ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি 'ঝুঁকিপূর্ণ' ভবন চিহ্নিত করেছে রাজউক

বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করেছে রাজউক। হাসপাতালের আইসিইউতে ভর্তি প্রায় ৪১ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে জানিয়েছে আইইডিসিআর। ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
    • হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি প্রায় ৪১ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের ফলে দিন দিন এই সংকট আরও তীব্রতর হচ্ছে বলে জানানো হয়েছে।
    • পুলিশকে পিছনে হাটানো ও তাদের কথায় মামলা গ্রহণ, আসামি গ্রেফতার করা নিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
    • হাসপাতালে ভর্তির পর গত একদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ অবস্থায় কেবিনে রেখেই একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
    • ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছে, সেটির মাধ্যমে 'ভালো কিছু ঘটতে পারে' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, সেগুলো রাশিয়াকে দিয়ে দেওয়ার বিষয়ে মার্কিন খসড়া প্রস্তাে যা বলা হয়েছে, সেটিই শান্তি পরিকল্পনার "প্রধান সমস্যা" বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
    • পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে দু’জন আত্মঘাতী বোমা হামলায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
    • জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী চৌঠা ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • এক বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত চার দিন তার জন্য 'সবচেয়ে অস্বস্তির' ছিল। ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার হওয়ার পর এই 'অস্বস্তিকর' পরিস্থিতির মুখে পড়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন তিনি।
    • বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০২৭ সালে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
    • মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।
    • বিএনপিকে নিয়ে নানান সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
    • বাংলাদেশের প্রচলিত আইনে এখনও সাংবাদিক নিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। নিবর্তনমূলক সমস্ত আইনের অবসান চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে "মিথ্যা প্রপাগান্ডা" রুখতে সংবাদমাধ্যমের তরফে নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা পুলিশের

    পুলিশকে তাদের পিছনে হাটানো ও তাদের কথায় মামলা গ্রহণ, আসামি গ্রেফতার করা নিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

    একটি বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, ''রাজনৈতিক নেতাদের এমন উচ্চাকাঙ্খামূূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্ন হয়, এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।''

    গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

    মি. চৌধুরীর এই বক্তব্যে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। সমালোচনার পরই এ নিয়ে জামায়াত নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছে।

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, গত ১৭ বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্খী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সাথে দূরত্বের ক্ষেত্র তৈরি করে।

    পাঁচই অগাস্টের পর পুলিশ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন আকাঙ্খার পুলিশে রূপান্তরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ....কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্খা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত।

  3. ইউক্রেন শান্তি আলোচনা শেষে ভূমি ছেড়ে দেওয়া নিয়ে সতর্কবার্তা জেলেনস্কির

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা শেষ হয়েছে। শান্তি আলোচনায় "বেশ অগ্রগতি" হয়েছে জানিয়েছেন উভয় পক্ষের কর্মকর্তারা।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও "ভালো কিছু ঘটতে পারে" বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উল্লেখ করেছেন।

    তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনার "প্রধান সমস্যা"।

    নিজের পক্ষে যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেওয়া বিশ্বে "একটি বিপজ্জনক ঘটনার নজির" স্থাপন করবে।

    উল্লেখ্য যে, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

    শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব ডনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি।

    রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন সরকারের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাগত জানিয়েছেন।

    তবে জেনেভা আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেননি।

    ক্রেমলিন জানিয়েছে, আলোচনাটির দিকে তাদের নজর ছিল। তবে সেটার ফলাফল সম্পর্কে তারা এখনও কোনও তথ্য পাননি।

  4. খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    ছবির উৎস, Getty Images

    হাসপাতালে ভর্তির পর গত একদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ অবস্থায় কেবিনে রেখেই একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়া রোববার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বিএনপি চেয়ারপারসনের। এ অবস্থায় রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী রোববার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্রে আগে থেকেই কিছু সমস্যা ছিল। সেই সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়েছে। সেই কারণে শ্বাসকষ্ট দেখা যাচ্ছিলো।

  5. ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি 'ঝুঁকিপূর্ণ' ভবন চিহ্নিত করেছে রাজউক

    ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুক্রবার রাজধানীর পুরানো ঢাকার একটি ছবি

    বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

    সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় ৩০০টি ছোট-বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

    সোমবার ঢাকায় অনুষ্ঠিত ভূমিকম্প-পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় এই তথ্য জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

    ঝুঁকিপূর্ণ এসব ভবনের মধ্যে ভূমিকম্পের ফলে ফাটল ধরা এবং হেলে পড়া ভবনও রয়েছে।

    ভবনগুলোর বিষয়ে আরও বিস্তারিত মূল্যায়ন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  6. সাংবাদিক নিবর্তনে আকাশের তারার মত আইনের ধারা প্রয়োগ করা হয়: অ্যাটর্নি জেনারেল

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

    বাংলাদেশের প্রচলিত আইনে এখনও সাংবাদিক নিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    সোমবার ঢাকায় এক আলোচনা সভায় কথা বলেন তিনি।

    "সাংবাদিক নিবর্তনের জন্য সরকার অনেক পথ খোলা রেখেছে। যেটা বলা হয়, আকাশের যত তারা, আইনের তত ধারা। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মত আইনের ধারা প্রয়োগ করা হয়," বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    নিবর্তনমূলক সমস্ত আইনের অবসান চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে "মিথ্যা প্রপাগান্ডা" রুখতে সংবাদমাধ্যমের তরফে নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

    "আমরা এ সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন, যে আইন কণ্ঠরোধ করে, যে সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা সেই আইনের অবসান চাই। এবং এ বিষয়ে রাজনীতিক যারা নেতৃত্বে থাকবেন আগামী দিনে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এ বিষয়গুলো আবার ভেবে দেখা," বলেন মি. আসাদুজ্জামান।

  7. আইসিইউ রোগীর ৪১ শতাংশের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, বলছে আইইডিসিআর

    ২০১৭ সাল থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছে আইইডিসিআর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০১৭ সাল থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছে আইইডিসিআর

    হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি প্রায় ৪১ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

    অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের ফলে দিন দিন এই সংকট আরও তীব্রতর হচ্ছে বলে জানানো হয়েছে।

    সোমবার ঢাকার মহাখালীতে এক অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিক নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে আইইডিসিআর।

    "অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও অতিরিক্ত ব্যবহার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে (এএমআর) বিপজ্জনক পর্যায়ে নিয়ে এসেছে। এটি এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্যঝুঁকি," বলেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন।

    অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে জানাবোঝার জন্য আইইডিসিআর ২০২৪ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ৯৬ হাজার ৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করে।

    দেশের পাঁচটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের শরীরে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

    সেখানে গবেষকরা দেখেছেন, আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে প্রায় ৪১ শতাংশের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না।

    "আমরা মানুষের কাছে এই আহ্বান পৌঁছাতে চাই, যাতে মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করেন। জনসচেতনতা বৃদ্ধি না পেলে ভবিষ্যতে গুরুতর সংকট তৈরি হবে," অনুষ্ঠানে বলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন।

  8. সাংবাদিকরা রাজনৈতিক দলের 'পকেটে' ঢুকে পড়লে তো সমস্যা: ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক দলের অনুগামী হওয়ার প্রবণতার লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সেটির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই অভিযোগ করেন।

    "একটা কথা না বলে পারছি না, আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে-বিএফইউজে, ডিইউজে। আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না, কিন্তু আপনারাই যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস অ্যা প্রবলেম," বলেন মি. আলমগীর।

    সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা দেখেছি তো আপনার গত ১৫ বছরে কী হয়েছে? গত ১৫ বছর আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিস্টকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এদেশের মানুষের দেখা।''

    রাজনৈতিক দলাদলী ও প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

    বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিবে বলেও জানান তিনি।

  9. 'সরকারে যোগ দেওয়ার পর গত চারটা দিন ছিলো আমার জন‍্য সবচেয়ে অস্বস্তির'- ফারুকী

    মোস্তফা সরয়ার ফারুকী

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (ফাইল ছবি)

    এক বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত চার দিন তার জন্য 'সবচেয়ে অস্বস্তির' ছিল।

    ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার হওয়ার পর এই 'অস্বস্তিকর' পরিস্থিতির মুখে পড়েছেন বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন তিনি।

    বাউলশিল্পীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে মি. ফারুকী ফেসবুকে লিখেছেন, "যেকোনো ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা তা করছি এবং বলছি। এর বেশি এখানে লেখাও আমার পক্ষে সঙ্গত কারণে সম্ভব না।"

    তবে বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।।

    "আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সবাইকে ধৈর্য্য এবং সংযম প্রদর্শনের জন‍্য অনুরোধ করছি। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতিই কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিতে পারবে, অন‍্য কিছু কেবল ধ্বংসের দিকেই নিবে," লিখেছেন ফারুকী।

    যেকোনো ইস্যুতে কিছু ব্যক্তি অযৌক্তিকভাবে তার নাম জড়িয়ে সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

  10. ২০২৭ সালে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে: গভর্নর মনসুর

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

    বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০২৭ সালে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    সোমবার ঢাকায় অনলাইন লেনদেন সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    “২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে," বলেন আহসান এইচ মনসুর।

    আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলেও জানান তিনি।

  11. ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন, পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকারা

    ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র

    ছবির উৎস, The India Today Group via Getty Images

    ভারতীয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

    সোমবার দুপুর একটা ২০ মিনিটের দিকে মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    এসময় তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

    ৮৯ বছর বয়সী অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিলে পার্লের শ্মশানের বাইরে ভক্তরাও ভিড় করেন।

    ধর্মেন্দ্রকে এক ঝলক দেখার আশায় জড়ো হওয়া শত শত ভক্তদের নিয়ন্ত্রণ করতে গিয়ে মুম্বাই পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।

    বিবিসি নিউজ হিন্দির খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রর শেষকৃত্য অনুষ্ঠানে তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, মেয়ে এশা দেওল, স্ত্রী হেমা মালিনীসহ পরিবারের ঘনিষ্ট বন্ধুরা উপস্থিত ছিলেন।

    শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হেমা মালিনী এবং এশা দেওল একই গাড়িতে বের হয়ে যান।

    ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে বলিউড তারকাদের মধ্যে যারা শ্মশানে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, গোবিন্দ, সেলিম খান, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর।

  12. অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

    ছবির উৎস, Nagorik Oikya

    ছবির ক্যাপশান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (পুরনো ছবি)

    বিএনপিকে নিয়ে নানান সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    সোমবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    "আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন, বোঝা যায় তো নাকি? আমি জানি না। আপনারা হয়তো বলতে চাইবেন না," বলেন মি. মান্না।

    "আমি বলি...আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের (সমালোচনা) পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে," বলেন মাহমুদুর রহমান মান্না।

  13. 'ভালো কিছু ঘটতে পারে' ইউক্রেন শান্তি আলোচনা প্রসঙ্গে বললেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, AP

    ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছে, সেটির মাধ্যমে 'ভালো কিছু ঘটতে পারে' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় বড় অগ্রগতি কি সত্যিই সম্ভব? না দেখা পর্যন্ত হয়তো বিশ্বাস করবেন না, তবে ভালো কিছু ঘটতে পারে। সৃষ্টিকর্তা আমেরিকার মঙ্গল করুন!"

  14. ইউরোপের উচিত 'নিঃশর্তভাবে' মার্কিন শান্তি পরিকল্পনাকে সমর্থন করা: হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো

    ছবির উৎস, Bloomberg/Getty Images

    ছবির ক্যাপশান, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো

    ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২৮ দফার যে শান্তি পরিকল্পনার খসড়া তুলে ধরা হয়েছে, সেটি 'নিঃশর্তভাবে' সমর্থন করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।

    এই পরিকল্পনার বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানার ক্ষেত্রে এটি একটি "বড় সুযোগ"।

    "এই পরিকল্পনাকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে সমর্থন করা এখন প্রত্যেক ইউরোপীয় রাজনীতিকের কর্তব্য, কারণ এটিই যুক্তিসঙ্গত এবং মানবিক," বলেন মি. সিজ্জার্তো।

    ইউক্রেন নিয়ে মস্কোর ওপর চাপ সৃষ্টির জন্য ইইউ যে প্রচেষ্টা চালিয়ে আসছে, দীর্ঘদিন ধরেই সেটির বিরোধিতা করে আসছে হাঙ্গেরি।

    রাশিয়ার তেল ও গ্যাসের ওপর হাঙ্গেরি অধিকমাত্রায় নির্ভরশীল। ফলে বর্তমানে যে সুযোগ তৈরি হয়েছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সেটি ব্যবহার করার চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

    সেইসঙ্গে, তার দেশের ভোটারদের "রাশিয়ার সস্তা জ্বালানি" এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া হাঙ্গেরির পরবর্তী জাতীয় নির্বাচনে পুনরায় জয়লাভের চেষ্টা চালাচ্ছেন ভিক্টর অরবান।

  15. রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই "প্রধান সমস্যা", মার্কিন শান্তি পরিকল্পনা প্রসঙ্গে জেলেনস্কি

    ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনার "প্রধান সমস্যা"।

    সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন।

    যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেওয়া বিশ্বে "একটি বিপজ্জনক ঘটনার নজির" স্থাপন করবে।

    উল্লেখ্য যে, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

    শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব ডনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি।

    জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে, ডনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে।

    এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জানিয়েছিল যে, জেনেভায় ২৮-দফা শান্তি পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয়, সেটি "অত্যন্ত ফলপ্রসূ" ছিল।

  16. ধর্মেন্দ্রর পরিবার ও সহকর্মীরা শ্মশানে পৌঁছেছেন

    ধর্মেন্দ্র মারা গেছেন জানিয়ে ইনস্টাগ্রামে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের পোস্ট

    ছবির উৎস, Karan Johar/Instagram

    ছবির ক্যাপশান, ধর্মেন্দ্র মারা গেছেন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর

    বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর পরিবারের সদস্যরা মুম্বাইয়ের ভিলে পার্লের শ্মশানে পৌঁছেছেন বলে খবরে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

    বিনোদন বিষয়ক ম্যাগাজিন ফিল্মফেয়ারের খবরেও বলা হয়েছে, ধর্মেন্দ্রর স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী এবং তার মেয়ে এশা দেওলও ইতোমধ্যে শ্মশানে পৌঁছেছেন।

    অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মুম্বাইয়ের ওই শ্মশানে পৌঁছেছেন বলে খবরে উল্লেখ করেছে ফিল্মফেয়ার।

    অভিনেতা আমির খান, অক্ষয় কুমার, সালমান খান, সঞ্জয় দত্ত এবং চলচ্চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরও সেখানে গেছেন।

    ধর্মেন্দ্র বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কয়েকদিন আগেও তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছিল।

    সোমবার বলিউডের প্রবীণ এই অভিনেতা ৮৯ বছর বয়সে মারা গেছেন।

    তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।

  17. বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

    অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু

    ছবির উৎস, Getty Images

    বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।

    অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের "একটি যুগের সমাপ্তি ঘটেছে" বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন মি. মোদী।

    আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রবীণ অভিনেতা ও সংসদ সদস্য ধর্মেন্দ্রর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অন্যতম জনপ্রিয় এই অভিনেতা তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক স্মরণীয় কাজ করেছেন।"

    এদিকে, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের বরাত দিয়ে মি. ধর্মেন্দ্র'র মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএনআই।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামের একটি পোস্টে করণ জোহর লিখেছেন, "একটি যুগের সমাপ্তি। একজন কিংবদন্তি মেগাস্টার, মূলধারার সিনেমার একজন নায়ক, অবিশ্বাস্যরকম সুদর্শন অভিনেতা পর্দায় যার উপস্থিতি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। তিনি ভারতীয় সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং সর্বদা থাকবেন। আমাদের ইন্ডাস্ট্রির সবাই তাকে খুব ভালোবাসত। আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। এমন একটি শূন্যতা যা কেউ পূরণ করতে পারবে না।"

  18. পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত

    পেশোয়ারে অবস্থিত ফেডারেল কনস্টেবুলারির সদর দপ্তরে ওই হামলার ঘটনা ঘটে

    পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে দু’জন আত্মঘাতী বোমা হামলায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

    কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

    পুলিশ বিবিসি উর্দুকে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে পেশোয়ারে অবস্থিত ফেডারেল কনস্টেবুলারির সদর দপ্তরে ওই হামলার ঘটনা ঘটে।

    ভবনটি পেশোয়ারের সবচেয়ে সুরক্ষিত এলাকায় অবস্থিত। সেখানে প্রবেশের আগে একাধিকবার তল্লাশির মুখোমুখি হতে হয়।

    এই হামলাকে “সন্ত্রাসী পরিকল্পনা” আখ্যা দিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা মূল ভবনে প্রবেশ করার আগেই ফটকে তাদের গুলি করে হত্যা করা হয়।

    “এই ঘটনায় জড়িত অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে,” বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    হামলায় আহতদের মধ্যে পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এবং সাতজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা।

  19. মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির অভিযোগ গঠনের শুনানি চৌঠা ডিসেম্বর

    জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় প্রাণঘাতী অস্ত্র হাতে বিজিবি'র তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম

    ছবির উৎস, Sultan Mahmud Mukut/Drik/Getty Images

    ছবির ক্যাপশান, জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় প্রাণঘাতী অস্ত্র হাতে বিজিবি'র তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম

    জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী চৌঠা ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দুই বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।

    মামলার চার অভিযুক্তের মধ্যে দু’জনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আলম।

    মামলার অপর দুই অভিযুক্ত হলেন- পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। বর্তমানে তারা পলাতক রয়েছেন।

    জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় অন্তত ২৮ জন নিহত হন।

    রামপুরার ওই ঘটনায় তৎকালীন বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল।

  20. বিবিসি বাংলার লাইভ