ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান ট্রাম্পের, নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি

ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। সবশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরানে ইসরায়েলের হামলা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

    • ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।
    • হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড এর কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।
    • ইরানে হামলার পরপরই 'পাল্টা হামলার শঙ্কায়' নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার।
    • আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।
    • এর আগে ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম।
    • ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি তার।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহতের তথ্য ইরানের সংবাদমাধ্যমের

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত হয়েছে।

    এছাড়া, হামলার ঘটনায় আরও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

    সংবাদমাধ্যমটির টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলা হয়েছে, এটি আনুষ্ঠানিক সংখ্যা নয়।

    হতাহতের এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  3. ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান ট্রাম্পের, নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এও উল্লেখ করেছেন যে তিনি ইরানকে "একের পর এক সুযোগ" দিয়েছেন।

    আগামী রোববার ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই আলোচনার আগেই এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

    তিনি আজ ট্রুথ সোশ্যালে লেখেন, "আমি তাদের শক্ত ভাষায় বলেছি যে এটি করো, কিন্তু তারা করেনি।"

    "ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস সাধিত হয়েছে। কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে। কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে," তিনি বলেন।

    "সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।"

    তিনি এও উল্লেখ করেন, ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন। তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি।

  4. ইসরায়েলি হামলায় অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করেছে ইরান,

    ধারণা করা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে

    ছবির উৎস, AP

    ছবির ক্যাপশান, ধারণা করা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে

    গত রাতে একাধিক ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

    তাদের মাঝে সবচেয়ে পরিচিত নাম ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর সাবেক প্রধান ছিলেন।

    এছাড়া, নিহত হয়েছেন মোহাম্মদ মাহদি তেহরানচি। তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এই তালিকায় আরও আছেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। এদের প্রত্যেকেই তেহরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন।

    ষষ্ঠ জনের পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। শুধু তার পদবী 'মোতাল্লেবিজাদেহ' উল্লেখ করা হয়েছে।

  5. ইসরায়েল, ইরান, ইরাক ও জর্ডানের আকাশে নেই কোনো বিমান

    ইসরায়েল, ইরান, ইরাক ও জর্ডানের আকাশে নেই কোনও বিমান

    ছবির উৎস, Flightradar24

    গত রাতে ইরানের ওপর হামলার পরপরই ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক— চার দেশই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

    ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরেডার২৪– এর ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে এই দেশগুলোর আকাশ এখন পুরোপুরি ফাঁকা, একটি ফ্লাইটও চলাচল করছে না।

    এদিকে, এয়ার ফ্রান্স জানিয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তেল আবিবে আসা-যাওয়ার সকল ফ্লাইট বন্ধ থাকবে।

  6. ইরানের ছোঁড়া সকল ড্রোন ভূপাতিত – খবর ইসরায়েলি গণমাধ্যমের

    ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

    দেশটির হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিলো, তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারোর আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই।

    তবে একইসঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে।

  7. ইরানের পাল্টা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা,

    ভোর রাতে সাইরেন বাজানোর পর আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছিলো ইসরায়েলিরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভোর রাতে সাইরেন বাজানোর পর আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছিলো ইসরায়েলিরা

    তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে— এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে।

    গত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের।

    দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয়, তাদের সামনে একটি "গুরুতর হুমকি" রয়েছে। তাই, সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।

    ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ, তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো।

    অন্যদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

    এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলের দিকে রওনা হয়েছে।

  8. ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি তেহরান,

    তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

    এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে।

    নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করেছে।

    কারণ, ইরানের প্রতি অনুগত, এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো, বিশেষত ইরাকের, "বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।"

    গতকাল সন্ধ্যায় আমি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির একজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।

    তিনি জানান, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে, যাতে ইরানের ওপর হামলা হলে ঐ গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায় । কারণ, ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না।

    ইরাকের প্রধানমন্ত্রীর আরেকজন ফরেন পলিসি বিষয়ক উপদেষ্টা এর আগে আমাকে সতর্ক করে বলেছিলেন– ইরানে যদি এবার কিছু ঘটে, তাহলে তা এমন কিছু হবে যা আমরা আগে দেখিনি।

    তিনি ঠিকই বলেছিলেন। এর আগে ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম।

    ইরানে ইসরায়েলি হামলার এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ মাত্র দুইদিন বাদেই আগামী রোববার ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিলো।

    আমি নিজেও ওই অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিন্তু এখন সবকিছু অনিশ্চিত। এই আলোচনা আদৌ এখন আর হবে কিনা, তা অজানা। আর তার থেকেও বেশি অজানা বিষয় হলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।

    ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলোও বাতিল হচ্ছে
    ছবির ক্যাপশান, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলোও বাতিল হচ্ছে
  9. পাল্টা একশো ড্রোন ছুঁড়েছে ইরান - বলছে ইসরায়েল

    ইরানের ড্রোন (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের ড্রোন (প্রতীকী ছবি)

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।

    তারা সেগুলো প্রতিহত করতে কাজ করছেন বলে জানিয়েছেন মি. ডিফ্রিন।

    ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার নিহত হওয়ার কথাও জানান তিনি।

    ওই হামলার পরপরই পাল্টা হামলার শঙ্কায় নিজ দেশে জরুরি অবস্থা জারি করে ইসরায়েলি সরকার।

  10. ইসরায়েলি হামলায় ইরানের যেসব শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন

    ইরানে ইসরায়েলি হামলা

    ছবির উৎস, Reuters

    ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েল ইরানে 'অপারেশন রাইজিং লায়ন' নাম দিয়ে যে হামলা চালিয়েছে, তাতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

    যাদের নিহত হওয়ার খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে, তারা হলেন—

    • মোহাম্মদ বাঘেরি: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান
    • হোসেইন সালামি: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার
    • ঘোলামালি রশীদ: খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার
    • ফেরেয়দুন আব্বাসি: পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর সাবেক প্রধান
    • মোহাম্মদ মাহদি তেহরানচি: পরমাণু বিজ্ঞানী, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন

    এছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।

  11. ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

    ছবিতে ডানদিকে দাঁড়ানো ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ছবিতে ডানদিকে দাঁড়ানো ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি

    ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

    ১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড এ যোগ দিয়েছিলেন মি. বাঘেরি। পর্যায়ক্রমে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা হয়ে ওঠেন।

  12. ইসরায়েল 'করুণ পরিণতির' মুখোমুখি হবে: আয়াতুল্লাহ খামেনি

    আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনি

    ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি বলেছেন যে এই হামলা ইসরায়েলের "বর্বর স্বভাবের প্রমাণ"।

    তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, "এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।"

  13. ইসরায়েলে জরুরি অবস্থা জারি

    ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার।

    প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

    তিনি বলেন, "খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা" চালাতে পারে ইরান।

    ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন।

    জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।

  14. তেহরানে ইসরায়েলি হামলার কিছু ছবি

    ইসরায়েল বলছে, তারা শুধুমাত্র ইরানের পরমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    তবে ইরানি গণমাধ্যম দাবি করছে, ইরানের রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ হয়েছে এবং নিহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

    তেহরানে হামলা হয়েছে ভোর ৪টার দিকে। এখন সেখানে সকাল ৭টা পেরিয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরজুড়ে বিস্ফোরণের চিহ্ন, ধ্বংসস্তূপ আর আতঙ্কের চিত্র উঠে আসছে বিভিন্ন ছবিতে।

    ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
    ধ্বংসযজ্ঞ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে এসেছেন মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধ্বংসযজ্ঞ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে এসেছেন মানুষ
    সড়কে জড়ো হয়েছেন মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সড়কে জড়ো হয়েছেন ইরানের মানুষ
    ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
    ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
    ধ্বংসযজ্ঞ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে এসেছেন মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধ্বংসযজ্ঞ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে এসেছেন মানুষ
  15. যতদিন প্রয়োজন, ততদিন আক্রমণ অব্যাহত রাখবে ইসরায়েল - নেতানিয়াহু

    বেনিয়ামি নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে।"

    রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণের শহর নাতানজ্-এ হামলা চালানোর কথা জানান মি. নেতানিয়াহু।

    এটিকে সমৃদ্ধকরণের মূল এলাকা হিসেবেও উল্লেখ করেন তিনি।

    আরও বলেন, 'ইরানি বোমা বানানোর সঙ্গে জড়িত' বিজ্ঞানীরা তাদের নিশানায় রয়েছেন।

    'যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে,' যোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

  16. ইসরায়েলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

    ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

    তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। মি. আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই।

    মি. আব্বাসিকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা হয়েছিল। সেই দফায় বেঁচে যান তিনি।

    ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

  17. ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান সালামি নিহত

    হোসেইন সালামি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রেভ্যুলেশনারি গার্ড কোর এর কমান্ডার হোসেইন সালামি।

    ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর এর (আইআরজিসি) প্রধান কার্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বাহিনীটির কমান্ডার হোসেইন সালামি।

    শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী।

    ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য ২০০০ সাল থেকে মি. সালামির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

    সালামি ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় প্রথম রেভল্যুশনারি গার্ডে যোগ দেন।

    বাহিনীতে তার নেতৃত্বের সময়কালেই গত বছর ইরান ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায়।

    ৩০০ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল ওই হামলায়।

    ইসরায়েলের সাথে ক্রমশ উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে একদিন আগেই মি. সালামি মন্তব্য করেছিলেন, ইরান "যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত"।

  18. ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু

    মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ও অন্যান্য সামরিক ঘাঁটি।

    তিনি আরও বলেন, "ইরানের কাছে এত বেশি পরিমাণে পরমাণু উপাদান মজুত রয়েছে, যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে।"