সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
- হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি প্রায় ৪১ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের ফলে দিন দিন এই সংকট আরও তীব্রতর হচ্ছে বলে জানানো হয়েছে।
- পুলিশকে পিছনে হাটানো ও তাদের কথায় মামলা গ্রহণ, আসামি গ্রেফতার করা নিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
- হাসপাতালে ভর্তির পর গত একদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ অবস্থায় কেবিনে রেখেই একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
- ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছে, সেটির মাধ্যমে 'ভালো কিছু ঘটতে পারে' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, সেগুলো রাশিয়াকে দিয়ে দেওয়ার বিষয়ে মার্কিন খসড়া প্রস্তাে যা বলা হয়েছে, সেটিই শান্তি পরিকল্পনার "প্রধান সমস্যা" বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
- পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে দু’জন আত্মঘাতী বোমা হামলায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
- জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী চৌঠা ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- এক বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত চার দিন তার জন্য 'সবচেয়ে অস্বস্তির' ছিল। ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার হওয়ার পর এই 'অস্বস্তিকর' পরিস্থিতির মুখে পড়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন তিনি।
- বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০২৭ সালে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
- মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।
- বিএনপিকে নিয়ে নানান সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
- বাংলাদেশের প্রচলিত আইনে এখনও সাংবাদিক নিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। নিবর্তনমূলক সমস্ত আইনের অবসান চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে "মিথ্যা প্রপাগান্ডা" রুখতে সংবাদমাধ্যমের তরফে নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

















