এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে শুক্রবার দিনের যত খবর
- আহমেদাবাদে বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন, মৃত্যু হয়েছে ২৪১ জনের, জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
- শুক্রবার সকালে উদ্ধার কাজ শেষ করার ঘোষণা দেয় ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
- বিমান ভেঙ্গে পড়ার কারণ খুঁজে বার করতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তদন্ত। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন।
- মরদেহ শনাক্ত করতে হাসপাতালে শোকাহত স্বজনহারাদের ভিড়।
- আহমেদাবাদে ভেঙ্গে পড়া বিমানের যাত্রী ছিলেন না, এমন অন্তত আট জন নিহত হয়েছেন বলে গুজরাতের স্বাস্থ্য বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন। এদের মধ্যে চারজন মেডিক্যাল ছাত্র আছেন।
- এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।



















