীর্ঘদিন ধরেই বিজেপি অভিযোগ করে আসছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মুসলমানদের তোষণের রাজনীতি করে ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য।

    মুর্শিদাবাদের সংঘর্ষের সময়ে ক্ষমতাসীন দলে স্থানীয় এক নেতার সংশ্লিষ্টতার বিষয়টি কলকাতা হাইকোর্ট নিযুক্ত এক তদন্ত কমিটিও খুঁজে পেয়েছিল।

    মি. মোদী বৃহস্পতিবার তার ভাষণে বলেন যে (তৃণমূল কংগ্রেস) দল, তার বিধায়ক এমনকি একজন পৌর প্রতিনিধি মানুষের বাড়ি চিহ্নিত করে আগুন দিয়েছে আর পুলিশ- চুপ করে দেখেছে।

    পশ্চিমবঙ্গ এখন পাঁচটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তার ভাষণে বলেছেন মি. মোদী।

    তার মতে, এগুলো হলো সমাজে হিংসা ও অরাজকতা চলছে, মা-বোনেরা এখানে অসুরক্ষিত, যুবকরা চাকরি না পেয়ে হতাশ, একই সঙ্গে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। এখানে ক্ষমতাসীন দল গরীব মানুষের প্রাপ্য ছিনিয়ে নেয় বলেও মন্তব্য করেন মি. মোদী।

    সাম্প্রদায়িক সংঘর্ষ ও তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির প্রসঙ্গের পরেই রাজ্যে স্কুল শিক্ষক দুর্নীতির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, এর ফলে হাজার হাজার শিক্ষক যে চাকরি হারিয়েছেন শুধু তাই নয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষকদের পরিবারগুলোকেও অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

    “তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না,’’ মন্তব্য নরেন্দ্র মোদীর।

    পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী বলেন যে পহেলগামের ঘটনার পরে পশ্চিমবঙ্গেও ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছিলো মানুষ।

    “সন্ত্রাসীরা বোনের সিঁদুর মুছে দিয়েছিল। আমাদের সেনাবাহিনী তাদের বুঝিয়ে দিয়ে এসেছে সিঁদুরের মূল্য। সন্ত্রাসবাদের সেইসব আস্তানা ধ্বংস করা হয়েছে যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি,” বলেছেন মি. মোদী।

    বাংলাদেশের নাম করে মি. মোদী বলেন যে পাকিস্তান “আজকের বাংলাদেশে ভয়াবহ অত্যাচার চালিয়েছিল– খুন, ধর্ষণ চালিয়েছিল তারা। সেই ঘটনা কেউ ভুলতে পারবে না।”

    তিনি এও যোগ করেন যে ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়নি।

    আগামী বছর পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে। তার আগেই নরেন্দ্র মোদী তার ভাষণে বিজেপির প্রচারের ‘মুড’ তৈরি করে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

    তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গ সহিংসতা, তোষণের রাজনীতি, দাঙ্গা, নারী নির্যাতন ও দুর্নীতি থেকে মুক্তি চায়। বিজেপির উন্নয়নের মডেল পার্শ্ববর্তী আসাম, ওড়িশাসহ অনেক রাজ্যেই চলছে। বিজেপিকর্মীরা তাই কোমর বেঁধে নেমে পড়ুন যাতে গণতন্ত্রের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস আবারও ফেরানো যায়।"

  15. ইশরাক হোসেনকে মেয়র ঘোষণায় ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: আপিল বিভাগ

    ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তার সমর্থকদের বিক্ষোভ

    ছবির উৎস, Ishraque Hossain/Facebook

    ছবির ক্যাপশান, ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তার সমর্থকদের বিক্ষোভ

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতার প্রয়োগে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।

    পরে এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত- এমন পর্যবেক্ষণ দিয়ে মি. হোসেনের শপথ আটকাতে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ।

    আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন।

    নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করা হয়েছে। অতএব দ্বিতীয় বার আর গেজেট প্রকাশের সুযোগ নেই।

    তবে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে কিনা সে বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

    আদালতের আদেশের পরে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, সর্বোচ্চ আদালত যেহেতু বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে ফলে ইসির গেজেটের আর কোনো কার্যকারিতা নেই।

    অন্যদিকে ইশরাক হোসেনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, “আদালত যেহেতু গেজেট স্থগিত ঘোষণা করেনি, আপিল নিষ্পত্তি করেছে,তাই গেজেট বহাল আছে। তাহলে এখন ইশরাক হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি শপথ না পড়ায় তবে এটি আদালত অবমাননা হবে।”

  16. মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

    ভুক্তভোগী আব্দুল্লাহ
    ছবির ক্যাপশান, মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

    রাজধানীর মগবাজারে দিনে দুপুরে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু বিবিসি বাংলাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    তবে আরও বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

    এই ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে পুরো ঘটনা ধরা পড়ে।

    এ ঘটনাটি গত ১৯শে মে মগবাজারের একটি গলির ভেতরে ঘটে।

    এর আগে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বিষয়টির বিস্তারিত জানিয়েছিলেন।

  17. অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম সীমান্তে নয় জনকে আটক করেছে বিজিবি

    বাংলাদেশ-ভারত সীমান্ত, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ-ভারত সীমান্ত, ফাইল ছবি

    ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

    ফুলবাড়ি থানার ওসি মুহাম্মদ আব্দুস সালাম বিবিসি বাংলাকে জানান, ভোরের দিকে সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাইয়ের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    পুলিশ জানায় আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

    পুলিশ জানায়, আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তারা কাজের সন্ধানে গত প্রায় ১০ বছর ধরে নিয়মিত ভারতে আসা-যাওয়া করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুপুরের দিকে আটককৃতদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

  18. মিয়ানমারে বাংলাদেশি রাষ্ট্রদূতকে 'পার্সোনা নন গ্রাটা' ঘোষণা করার পোস্ট 'মিথ্যা'

    চিফ অ্যাভাইজার গভমেন্ট অব বাংলাদেশের ভ্যারিফায়েড পেইজ থেকে দেওয়া পোস্ট

    ছবির উৎস, Chief Adviser of the Government of Bangladesh

    ছবির ক্যাপশান, চিফ অ্যাভাইজার গভমেন্ট অব বাংলাদেশের ভ্যারিফায়েড পেইজ থেকে দেওয়া পোস্ট

    সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে যে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে তৎক্ষণাৎ দেশ ছাড়তে বলা হয়েছে।

    বৃহস্পতিবার চিফ অ্যাভাইজার গভমেন্ট অব বাংলাদেশের ভ্যারিফায়েড পেইজ থেকে দাবি করা হয়েছে–– এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।

    সরকারি ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকার রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

    বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মিয়ানমার রাষ্ট্রদূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেনি। এছাড়াও, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো বিবৃতি দেয়নি।

    এই গুজবের উৎস অনুসন্ধান করতে গিয়ে এর সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মী এবং ভারতীয় বংশোদ্ভূত কিছু ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে ওই সরকারি পোস্টে।

    পরিশেষে যেকোনো তথ্য শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করতে, সেইসাথে গুজব ছড়ানোর ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে।

  19. নগর ভবনে ইশরাকের সমর্থকদের অবস্থান

    ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তার সমর্থকদের অবস্থান

    ছবির উৎস, Ishraque Hossain/Facbook

    ছবির ক্যাপশান, ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তার সমর্থকদের অবস্থান

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা।

    ‘ঢাকাবাসী’ ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরের আগে থেকে তাদের এই অবস্থান শুরু হয়।

    মি. ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ পর আজ আবার বিক্ষোভ শুরু করলেন তার সমর্থকরা।

    উল্লেখ্য, গতকাল বুধবার ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে সেটি সেই স্বৈরাচারের পুনরাবৃত্তির ঘটনাই আমরা দেখতে পাচ্ছি।"

    ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। পরে শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত করে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ওই বছর তেসরা মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেন মি. ইশরাক।

    গত বছর পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয়। এমন অবস্থায় গেল ২৭শে মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল।

    এরপর ২৭শে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

    একইদিন ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ দেন দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

    কিন্তু সরকার তাকে শপথ না পড়ানোর কারণে তার সমর্থকরা রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

    পরে গত ১৪ই মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। ২২শে মে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    পরে২৭শে মে ওই রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ২৮ মে দিন ধার্য করে চেম্বার জজ আদালত। মি. ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে চায় আপিল বিভাগ।

    আজপ্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে পর্যবেক্ষণে জানায়, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

  20. সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    স্বর্ণের দোকান বন্ধ

    ছবির উৎস, BAJUS

    ছবির ক্যাপশান, সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

    বাংলাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

    প্রতিষ্ঠানটির সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দেয়া হয়।

    বুধবার রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বাজুস।

    বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের ওই যৌথ বিবৃতিতে বলা হয়, রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

    বুধবার সন্ধ্যায় ঢাকার স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দেয়।