‘ভাবতেই পারছিনা কীভাবে বেঁচে গেলাম,’ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী

ভারতে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার। এদিকে, লন্ডনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

সরাসরি কভারেজ

  1. এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে শুক্রবার দিনের যত খবর

    • আহমেদাবাদে বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন, মৃত্যু হয়েছে ২৪১ জনের, জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
    • শুক্রবার সকালে উদ্ধার কাজ শেষ করার ঘোষণা দেয় ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
    • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    • বিমান ভেঙ্গে পড়ার কারণ খুঁজে বার করতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তদন্ত। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন।
    • মরদেহ শনাক্ত করতে হাসপাতালে শোকাহত স্বজনহারাদের ভিড়।
    • আহমেদাবাদে ভেঙ্গে পড়া বিমানের যাত্রী ছিলেন না, এমন অন্তত আট জন নিহত হয়েছেন বলে গুজরাতের স্বাস্থ্য বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন। এদের মধ্যে চারজন মেডিক্যাল ছাত্র আছেন।
    • এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ‘আমি এখনো বিশ্বাস করি না’, উত্তরের অপেক্ষায় পরিজনেরা

    ইমতিয়াজ আলীর ভাই ও তার পরিবার দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন।
    ছবির ক্যাপশান, ইমতিয়াজ আলীর ভাই ও তার পরিবার দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন।

    আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে রওয়ানা হওয়া এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক পরিণতির কথা মেনে নিতে পারছেন না ভুক্তভোগী পরিবারের অনেকেই। তারা এখনো উত্তরের অপেক্ষায় রয়েছেন।

    দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন জাভেদ আলী ও তার পরিবার। তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন ভাই ইমতিয়াজ আলী।

    তিনি বিবিসিকে জানিয়েছেন, ভাইয়ের মৃতদেহ চোখে না দেখা পর্যন্ত তিনি বিশ্বাস করবেন না কোনও কথা।

    ইমতিয়াজ আলী বলেন, “হয়তো ও আমাকে দুই-তিন দিনের মধ্যে ফোন করবে।“

    ঘটনার পর থেকেই আহমেদাবাদের সিভিল হাসপাতালে প্রিয়জনের খোঁজে জড়ো হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে ইমতিয়াজ আলীও একজন।

    তিনি বলেন, “আমি যদি ভেঙে পড়ি, কাঁদতে থাকি তাহলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। কেউ আমাকে থামাতে পারবে না... আমার বুক ফেটে যাবে।”

  3. স্ত্রী আর নাতনির খোঁজ করে বেড়াচ্ছেন প্রহ্লাদ ঠাকোর

    নাতনি আধ্যা (বাঁয়ে) আর স্ত্রী সরলা (ডানে) ছবি নিয়ে তাদের খুঁজে বেড়াচ্ছেন প্রহ্লাদ ঠাকোর
    ছবির ক্যাপশান, নাতনি আধ্যা (বাঁয়ে) আর স্ত্রী সরলা (ডানে) ছবি নিয়ে তাদের খুঁজে বেড়াচ্ছেন প্রহ্লাদ ঠাকোর

    আহমেদাবাদে বিমান ভেঙ্গে পড়ার পরে হাসপাতালগুলিতে যখন ঘুরছিলেন বিবিসির সংবাদদাতারা, তখনই দেখা হয় ৫০ বছর বয়সী প্রহ্লাদ ঠাকোরের সঙ্গে।

    হাসপাতালেরই চিকিৎসকদের ক্যাফেটেরিয়াতে কাজ করেন মি. ঠাকোর।

    যখন বিমানটা ভেঙ্গে পড়ল, সেই সময়ে তিনি ডাক্তারদের কাছে দুপুরের খাবার পৌঁছিয়ে দিচ্ছিলেন।

    সেখানেই ছিলেন তার স্ত্রী সরলা ঠাকোর আর দুই বছরের নাতনি আধ্যা।

    বিমান ভেঙ্গে পড়ার পর থেকে ওদের দুজনকে আর খুঁজে পাচ্ছেন না মি. ঠাকোর।

    বৃহস্পতিবার রাতেই নিজের ডিএনএ নমুনা দিয়েছেন মি. ঠাকোর।

    তবে ডাক্তাররা তাকে বলেছেন শনাক্ত না হওয়া মরদেহগুলির সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখতে ৭২ ঘন্টা লেগে যাবে।

    হাসপাতালগুলিতে এমন মানুষদেরও দেখা পাওয়া যাচ্ছে যারা এখনও জানেনই না যে তাদের নিখোঁজ স্বজন কোথায়, কীভাবে আছেন।

    তারা শুধু ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

  4. এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

    ব্ল্যাক বক্স - প্রতীকী চিত্র।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিমানে সাধারণত দু’টি ব্ল্যাক বক্স থাকে- প্রতীকী চিত্র।

    গুজরাতের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। সিভিল এভিয়েশন মিনিস্টার (বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী) রাম মোহন নাইডু কিঞ্জরাপু এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন," এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ২৮ ঘন্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।"

    তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গিয়েছে না কি দুটি, তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি।

    প্লেনে সাধারণত দুটি ব্ল্যাক বক্স থাকে।

    এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার। একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে, যাতে তদন্তকারীরা পাইলটরা কী বলছেন তা শুনতে পারেন। রেকর্ড হওয়া যে কোনও অস্বাভাবিক শব্দও শুনতে পারেন।

    অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে।

  5. অধ্যাপক ইউনূসকে বই ও কলম উপহার তারেক রহমানের

    কলম ও বই

    ছবির উৎস, SHAFIQUL ALAM FACEBOOK

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কলম ও বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই উপহারের ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বিকেল চারটার দিকে দেওয়া ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার।

    যেখানে ফরাসী কলম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াটারম্যান এর একটি কলম ও দুইটি বইয়ের ছবিও যুক্ত করেছেন তিনি।

    বই দুইটি হলো, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইস টু স্মল টু মেক অ্যা ডিফরেন্স’ এবং মোনা আরশি ও কারেন ম্যাকার্থি উলফের সম্পাদিত ‘নেচার ম্যাটারস’।

  6. দু বছরের নাতিকে নিয়ে ওই বিমানে লন্ডন যাচ্ছিলেন রক্ষা মোধা

    সদ্য প্রয়াত স্বামীর সঙ্গে রক্ষা মোধা (ডাইনে)

    ছবির উৎস, Facebook

    ছবির ক্যাপশান, সদ্য প্রয়াত স্বামীর সঙ্গে রক্ষা মোধা (ডাইনে)

    যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনশায়ারের বাসিন্দা রক্ষা মোধা এয়ার ইন্ডিয়ার ভেঙ্গে পড়া বিমানে চেপেছিলেন দু বছরের নাতি রুদ্রকে নিয়ে।

    আহমেদাবাদে ভেঙ্গে পড়া ওই বিমানের প্রায় সব যাত্রীই নিহত বলে জানার পরে তার জনেরা এখন মিসেস মোধাকে স্মরণ করছেন।

    মিসেস মোধার স্বামী সম্প্রতি ক্যান্সারে মারা গেছেন। যুক্তরাজ্যে তারই একটা স্মরণ অনুষ্ঠানের জন্য নাতিকে সঙ্গে নিয়ে তিনি চেপেছিলেন ওই বিমানে।

    রক্ষা মোধার ঘনিষ্ঠ জয়া টেলর বিবিসিকে বলেছেন, “যাকে বলে মিশুকে মানুষ, তিনি ছিলেন ঠিক সেরকম।“

    মিসেস টেলর আরও বলছিলেন, “স্বামীর ব্যবসাটা দাঁড় করাতে খুব সাহায্য করেছিলেন মিসেস মোধা। মানুষের সঙ্গে মিশতে খুব ভালবাসতেন।“

  7. বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে মোদী

    দলীয় সহকর্মী ও গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের উত্তরসূরী বিজয় রুপানির বাড়িতে নরেন্দ্র মোদী

    ছবির উৎস, Narendra Modi/X

    ছবির ক্যাপশান, দলীয় সহকর্মী ও গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের উত্তরসূরী বিজয় রুপানির বাড়িতে নরেন্দ্র মোদী

    এয়ার ইন্ডিয়ার বিমানের অন্যতম নিহত যাত্রী, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পরিবারের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মি. রুপানি ভারতীয় জনতা পার্টিরই নেতা ছিলেন।

    মি. মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “এটা অভাবনীয় যে বিজয়ভাই আর আমাদের মধ্যে নেই। অনেক দশক ধরে তাকে চিনি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এর মধ্যে বেশ কিছু কঠিন সময়েও পার করেছি।“

    মি. রুপানিকে ‘বিনীত এবং পরিশ্রমী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে অধ্যবসায়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

    “আমাদের মধ্যে যে কথাবার্তা হত, সেগুলোই সবসময়ে মনে রাখব। এই শোকের সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল,” গুজরাতের মুখ্যমন্ত্রীর পদে নিজেরই উত্তরসূরী সম্বন্ধে লিখেছেন মি. মোদী।

  8. ছয়টি দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

    আহমেদাবাদ থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, হাসপাতাল থেকে প্রথম দফায় ছয় জনের মৃতদেহ তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।

    সিভিল হাসপাতালের ময়না তদন্ত কেন্দ্রে থাকা একজন পুলিশ কর্মকর্তা বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

    এই দেহগুলির মুখ দেখেই তাদের শনাক্ত করতে পেরেছিলেন পরিবারের সদস্যরা।

    তবে যেসব দেহের ডিএনএ পরীক্ষা করতে হবে, এমন কোনো মৃতদেহ এখনও পরিবারে হাতে দেওয়া হয় নি।

  9. বিমান দুর্ঘটনায় চীনের শোক প্রকাশ

    গুজরাতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ঘটনায় শোক প্রকাশ করেছে চীন।

    এই ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য চীনের সরকার ও জনগণের তরফে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

    চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, "দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরে প্রেসিডেন্ট শি দুঃখ প্রকাশ করেছেন। চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। আহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।"

    চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংও মি. মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন।

    ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে চীন।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে চীন।
  10. ইউনুস-তারেক বৈঠক সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্ট

    মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, BNP MEDIA CELL

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বৈঠকটি “সত্যিকার অর্থেই একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকেলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

    তিনি বলেন, “আমরা আজকে প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম”।

    “অতীতে যেসমস্ত ছোটখাটো কথা-বার্তা হয়েছে, সেগুলোকে ভু্লে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলো সমাধান করে নিয়ে আমরা যেন অতিদ্রুত একটা নির্বাচনের দিকে এগোতে পারি” বলেন মি. আলমগীর।

  11. ‘লক্ষ্মী মেয়ে, ফিরে আয়, তোর মা অপেক্ষা করছে’

    লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ক্রু সদস্যদের তালিকায় রয়েছেন মুম্বাইয়ের সাইনিতা চক্রবর্তী।

    বিবিসির সংবাদদাতা অর্চনা শুক্লা তার বাড়িতে গিয়ে পৌঁছে দেখেন, মেয়ের শোকে অঝোরে কেঁদে চলেছেন তার মা রেমা চক্রবর্তী।

    তিনি সমানে বলে চলেছেন, “লক্ষ্মী মেয়ে আমার, ফিরে আয়। তোর মা অপেক্ষা করছে।”

    মুম্বইয়ের জুহু-কোলিওয়াড়া বস্তির সরু গলিতেই থাকতেন চৌত্রিশ বছর বয়সী সাইনিতা চক্রবর্তী। তার বাড়িতে এই মুহূর্তে বহু মানুষের সমাগম। তবে যিনিই আসুন না কেন – আগতরা বাড়িতে প্রবেশ করা মাত্রই, আবার কান্নায় ভেঙে পড়ছেন রেমা চক্রবর্তী। তার চোখের জল কিছুতেই থামছে না।

    সাইনিতার মা রেমা চক্রবর্তী।
    ছবির ক্যাপশান, সাইনিতার মা রেমা চক্রবর্তী।

    সাইনিতার বাবা অবীন চক্রবর্তী কাছেই বসে ছিলেন চুপচাপ, চিন্তায় মগ্ন।

    এক সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বলে ওঠেন, "সাইনিতা সত্যিই আমাদের যত্ন নিত। বাড়ির দেখাশোনা করা, ওর মায়ের ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করা- সবকিছু করতো।“

    সন্তানহারা এই দম্পতির এখন দেখাশোনা করছেন প্রতিবেশী এবং বন্ধুরা। তাদের কেউ খাবার নিয়ে আসছেন, মুহুর্মুহু আসা ফোন কলের উত্তর দিচ্ছেন আর কেউবা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। তাদেরই একজন বিবিসির সংবাদদাতাকে জানিয়েছেন, দেহ শনাক্ত করার জন্য ডিএনএ-র নমুনা দিতে তিনি অবীন চক্রবর্তীর সঙ্গে আহমেদাবাদ যাবেন।

    সাইনিতা চক্রবর্তীর বন্ধু তথা সাবেক সহকর্মী হেমন্ত চন্দনও উপস্থিত ছিলেন ওই বাড়িতে। তিনি বলেন, “ওড়াই ওর প্যাশন ছিল। এটাই ভালবাসত ও।”

    ঘরের দরজায় সাইনিতার ব্যাগ আর গিটারের পাশে ঝোলানো প্লাস্টিকের উড়োজাহাজের মডেলের দিকে ইশারা করলেন শোকসন্তপ্ত অবীন চক্রবর্তী। প্লাস্টিকের ওই উড়োজাহাজের মডেল একদিকে যেমন তাদের মেয়ের প্যাশনের কথা মনে করিয়ে দিচ্ছে, তেমনই মনে করিয়ে দিচ্ছে তাকে হারানোর যন্ত্রণাকেও।

    উড়ানই সাইনিতা চক্রবর্তীর কাছে প্যাশন ছিল।
    ছবির ক্যাপশান, উড়ানই সাইনিতা চক্রবর্তীর কাছে প্যাশন ছিল।
  12. বিএনপি এই মিটিং নিয়ে সন্তুষ্ট: আমীর খসরু

    যৌথ সংবাদ সম্মেলন

    ছবির উৎস, CA PRESS WING

    লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপি 'সন্তুষ্ট' বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

    তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

    "আমরা সবাইকে নিয়েই নির্বাচনটা করতে চাচ্ছি," যোগ করেন মি. রহমান।

    সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলোই তো সংস্কার হবে।"

    তিনি বলেন, “কেবল নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গঠনে আমরা একসাথে কাজ করবো”।

    তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আমীর খসরু বলেন, “তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা দেশে ফিরতে পারবেন। তিনি সিদ্ধান্ত নেবেন সময় মতো।”

  13. ‘ভাবতেই পারছিনা কীভাবে বেঁচে গেলাম,’ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী

    হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মি. রমেশ।

    ছবির উৎস, DD News

    ছবির ক্যাপশান, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মি. রমেশ।

    এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যু হলেও অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশোয়াস কুমার রমেশ।

    লন্ডনগামী বোয়িং ৭৮৭ বিমানের ১১এ আসনে ছিলেন তিনি।

    হাসপাতালে চিকিৎসাধীন মি. রমেশের সঙ্গে কথা বলেছে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজ।

    ডিডি নিউজকে তিনি বলেছেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না কীভাবে আমি বেঁচে গেমাল।”

    “প্রথমে ভেবেছিলাম আমি মরতে চলেছি। আমি কোনও মতে চোখ খুলি। সিট বেল্ট খুলে বিমান থেকে বের হওয়ার চেষ্টা করি।”

    মি. রমেশ জানান, তিনি বিমানের যে অংশে তার সিট ছিল, সেটি ডাক্তারি পড়ুয়াদের হস্টেল ভবনে আঘাত করেনি। বিমানের ওই অংশ মাটির কাছাকাছি ছিল।

    “আমার দরজাটি ভেঙে পড়েছিল। একটি ছোট জায়গা দেখতে পাই। সেখান দিয়েই আমি বিমান থেকে নেমে আসার চেষ্টা করি," বলেন তিনি।

    মি. রমেশ জানিয়েছেন, চোখের সামনেই বিমানের ক্রু ও সহযাত্রীদের মরতে দেখেছেন তিনি।

    বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে আসার পর তার হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে। দ্রুত ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

    দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একমাত্র জীবিত যাত্রী জানান, তার বাঁ হাত পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়েছিলেন। সেখানে মি রমেশের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি।

  14. যুক্তরাজ্য-পর্তুগাল-কানাডার সঙ্গে যোগাযোগ রাখছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

    এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে বিধ্বস্ত হয়েছিল, তাতে অনেক বিদেশি নাগরিক ছিলেন।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।

    তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারির পাশাপাশি পর্তুগাল ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

    এক্স হ্যান্ডেলে-একটি পোস্টে তিনি একথা জানিয়ে লিখেছেন, “এই দুঃখের সময়ে আমাদের গভীর সমবেদনা প্রকাশ করেছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি।“

    দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ, একজন কানাডার নাগরিক ও বিমানের ১২ জন ক্রু ছিলেন।

    একমাত্র জীবিত ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক।

  15. প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ভোট করা যেতে পারে, তারেকের প্রস্তাবে ইউনূস

    তারেক ও ইউনূস

    ছবির উৎস, CA PRESS WING

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তারেক রহমানের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারিএ প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে।

    লন্ডনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

    প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়, রমজানের আগে নির্বাচন করতে হলে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

    তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রোজা শুরু হতে পারে।

    আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা দুইটায়) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

  16. কয়েক মাস পরেই অবসর নেওয়ার কথা ছিল পাইলটের

    ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের ফাইল ছবি
    ছবির ক্যাপশান, ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের ফাইল ছবি

    প্রায় তিন দশক ধরে বিমান চালাচ্ছেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙ্গে পড়েছে, সেটির পাইলট ছিলেন তিনিই।

    ক্যাপ্টেন সাবারওয়াল যে শুধুই দীর্ঘ দিন ধরে বিমান চালাচ্ছেন, তা নয়। তিনি ছিলেন একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন বা এলটিসি।

    সবথেকে অভিজ্ঞ পাইলটদেরই এই এলটিসি-র দায়িত্ব দেওয়া হয় তুলনায় কম অভিজ্ঞ পাইলটদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য।

    ক্যাপ্টেন সাবারওয়াল ৮২০০ ঘন্টারও বেশি আকাশে বিমান উড়িয়েছেন।চ

    প্রায় ৬০ বছর বয়সী এই পাইলটের কয়েক মাস পরেই অবসর নেওয়ার কথা ছিল।

    ভারতের ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অবসর নেওয়ার পরে ক্যাপ্টেন সাবারওয়াল ঠিক করেছিলেন যে তার ৮২ বছরের বাবার সঙ্গে আরও বেশি করে সময় কাটাবেন। তার বাবা ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র অবসরপ্রাপ্ত অফিসার।

    মুম্বাইতে ক্যাপ্টেন সাবারওয়ালের এক প্রতিবেশী ওই সংবাদপত্রটিকে জানিয়েছেন যে “তিনি খুবই গম্ভীর থাকতেন, তবে নিয়মানুবর্তী ছিলেন। আমরা দেখতাম তিনি ইউনিফর্ম পরে যাতায়াত করছেন, তবে গাম্ভীর্য বজায় রাখতেন।“

    ভেঙ্গে পড়া বিমানটির কো-পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর।

    তার বিমান ওড়ানোর অভিজ্ঞতা প্রায় ১১০০ ঘণ্টা। যে বিমানটি ভেঙ্গে পড়েছে, সেই ড্রিমলাইনার চালানোর সার্টিফিকেটও ছিল তার।

  17. বেঁচে যাওয়া একজন যাত্রী 'অবিশ্বাস্য রকমের ভাগ্যবান'

    ভেঙ্গে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশোয়াসকুমার রমেশ

    ছবির উৎস, Hindustan Times

    ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশোয়াসকুমার রমেশ

    আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মাত্র একজন যাত্রী কী করে বেঁচে গেলেন, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিমান পরিবহন বিশেষজ্ঞরা।

    বিমানটিতে ক্রু সহ ২৪২ জন মানুষ থাকলেও ব্রিটিশ নাগরিক বিশোয়াসকুমার রমেশই একমাত্র জীবিত রয়েছেন।

    তবে তার ঠিক পাশের আসনেই বসা তারই ভাই বৃহস্পতিবারের ওই ঘটনায় মারা গেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বসবাসকারী তাদের পরিবার।

    ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির বিমান পরিবহন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক গাই গ্রেটন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেছেন, “এরকম ঘটনা প্রায় শোনাই যায় নি আগে।“

    তার কথায়, “আধুনিক বিমান এমন ভাবে ডিজাইন করা হয়, যাতে সেটি ক্র্যাশ করলেও প্রত্যেকেরই জীবিত থাকার প্রভূত সুযোগ থাকে।“

    সেজন্যই, “হয় প্রচুর সংখ্যক যাত্রী জীবিত থাকবেন অথবা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি হবে যে কাউকেই আর জীবিত উদ্ধার করা যাবে না। সেদিক থেকে এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা,” বলছিলেন মি. গ্রেটন।

    তার ধারণা মি. রমেশ যে আসনে বসেছিলেন, বিমান ভেঙ্গে পড়ার পরে সেই ১১এ আসনটি সহ তিনি বাইরে ছিটকিয়ে পড়েছিলেন। তখনও মি. রমেশ আসনেই বসা অবস্থায় ছিলেন সম্ভবত।

    মি. গ্রেটন বলছেন, এই ব্যক্তিটি ‘অবিশ্বাস্য রকমের ভাগ্যবান’।

    বিমানে বিশোয়াসকুমার রমেশের আসন ছিল ১১এ। তার পাশেই ইমারজেন্সি এক্সিট
    ছবির ক্যাপশান, বিমানে বিশোয়াসকুমার রমেশের আসন ছিল ১১এ। তার পাশেই ইমারজেন্সি এক্সিট
  18. লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক

    অধ্যাপক ইউনূস এবং তারেক রহমান

    ছবির উৎস, প্রধান উপদেষ্টার প্রেস উইং

    যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক হয়েছে।

    যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল নয়টা ১০ মিনিটে লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি ঘণ্টা দেড়েক চলেছে বলে জানা গেছে।

    অধ্যাপক ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক, অর্থাৎ তাদের দুইজনের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও মি. রহমানের সাথে ওই হোটেলে গেছেন।

    এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দূতাকাসের অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন সেখানে।

    এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির ডিফ্যাক্টো শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে।

    এর আগে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতা মি. রহমানের সাথে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়।

    সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে।

    বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস এবং তারেক রহমান হাত মেলান

    ছবির উৎস, প্রধান উপদেষ্টার প্রেস উইং

    ছবির ক্যাপশান, বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস এবং তারেক রহমান হাত মেলান
  19. মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এয়ার ইন্ডিয়ার এক ডজনেরও বেশি বিমানের গতিপথ বদল

    ইসরায়েলের হামলার পরে ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

    তাই এয়ার ইন্ডিয়ার অন্তত ১৬টি বিমান হয় ফিরে গেছে অথবা গতিপথ বদল করেছে।

    ভারতের বিমান পরিবহন সংস্থাটি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতেই তাদের এই সিদ্ধান্ত।

    যেসব বিমানকে ফিরতে হয়েছে অথবা পথ বদল করতে হয়েছে, সেগুলির বেশিরভাগই ইউরোপ ও উত্তর আমেরিকার দিকে যাচ্ছিল অথবা সেদিক থেকে আসছিল।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ওইসব বিমানের যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

    মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির সর্বশেষ জানতে বিবিসি বাংলার এই লাইভ পাতায় চোখ রাখতে পারেন।

  20. থাইল্যাান্ড থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমাতঙ্ক

    থাইল্যান্ড থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন যে, ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা থাকতে পারে, এই আশঙ্কায় মাঝ আকাশ থেকে সেটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

    শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমান নম্বর এআই ৩৭৯ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর ফুকেট থেকে দিল্লির দিকে উড়েছিল।

    ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বিমানটির পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সতর্কবার্তা দেন যে বিমানে একটি বোমা আছে এরকম একটি বার্তা পাওয়া গেছে।

    পাইলট তখন জরুরী অবতরণের অনুরোধ করেন।

    বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন।

    ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, আপদ-কালীন বন্দোবস্ত নিয়েছে তারা। বিমানটি স্থানীয় সময় ১১.৩৮ মিনিটে নিরাপদেই ফুকেটে অবতরণ করেছে।