আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল

আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে, জুলাই জাতীয় সনদে উল্লেখ থাকা বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে স্বাক্ষরকারী কোনো দলের জন্য সেটি মানার বাধ্যবাধকতা থাকবে না বলে উল্লেখ করেছে বিএনপি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

    রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

    এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

    এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এর আগে সোমবারও রাজধানীর বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

    মঙ্গলবার ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত এগার দিনে পনেরটি জায়গায় ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর গত দুই দিনে ৯টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।

  2. তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল

    আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    মঙ্গলবার একটি অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।

    তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম”।

    “কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করছি এটা আগামী তিন চারদিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন,” যোগ করেন তিনি।

    আইন উপদেষ্টা বলেন, “আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপই আমরা নিতে যাচ্ছি।”

    এর আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতবিরোধ তৈরি হওয়ায় গত সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের যে সময়সীমা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবারই সেই সময় সীমা শেষ হয়েছে।

  3. আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিলেন বিএনপি মহাসচিব

    ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে- যা অত্যন্ত দুঃখজনক।”

    তিনি বলেন, “আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোন মামলা হলে আমরা তুলে নিবো। কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”

    এই বক্তব্যে দেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

    এর আগে বিকেলে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

    ওই বক্তব্যে বক্তব্যে মি. আলমগীর একাধিকবার বলেছিলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।”

  4. হরিয়ানায় ৮০০ পুলিশকর্মীর তল্লাশি অভিযান

    দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর ভারতের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চলছে। দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

    ফরিদাবাদ পুলিশের পিআরও যশপাল সিং সাংবাদিকদের বলেন, “সেক্টর ৫৬-এ আমরা যা পেয়েছি সেগুলি বিস্ফোরক নয়, আতশবাজি। সেগুলি যাচাই করার কাজ চলছে। এই মুহূর্তে, লাল কেল্লার ঘটনার সাথে এর কোনও যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না।”

    তিনি বলেন, আল ফালাহ বিশ্ববিদ্যালয় এবং ফরিদাবাদের বেশ কয়েকটি এলাকায় প্রায় ৮০০জনের একটি পুলিশ টিম তল্লাশি অভিযান চালাচ্ছে।

    যশপাল সিং বলেন, “তবে এই নিয়ে এখনো কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।”

    তিনি জানিয়েছেন যে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের তদন্ত চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। লাল কেল্লা বিস্ফোরণের বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি, কারণ ওই মামলার তদন্ত করছে অন্য একটি সংস্থা।

    তবে, বিবিসি হিন্দিকে তিনি জানিয়েছেন, সোমবার এবং তার আগের দিন ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি দাহ্য পদার্থ উদ্ধার করা হয়।

    এর আগে সোমবার পুলিশ কমিশনার সতীন্দর কুমার জানিয়েছিলেন সোমবার উদ্ধার হওয়া ৩৬০ কেজি দাহ্য পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট বলে অনুমান করা হচ্ছে।

    মি. সিং জানিয়েছেন, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করার পরই ওই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে।

  5. আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব- মির্জা ফখরুল

    বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

    মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।

    বক্তব্যে মি. আলমগীর একাধিকবার বলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।”

    মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ঠিকাছে? তখন উপস্থিত নেতাকর্মীরা তাতে সায় দেন।

    এরপর মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে চলতে চাই।”

    আগামী ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৩ তারিখ নাকি লকডাউন হবে। অন্ধকারের মধ্যে কয়েকটা বাস টাস পোড়ায়ে দিছে, ভয় দেখাবে বলে।”

    মি. আলমগীর বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, আর এসব পাগলামি করবেন না। অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি। সামনেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না।”

  6. দিল্লির ঘটনায় শোক প্রকাশ করল চীন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ

    দিল্লির বিস্ফোরণে ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই তালিকায় চীন, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপও রয়েছে।

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, “গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। ভারতের পাশে শ্রীলঙ্কা রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি”।

    মালদ্বীপের তরফেও এই ঘটনায় শোক জ্ঞাপন করা হয়েছে। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ জানিয়েছেন, “এই মর্মান্তিক ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি”।

    নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিও শোক প্রকাশ করেছেন।

    পাশাপাশি, ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই বার্তায় তিনি উল্লেখ করেছেন, “দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আমি মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদন রইল। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”

  7. বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে বৈঠক শুরু করবে নির্বাচন কমিশন বা ইসি।

    নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস।

    মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ইসি সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।

    ইসি সচিব মি. আহমেদ জানান, গত (সোমবার) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণবিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ই নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে"।

    কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।

  8. ‘ভাগ্যবান তাই বেঁচে গেছি’

    দিল্লির বিস্ফোরণের ঘটনায় আহত হলেও প্রাণরক্ষা হয়েছে সেখানে উপস্থিত এক বিক্রেতার। ওই অঞ্চলে জলের বোতল বিক্রি করেন তিনি। নিজেকে "ভাগ্যবান" বলে জানিয়েছেন ওই স্থানীয় বিক্রেতা।

    বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন, “আমি আমার জলের গাড়ি সেট করছিলাম। যখন বিস্ফোরণটি ঘটে তখন লাল কেল্লা মেট্রো স্টেশন থেকে প্রায় ১০ কদম দূরে ছিলাম”।

    ঘটনার জেরে সংজ্ঞা হারান তিনি। ওই ব্যক্তি পিটিআইকে বলেছেন, “কিছু একটির আঘাতে আমি জ্ঞান হারাই। বুঝতে পারিনি কীসের আঘাত। যখন জ্ঞান আসে তখন দেখি প্রশাসনের কর্তারা সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন। সমস্ত জিনিসপত্র ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে রাখা অবস্থাতেই চলে এসেছি”।

    ওই ব্যক্তি জানিয়েছেন, তার কপাল এবং থুতনিতে আঘাত লেগেছে। ডান হাতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরে দিল্লির লোক নায়ক হাসপাতালে চিকিৎসার জন্য যান।

  9. দ্বিতীয় দফার জরুরি বৈঠকে অমিত শাহ

    দিল্লির বিস্ফোরণের বিষয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল বেলা প্রথম দফার বৈঠকের পর দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় বিকেল তিনটে নাগাদ।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক সদানন্দ বসন্ত দাতে, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলছা এই জরুরি বৈঠকে অংশ নিয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলীন প্রভাত এই বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

    দিল্লির বিস্ফোরণের তদন্ত, তার পরবর্তী রূপরেখা এবং দেশের নিরাপত্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

    এদিকে দিল্লির বিস্ফোরণের বিষয়ে মি. শাহের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এই মুহূর্তে অ্যাঙ্গোলা সফরে গিয়েছেন তিনি। সেখান থেকেই ফোনে অমিত শাহের সঙ্গে কথা বলেন তিনি।

    এর আগে, দিল্লির বিস্ফোরণের পরই শোক প্রকাশ করে বার্তা দিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি।

  10. ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে এই হামলায় “ভারতের সক্রিয়ভাবে সমর্থিত” চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

    মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়”।

    উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

    এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম”।

    নিজর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, “ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে”।

    পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

    শাহবাজ শরিফ জানান, তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

  11. দিল্লি বিস্ফোরণের নিন্দা করল আফগানিস্তানের তালেবান সরকার

    আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দিল্লি বিস্ফোরণের নিন্দা জানিয়েছে।

    তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জারি এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দিল্লিস্থিত লাল কেল্লায় বিস্ফোরণের নিন্দা জানাচ্ছে, যার ফলে বেসামরিক লোক প্রাণহানি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন”।

    বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শোকসন্তপ্ত পরিবার ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

    প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর দেশটির সঙ্গে প্রাথমিকভাবে দূরত্ব তৈরি করেছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে সেই সমীকরণের বদল হয়েছে।

    তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারতে এসেছিলেন।

  12. দিল্লির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক, ভুটানের রাজার প্রার্থনা

    দিল্লি বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, যেখানে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন”।

    “এই মর্মান্তিক ঘটনার দ্বারা প্রভাবিত পরিবার এবং সমগ্র ভারতীয়দের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যদি এটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রমাণিত হয়, তবে এটির তীব্র নিন্দা প্রাপ্য”।

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, “নিরীহ জীবনকে নিশানা করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এমন সহিংসতার কোনো যুক্তি থাকতে পারে না”।

    অন্যদিকে, ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুকও মঙ্গলবার দিল্লির ঘটনায় ভুক্তভুগীদের জন্য থিম্পুর চ্যাংলিমথাং স্টেডিয়ামে আয়োজিত ‘গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভাল’-এ প্রার্থনা করেছেন। হাজার হাজার মানুষ এই প্রার্থনা সভায় অংশ নিয়েছিলেন।

    দু’দিনের সফরে ভুটানে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থিম্পু থেকেই দিল্লির ঘটনার জন্য "দায়ীদের রেহাই না দেওয়ার" হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

  13. জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই: শফিকুর রহমান

    জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন, “যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন নাই। ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে”।

    পাঁচ দফা দাবিতে ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি দলের ডাকা সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন জামায়াতের আমির।

    শফিকুর রহমান এসময় বলেন, “দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই- জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন?”

    ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন আগে ভোট হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্যে দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে”।

    “ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না”।

    তিনি বিএনপির প্রতি প্রশ্ন রাখেন, “জুলাই সনদেই যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কীভাবে”?

    জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আট দল।

    এই সমাবেশে যোগ দিতে দুপুরের আগে থেকেই এই সমাবেশে যোগ দিতে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন আটটি দলের নেতাকর্মীরা।

  14. ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহতের তথ্য জানালেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

    পাকিস্তানের কেন্দীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

    তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।

    আত্মঘাতী হামলাটি দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘটে এবং এখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রথম অগ্রাধিকার হচ্ছে হামলাকারীর পরিচয় শনাক্ত করা, জানানতিনি।

    অন্যদিকে, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান বিবিসি সংবাদদাতা শহজাদ মালিককে জানান, বিস্ফোরণের পর ১২টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো এখন জরুরি বিভাগ থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।

    আইনজীবীদের প্রতিনিধিদের মতে, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন, যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে ছিলেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহসিন নাকভি বলেন, “আজ ইসলামাবাদে হামলার সঙ্গে অনেক সংযোগ রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রমাণ সামনে আনা হবে। যেই জড়িত থাকুক না কেন, এমনকি যদি সে অন্য কোনো দেশের নাগরিকও হয়, কাউকে ক্ষমা করা হবে না”।

    তিনি আরও বলেন, “দুই সপ্তাহ পর থেকে কোনো যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।”

  15. ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।

    পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। আদালত ভবন থেকে আইনজীবী, বিচারক এবং সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

    পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং আহতদের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম”।

    খাজা আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরও লেখেন, “এই পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার উচ্চ আশা রাখা অর্থহীন”।

  16. ঢাকায় জামায়াতসহ আট দলের সমাবেশ শুরু

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশে অংশ নিয়েছেন দলগুলোর নেতাকর্মীরা।

    ছবিতে দেখুন তাদের সমাবেশের চিত্র

  17. সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের সময়ও তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

    মঙ্গলবার জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

    দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ৩০শে সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়েছে।

  18. দিল্লি বিস্ফোরণস্থলে মঙ্গলবার যে চিত্র দেখা গেল

    ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার বাইরের এলাকায় অন্যান্য দিন এই সময় বেশ ভিড় থাকে। দোকানপাট ও বাজারে ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। লাইনে দাঁড়ানো পর্যটকদের সংখ্যাও নেহাত কম থাকে না।

    তবে বিবিসি সংবাদদাতা অর্চনা শুক্লা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, মঙ্গলবারের চিত্র অন্যরকম।

    লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে বিস্ফোরণের পর মঙ্গলবার সেখানে একমাত্র উপস্থিত রয়েছে পুলিশ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।

    বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং পুড়ে যাওয়া যানবাহনগুলো এখন ঢেকে রাখা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী।

    বিস্ফোরণের সঠিক কারণ জানতে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী দলের সদস্যরা।

    ন্যাশানাল সিকিউরিটি গার্ডসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে এসেছে।

  19. ‘হাসপাতালে এক আত্মীয়কে দেখে ফিরছিল দাদা’- জানালেন দিল্লি বিস্ফোরণে নিহত একজনের ভাই

    দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত পক্ষে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উত্তর প্রদেশের বাসিন্দা লোকেশ আগরওয়াল নামে এক ব্যক্তিও রয়েছেন।

    দিল্লির হাসপাতালে ভর্তি এক আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি, ফেরার সময় এই ঘটনাটি ঘটে বলে জানান তার ভাই।

    মি. লোকেশের ভাই সোনু আগরওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “আমরা যখন দাদাকে ফোন করি, তখন একজন পুলিশকর্মী ঘটনার কথা জানান”।

    এরপর পুলিশের কাছ থেকে আরো একটি ফোন আসে তার কাছে। পুলিশ সোনু আগরওয়ালকে জানিয়েছেন, লোকেশ আগরওয়ালের ফোন থেকে ডায়াল করা শেষ নম্বরটি ছিল তারই।

    উত্তর প্রদেশের আমরোহাতে একটি দোকান রয়েছে লোকেশ আগরওয়ালের। তার দুই ছেলে এবং একজন মেয়ে।

  20. 'ভোটকে এত ভয় পাচ্ছ কেন?'- জামায়াতকে মির্জা ফখরুলের প্রশ্ন

    ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআরসহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

    নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মি. আলমগীর বলেন, "ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন?"

    "নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত," বলেন তিনি।

    এছাড়া, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোর বাইরে, কোনো কিছু চাপিয়ে না দিতে সরকারকে আহ্বান জানান মি. আলমগীর।

    তিনি আরো বলেন, “দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে আপনি কোনো কিছু যদি চাপায় দিতে চান এদেশের মানুষের ওপর, তাহলে সব দায়দায়িত্ব আপনার”।