আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে বসে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'উস্কানিমূলক' বক্তব্য দিতে দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। দেশ বিদেশের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে:জামায়াতে ইসলামীর আমির

    বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    রোববার ঢাকা-৬ আসনের জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

    তবে কোন দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেটি উল্লেখ করেননি তিনি।

    তিনি বলেন, “আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পারছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তখন আমাদের আভ্যন্তরীন ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীন বিষয়ে আর নাক গলাতে আসবেন না।”

    এখন আর বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তিনি।

    বিভিন্ন দেশের সাথে সম্পর্কের বিষয় উল্লেখ করে মি. রহমান বলেন, “সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। কাউকে প্রভু মানবো না। সবাইকে বন্ধু মানতে রাজী আছি। বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজী আছি। শর্ত একটা এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এ জাতি কারো কাছে মাথা নত করবে না।”

  2. ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

    ভারতে বসে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'উস্কানিমূলক' বক্তব্য দিতে দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে।

    এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতাশ হয়েছে''।

    শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের নেতারা।

    'সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ', অর্থাৎ 'বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও' শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়।

    ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলির 'নিরপেক্ষ তদন্তের' দাবি, যাতে, তাদের ভাষায়, 'খাঁটি সত্যটা' জানা যায়।

    এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু এবং বিরোধী দলীয় নেতা-কর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় "বিশ্বের নজরে" আনার জন্য।

    বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পর পর দুই সপ্তাহে ভারতের রাজধানী শহরে আওয়ামী লীগ নেতাদের দুটি সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের নেতারা।

    এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ''দুই দেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক প্রত্যাপর্ণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরেও ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করেনি, যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। বরং ভারত তাকে নিজেদের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি''।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য অন্তরায়। বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা এবং প্রতিবেশীসুলভ আচরণ নয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভবিষ্যত সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ''আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারো প্রমাণ করেছে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে''।

  3. ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি চেয়ে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারো কাছে কোনো আবেদন করা হয়নি বলে দাবি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার প্যারোলে মুক্তির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একটি বক্তব্যে এ কথা জানানো হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য উল্লেখ করে এতে বলা হয়েছে, “স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি।”

    এই বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “সাদ্দামের পারিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়।”

    মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বলেও তাদের পাঠানো বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে উল্লেখ করে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    তবে বিবিসি বাংলার কাছে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে, প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে তারা প্যারোলের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে তাদের যশোরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তারা যশোরের জেলা কারাগারেও আবেদন করেছিলেন, কিন্তু তাদের সেই আবেদন গ্রহণ করা হয়নি।

  4. ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, 'কৃষি ছাড়া বলবো না'

    নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার নেতাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে কথা বলতে চাননি তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়া এবং জেলগেটে দূর থেকে দেখার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বলে সাংবাদিকরা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

    কিন্তু মি. আলম বলেন, “না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেবো না। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন।”

    এ সময় একজন সাংবাদিক তাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি ছাত্রলীগ, আওয়ামী লীগের কারো জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলেন, এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে।”

    এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছাত্রলীগ, আওয়ামী লীগের জামিন দেওয়া না। আমি ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে।”

    এ সময় বারবার স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষির ওপরে প্রশ্ন করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

    কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করলেও কোনো উত্তর দেননি তিনি।

    "আমি দায়বদ্ধ না" বলেন তিনি।

    বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয় মাসের শিশু সন্তান সেজাদ হাসান নাফিজের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি।

    এর আগে গত শুক্রবার দুপুরে সাদ্দামের বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পড়ে ছিল তার নয় মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের দেহ।

    যেটির ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

    তবে তার প্যারোলের আবেদন করা ও না করা নিয়ে তার এবং যশোর জেলা প্রশাসনের দুই ধরনের বক্তব্য রয়েছে।

    সাদ্দাম বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।

  5. বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন

    বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। নব্বই বছর বয়সে রোববার নয়াদিল্লিতে মারা গেছেন তিনি।

    বিবিসি হিন্দিতে প্রকাশিত এক খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

    কলকাতায় জন্মগ্রহণ করেন মি. টালি।

    তিনি ১৯৬৪ সালে বিবিসিতে চাকরি নেন। ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন।

    বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মূলত খবর সংগ্রহ করেছেন তিনি।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি একাত্তরের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন বলে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে।

    সেই প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তানী সরকার দু্ইজন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।

    মার্ক টালি বলছিলেন, ১৯৭১ সালের সেই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।

    “পাকিস্তানী সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছালো এবং তারা মনে করলো যে পরিস্থিতির উপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সাথে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।''

    ''আমরা যেহেতু স্বাধীনভাবে ঘুরে বেরিয়ে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছি সেজন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। আমি ঢাকা থেকে রাজশাহী যাবার পথে সড়কের দু’পাশে দেখেছিলাম যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে," সেসময় বিবিসি বাংলাকে বলেন তিনি।

    একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দিয়েছে বাংলাদেশ।

    বিবিসি থেকে অবসরে যাওয়ার পরে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি।

  6. দেশে আগের মতো আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে:তারেক রহমান

    দেশে আগের মতো আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন মি. রহমান।

    মি. রহমান বলেন, “বিগত ১৫ বছর যেমন আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিলো সেই রকম একটি ষড়যন্ত্র আবারো শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকলে সজাগ থাকবেন, সর্তক থাকবেন।”

    কেউ যাতে জনগণের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে আহ্বান জানান মি. রহমান।

    একইসাথে বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা আরো বাড়াবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

    এছাড়া ক্ষমতায় আসলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান মি. রহমান।

  7. নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই: প্রধান নির্বাচন কমিশনার

    নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বিদেশি কূটনীতিকদের জানাতে নির্বাচন কমিশনের আয়োজিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

    বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনে কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।

    বৈঠকের পরে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, “আমরা চাই অলমোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন। যাতে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই। অ্যাম্বাসাডাররা অত্যন্ত খুশি।”

    কূটনীতিকরা পোস্টাল ভোট, নির্বাচনের সময় কী পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হবে এমন সব বিষয়ে প্রশ্ন করেছেন বলে জানান সিইসি।

    “আমরা বুঝিয়েছি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে” বলেন মি. উদ্দিন।

    সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হবে বলে জানান তিনি।

    ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।

  8. প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

    আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

    আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    আইনজীবী ইউনুস আলী আকন্দের করা একটি আদালত অবমাননার আবেদনে এই আদেশ দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

    ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর এর আগে একটি আবেদন করেছিলেন মি. আকন্দ।

    গত বছরের ২৭ শে অগাস্ট সেই আবেদনটি নিষ্পত্তি করতে সিইসিকে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

    কিন্তু সিইসি সেই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার আবেদনটি করেছেন মি. আকন্দ।

    সেটির প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এই রুল দিয়েছে।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে