আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, পেছাবে না নির্বাচন - প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের বিষয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন আজ দুটি মামলা করেছে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি আরো বলেন, কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না।
    • ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
    • চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা দুদকের।
    • হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
    • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
    • দলীয় পদে ও নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
    • এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের সে দেশের ভিসা দেওয়া হবে।
    • ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি আরও একদিন বাড়ানোর কারণে নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।
    • দীর্ঘ প্রায় ছয় মাস চেষ্টার পরে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
  2. কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে বিলম্ব করা হবে না: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না এবং নির্ধারিত সময়েই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বদ্ধপরিকর।

    ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে এ কথা জানান তিনি।

    তিনি জানিয়েছেন, নির্বাচনের দুইটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সরকার এই সময় পরিবর্তন করবে না। সরকার ভোট বিলম্ব করতে চায় না।

    প্রধান উপদেষ্টা তাদের ব্যাখ্যা করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের চেয়ে স্বল্প পরিসরে সংস্কার চায় সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে। তবে যদি বৃহত্তর আকারে সংস্কার চাওয়া হয় তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

    আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন," নির্বাচনের তারিখ পরিবর্তনের কোন কারণ নেই আমাদের।"

    প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৃহস্পতিবার আলোচনা শুরু করেছে।

    জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এটি নীতি নির্ধারণের কাজ করবে।

  3. আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। কিন্তু যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে।

    ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

    তিনি এ-ও বলেন, সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে।

    "এটা এখনো বিবেচনায় আছে" বলেন অধ্যাপক ইউনূস।

    এ সপ্তাহে সশস্ত্র আরসা নেতা আতাউল্লাকে গ্রেপ্তার করায় সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিনিধি দল।

    দলটি বলেছে, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির চিহ্ন বহন করে এটি।

    মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে এই প্রতিনিধি দলটি।

    অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে। একইসাথে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

    বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ওই গ্রুপের নেতা ।

    পরিশেষে অধ্যাপক ইউনূস বলেছেন ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্খা রয়েছে। যদিও তিনি দুঃখপ্রকাশ করে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশির ভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয়েছে।

  4. সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

    দেশে ‘জনতার দল’ নামে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এ নতুন দলটির গঠন করা হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান।

    আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশের ঘেআষণা দেওয়া হয়। দলটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে দায়িত্ব দেয়া হয়েছে।

    “ ইনসাফ জিন্দাবাদ ” হবে এই দলের স্লোগান।

    অনুষ্ঠানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে সম্মাননা জানানো হয়।

    অনুষ্ঠানে চেয়ারম্যান মি. কামাল বলেন, “ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তারা সময় শেষ হওয়ার আগেই পালিয়ে যেতে বাধ্য হয়। সব রাজনৈতিক দলগুলো যেদিকে চলে সে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।”

  5. ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। এ বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।

    নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে নিয়ে খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

    ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে।

    সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয় এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মি. সরকার।

    এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।"

    সবশেষ নিবন্ধিত দেশিয় সংস্থাগুলো দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য নিবন্ধন পেলেও আবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিমালার আলোকে নিবন্ধনের আবেদন করতে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

    বিদ্যমান পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা, জানতে চাইলে ইসি বলেন, "বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাহলে বাতিল হবে।"

  6. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে অবরুদ্ধ রাখার পর গ্রেপ্তার

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পরে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কে বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

    মি. মাহমুদ বর্তমানে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ - আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

    চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ বিবিসি বাংলাকে জানান, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে।

    তিনি বলেন, " তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা আছে। তাকে আনার পরে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এখন দুদকের মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে তাদের হেফাজতে দেয়ার ব্যবস্থা করছি।"

    শিক্ষার্থীদের অভিযোগ ছিল গত বছরের চৌঠা অগাস্ট মি. মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি করা হয়েছিল। ফলে তাকে আটক করতে হবে।

    প্রায় ১০ বছর যাবৎ মি. মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন।

  7. তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকবে

    চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।

    আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

    তিনি বলেন, "এমনিতে তো পয়লা বৈশাখে ছুটি থাকে। কিন্তু এবার তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকবে।"

    "কারণ পার্বত্য চট্টগ্রামে বিজু-বৈসাবি-সাংগ্রাইয়ে তারা ফেস্টিভালের আয়োজন করেন এবং তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হচ্ছে" বলেন মি. আলম।

    তিনি আরও বলেন, "এই ছুটিটা সমতলের বাঙালি ছাড়া জাতিগোষ্ঠীগুলো যেমন, সাওতাল, খাসিয়া বা গারো তাদের জন্যও এটা প্রযোজ্য হবে।"

  8. সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা দুদকের

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে মিথ্যা ও ভুয়া যোগ্যতা দেখানোর অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এটিসহ দুটি মামলা করা হয়েছে । আজ বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি করেন।

    অন্য মামলাটিতে তার বিরুদ্ধে সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

    এই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও অভিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকগুলোর জন্য এই সিএসআর খাত কাজ করে।

  9. জি এম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

    দলীয় পদে ও নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ বৃহস্পতিবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, “ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।”

    জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ লেনদেন করা হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

    চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জি এম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছে, জি এম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনিসহ বিভিন্ন দেশে নামে-বেনামে সম্পদ পাচার করেছেন। দুদকের গোপন অনুসন্ধানে জি এম কাদেরের বিরুদ্ধে আসা অভিযোগের ‘যথেষ্ট প্রমাণ মিলেছে’। এজন্য তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

    এছাড়াও আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তার মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক। মামলায় প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় দেড়শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

  10. বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর

    বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

    প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। কিন্তু আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা হলো।”

    অর্থাৎ এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটির সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে।

    আইনজীবীরা বিভিন্ন সময় বিবিসি বাংলাকে জানিয়েছেন, ধর্ষণের মামলায় সংজ্ঞাগত ভুলের কারণে মামলা প্রমাণিত হয় না। বেশির ভাগ মামলাতেই তদন্তকারী কর্মকর্তা বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা উল্লেখ করেন, যা বিচারকে দুর্বল করে তোলে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন বিবিসি বাংলাকে বলেন, "আমাদের দেশের আইনে ধর্ষণের সংজ্ঞায় ভুল রয়েছে। প্রেমের প্রলোভন দেখানো- এটাকেও ধর্ষণের সংজ্ঞায় ঢুকিয়ে রেখেছে। অর্থাৎ এফআইআরে যখন লেখা হয় বিয়ের প্রেমের নামে প্রতারণা বা শারীরিক সম্পর্ক করা হয়েছে, এর ফলে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো ধর্ষণের মতো গুরুতর অপরাধকেও খর্ব করা হয়েছে।"

  11. ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

    এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের সে দেশের ভিসা দেওয়া হবে।

    আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এ তথ্য জানিয়েছেন।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।

    এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

    উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

    এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে প্রসেস করতো।

  12. সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড

    যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

    আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

    মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের দোসরা অগাস্ট যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দরবার শরীফ গলির একটি টিনশেড বাসায় সাত বছরের মেয়েশিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে রফিকুল ইসলাম। পরে দুই হাত-পা বেঁধে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে আসামি।

    শিশুটির মৃত্যু নিশ্চিত করে তার লাশ গুম করার উদ্দেশ্যে কম্বল, লুঙ্গি দিয়ে পেঁচিয়ে ঘরের সানশেডের ওপর লুকিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে সে পালিয়ে যায়।

    রায় ঘোষণার পর ভুক্তভোগীর পরিবার জানায়, তারা এই রায়ে সন্তুষ্ট।

  13. এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

    আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ সংবাদ প্রকাশ করেছে।

    লন্ডনে এম এ মালেক বলেন, " আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।"

    তিনি বলেন, " ডাক্তাররাও সে অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই - এক দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।"

    তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, " আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয় তো তিনি দেশে ফিরবেন। এক সাথে দুই জন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি।"

  14. ঈদের ছুটি বাড়লো আরও একদিন

    ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করায় এবারে টানা ৯ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ।

    এর ফলে এবার ২৮শে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

    এর আগে ঈদ উপলক্ষ্যে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। ৩১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২৯, ৩০, ৩১শে মার্চ এবং পহেলা ও দোসরা এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি।

    মূলত এই ঘোষিত ছুটির আগে-পরে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি পড়ছে। মাঝখানে ২৭শে মার্চ বৃহস্পতিবার এবং তেসরা এপ্রিল বৃহস্পতিবার এই দুই দিন অফিস খোলা ছিল।

    যদি দুই বৃহস্পতিবার ছুটির আদেশ আসতো তাহলে টানা ১১ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) পাওয়া সম্ভব হতো।

    তবে ঈদের পরে তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি মিলবে নয় দিন।

  15. দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস

    আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে। ২০শে মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এমন তথ্য দেয়া হয়েছে।

    রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে।

    বলা হচ্ছে, এসব বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

    এই ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

    তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া লম্বা সময় ধরে অব্যাহত থাকবে না। বরং, আগামী ২২ বা ২৩ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই 'হালকা বৃষ্টিপাত' থাকতে পারে এবং এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে।

    এই তথ্য উল্লেখ করে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিবিসি বাংলাকে বলেছেন, "সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আজ ঢাকায়ও বৃষ্টি হতে পারে।"

  16. পাঁচটি বিষয়ের ওপর জামায়াতে ইসলামীর সংস্কার প্রস্তাব জমা

    জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় দলটি।

    দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাব পেশ করে। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ পাঁচটি বিষয়ের ওপর প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানায় দলটি।

    প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।

    পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, “কমিশনের প্রস্তাবের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি; আবার অনেক বিষয়েই একমত হয়েছি। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য তুলে ধরেছি।”

    তিনি আরও বলেন, “আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবে।”

  17. অবশেষে বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন সাকিব আল হাসান

    দীর্ঘ প্রায় ছয় মাস চেষ্টার পরে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

    যুক্তরাজ্যের বার্মিংহামের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে পেশাদার ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পেলেন সাকিব।

    এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।

    এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবকে সব ধরনের পেশাদার ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করে।

    এর আগে সাকিব বার্মিংহামের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে ও চেন্নাইয়ে একটি ল্যাবে পরীক্ষা দিয়ে সফল হননি।

    এবারে সাকিব পেলেন বোলিং করার অনুমতি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে তার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধা থাকছে না।

    নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান।

    সাকিব বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিন বোলার। ক্যারিয়ারে তিনি ২৪৬টি টেস্ট, ৩১৭টি ওয়ানডে ও ১৪৯টি টি২০ উইকেটের মালিক।

  18. সব মামলায় খালাস তারেক রহমান, 'দেশে ফিরতে বাধা নেই'

    হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন।

    এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

    মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এতে এক এগারোর সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে মামলা করে।

    বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

  19. রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু আজ

    সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

    বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

    প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

    সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে।

    জানা গেছে, ঈদের আগে ২৪শে মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে আগামী সপ্তাহে আরও দুটো দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন।

    মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। তবে বিএনপি, জামায়াত, এনসিপির মতো দলগুলো এখনও জমা দেয়নি।

    আগামী কয়েক দিনের মধ্যে বাকি দলগুলো তাদের পূর্ণাঙ্গ মতামত জমা দেবে বলে ধারণা করা হচ্ছে।

    গত বছর রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তবর্তীকালীন সরকার। যাদের প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়।

  20. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ

    বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের উদ্বেগ প্রকাশ এবং এ নিয়ে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর একদিনের মাথায় আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    এ প্রসঙ্গে বুধবার (১৯শে মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক।

    প্রশ্নে তিনি বলেন, “মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামি চরমপন্থার বাড়তে থাকা হুমকি ও একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছেন। তবে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি- ইউনূস সরকারও এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করেছে, এগুলোকে মিথ্যা বলে অভিহিত করেছে। তবে, গতকাল ঢাকায় একটি বড় খিলাফতপন্থি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের চলমান উদ্বেগের প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা নেওয়ার চিন্তা করছে?”

    এর জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “যে কোনো দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা নির্যাতনের আমরা তীব্র নিন্দা জানাই।”

    তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান তিনি।

    মিজ ব্রুস বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, তাকে হোয়াইট হাউস স্বাগত জানায়। আমরা সেটাই নজরে রাখছি, এটাই আশা করি এবং এমনটাই অব্যাহত থাকবে।”

    এর আগে গত ১৭ই মার্চ যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড ভারত সফরকালে সেখানকার গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

    বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে এনডিটিভিকে তিনি বলেন, ইসলামি সন্ত্রাসবাদী'রা নানা দেশে 'ইসলামি খেলাফতে'র আদর্শে শাসনক্ষমতা হাতে নিতে চায় – কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ।

    'ইসলামি সন্ত্রাসবাদে'র বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া দ্বিতীয় আর একটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড।

    তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয় এই ধরনের মন্ত "বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করেছে"।