আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের জাতীয় কবির আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম, ভ্যাটের কারণে ‘দামে প্রভাব পড়বে না’: অর্থ উপদেষ্টা

কাজী নজরুল ইসলামের নাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে 'মানবাধিকারের লঙ্ঘনের স্পষ্ট ঘটনা' বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত।
  • বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
  • সাধারণ মানুষের কাছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ১৬ই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ চেয়েছে 'গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল'।
  • যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি তুলে দেয়ার ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জনের মতো।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা ঘটেছে

    • কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
    • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনুপ্রবেশ এবং ‘জঙ্গি’দের প্রবেশে সহায়তা করছে।
    • ৪৩-তম বিসিএসের নিয়োগ থেকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় 'সাময়িকভাবে অনুপযুক্ত' ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
    • জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ কয়েকজনের আইডি সামাজিক মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
    • বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে 'মানবাধিকারের লঙ্ঘনের স্পষ্ট ঘটনা' বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
    • বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের ‘দুর্নীতি’ নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ বলেন, "বিদ্যুৎ দেওয়ার নাম করে পকেট কেটে নিয়ে গেছে।"
    • দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
    • আগামী ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন - বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. বাংলাদেশের জাতীয় কবির আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও সরকারের তরফে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন ছিল না।

    বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের ৪ই মে তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়েছে।

    গত পাঁচই ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।

    দু'হাজার চার সালে বিবিসি বাংলার জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ কুড়িজন বাঙালির তালিকায় তৃতীয় স্থানে আসেন কাজী নজরুল ইসলাম।

  3. বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনুপ্রবেশ এবং ‘জঙ্গি’দের প্রবেশে সহায়তা করছে।

    কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে মিজ ব্যানার্জী বলেন, “সীমান্ত পাহারা দেয় বিএসএফ, টিএমসি (তৃণমূল কংগ্রেস) নয়। তারা গুণ্ডা পাঠাচ্ছে। সীমান্ত দিয়ে এমন লোক পাঠাচ্ছে যারা এসে খুন করে যাচ্ছে। এটা বিএসএফের ভেতর থেকেই হচ্ছে এবং এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা যদি না হতো তাহলে এ জিনিস সম্ভব হতো না।”

    “আমাদের কাছে খবর আছে ইসলামপুর দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। কেউ যদি মনে করে থাকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করবে- এটা তৃণমূল করছে না। তৃণমূলের অধিকার নেই, সাধ্যও নেই। এলাকা নিয়ন্ত্রণ করে বিএসএফ। কেউ কেউ বিএসএফের দায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন," বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

    বিএসএফের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    তবে বিজেপি বলছে, মমতা ব্যানার্জীই একমাত্র নেতা যিনি বিএসএফের সমালোচনা করছেন, তাদের কটু কথা বলছেন।

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিজেপি নেতা অনির্বান গাঙ্গুলি জানিয়েছেন, “মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জীর সমস্যাটা হলো- যে দুষ্ট-চক্রটি মাদক, মানব ও গরু পাচারে জড়িত, তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। আমরা পরামর্শ দেব যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে সহযোগিতা করুন।“

  4. ৪৩তম বিসিএসের 'অনুপযুক্তদের' আবেদন গ্রহণ করা হচ্ছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বাদ

    ৪৩-তম বিসিএসের নিয়োগ থেকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় 'সাময়িকভাবে অনুপযুক্ত' ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, "প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ প্রার্থী নির্ধারণ এবং সরকারি নিয়োগপ্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ৪৩তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ২ হাজার ১৬৩ জনের বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে প্রাক্‌-চরিত্র পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়।"

    "এনএসআই ও ডিজিএফআই থেকে ২ হাজার ১৬৩ প্রার্থীর উপযুক্ততা বা অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ প্রার্থীর প্রাক্‌–চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য (আপত্তি/অসুপারিশকৃত) পাওয়া যায়," বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এই বিরূপ মন্তব্যের কারণে "সাময়িকভাবে নিয়োগের অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাঁদের বিষয়ে অধিকতর যাচাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত হয়" বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এর আগে, দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারির পর বাদ পড়াদের অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

    যারা বাদ পড়েছেন তাদের অনেকে বিবিসি বাংলার কাছে তাদের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।

  5. ফেসবুকে সারজিস-হাসনাতসহ কয়েকজনের আইডি অনুপস্থিত, যা জানা যাচ্ছে

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ কয়েকজনের আইডি সামাজিক মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ বিবিসি বাংলাকে জানান, ৩১ শে ডিসেম্বর রাতে তার আইডি ডিজেবল হয়ে যায়। এর সঙ্গে ক্র্যাক-প্ল্যাটুন সাইবার ফোর্স নামে একটি হ্যাকার গ্রুপ জড়িত বলে অভিযোগ করেন মি. আব্দুল্লাহ।

    সাইয়েদ আব্দুল্লাহ সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বন্ধু হিসেবে পরিচিত। তিনি জানান, তার আইডিটি বারবার রিপোর্ট করে ডিজেবল করে দেয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অ্যাকাউন্টও ডিজেবল করে দেয়া হয়।

    "এই বাস্তবতায় সারজিস ও হাসনাত তাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে দেন," যোগ করেন মি. আব্দুল্লাহ।

    বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও এ নিয়ে পোস্ট করা হয়।

    অন্যদিকে, ক্র্যাক প্ল্যাটুন সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে দাবি করা হয়েছে, "স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইয়েদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।

    যদিও ক্র্যাক প্লাটুন পেজটি ভেরিফায়েড নয়। তবে, সাইয়েদ আব্দুল্লাহও বিবিসি বাংলার কাছে এই পেইজের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন।

  6. চিন্ময়ের জামিন নামঞ্জুর মানবাধিকার লঙ্ঘন - তৃণমূল কংগ্রেস

    বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে 'মানবাধিকারের লঙ্ঘনের স্পষ্ট ঘটনা' বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

    "ভারত সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা," যোগ করেন তিনি।

    মি. ব্যানার্জী আরো বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরও উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বলিষ্ঠভাবে ও জোরেশোরে বিষয়টি উত্থাপন করা।"

    অভিষেক ভারতের লোকসভারও সদস্য।

    চিন্ময় কৃষ্ণের দাসের গ্রেফতার ও জামিন ইস্যুতে ভারতের রাজনৈতিক দল ও নেতারা শুরু থেকেই সরব।

    এর ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন জায়গায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ এমনকি হামলার ঘটনাও ঘটে।

    এছাড়া, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন - হিন্দু, হাসিনা, হতাশা : যে সব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  7. ৯৫জন ভারতীয় জেলেকে মুক্তি দিল বাংলাদেশ

    ৯৫ জন ভারতীয় জেলের নামে মামলা প্রত্যাহার করে কারাগার থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস নোটে জানানো হয়েছে, তাদের প্রত্যাবাসনের জন্য পুলিশ ও কোস্টগার্ড প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এদের মধ্যে ৬৪ জন বাগেরহাট জেলা কারাগারে বন্দি ছিলেন।

    মোংলা থানায় গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে করা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল তাদের।

    বাকি ৩১ জন কলাপাড়া থানার একটি মামলায় পটুয়াখালী জেলা কারাগারে ছিলেন।

    গত ২৬শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহার সংক্রান্ত আদেশ পৌঁছানোর পর এই ভারতীয়দের মুক্তি দেয়া হলো।

  8. ভ্যাটের কারণে জিনিসপত্রের ‘দামে প্রভাব পড়বে না’, বললেন অর্থ উপদেষ্টা

    মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অত্যাবশ্যকীয় জিনিসপত্রের ওপর আমরা শুল্ক জিরো করে দিয়েছি। সেটার দিকে নজর দেন।”

    উপদেষ্টা বলেন, “ইনফ্লেশনের মূল ইন্ডিকেটর চাল-ডাল এগুলো। আমরা যেসব জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলো ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অব আওয়ার বাজেট।”

    “রেস্টুরেন্টে খাবারের দাম বাড়িয়েছি তিন তারকার ওপরে যেগুলো। কেউ যদি মনে করে ফিক্সড অ্যামাউন্টের একটা টাকা খেতে হবে, সেখানে ১০ টাকা যোগ হবে, আমার মনে হয় এটা কারও মাথাব্যাথার কারণ হওয়া উচিত না। আমি তো বলছি না ভাতের রেস্টেুরেন্টে বা অন্য রেস্টুরেন্টে যাবে। ৫০ লাখ টাকার টার্নওভার যাদের তারাই কেবল এর ভেতরে আসবে।”

    বাজেটের সময় দাম বাড়ে, কিন্তু তার আগেই কেন ৪৩টা পণ্যের দাম বাড়ানো হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা ১৫ পার্সেন্ট ইউনিফার্ম ভ্যাট করেছি, কিন্তু হিসাব করে দেখবেন এর পুরোটাই ভোক্তা দিচ্ছে না। বাকি জিনিসগুলোর ইনপুটের জন্য সে রিবেট পাবে।"

    বাংলাদেশের অর্থনীতি ‘শক্তিশালী হয়েছে’ এবং ‘জনগণের স্বস্তি না পাওয়ার তো কথা না’ এই মন্তব্য করে তিনি বলেন, “পৃথিবীর কোনো দেশেই কিন্তু, নেপাল ধরেন বা ভুটান, এত লো ট্যাক্স কোথাও নেই।”

    উল্লেখ্য, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ কিছু সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

    সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি জানালেও সরকার এখনই পরিষ্কার করেনি কোন কোন খাতে ভ্যাট বাড়ছে।

    তবে দেশের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১০ শতাংশ হারে ভ্যাট নেওয়া হয় এমন অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ আরোপের পরিকল্পনা ছিল জাতীয় রাজস্ব বোর্ডের।

    বর্তমানে রেস্তোরাঁয় খাওয়া, নন এসি হোটেলের ভাড়া, তৈরি পোশাক, বিমানের টিকিটসহ বেশকিছু পণ্য ও সেবার ভ্যাটের হার ১৫ শতাংশের নিচে রয়েছে যা নতুন অধ্যাদেশের কারণে বাড়তে পারে।

  9. যে কারণে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস, আইনজীবী যা বলছেন

    বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে।

    চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূইঁয়া যুক্তি তুলে ধরেন যে, "রাষ্ট্রদ্রোহের মামলা জামিন অযোগ্য, ফলে মি. দাসের জামিন পাওয়ার কোনো সুযোগ নেই।"

    এরপর শুনানি শেষে মি. দাসের জামিন নামঞ্জুরের আদেশ দেয় আদালত।

    মি. দাসের আইনজীবী সুমন কুমার রায় বিবিসি বাংলাকে এ তথ্য জানান।

    সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন ১১ জন আইনজীবীর একটি দল। মি. রায় ওই দলের একজন সদস্য।

    তিনি বিবিসিকে বলেছেন, আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে, এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা যার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন এবং মামলাটি যেহেতু তদন্তাধীন, এক্ষেত্রে তারা জামিনের বিরোধিতা করছেন। এবং জামিন না দিতে রাষ্ট্রপক্ষ আদালতে প্রার্থনা করেছে।

    শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা বলেছেন, তার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে যে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন।

    মি. রায় বলেন, "প্রথমত, সমাবেশের ভিডিওতে ইস্কনের পতাকার নিচে যে পতাকাটি ওড়ানো হয়েছে, সেটি আসলে চাঁদ তারা খচিত পতাকা। অর্থাৎ সেটা বাংলাদেশের পতাকা না।"

    "সেইসাথে পতাকা অবমাননার কোনো ধারা বাদী মামলার সাথে সংযুক্ত করেননি এবং যে পতাকাটি অবমাননার কথা বলা হয়েছে সেটাও জব্দ তালিকায় নাই।"

    তার যুক্তি এর ফলে অভিযোগ যথাযথভাবে প্রমাণ হচ্ছে না।

    অন্যদিকে, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার কথা উল্লেখ থাকলেও, চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে তা মানা হয়নি বলে দাবি করেছেন তিনি।

    সুমন কুমার রায় বলেন, “কোনো ব্যক্তি রাষ্ট্রের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারেন না। এ ধরনের মামলা আমলে নেয়ারও কোনো এখতিয়ার নাই। সব মিলিয়ে মামলায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তার মানে এই মামলা ভিত্তিহীন। এমন অবস্থায় চিন্ময়কৃষ্ণ তার জামিন পাওয়ার হকদার।”

    জামিন আবেদনের শুনানিতে চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা বলেছেন, “তার নির্দিষ্ট ঠিকানা আছে, তাই জামিন পেলে তার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ট্রায়াল ফেইস করব।”

    তবে উভয়পক্ষের শুনানি শেষে মি. দাসের জামিন নামঞ্জুরের আদেশ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এই আইনজীবী।

    গত ২৫শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

    পরদিন ২৬শে নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    ২৬শে নভেম্বর মি. দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুরের পর সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হন।

    মি. দাসের গ্রেফতার নিয়ে ভারতের তরফ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  10. বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বড় অংশ গার্মেন্টস শ্রমিক, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

    বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছেন, তাদের একটা বড় অংশ গার্মেন্টস শিল্প-শ্রমিক, এমনটাই মন্তব্য করেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    এই অনুপ্রবেশকারীদের বড় অংশই মুসলিম, হিন্দু নন- এই তথ্য বিএসএফের কাছ থেকে ইতোমধ্যেই পেয়েছে বিবিসি। এখন আসামের মুখ্যমন্ত্রীও সেই একই কথা স্বীকার করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে।

    বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মি. বিশ্বশর্মা এই বিষয়টি উত্থাপন করেন বলে ভারতের গণমাধ্যমগুলি জানিয়েছে।

    তিনি মন্তব্য করেন যে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার ফলেই অনুপ্রবেশ বেড়েছে।

    “বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন। পোশাক শিল্পেও বেশিরভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের আমরা ভারতে সংখ্যালঘু বলি।”

    “আমাদের দেশের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে,” জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

    হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা “ব্যাপক নির্যাতন সহ্য করলেও” ভারতে আসার চেষ্টা করছেন না, কারণ, মুখ্যমন্ত্রীর ভাষায়, “তারা দেশপ্রেমিক”।

    “গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজনও বাংলাদেশি হিন্দুকে আসতে দেখিনি,” ওই আলাপচারিতার একটি ভিডিওতে মি. বিশ্বশর্মাকে বলতে শোনা গেছে।

    তিনি এটাও বলেছেন যে “আমাদেরও উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহ দেওয়া।”

  11. বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের ‘দুর্নীতি’ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন, ‘বিদ্যুৎ দেওয়ার নাম করে পকেট কেটে নিয়ে গেছে’

    ‘বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে। লুটপাট হয়েছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে পকেট কেটে নিয়ে গেছে।’

    আওয়ামী লীগের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ এই কথা বলেছেন।

    বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

    ইকবাল হাসান মাহমুদ বলেন, ২০২৭ সালের পর থেকে ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এর মূল কারণ হবে বিদ্যুৎ।

    বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ খাতে এক লাখ কোটি টাকা চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

    বিদ্যুৎ খাতের প্রত্যেকটা চুক্তি জনগণের কাছে প্রকাশ করার দাবি জানান মি. মাহমুদ।

    সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগ ফোকলা করে দিয়েছে দেশটাকে। তাদের দুর্নীতির কথা বারবার বলা দরকার।”

  12. পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অবস্থান করছেন বলে জানা গিয়েছে।

    শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হলো চিহ্নিত ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের।

    সেই সাথে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়িয়েছিলেন এমন একজনকে কেন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হলো সেজন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে কারণ দর্শাতে হবে বলেও তারা দাবি জানান।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ এক শতাংশ কোটা বরাদ্দ রয়েছে। এর আগে তা চার শতাংশ ছিল।

    বুধবার দুপুরে ভর্তি কমিটির সভায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান কর আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেয়ার ঘোষণা দেন।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তার ফেসবুক পোস্টে দাবি করেন, পোষ্য কোটা এক শতাংশ করা নিয়ে, কোনো ইস্যু হলে সেটি হবে অপচেষ্টা।

    তার এমন বক্তব্যের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন মালির বেতন ৬০ হাজার টাকা, একজন ঝাড়ুদারের বেতন ৩৪/৩৫ হাজার টাকা। যেখানে অনেক শিক্ষার্থীর পরিবারের দৈনিক আয় দেড়শ দুইশ টাকা। তাই এই সহায়ক ও সাধারণ কর্মচারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না।”

    তারা সব ধরনের পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার আবেদন ফি অর্ধেক কমিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।

    উপাচার্যের ফেসবুক পোস্টের বিষয়ে সালাউদ্দিন আম্মার হুঁশিয়ারি করে বলেন, “উপাচার্য এটাকে অপচেষ্টা বলছেন আমি তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবো। শেখ হাসিনা যেমন ছাত্রদের রাজাকার বলে বিপদে পড়েছিল। তারাও এ ধরনের মন্তব্য করে নিজেদের বিপদ ডেকে আনছে।”

  13. সংকটপূর্ণ খাত ধরে সামাজিক ব্যবসা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

    দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সেই সাথে নিজ স্বার্থের পাশাপাশি জনস্বার্থে সবাইকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস - ২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা বলেন, “মানুষের ক্ষমতার সামনে সরকারের ক্ষমতা নস্যি। আমরা যদি নিজ স্বার্থে সেইসাথে পরের স্বার্থে কাজ করতে পারতাম, তাহলে আর কারো মুখাপেক্ষী হতে হতো না। আমরা নিজেরাই সমাধান করতে পারি।”

    তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া।

    "পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়।"

    এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষনা করেন প্রধান উপদেষ্টা।

  14. শীত জেঁকে বসেছে ঢাকাসহ দেশজুড়ে

    নতুন বছরের প্রথমদিন থেকে ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে।

    ঢাকায় সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই, বরং ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলেছে।

    অন্যদিকে, গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলেও বইছে হিমেল বাতাস।

    বৃহস্পতিবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

    সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

    আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী বিভাগের প্রায় সব জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।

    উত্তরাঞ্চলসহ সারাদেশের তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন আরো একটু কমতে পারে বলে আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে।

    এদিকে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

    কুয়াশা থাকলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

    শীত নিয়ে বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

  15. ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০শে জানুয়ারি, খসড়া তালিকা প্রকাশ

    আগামী ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    দোসরা মার্চের মধ্যে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, "ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।"

    এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।

    এদিকে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা যায়, চলতি বছরের দোসরা জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

    গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

    খসড়া তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ৪১৫ জন।

    এছাড়া হিজরা ভোটারের সংখ্যা ৯৯৪ জন।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ই জানুয়ারি পর্যন্ত ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানো যাবে।

    আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন ৩০শে জানুয়ারি।

    এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

    তিনি বলেন, "তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।"

  16. মানুষের কাছে গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও চেয়েছে সরকার

    জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে 'গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল'।

    স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন।

    গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণঅভ্যুত্থান চলাকালে ১৬ই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হয়।

    মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ই ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।

    এছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে।

    গত ২৭শে অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে 'গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল' গঠন করা হয়।

  17. চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, আদালত চত্বরে কড়া নিরাপত্তা

    জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।

    বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূইঁয়া।

    তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দিয়েছে আদালত।

    এর আগে সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান।

    গত ২৬শে নভেম্বর মি. দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় ৭০ জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়।

    বৃহস্পিতবার এমন পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।

    গত ২৫শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশ হয়।

    ওই সমাবেশে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

    এরপর ২৫শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

    পরদিন ২৬শে নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ পুনরায় জামিন আবেদন করলে আদালত তেসরা ডিসেম্বর দিন ধার্য করে।

    কিন্তু ওইদিন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির জন্য দোসরা জানুয়ারি দিন ধার্য করেন।

    এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত তা নাকচ করে দেয় এবং পূর্ব নির্ধারিত তারিখ দোসরা জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানায়।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  18. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে