আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই'

সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। দুর্গাপূজায় সরকারি ছুটি আরো একদিন বাড়ছে। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হল

    • মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
    • বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণ ও তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
    • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
    • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির চেয়ারম্যানসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।
    • আর্ন্তজাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন বলে নিশ্চিত করেছেন দেশটির শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।
    • বাজারদর স্থিতিশীল রাখতে সাময়িকভাবে সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
    • দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারও সরকারি ছুটি থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
  2. পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন

    কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ শিকারে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমারের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

    সোমবার তাদের ধরে নিয়ে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

    বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর আমাদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। আমরা চেষ্টা করছি তাদের ছাড়িয়ে আনার”।

    মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।

  3. ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ১৯৩ জনে দাঁড়ালো।

    এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৩৮ হাজার ৭৮৯ ডেঙ্গু রোগী।

    এতে আরো জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭০৭ জন। বাকি ১ হাজার ৬৭৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

  4. নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আব্দুর রশিদকে আগামী ১৪ অক্টোবর যোগদান অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে এ পদে নিয়োগ প্রদান করা হল।

    অবসরে যাওয়া মি. রশিদকে গত ১৭ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তখন দুই বছরের জন্য তাকে ওই পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।

    এর আগে গত বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সিনিয়র সচিব মাহবুব হোসেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন মি. রশিদ।

  5. বরখাস্ত হওয়া সহকারী কমিশনার ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

    বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

    একই সাথে আগামী ২৮শে নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

    মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন।

    মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহিদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন।

    যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

    এর আগে গত সোমবার 'অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে' জনপ্রশাসন মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে।

  6. জামিনের পর কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে জামিনে মুক্তি পান তিনি।

    বিকালে ঢাকার আদালতে সবগুলো মামলায় তার জামিন হলে তাকে মুক্তি দেয়া হয়।

    এর আগে মকবুল নামের এক বিএনপিকর্মীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে সিএমএম আদালতে হাজির করা হয়।

    এরপর অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদালত।

    গত রোববার বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    এরপর আদালত চত্বরে তাকে ডিম ছুড়ে মারাসহ নানাভাবে হেনস্থা করা হলে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

  7. পিএসসি থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যানসহ ১২ জন সদস্য

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মো. সোহরাব হোসাইন।

    একই সাথে কমিশনের আরও ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    মঙ্গলবার বিকেলে তারা পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে।

    পিএসসির চেয়ারম্যান মি. হোসাইনের মেয়াদ ছিল আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে।

    কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও।

    পদত্যাগ করা পিএসসির সদস্যরা হলেন- সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, অধ্যাপক উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, খলিলুর রহমান, অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, মাকছুদুর রহমান, নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

    তবে দুই জন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, পিএসসির চেয়ারম্যান ও ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিলেও বাকি দুজন কোথায় রয়েছেন, তা জানা যাচ্ছে না।

  8. টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদ

    আর্ন্তজাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন এই ফরমেটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

    দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন।

    টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেও তবে এখনই ছাড়ছেন না ওয়ানডে ক্রিকেট। দেশের হয়ে খেলবেন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

    ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি–টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

    সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময়”।

    এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

  9. 'ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই'

    মাসদুয়েক আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে।

    তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

    দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, তিনি গত আটচল্লিশ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন – এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’

    তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি – কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

    দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, “যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনও দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনও কারণ নেই!”

    ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’কে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে।

    জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।”

    মি. হোসেন বলেন, “আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।”

  10. মেশিন লার্নিং ও এআই গবেষণার কারণে দুই বিজ্ঞানীর নোবেল জয়

    পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

    মঙ্গলবার সুইডেনের স্টকহোমের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

    কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

    তাঁদের গবেষণা মেশিন লার্নিং ও এআই, তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জানায়, ‘হপফিল্ড এমন একটি কাঠামো তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। আর হিন্টন এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যা স্বাধীনভাবে ডেটার বৈশিষ্ট্য আবিষ্কার করতে সক্ষম এবং যা বর্তমানে ব্যবহৃত বৃহৎ নিউরাল নেটওয়ার্কগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

  11. বাঘ বেড়েছে সুন্দরবনে, এখন আছে ১২৫টি

    সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টি তে দাঁড়িয়েছে। এর আগে ২০১৮ সালে যখন সর্বশেষ বাঘ জরিপ হয় তখন সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি।

    অর্থাৎ ২০২৩-২৪ সালের বাঘ জরিপের তথ্য বলছে এই সময়ের মধ্যে অন্তত ১১টি বাঘ বেড়েছে।

    মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাঘ জরিপের তথ্য তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    এসময় তিনি জানান, বাংলাদেশ অংশের সুন্দরবনে প্রতি ১০০ বর্গকিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

    জরিপের তথ্য বলছে, ২০১৫ সালে বাঘের সংখ্যা ছিল ১০৬টি।

    পরিবেশ উপদেষ্টা জানান, ২০২৩-২৪ সালের বাঘ জরিপে উল্লেখযোগ্য সংখ্যক বাঘ শাবকের ছবি পাওয়া গেছে।

    সংবাদ সম্মেলনে রিজওয়ানা হাসান বলেন, বাঘের সংখ্যা বৃদ্ধির এই খবর দেশের সবার জন্য আনন্দের। বাঘ সংরক্ষণে সরকার ৫৩.৫২ শতাংশ বন রক্ষিত এলাকা ঘোষণা, ৬০ কি.মি নাইলন ফেন্সিং, ১২টি আশ্রয় কেন্দ্র নির্মাণ, ক্ষতিপূরণ ও পুরস্কার প্রদান, এবং ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে সরকার।

  12. শেখ হাসিনা এখন কোথায়, জানেন না পররাষ্ট্র উপদেষ্টা

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে।

    জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।”

    মি. হোসেন বলেন, “আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।”

    ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ ইস্যুতে যে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যে প্রতিবাদ জানিয়েছি, আপাতত সেটি যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়।”

    তিনি বলেন, “তাদের ওখানে নির্বাচন আছে। এজন্য তারা উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো, এ ধরনের কথাবার্তা যত কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষ থেকে।”

  13. জম্মু-কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট, হরিয়ানায় বিজেপি

    ভারতের জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে হরিয়ানা রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে আছে বিজেপি।

    এই দুটি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে।

    ভারতীয় সময় বেলা দুটো নাগাদ থেকে চূড়ান্ত ফলাফল আসতে শুরু করেছে। ভারতীয় নির্বাচন কমিশন স্থানীয় সময় বেলা তিনটের দিকে জানাচ্ছে হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি পাঁচটি আসনে জিতে গেছে, ৪৩টিতে এগিয়ে আছে। রাজ্যটিতে কংগ্রেস জিতেছে নয়টি আসন, এগিয়ে আছে ২৭টিতে।

    জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জিতেছে ৩১টিতে, এগিয়ে আছে ১৬টি আসনে। বিজেপি জিতেছে ১৭টি আসনে, এগিয়ে আছে ১২টিতে।

    সকাল থেকে দুটি নির্বাচনেই বিজেপি পিছিয়ে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিয়ানায় কংগ্রেস ও বিজেপির মধ্যে চলতে থাকে সমানে সমানে টক্কর। কিন্তু দুপুরেই স্পষ্ট হয়ে যায় যে সেখানে বিজেপি জয়ের দিকে এগিয়ে চলেছে।

    অলিম্পিকসে ভারতের প্রতিনিধিত্বকারী কুস্তিগীর ভিনেশ ফোগট কংগ্রেসের হয়ে হরিয়ানার ভোটে লড়ছেন। প্রথমে কিছুটা পিছিয়ে থাকলেও দুপুরে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ছয় হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

    কংগ্রেস অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন হরিয়ানার ভোটের ফলাফল দ্রুত আপডেট করছে না, যার ফলে তারা যতটা বেশি আসনে এগিয়ে আছে বা জিতেছে, কিন্তু তা ওয়েবসাইটে প্রতিফলিত হচ্ছে না।

    অন্যদিকে জম্মু-কাশ্মীরে শুরু থেকেই ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট অনেকটা এগিয়ে থেকেছে। তবে জম্মু-কাশ্মীরের বিগত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল মেহবুবা মুফতির নেতৃত্বাধীন যে পিডিপি, তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে নির্বাচনে।

  14. সবাইকে খুশি করে বিচার করা যাবে না: বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান

    বিচারিক আদালতে বিচারের দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা তৈরিকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।

    কমিশনের বৈঠক শেষে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে মি. রহমান এসব কথা জানান।

    সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বলেন, "আমরা জনসাধারণের সুখ সুবিধাটা দেখব। একটা মামলার প্রসেস দিয়ে আরম্ভ হয়, মামলাটা কোর্টে ফাইল করেন, তার সমন যায় বিবাদীর কাছে। বিবাদী পেলে এটার উত্তর দেয়। তারপরে মামলা আরম্ভ হয়। মামলা ফাইলিংয়ের পরেই এই যে সমন জারিটা এটা বেদনাদায়ক একটা প্রসেস।"

    বিচারিক আদালতের পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করে মি. রহমান বলেন, "একটা সমন ইস্যুতে দেখা যায় সাতবার আটবার ফেরত আসে। এটার কারণ দুই দিকেই আছে, বাদীপক্ষের যারা আছে ওরাও দায়ী, আদালতও দায়ী আর বিবাদীতো যদ্দিন না নিয়ে দেরি করতে পারে। আমরা এটা কীভাবে নিরসন করা যায় সেটার দিকে নজর দেব। এটা নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা করেছি। আমরা এটা করবো, বিলম্ব যাতে না হয়।"

    মি. রহমান মামলার মাত্রাতিরিক্ত খরচের কথাও উল্লেখ করেন।

    বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে মি. রহমান বলেন, “আমরা সুপারিশ দেব। আপনি বিচার করলেন, মামলায় রায় পেলেন মামলার রায় কার্যকর করবে কে? সরকার, তো আমরা সেপারেশন কীভাবে হলাম, সরকার ছাড়াতো আমরা চলতে পারছি না। এবসোলিউট সেপারেশন হবে না। লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি বলেন আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। অন্যান্য যারা আছেন তারা যাতে যে রায়টা দিলাম এটাকে সম্মান করেন। কমপ্লিট সেপারেশন অব জুডিশিয়ারি বলতে কিছু নাই।”

    “আমরা চাইবো ইন্টারফেয়ারেন্স যাতে না হয়। বিচার এক জায়গায় শেষ হতে হবে। সবাইকে খুশু করে বিচার করা যাবে না,” বলেন মি. রহমান।

    বিচার বিভাগের আস্থার সংকট ফেরাতে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

  15. সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার

    বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

    মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ডিমের বাজারের পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

    এ আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। আমদানিকারীদের আমদানির শর্ত পূরণ করতে হবে।

  16. তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা

    সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইতোমধ্যেই বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

    বাদীর আইনজীবী খাদেমুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, "বাদী আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত দুপুরের পর আদেশের জন্য রেখেছেন।"

    মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুক পোস্টে ঊর্মির দেয়া বক্তব্যের মাধ্যমে ছাত্র আন্দোলনের একজন শহীদকে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে। আবু সাঈদের মতো শহীদরাই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছেন। অথচ সরকারের দায়িত্বশীল পদে থেকে আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যে তিনি তাকে উপহাস ও অবমাননা করেছেন। যা আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদীকে ব্যথিত ও অপমানিত করেছে।

    একইসাথে মিজ ঊর্মি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে পোস্ট দিয়েছেন সেটি উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, এর মাধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  17. রাজধানীর ২৫৩টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা: ডিএমপি কমিশনার

    রাজধানীতে এবার ২৫৩টি পূজামণ্ডপ রয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে।

    মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

    দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।

    মি. হাসান বলেন, পূজায় বিশেষ নিরাপত্তায় মাঠে থাকবে সার্বক্ষণিক টহল। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মণ্ডপে থাকবে। এছাড়া চেকপোস্ট, সিসি ক্যামেরা, সেচ্ছাসেবক দল ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ, আনসার ও র‍্যাব।

    পূজাকে ঘিরে যানজট নিরসনে বাড়তি ট্রাফিক ব্যবস্থা নেয়া করা হচ্ছে বলেও জানান তিনি। এসময় যানযট নিরসনে পূজামণ্ডপের আশেপাশে মেলা না করার অনুরোধ জানান তিনি।

  18. হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

    রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের পল্লবী থানার ২ নং ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, পল্লবী ই-ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি-ব্লক ইউনিট সভাপতি মো. ইফতেখারুল চৌধুরী চমন এবং পল্লবী সি-ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মো. লাল মিয়া মল্লিক।

    সোমবার রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

    গত তেসরা অক্টোবর পল্লবী থানায় করা মামলার এজাহারে বলা হয়, গত ১৯শে জুলাই বিকেলে মিরপুর-৬ এর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়।

    এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় করা মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই চারজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  19. নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে আবারো কর্মবিরতি শুরু করেছে নার্সরা।

    মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি।

    চার ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুধু সাধারণ ওয়ার্ডের জন্য। জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এ কর্মসূচির বাইরে থাকবে।

    গত নয়ই সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে কর্মসূচি পালন করে আসছে নার্সরা।

    পরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে গত পহেলা অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়।

    কিন্তু গত ছয়ই অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সরা।

    দাবি মানা না হলে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছে তারা।

  20. দীপু মনি, ইনু, মেনন ও পলক আবারো রিমান্ডে

    পৃথক পৃথক হত্যা মামলায় আবারো রিমান্ডে পাঠানো হয়েছে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের।

    যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলকের।

    এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় দীপু মনির সাতদিন এবং জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    একই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাত দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    এছাড়া নিউ মার্কেট থানার এক বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত।