আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ডিআরইউ থেকে আটকদের গ্রেফতার দেখাল পুলিশ

ঢাকায় মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার মুখে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান। এদিকে, ইসি ঘোষিত সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। জামায়াত বলেছে, নির্বাচনের পদ্ধতি ঠিক না করে এই রোডম্যাপ বিভ্রান্তিমূলক। আর এনসিপি বলছে, এটি প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য ঘটনা

    • ঢাকায় মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার মুখে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার রাতে গ্রেফতার দেখানো হয়।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
    • নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
    • যে রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তা গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
    • জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি।
    • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (বৃহস্পতিবার) রাতে রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। জাপানে দুদিনের সফর সেরে তিনি যাবেন চীনে – এবং এশিয়ার দুটি দেশেই তার সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
    • গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
    • ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
    • বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি স্থলবন্দরকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অপর একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
    • সেনাবাহিনীর ডাকসু নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই মর্মে বিবৃতি দিয়েছে আইএসপিআর।
    • ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ডিআরইউ থেকে আটকদের গ্রেফতার দেখাল পুলিশ

    ডিআরইউতে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার মুখে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয়।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

    শফিকুল ইসলাম গোয়েন্দা বিভাগ বা ডিবির প্রধান। তিনি রাত পৌনে বারটার দিকে বিবিসি বাংলাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে এবং তাদের শাহবাগ থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    মি. ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, বই, কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ তথ্য-প্রমাণ পেয়েছে।

    "লতিফ সাহেবের বক্তৃতা দেখলাম, যেই ব্যানারে আসছে সেই ব্যানারটা দেখলাম। এছাড়া, তাদের কলাম-বই এসব অ্যানালাইসিস করে দেখলাম একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে," বলেন এই পুলিশ কর্মকর্তা।

    তিনি যোগ করেন, "তারা যে সমস্ত বক্তৃতা-বিবৃতি দিচ্ছে , তা রাষ্ট্রের অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি(বিরোধী)।"

    প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে 'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল 'মঞ্চ ৭১'।

    দুপুর ১২ টার দিকে অনুষ্ঠান চলাকালে এক দল ব্যক্তি নিজেদের 'জুলাই যোদ্ধা' পরিচয় দিয়ে মিলনায়তনে ঢুকে পড়েন এবং সেখানে অংশগ্রহণকারীদের 'ফ্যাসিবাদের দোসর' ও 'খুনি' আখ্যা দিয়ে হেনস্তা করেন।

    যারা অনুষ্ঠানে মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নে ডিএমপি'র গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, মামলা হলে তদন্ত করে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্তের ব্যাপার।

    বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, ডিআরইউতে অনুষ্ঠানস্থলে লতিফ সিদ্দিকী একটি চেয়ারে চুপচাপ বসে আছেন এবং বেশ কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ঘিরে গালি-গালাজ ও বিভিন্ন স্লোগান দিচ্ছে।

    এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ওই রুমে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধা দেন।

    এক পর্যায়ে তার গায়ে ধরে তাকে সেখানেই বসে থাকতে বলেন তারা। ওই শিক্ষকের সাথে তাদের কথা কাটাকাটি হতে দেখা যায়।

  3. মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে: সিপিবি

    মঞ্চ ৭১ প্ল্যাটফর্মের অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবি।

    দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "মুক্তিযুদ্ধবিরোধী একটি চিহ্নিত শক্তি একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে। স্বঘোষিত ‘জুলাইযোদ্ধা’রা আজ মুক্তিযুদ্ধের ওপর অনুষ্ঠিত এক আলোচনাসভায় যেভাবে মব-সন্ত্রাস সৃষ্টি করেছে, তা ন্যক্কারজনক।"

    যারা এ ধরনের হামলা চালাচ্ছে তারা "প্রকৃতপক্ষে চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছে এবং পরাজিত ফ্যাসিস্টবাহিনীর পুনর্বাসনে কাজ করছে" বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    এতে আরো বলা হয়, 'মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আক্রান্ত মুক্তিযোদ্ধা ও অন্য অংশগ্রহণকারীদের' পুলিশ হেফাজতে নেওয়ায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

  4. মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ'র নিন্দা-প্রতিবাদ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ডিআরইউ তাদের মিলনায়তনে মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে হামলা এবং নিবৃত্ত করতে যাওয়া সাংবাদিক নেতাদের নাজেহাল করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিআরইউ বলেছে, "প্রতিষ্ঠার পর থেকে ডিআরইউতে দল-মত-পথ নির্বিশেষে সবার কথা বলার সুযোগ ছিল। কখনো ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে কারো হস্তক্ষেপ ছিল না।"

    "আগামী দিনে কেউ এর ব্যত্যয় ঘটালে ডিআরইউ তা প্রতিহত করবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে," যোগ করা হয় এতে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে 'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল 'মঞ্চ ৭১'।

    দুপুর ১২ টার দিকে অনুষ্ঠান চলাকালে এক দল ব্যক্তি নিজেদের 'জুলাই যোদ্ধা' পরিচয় দিয়ে মিলনায়তনে ঢুকে পড়েন এবং সেখানে অংশগ্রহণকারীদের 'ফ্যাসিবাদের দোসর' ও 'খুনি' আখ্যা দিয়ে হেনস্তা করেন।

    আলোচনায় অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।

  5. রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিমূলক: জামায়াত

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তা গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    এতে মি. পরওয়ার আরও বলেন, "জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে- তা এখনো ঠিক হয়নি।"

    "এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি" যোগ করেন তিনি।

  6. জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

    জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি।

    বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

    এনসিপি'র জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন, আমরা কোনভাবেই নির্বাচন বিরোধী নই।

    দলটি মনে করে, "যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।"

    "সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। এর দায় সরকারকেই নিতে হবে," যোগ করেন তিনি।

  7. পিআর পদ্ধতি রেখে আরেকটা রোডম্যাপ দেন: জামায়াত

    পিআর পদ্ধতি সামনে রেখে নির্বাচনের আরেকটা রোডম্যাপ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্রেডিশনালটা করছেন তো, আমাদের আপত্তি নাই। আমাদের পিআরকে নিয়েও আরেকটা করেন।"

    প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আমরা শুনি আপনি কোনোরকমে বাঁচতে চান, চলতে চান।

    "আপনি যেতে পারবেন না। আপনাকে এ দেশকে ঠিক করে যেতে হবে," যোগ করেন তিনি।

    জামায়াতের নায়েবে আমির আরো বলেন, সংস্কার যাতে আইনি ভিত্তি না পায় তার জন্য টালবাহানা শুরু হয়েছে।

    সরকার সংস্কার ছাড়াই নির্বাচনের সময় ঘোষণা করেছে বলে অভিযোগ তার। বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মানুষ মানবে না।

  8. চীন ও জাপান সফরে মোদী, বৈঠক হবে শি-র সঙ্গে

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (বৃহস্পতিবার) রাতে রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। জাপানে দুদিনের সফর সেরে তিনি যাবেন চীনে – এবং এশিয়ার দুটি দেশেই তার সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী মোদী চীনে যাচ্ছেন সাত বছরেরও বেশি সময় পর এবং ২০২০র জুন মাসে গালওয়ান ভ্যালিতে দু’দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার।

    আগামী ৩১শে অগাস্ট ও ১লা সেপ্টেম্বর (রোববার ও সোমবার) চীনের তিয়ানজিনে ‘এসসিও’ জোট বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী মোদী তাতে যোগ দেবেন।

    স্বাগতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

    দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, এই সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট শি ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে আলাদা একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে বলে দু’পক্ষ একমত হয়েছে।

    তিয়ানজিনে শি ও মোদীর মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে খুব সম্ভবত রোববার (৩১শে অগাস্ট)।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ‘পেনাল্টি’সমেত মোট ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করার পর ভারতের বৈদেশিক বাণিজ্য যে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেই পটভূমিতে ভারত ও চীনের সর্বোচ্চ নেতাদের মধ্যে এই বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    উল্লেখ্য, এর আগে বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী নিজে না গিয়ে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে। কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিজেই সশরীরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

    চীনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী জাপান সফরে ‘ভারত-জাপান বার্ষিক সামিটে’ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র সঙ্গে আলাদা বৈঠকও করবেন।

    প্রধানমন্ত্রী ইশিবা ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে এটাই হবে মুখোমুখি প্রথম বৈঠক।

    প্রসঙ্গত, নরেন্দ্র মোদী কোনো দ্বিপাক্ষিক সফরে জাপান যাচ্ছেন দীর্ঘ সাত বছর পর। ৩০ অগাস্ট (শনিবার) সন্ধ্যায় তিনি টোকিও থেকে তিয়ানজিনের উদ্দেশ রওনা দেবেন বলে জানা যাচ্ছে।

  9. গুম প্রতিরোধ অধ্যাদেশ নীতিগত অনুমোদন

    গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার পরিষদের বৈঠকে এ নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি এক প্রেসব্রিফিংয়ে আরও জানান, অধ্যাদেশটি নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে, এখন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

  10. কিয়েভে রাশিয়ার হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

    ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

    নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন, ইউক্রেনিয়ান কর্মকর্তারা।

    এদিকে, কিয়েভে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে রাশিয়ার হামলায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বিস্ফোরণে সংস্থাটির কার্যালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

    এই ঘটনার জের ধরে লন্ডনে নিযুক্ত রুশ হাইকমিশনারকে তলব করেছে যুক্তরাজ্য।

  11. তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ, একটির কার্যক্রম স্থগিত

    বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি স্থলবন্দরকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অপর একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থলবন্দর সংক্রান্ত এসব সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বন্ধ করে দেওয়া স্থলবন্দর তিনটি হচ্ছে - নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া, হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।

    ব্রিফিংয়ে শফিকুল আলাম জানান, স্থলবন্দরগুলো নিয়ে একটি ক্যাবিনেট কমিটি কাজ করেছে।

    "অনেক স্থলবন্দর আছে, সেখানে কোনো কাজ হয় না, অবকাঠামো নেই," উল্লেখ করে মি. আলম বলেন, "যেগুলোতে আসলে কোনো কাজই হচ্ছে না।"

    তিনি বলেন, "কর্মকর্তাদের পদায়ন করতে হয়, পরিচালনায় অনেক অর্থব্যয় করতে হয়। কিন্তু কোনো কাজে আসে না। সেসব স্থলবন্দরই বন্ধ করে দেওয়া হয়েছে।"

  12. চাকসু'র তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ই অক্টোবর

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    ১২ই অক্টোবর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন এই তারিখ ঘোষণা করেন।

    তিনি জানান, ৩৬ বছর পর চাকসুতে ভোট হতে যাচ্ছে এবার।

  13. নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে - বিবিসিকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বিএনপি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে।

    মি. আহমদ বলেন, সরকারের দিকে থেকেও একই রকম নির্দেশনা ছিল।

    'এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা,' যোগ করেন তিনি।

  14. শিশু ধর্ষণের ঘটনার ‘৭৫ শতাংশ বৃদ্ধি’ নিয়ে তিন সংস্থার উদ্বেগ

    মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

    সংস্থা তিনটির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে, যা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।

    আসকের তথ্যের বরাত দিয়ে সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৭৫।

    এদের মধ্যে ৪৯ জন শিশুর বয়স ৬ বছরের মধ্যেএবং বাকিরা ৭ থেকে ১৭ বছর বয়সী।

    অন্তত ১৫২টি ঘটনায় কোনো মামলা হয়নি, ফলে ধর্ষণের শিকার শিশুরা বিচার থেকে বঞ্চিত হয়েছে।

    এই সময়ের মধ্যে ৩০ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে ও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    সংস্থা তিনটি সরকারের প্রতি কিছু সুপারিশ করেছে যার মধ্যে আছে––শিশুধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।

    ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে এবং বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার সংশোধিত বিধান কার্যকর করা, মামলার অগ্রগতির ওপর কড়া নজরদারির জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা, শিশুবান্ধব আদালত ও আইনগত প্রক্রিয়া তৈরি করা, নির্যাতনের শিকার শিশু ও তাদেরপরিবারকে আইনগত ও মানসিক সহায়তা প্রদান।

    স্কুল ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

    গোপনে অভিযোগ করার ব্যবস্থা রাখাএবং নির্যাতনে জড়িত শিক্ষক বাকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

    আইন প্রয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা সমন্বিত একটি বিস্তৃত জাতীয় কৌশল তৈরি ও বাস্তবায়ন।

  15. সীমান্ত হত্যা-পুশ ইন নিয়ে বিজিবির উদ্বেগ, বিএসএফের আশ্বাস

    সীমান্তে 'বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা'র ঘটনায় বাংলাদেশের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত।

    দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

    সম্মেলনে বাংলাদেশি, ভারতীয় ও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) ঘটনায়ও উদ্বেগ জানায় বিজিবি।

    ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের সমঝোতার মাধ্যমে গৃহীত প্রক্রিয়া মেনে ফেরত পাঠানো হবে।

    ঢাকায় ৪ দিন ব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। যাতে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

  16. রোজার আগে ভোট, তার ৬০ দিন আগে তফসিল: রোডম্যাপ ঘোষণা ইসির

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মি. আহমেদ জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে।

    'ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করবে কমিশন,' যোগ করেন তিনি।

    ভোটের জন্য ২৪ টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন সচিব।

    তিনি বলেন, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে চায় ইসি।

    এছাড়া, পাঁচই ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে।

  17. সেনাবাহিনীর ডাকসু নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআরের বিবৃতি

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে সেনাবাহিনীকে ‘স্টাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েনের যে ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে ব্যাপারে এক বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    ‘বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে’ শীর্ষক এই বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।“

    এ বিষয়ে বিবৃতিতে জানানো হয়, “সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই।”

    বিবৃতিতে এ-ও বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল”।

  18. সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

    জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি।

    রাজধানীর বনানী থানায় এ মামলা করা হয়েছে। মামলায় মি. চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মি. চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ই অগাস্ট থেকে ২০২৪ সালের ৩০শে মে পর্যন্ত মোট নয় হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়।

    এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি জনপ্রতি এক লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

    এছাড়া পাসপোর্ট, কোভিড - ১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকার বেশি অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।

    এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক মণ্ডলী এবং প্রতিষ্ঠানটির কর্মীদেরও অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

    উল্লেখ্য, ইতোমধ্যেই সিআইডি মি. চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় পাঁচ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

  19. বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখতে চান জুলাইয়ে নিহত আবু সাঈদের বাবা

    বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

    আজ সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এই দাবি জানান তিনি।

    তিনি বলেন, “জীবিত অবস্থায় ছেলের চাকরি দেখে যাওয়ার কথা ছিল। তা দেখি নাই। এখন জীবিত অবস্থায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই।”

    মি. হোসেন ছাড়াও আজ এনটিভির রংপুর প্রতিনিধি সিনিয়র রিপোর্টার এ কে এম মঈনুল হক এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমানের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

    গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর।

    পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই বিচার শুধু একটা বিচারই নয়, বরং এই রাষ্ট্র ও জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি।”

    গত ছয়ই অগাস্ট আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।

    এর মধ্যে গ্রেফতার থাকা ছয় আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ চলছে।

    গত বছরের জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন চলার সময়ে রংপুরে ১৬ই জুলাই আবু সাঈদ নিহত হন।

  20. আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী পুলিশের হেফাজতে

    ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটি বা ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ বিবিসি বাংলাকে বলেন, “লতিফ সিদ্দিকীসহ পাঁচ-ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।”

    বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, মি. সিদ্দিকীকে একটি চেয়ারে চুপচাপ বসে আছেন এবং বেশ কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তিকে তাকে ঘিরে গালি-গালাজ ও বিভিন্ন স্লোগান দিচ্ছে।

    তারা জুলাই আন্দোলনে নিহতদের কথা উল্লেখ করে যুদ্ধ শেষ হয়নি বলে স্লোগান দেন।

    এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ওই রুমে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধা দেন।

    এক পর্যায়ে তার গায়ে ধরে তাকে সেখানেই বসে থাকতে বলেন তারা। ওই শিক্ষকের সাথে তাদের কথা কাটাকাটি হতে দেখা যায়।

    মি. কার্জন হাতে থাকা সংবিধান দেখিয়ে তাদের বারবার বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।”

    উল্লেখ্য, আজ সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’।