আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, হাসিনার বক্তব্য নিজ দায়িত্বে - ভারত

হাসিনা বা আ. লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য নিজ দায়িত্বে, ভারতের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য দিল্লির। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতেও হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মনে করছে বিএনপি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ

সরাসরি কভারেজ

  1. শুক্রবার সারা দিন যা যা হলো

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্বে দিয়েছেন, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
    • আমলাদের সতর্ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক লাইভে বলেছেন, "আমি খুব করে চাইবো, সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়।"
    • ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে 'অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদশ - টিআইবি। একই সাথে এসব ঘটনায় সরকারের বিবৃতিকে 'দায় এড়ানোর চেষ্টা' বলেও মনে করে সংস্থাটি।
    • অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে শুক্রবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। বৃহস্পতিবার তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল।
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে।
    • দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
    • শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
    • দেশের চলমান পরিস্থিতিতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে বিএনপি। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিদ্যমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি।
    • আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • কোনো থার্ড পার্টি যাতে ক্ষমতা দখল করতে পারে সেজন্য বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে-এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
    • ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে।

    সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. শেখ হাসিনার বক্তব্য নিজ দায়িত্বে, ভারতের কোনো ভূমিকা নেই - মন্তব্য দিল্লির

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্বে দিয়েছেন, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এই তলবের ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মি. জয়সওয়াল ওই মন্তব্য করেন।

    তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করে ভারত। সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে।

    "তবে, দুঃখজনকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমাদের দায়ী করে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশ কর্তৃপক্ষ, যাতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের এসব বক্তব্যই পরিস্থিতি ক্রমশ নেতিবাচক হওয়ার জন্য দায়ী," বলেন জয়সওয়াল।

    তিনি বলেন, "শেখ হাসিনা নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন। সেখানে ভারতের কোনও ভূমিকা নেই। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ভালো কিছু বয়ে আনবে না।"

    রণধীর জয়সওয়াল আরও বলেন, "পারস্পরিক ভালো হয়, এমন সম্পর্কের জন্য যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই সময় বাংলাদেশ পরিস্থিতির অবনতি না ঘটিয়ে একই রকম প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।"

  3. সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয় - হাসনাত

    আমলাদের সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা তাদের পুনর্বাসন করবেন এমন ধারণা পোষণ না করতে বলেছেন তিনি।

    "আমি খুব করে চাইবো, সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়," শুক্রবার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এই কথা বলেন তিনি।

    মি. আব্দুল্লাহ বলেন, "মন থেকে চাইবো কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক...সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।"

    "আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সাথে ভারতের সাথে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেয়া হবে," যোগ করেন তিনি।

    তার দাবি, আওয়ামী লীগ শাসনামলের মতো পাঁচই অগাস্টের পর ভিন্নমত রুদ্ধ করা হয়নি।

    আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে কেউ যাতে জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তি জায়গায় নিতে না পারে সেজন্যও সচেতন থাকার আহ্বান জানান মি. আব্দুল্লাহ।

  4. ধানমন্ডি ৩২ নিয়ে বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা সরকারের - টিআইবি

    ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে 'অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদশ - টিআইবি। একই সাথে এসব ঘটনায় সরকারের বিবৃতিকে 'দায় এড়ানোর চেষ্টা' বলেও মনে করে সংস্থাটি।

    শুক্রবার টিআইবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বলা হয়, "আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসেবে দায়িত্বপালনরত সেনাবাহিনী, তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে।"

    "পরবর্তিতে ঘটনাটি 'অনাকাঙ্খিত ও অনভিপ্রেত' এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়," বলা হয় বিজ্ঞপ্তিতে।

    "উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য" বলেও মনে করে সংগঠনটি।

    "একইসঙ্গে ভিন্নমত পোষণকারীদের মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকলের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সরকার কার্যকর ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট সকল অংশীজন সহনশীলতার পরিচয় দেবে এমন প্রত্যাশাও করে টিআইবি," বলা হয় বিজ্ঞপ্তিতে।

  5. অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

    অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

    শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

    বৃহস্পতিবার সন্ধ্যার পরে শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। আর রাতে আনা হয় সাবাকে। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হলো।

    এর আগে মিজ শাওনকে আটকের পর ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক বিবিসি বাংলাকে বলেছিলেন, "আমাদের কাছে খবর আছে সে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সে অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।"

    তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ প্রশ্নে মি. মল্লিক জানান, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেটি পরে জানানো হবে।

    জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কিছু পাওয়া গেছে কি না এমন প্রশ্নে আজ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, "কিছু গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"

  6. আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথা বললেন আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে।

    শুক্রবার বার্তা সংস্থা বাসস’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মি. মাহমুদ।

    তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ‘ঐকমত্য’ তৈরি হচ্ছে।

    দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ই অগাস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ‘ঐকমত্য’ প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেন মি. মাহমুদ।

    "৫ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে, সেগুলোকে প্রাধান্য দেয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। সে জায়গা থেকে বিএনপি’র পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই," যোগ করেন মি. মাহমুদ।

    তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও ৪টি আইন রয়েছে, যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে, এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা (আইনি কাঠামো) কী হবে, এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়া লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা হবে বলে জানান তিনি।

  7. সরকার ব্যবস্থা নেয়নি, বরং তাদের বুলডোজার গিয়ে ভেঙেছে – মান্না

    দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঐক্য পরিষদের সমাবেশে এ কথা বলেন তিনি।

    মি. মান্না বলেন, "শেখ মুজিবুর রহমানের বাড়িসহ সারা দেশে বাড়িঘরে ভাঙচুর, আগুন লাগছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি, বরং সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে।"

    "খালি আবেগের উপরে চলবেন না। এই দেশ আমাদের গড়তে হবে," যোগ করেন এই রাজনীতিবিদ।

  8. হাসিনা বা আ. লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

    শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, "শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।"

    অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয়।

    বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে।

    "তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে," যোগ করা হয়েছে এতে।

    বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে।

    "নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন," আরো উল্লেখ করা হয় বিবৃতিতে।

    চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দু'দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

    এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

    এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে প্রথম সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। পরবর্তীতে সেদিন দিবাগত রাতে আরেকটি বিবৃতি দেয়া হয়।

    শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতি এলো সরকারের পক্ষ থেকে।

  9. প্রধান উপদেষ্টার সাথে দেখা করে অবস্থান তুলে ধরবে বিএনপি, স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত

    দেশের চলমান পরিস্থিতিতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিদ্যমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন।

    বৈঠক সূ্ত্রে জানা গেছে, আগামী ১০ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।

    বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    এর আগে এক বিবৃতিতে ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

    দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, "যে অবস্থা তৈরি হয়েছে তাতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে বিএনপি। সরকার যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো উসকানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে সেই আহ্বান জানাচ্ছি আমরা।

    নির্বাচনি পরিবেশ তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হয়। এর মধ্যে আছে বিভাগীয় সমাবেশ ও জেলা জেলায় সমাবেশ।

    বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)

  10. তারা পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন: জামায়াত আমির

    আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    আজ শুক্রবার নারায়ণগঞ্জে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, "এরা সাড়ে ১৫ বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে। এখন তারা পালিয়ে গেছে। (ভেবেছি) আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেরকমই একটি বক্তব্য তারা কয়েকদিন আগে দিয়েছিলেন।"

    "হাজার হাজার মানুষ যারা গুম-খুন হলো, তারা যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে; সেইসময় আবার আপনারা উসকানি দেন। এটা কি বাংলার মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং, উসকানির কারণে যে পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উসকানিদাতাদেরকেই নিতে হবে," যোগ করেন শফিকুর রহমান।

    তিনি তার বক্তব্যে আরও বলেন, "জামায়াত যদি এ দেশের মানুষকে খেদমত করার, সেবা করার সুযোগ পায়" তাহলে তারা সর্বপ্রথম হাত দেবে শিক্ষা ব্যবস্থায়।

    "কারণ ওইটা শিক্ষা ব্যবস্থা নেই। যারা একটু শিক্ষিত হয়েছেন, তাদের মাঝে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেট খালি করে সমস্ত অর্থ বিদেশে পাচার করে।"

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা "চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে", তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার কথা বলেন তিনি।

  11. কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

    কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা করা হয়েছে।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে বলেন, "হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। আমরা সংবাদ পেয়েছি আটটার দিকে।"

    "আমরা যাওয়ার পর কাউকে পাই নাই, ততক্ষণে ওরা চলে গেছে সবাই" জানিয়ে তিনি বলেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

    এদিকে সেখানকার এক স্থানীয় সাংবাদিক জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কয়েকশো জনতা মিলে এ ঘটনা ঘটায়, যা রাত সাড়ে ১১টার পরেও চলমান থাকে।

    তিনি জানান, "ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট...সবকিছু হয়েছে। কোনোটি বাদ যায়নি।"

    বাড়িতে হামলার যেসব ভিডিও বিবিসি বাংলা হাতে পেয়েছে সেখানে দেখা গেছে, হামলাকারীরা শাবল-লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছে। আগুনে বিভিন্ন আসবাবপত্র পোড়াচ্ছে।

    কাউকে কাউকে "দে দে, আগুন দে" বা "আগুন জ্বালো" বলে চিৎকার করতেও দেখা গেছে।

    একই দিনে, স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

  12. বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে: নুর, 'এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না'

    বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না। মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না।

    শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

    নুরুল হক বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার।

    এই ছয় মাসে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কয়জন নেতাকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্ন তুলে মি. হক বলেন, "উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছেন, তেমনিভাবে তাদের ব্যবসা-বাণিজ্য, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।"

    জনগণের চোখে ধুলা দেয়া হচ্ছে দাবি করে নুর বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য উসকানি দেয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, "এই অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশে নতুন নতুন সংকট তৈরি হবে।"

    এসময় দ্রুত নির্বাচন কিংবা আরো সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুরুল হক নুর।

  13. টাঙ্গাইলের প্রয়াত আ'লীগ নেতা ফারুকের বাড়ি ভাঙচুর, লুটপাট

    টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সদস্য ফজলুর রহমান খান ফারুকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর এক্সক্যাভেটর দিয়ে সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    বাড়িতে হামলার যেসব ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে যে উচ্চস্বরে গান বাজছে এবং সেই গানের তালে তালে কেউ কেউ নাচছেন। সেইসাথে, যে যা পারছেন, বাড়ি থেকে লুট করে নিয়ে যাচ্ছেন।

    এসি, চেয়ার, শাড়ি, সোফা থেকে শুরু করে বাড়ির অন্যান্য আসবাবপত্রও নিয়ে যায় মানুষ।

  14. টঙ্গীতে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

    গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমানের বাড়িতেও গতকাল সন্ধ্যার পর ভাঙচুর করা হয়েছে।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম।

    তিনি বলেন, "কারা এই হামলা করেছে, তা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি।"

  15. মধ্যরাতে হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি'র বাড়িতে ভাঙচুর

    ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ধারাবাহিকতায় গতকাল মধ্যরাতে নোয়াখালীর হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিবিসি বাংলাকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পৌরসভার ওছখালী এলাকায় এ ঘটনা ঘটে।

    কারা করেছে- জানতে চাইলে তিনি বলেন, "বিক্ষুব্ধ ছাত্র-জনতা।"

    সেখানকার স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন জানাচ্ছিলেন, আব্দুল হান্নান মাসউদের সমর্থক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালায়।

    সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর পর সেখান থেকে জিনিসপত্রও লুটপাট করা হয় এবং পরবর্তীতে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর পরিচালনাধীন যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট জালিয়ে দেওয়া হয় বলেও জানান মি. আমিন।

  16. নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা

    সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

    গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

    তবে কাদের নেতৃত্বে এই হামলা হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, "এখনও সময় বেশি পার হয় নাই। কয়েকজনের সাথে কথা বলছি, তারা না বলে। বিষয়টি তদন্তের বিষয়। কে করছে, তা আদতে পরিষ্কার না।"

    স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বললে তারা স্থানীয়দের বরাতে বলেন যে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। সে বিষয়ে পুলিশ কিছু জানে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, "না।"

    "ওখানে একজন কেয়ারটেকার ছিল। তাকে জিজ্ঞেস করছিলাম। সে বলছে হৈ-হুল্লোড় শুনে সে পালায়ে চলে গেছে। সে না কি দেখে নাই," বলছিলেন মি. দেওয়ান।

    "শুনেছি ৩০-৩৫ জনের কথা শুনেছি, মনে হয় হামলাকারী আরও বেশি ছিল। কেউ কেউ বলে ৫০ জন," যোগ করেন তিনি।

    এই ঘটনায় রাতেই সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

    এদিকে, স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন বিবিসি বাংলাকে জানান, "সমন্বয়করা বলছে, এই কাজ তাদের নয়। গতকাল বেগমগঞ্জে তাদের কোনও কর্মসূচি ছিল না, শুধু ওবায়দুল কাদের বাড়িতে ছিল।"

    "তারা বলছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য অন্য কেউ রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা করেছে। হামলার সময় সেখানে কেউ ছিল না। পরে আমরা খবর পেয়ে রাতের অন্ধকারে গিয়ে ছবি-টবি তুলি।"