আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৫ ও ৪৬-তম নিয়েও নতুন সিদ্ধান্ত

জুলাই অগাস্ট গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, বিচারপতি ও সচিবসহ ১৩ কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। ফের সহিংসতায় মণিপুরে কারফিউ, বন্ধ ইন্টারনেট। মার্কিন অস্ত্রে রাশিয়া হামলা চালানাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। সার্বক্ষণিক সব খবর জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন:

সার সংক্ষেপ

  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি, পরের দুই বিসিএস নিয়েও নতুন সিদ্ধান্ত
  • বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন
  • সাবেক মন্ত্রী, বিচারপতি ও সচিবসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয় জনের মৃত্যু, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২১ জন মারা গেছেন

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
    • বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
    • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
    • বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয় বলে মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
    • পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন।
    • অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে জাতীর উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে 'একটু আশাহত' হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন এবং ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে ।
    • ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্যে এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর।ওই রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি

    বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

    রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানিয়েছেন এ আন্দোলনকারী শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ।

    মি. মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেন, “চলমান ‘বারাসাত ব্যারিকেড’ নামক কর্মসূচির অংশ হিসেবে কাল ক্যাম্পাসে অবস্থান করবো। সন্ধ্যা আটটা পর্যন্ত আমরা কয়েকজন সচিবালয়ে ছিলাম।”

    “সেখানে আমাদের বলা হয়েছে একটা কমিটি গঠন করে দেবেন। পরে যখন দেখি দিচ্ছে না তখন আবার জানতে চাইলে আমাদের জানানো হয় চারজন উপদেষ্টা এ বিষয়ে আমাদের সাথে বসবেন,” বলেন মি. মোহাম্মদ।

    মঙ্গলবার আবার শিক্ষার্থীদের মন্ত্রণালয় থেকে ডাকা হবে বলে জানান মি. মোহাম্মদ।

    সোমবার সকাল বারোটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দফায় দফায় মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

    পরে রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

    এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিকেলে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

    তিনি বলেন, “তিতুমীর কলেজের ভাইবোনদের আমরা বলবো আপনারা শান্ত হোন। আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সাত কলেজের ভাই-বোনদের সাথে তো এক ধরনের কনসালটেশন হচ্ছে। কথা হচ্ছে। আমরা মনে করি এটারও আশু সমাধান হবে।”

  3. 'গণহত্যায় উসকানির দায়ে' ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত

    জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে 'গণহত্যায় উসকানি দেয়া এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে' ৩৭ জন সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

    জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৭শে অক্টোবর অনুষ্ঠিত প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সদস্যপদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজী আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন এবং আবু জাফর সূর্য।

  4. ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন

    ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। পরের দুই বিসিএস নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।

    কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও আটজন সদস্যের কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশন এসব বিসিএসের পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    মৌখিক পরীক্ষা বাতিল করে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে পিএসসি। মৌখিক পরীক্ষার তারিখ যথা শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৫-তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

    এছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

    বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন- ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়টিও কমিশন পর্যালোচনা করছে। খুব শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকারী কর্ম কমিশন।

  5. শুধু নির্বাচন দেয়াই এই সরকারের কাজ নয়: নাহিদ ইসলাম

    বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয় বলে মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তিনি বলেন, এটি কেয়ারটেকার সরকার নয়, তাই শুধু নির্বাচন দেয়াই এই সরকারের কাজ নয়।

    প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মি. ইসলাম।

    সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সেচি তার সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত করতে আসলে এসব কথা বলেন উপদেষ্টা।

    মি. ইসলাম বলেন, 'জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, তার বিচারপ্রক্রিয়া চলমান। এ বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন'। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

    দেশের স্বার্থরক্ষা হয় এমন যেকোনো কাজ করতে অন্তবর্তী সরকার প্রস্তুত বলেও মন্তব্য করেন মি. ইসলাম।

  6. পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন

    পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন।

    সোমবার সাংবাদিকদের এ কথা বলেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন।

    “বাংলাদেশে সরকারি, আধা-সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। বিশেষ করে যারা ছাত্র। এই পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতিটা ১৯২৮ সাল থেকে হয়ে আসছে। দীর্ঘদিন হলো আছে, প্রায় ৯৬ বছর হয়ে গেল। এখানে ব্রিটিশ আমলের অনেকগুলা পয়েন্ট আছে ও জিজ্ঞাসা করা হয় এবং তদন্তও করা হয়। এর ফলে অনেক চাকরিপ্রার্থী বাদ পড়ে যায়।”

    “এর মধ্যে একটা বিষয় আছে আত্মীয়-স্বজনের মধ্যে রাজনীতি কেউ করে কি না। ব্রিটিশরা তখন করেছিল যে রাষ্ট্রবিরোধী কেউ আছে কি না? আমরা শুনেছি গত ৯৬ বছরের অনেকের ক্ষেত্রেই এরকম হয়েছে,” বলেন মি. হোসেন।

    সম্প্রতি এরকম অভিযোগ এসেছে বিশেষ করে আত্মীয়-স্বজন রাজনীতি করে এমন কারণে ব্যক্তির চাকরি হয়নি।

    মি. হোসেন বলেন, “আমরা এ জিনিসগুলো বাদ দিতে সুপারিশ করবো। এক নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড। এটার পিছনে আইন আছে। এটা নেয়ার সময় সবকিছু তদন্ত করা হয়।”

    হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি।

  7. ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয়জন মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২১ জন মারা গেছেন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৬৮ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

    এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন এক হাজার ৬৫৩ জন। বাকি দুই হাজার ৩৫৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

  8. অধ্যাপক ইউনূসের বক্তব্যে আমি একটু আশাহত: মির্জা ফখরুল

    অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে জাতীর উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে 'একটু আশাহত' হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ১০০ দিন উপলক্ষ্যে বক্তব্য দিয়েছেন। অনেকেই আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে, সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন।”

    মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মি. আলমগীর এ কথা বলেন।

    তিনি বলেন, “আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি। কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয়। যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে।”

    মি. আলমগীর বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি। বরং আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে।”

    ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি না করার আহ্বান জানান মি. আলমগীর।

    মি. আলমগীর বলেন, “ছাত্ররা অনেক কথা বলছে, এই কথা বলার অধিকার তাদের আছে। আমাদের বয়স হয়ে গেছে। আমরা হিসাবি। হিসাব করি কোন কাজটি করা যাবে, কোনটি করা যাবে না। কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না।”

    বিচার বিভাগ, প্রশাসনসহ প্রয়োজনীয় সব সংস্কার চান উল্লেখ করে মি. আলমগীর বলেন, “আমরা অবশ্যই সংস্কার চাই। কিন্তু এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যাতে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হয় যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে।”

    “ফখরুল, মঈনুদ্দিনের সরকার ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিল। ক্ষমতায় থেকে দল করবে, কিন্তু মানুষ এটি মেনে নেয়নি। তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে,” বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

  9. সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও তার মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মেয়ে সুমাইয়া হোসেনসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    বাকি দুইজন হলেন মি. আমুর পিএস রাফেজা মজিদ, এপিএস ফকরুল মজিদ মাহমুদ কিরণ।

    সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

    এ দিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

    আবেদনে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুস গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর/ কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।

    এ অভিযোগের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য টিম গঠন করেছে দুদক।

    আবেদনে আরও বলা হয়েছে, আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন, এপিএস ফকরুল মজিদ মাহমুদ এবং তার স্ত্রী রাফেজা মজিদ দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

    অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

    উল্লেখ্য, গত ছয়ই নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    পরদিন সাতই নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বারোই নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

  10. বনানী ডিওএইচএস থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

    রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন এবং ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

    পরে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বনানীর ডিওএইচএসের পাঁচ নং রোডের লেক পাড়ে মরিচা ধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

    পরে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেগুলো উদ্ধার করে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত আনুমানিক সাড়ে নয়টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।

    ডিএমপি জানিয়েছে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

  11. ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

    ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্যে এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    উপ-পরিচালক ইয়াছির আরাফাত সই করা একটি চিঠিতে তাদের তলব করা হয়েছে।

    আগামী ২০ ও ২১শে নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে বলা হয়েছে।

    চিঠিতে ২০শে নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্মপরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, ছলিমা বেগম, উপপরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

    ২১শে নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মু. আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রউফ, উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন।

    এই কর্মকর্তারা চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত।

    কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

    এছাড়া চিঠিতে চট্টগ্রামের ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তা ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে।

    একই ঘটনায় এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক।

  12. দু্ই সংসদ সদস্য ও এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত

    ধানমন্ডি থানার পৃথক দু্ইটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান, আহমেদ হোসেন ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    সোমবার সকালে ঢাকার বিচারিক আদালতে তাদের হাজির করা হয়।

    এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শামিম হত্যা মামলায় সাদেক খান ও নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

    আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    এছাড়া ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

  13. ৪৬ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

    ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

    একইসাথে প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে পিএসসির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

    গত ২৩শে অক্টোবর প্রশ্নফাঁসের অভিযোগে প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

    ওই পরীক্ষায় অংশ নেয়া ২৪ জন পরীক্ষার্থী রিটটি করেছিলেন। গত ২৬শে এপ্রিল ওই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয়ই মে পরীক্ষার ফল প্রকাশিত হয়।

    এরই মধ্যে গত সাতই জুলাই প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

  14. বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেল ক্রসিং অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

    ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী রেল ক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

    সোমবার বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে রেল ক্রসিং এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।

    সড়ক অবরোধের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে রেল ক্রসিং অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন।

    আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি আন্তঃনগর ট্রেনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে খবর পাওয়া গিয়েছে।

    ঢাকা রেলওয়ে পুলিশের এসপি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তারা ঢাকার দিকে আসা ট্রেনগুলোকে টঙ্গী ও বিমানবন্দর স্টেশনে যাত্রী নামাতে বলেছে। কোন ট্রেন কমলাপুরে আসতে দিচ্ছে না, আবার কমলাপুর থেকে সব ট্রেন ছেড়ে যাওয়াও বন্ধ রাখা হয়েছে।

    জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা পৌনে এগারোটার দিকে তারা মিছিল বের করেন।

    মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

    পরে দুপুর পৌনে বারোটার দিকে নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস শিক্ষার্থীদের অবরোধ উপেক্ষা করে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ছুটে গেলে শিক্ষার্থীরা ঢিল ছুড়তে শুরু করেন।

    অবরোধের বিষয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্ত সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আন্দোলন চলছে সেটির সঙ্গে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা নেই। বরং তিতুমীর কলেজকেই শুধু আলাদাভাবে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তারা আন্দোলন করছেন।

    ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। যা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

  15. গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতন পরিশোধের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা।

    সোমবার সকাল ৮টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে ফিডার রোড দিয়ে চলাচল করছেন।

    তবে উত্তেজিত শ্রমিকরা গাড়ি পিকআপ দেখা মাত্রই ইট পাটকেল ছুড়ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

    বকেয়া বেতন পরিশোধ না করায় গত বৃহস্পতিবার থেকেই শ্রমিকরা মহাসড়ত অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও সকাল থেকে আবার সড়ক অবরোধ করে।

    সেনা বাহিনী ও শিল্প পুলিশ সমন্বয়ের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত সড়কে অবস্থানের কথা জানায়।

    গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেছেন, সরকার পরিবর্তনের পর শ্রমিকরা অগাস্টের বেতন দেরী করে পেলেও এখন পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পায়নি। আমরা কিছুতেই তাদের বোঝাতে পারছি না।

    মূলত, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের মালিক সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছেন। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করায় তারা তাদের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

    বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক, সিরামিক, কম্পোসিট কারখানা মিলিয়ে অন্তত ৪০ হাজার কর্মী রয়েছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

  16. ফের সহিংসতায় মণিপুরে কারফিউ, বন্ধ ইন্টারনেট

    আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর।ওই রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে। সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম-সহ সাতটা জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে।

    মণিপুরের জিরিবামে মেইতেই গোষ্ঠীর নারী ও শিশু মিলিয়ে ছয়জনকে অপহরণ ও তারপর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।

    ওই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তারপর সোমবার জানানো হয়েছে, রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা বা এনআইএ মণিপুরের সাম্প্রতিক তিনটে ঘটনার তদন্ত করবে যাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়েছে ওই রাজ্য।

    সোমবার সকালেও থমথমে পরিবেশ রয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফলসহ একাধিক জেলায়।

    এদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশানাল পিপলস পার্টি।

    মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিজেপির ন্যশানাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে চিঠিতে মণিপুরের অবস্থার কথা জানিয়ে অভিযোগ তুলেছেন, এন বীরেন সিংয়ের সরকার তার রাজ্যের (মণিপুরের) পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

  17. শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

    জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনা একাই আসামী। আরেক মামলায় ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জন আসামী।

    গত ১৭ই অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

    এদিকে একইদিন সকাল ১০টার দিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    পরে বেলা ১১টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরে শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি। আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন।

    যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

  18. গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যের কমিশনের প্রস্তাব প্রধান উপদেষ্টার টেবিলে

    গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে ১১ সদস্যের কমিশন গঠন করতে যাচ্ছে সরকার।

    সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের এই কমিশনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তার সম্মতি পেলেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

    কমিশনের অপর সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এবং সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ।

    নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (নোয়াব) সচিব আক্তার হোসেন খান, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

    যমুনা টেলিভিশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাংবাদিক ও আহ্বায়ক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপ সম্পাদক টিটু দত্ত গুপ্ত, শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

    সারসংক্ষেপে বলা হয়েছে, কমিশন অবিলম্বে তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

    কমিশনের প্রধান ও সদস্যদের সবাই নির্ধারিত সরকারি পদমর্যাদায় বেতন, সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন। তবে কেউ যদি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চান কিংবা কোন সুবিধা নিতে না চান তাহলে সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

    প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনে তথ্য উপাত্ত সরবরাহসহ সব ধরণের সহযোগিতা দেবে।

    কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

  19. রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি বাইডেনের

    যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    রোববার এই অনুমতি দেয়া হয়ে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

    গত তিন বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন।

    আগামী ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এই অনুমতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

    মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন। যাতে নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

    তবে ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন যে তিনি সবার আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন। তাই তিনি ২০শে জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেওয়া এই অনুমতি বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন

  20. নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

    চলতি নভেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

    স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং চলতি মাসে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এ সংখ্যা ১২ হাজার ১৭৮।

    তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।