আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: বিএনপি মহাসচিব

কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা, অযাচিতভাবে নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া। ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা, অযাচিতভাবে নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া। শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে। এই হামলায় এক নবজাতকসহ দুইজন নিহত হয়েছে এবং আরও ২০ জন আহত হয়েছে।
    • ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে।
    • হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরে গতরাতে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে রোববার বিকেলের বৈঠকে।
    • স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • রাজনৈতিক দল থেকে দূরে থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধেই এ নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নাই এ নির্বাচনকে ঠেকাতে পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • নির্বাচন কমিশনের প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চুড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং বিক্ষোভ - আন্দোলন করেও কোনো লাভ হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
    • ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী।
    • রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা, ভাঙচুরের ঘটনার সময় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
    • টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিকেল সাড়ে তিনটায় তার পিএস লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: বিএনপি মহাসচিব

    কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা, অযাচিতভাবে নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

    মি. আলমগীর বলেন, “আমরা জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না। তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন।”

    বাংলাদেশের মানুষ এই সমস্ত দুরভিসন্ধিকে সমর্থন করবে না উল্লেখ করেন তিনি।

    “ যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনগণের পার্টিসিপেশনে হবে বলে আমি বিশ্বাস করি ” বলেন মি. আলমগীর।

  3. পৃথিবীর কোনো শক্তি নাই এ নির্বাচনকে ঠেকাতে পারে: শফিকুল আলম

    যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধেই এ নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নাই এ নির্বাচনকে ঠেকাতে পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এছাড়া ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১০ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইন - শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান মি. আলম।

    গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে মি. আলম জানান গত কিছু দিন এ ধরনের কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়।

    "প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে" বলেন মি. আলম।

    এছাড়াও প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, আসন্ন দূর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। গত বছর দূর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল।

    তাই এবার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

  4. বাংলাদেশে রোববার থেকে সোমবার দেখা যাবে 'সুপার ব্লাড মুন'

    রোববার থেকে সোমবার হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। যা দেশের আকাশ থেকে দেখা যাবে।

    আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ ও উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এ সুপার ব্লাড মুন। অর্থাৎ সাত থেকে আটই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বিস্তৃত হবে এ সুপার ব্লাড মুন।

    পূর্ণিমার সঙ্গে এবার পূর্ণ চন্দ্রগ্রহণ যোগ হয়েছে। এই চাঁদকেই সুপার ব্লাড মুন। যা এবার বাংলাদেশ থেকে দেখা যাবে।

    একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়।

    বাংলাদেশে স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত নয়টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একই দিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।

    পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১ টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত।

    পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

  5. হাটহাজারীর ১৪৪ ধারা প্রত্যাহার, শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

    হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরে গতরাতে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিকেলের বৈঠকে।

    আজ রোববার বিকেলে সাড়ে চারটায় উপজেলা প্রশাসন, পুলিশ, সংক্ষুব্ধ উভয় পক্ষ এবং স্থানীয়দের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    গতকাল রাতে জারি করা ১৪৪ ধারা আজ বেলা তিনটা পর্যন্ত ছিল। পরে তা আর বাড়ানো হয়নি।

    পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বিবিসি বাংলাকে বলেন, “ ১৪৪ ধারা উইথড্র হয়ে গেছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তাদের দাবি দাওয়া মেনে নেয়া হয়েছে।”

    তাদের দাবির মধ্যে রয়েছে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানান তিনি।

    তাদের অন্যতম দাবি হলো পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

    “শব্দ দূষণ প্রতিরোধের জন্য যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে উভয় পক্ষের স্বেচ্ছাসেবক দল এখানে থাকবে সাথে পুলিশ ও প্রশাসন থাকবেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শব্দ দূষণ এড়ানোর ব্যবস্থা ও যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে উভয় পক্ষ শান্তি – শৃঙ্খলা বজায় রাখার জন্য একমত হয়েছেন ” বলেন মি. আজিজ।

    বিকেলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন মি. আজিজ।

  6. ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

    স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি।

    প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, “ ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস পরীক্ষা হলো ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে।”

    “ সমস্যা ও সংকট যেগুলো আছে দায়িত্ব নিয়ে সেগুলো সমাধান করে ফেলতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্যও এটা প্রয়োজন ” বলেন তিনি।

    বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

    তিনি আরও জানান, কমিশন ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে।

  7. সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না: আনোয়ারুল ইসলাম

    নির্বাচন কমিশনের প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চুড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং বিক্ষোভ - আন্দোলন করেও কোনো লাভ হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন মি. সরকার।

    বৃহস্পতিবার ৩০০ আসনের চুড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে গতবারের চেয়ে অর্ধশত আসনে পরিবর্তন আনা হয়। এবার গাজীপুর একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়।

    এ নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ - আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনি এলাকায়।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সীমানা নিয়ে আন্দোলন কারা করছে, কেন করছে, তারা কী বলতে চাচ্ছে আমরা সেটা এখনো জানি না। কেননা, আঞ্চলিকতা, রাজনৈতিক বিষয়, স্থানীয় বিষয় থাকে। কমিশন সর্বোচ্চ সতর্কতা নিরপেক্ষতা এবং যৌক্তিক বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করেছে। সীমানার চুড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।”

    কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ চলছে এমন প্রশ্নের জবাবে মি. সরকার বলেন, “আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না।”

  8. আদালতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী।

    ঢাকা আইনজীবী সমিতির শুনানিতে অভিযোগ স্বীকার করে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চান তিনি।

    মারধরের শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।

    মি. সিয়াম জানান, “এ সময় আইনজীবী সমিতির নেতারা আমাকে অনুরোধ জানান যেহেতু অভিযুক্ত বিনা তর্কে সব মেনে নিয়েছেন তাই তার প্রতি ক্ষমাসুন্দর আচরণ দেখাতে। পরে আমি আমার প্রতিষ্ঠানের সাথে কথা বলার শর্তে কিছুদিন সময় চাই।”

    পরে সমিতি ১১ ই সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেছে।

    গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এই মারধরের ঘটনা ঘটে। ওই দিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়।

    বিচারক আদালতে আসার পরে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

    এ সময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।

    ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন।

    কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও তাতে কাজ হয়নি। এ সময় ওই ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

  9. রাজবাড়িতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেফতার

    রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা, ভাঙচুরের ঘটনার সময় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তাদের মধ্যে দু্ই জন কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।

    আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ - প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

    এরই মধ্যে মাজারে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    গতকাল শনিবার রাতে তাদের গ্রেফতারের পর আজ রোববার তাদের আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে।

    রাজবাড়ির পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম বলেন, “ পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে ওখান থেকে বের হয়ে মাজারে আক্রমণ করছে।”

    নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর, বাড়ি ও দরবার শরিফে হামলা এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা করবে পুলিশ। এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মি. ইসলাম।

    পাঁচ জনের মধ্যে একজন আদালতে পুলিশের ওপর হামলার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

    এদিকে, এ ঘটনার বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

    একই সাথে, ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

  10. ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া

    ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের প্রধান সরকারি ভবনে রাশিয়ার ড্রোন হামলার সময় ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৮০৫টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে ৭৫১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন থেকে ছোঁড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

    এর মধ্যে ২১টি ক্রাসনোদার ক্রাইয়ের উপর, ১৩টি ভোরোনেজ অঞ্চলে এবং ১০টি বেলগোরোড অঞ্চলেই থামানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। বাকিগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

    রাশিয়ার এ হামলার পর প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

    টেলিগ্রামে এক লেখায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্রদের " প্যারিসে যা কিছু সম্মত হয়েছিল তা বাস্তবায়নের " আহ্বান জানিয়েছেন।

    ওই পোস্টে তিনি বলেছেন, " ৮০০ টিরও বেশি ড্রোন, ১৩টি ক্ষেপণাস্ত্র, এগুলোর মধ্যে চারটি ব্যালিস্টিক দিয়ে ইউক্রেনে হামলা করা হয়েছে।"

    বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা খুবই বিরল।

    শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে। এই হামলায় এক নবজাতকসহ দুইজন নিহত হয়েছে এবং আরও ২০ জন আহত হয়েছে।

    ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরের তিনটি অবকাঠামোগত স্থাপনায় হামলা করেছে রাশিয়া।

    যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করার সময় এই হামলাগুলো করা হয়েছে।

  11. কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

    টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিকেল সাড়ে তিনটায় তার পিএস লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন।

    গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আকুরটাকুর পাড়ায় এ ঘটনা ঘটেছে।

    টাঙ্গাইলের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির চার তলায় কাদের সিদ্দিকীর বাসা।

    পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মি. সিদ্দিকীর বাসার শুধু জানালার কাচ এবং নিচে পার্কিং এ থাকা একটি গাড়ির কাচ ভেঙেছে।

    টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ বিবিসি বাংলাকে জানান, “ গতকাল রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কোনো আহত হওয়ার ঘটনা নেই। একটু আগে ওনার পিএস লিখিত অভিযান দিলেন।”

    মি. আহমেদ যখন বিবিসি বাংলার সাথে কথা বলছিলেন তখন তিনি মি. সিদ্দিকীর বাসভবনের সামনে ঘটনাস্থলেই ছিলেন বলে জানান।

  12. রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

    রাজনৈতিক দল থেকে দূরে থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা কোনো বিশেষ দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না।

    আজ রোববার রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    উপদেষ্টা তাঁর বক্তব্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

    একই সাথে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, “আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকবো, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবো।”

    আসন্ন নির্বাচন শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং অতীতের বাজে নির্বাচন ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপর জোর দেন তিনি।

    অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে মি. চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ হয় নি। প্রত্যেক থানায় ফ্যাসিস্টদের তালিকা রয়েছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    জামিনে ছাড়া পাওয়া অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

    পরে তিনি নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

    উল্লেখ্য, নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  13. হাটহাজারীতে সংঘর্ষের পর স্বাভাবিক জনজীবন, বিকেলে বৈঠক

    চট্টগ্রামের হাটহাজারীতে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের পর সেনা মোতায়েন এবং ১৪৪ ধারা জারির উত্তেজনা কমে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

    এখন সেখানে জনজীবন স্বাভাবিক হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আজ বেলা তিনটা পর্যন্ত ছিল ১৪৪ ধারা।

    বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সব পক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    শনিবার রাতে হাটহাজারী মাদ্রাসার সামনে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি জনতার মাঝে সংঘর্ষ হয়।

    রোববার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বিবিসি বাংলাকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গাড়ি চলছে। পুলিশ, র‍্যাব আর আর্মির টহল চলছে। জনসাধারণের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া সেটা চলমান আছে।”

    বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে সব পক্ষের সাথে বৈঠকে তাদের দাবিদাওয়া শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    গতকাল রাত দেড়টায় দুই পক্ষকেই রাস্তা থেকে সরিয়ে দেয়ার পর আজ সকাল থেকে এখন পর্যন্ত কেউ সড়কে অবস্থান নেয়নি বলে জানান তিনি।

    গতকাল রাতের সংঘর্ষের এ ঘটনায় ১০৭ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

    এদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতি বছর চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত জশনে জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শহরে যায় সুন্নি জনতা।

    জুলুসে যাওয়ার পথে সুন্নি জনতার গাড়ি বহর থেকে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন ভঙ্গি করা হয়েছে বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে