আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতে বিমান দুর্ঘটনায় দুই শতাধিক মৃত্যু, জীবিত উদ্ধার এক

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটির দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক। ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছেন তিনি। বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। অন্যদিকে, যে বোয়িং বিমানটি ভেঙ্গে পড়েছে, তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন।

সরাসরি কভারেজ

  1. ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে

    • ভারতের আহমেদাবাদে বিমানটির দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক।
    • ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির বিশোয়াস কুমার রমেশ এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন।
    • বিমান দুর্ঘটনায় গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বিজয় রুপানিও নিহত হয়েছেন।
    • ভেঙে পড়া বিমানটির ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন।
    • এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান ২৩০ যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে গুজরাতের রাজধানী আহমেদাবাদ থেকে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়।
    • এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    • বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।
    • এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
    • এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. ইমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন বেঁচে যাওয়া যাত্রী

  3. বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের রাজা এবং রাণী ‘নিদারুণভাবে মর্মাহত'

    যুক্তরাজ্যের রাজা এবং রাণী ক্যামিলা “আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মর্মাহত" হয়েছেন।

    “বহু দেশে ছড়িয়ে থাকা যেসব মানুষ এই ভয়ঙ্কর ঘটনায় আহত নিহত হয়েছেন আর যারা অপেক্ষায় রয়েছেন তাদের খবরাখবরের জন্য, তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করছি আর তাদের প্রতি রইল গভীর সমবেদনা।“

    “আমি বিশেষভাবে জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সেই সব কর্মীদের শ্রদ্ধা জানাই, যারা এই হৃদয়বিদারক ঘটনার সময়ে মানসিক আঘাত সহ্য করেও সহায়তা দিয়েছেন,” জানিয়েছেন যুক্তরাজ্যর রাজা।

  4. বিমান দুর্ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যা বললেন

    আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষকে যে কোনো ভাবে সহায়তা করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি এই দুর্ঘটনাকে “বিমান চলাচলের ইতিহাসে সবথেকে ভয়াবহ” ক্র্যাশগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন।

    তার কথায়, “কেউ বুঝতেই পারে নি যে কী হল। দেখে মনে হচ্ছিল বিমানটি ঠিক মতোই উড়ছিল।“

    হোয়াইট হাউসের ‘ইস্ট রুমে’ একটি সভায় তিনি বক্তব্য রাখছিলেন।

  5. , দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানটির বিভিন্ন অংশের চিত্র

  6. ভেঙ্গে পড়া বিমানটির ডানা-র দিকে নজর কেন বিশেষজ্ঞদের?, জেক হর্টন, বিবিসি ভেরিফাই

    আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং বিমানটি ভেঙ্গে পড়েছে, তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন।

    বিবিসি ভেরিফাই একটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে, বিমানটি নেমে আসছে এবং মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটছে।

    বিমান চলাচল বিশেষজ্ঞ জেফরি টমাস বলছেন, “আমি যখন এই ভিডিওটি দেখছি, তাতে বিমানের চাকা সহ নিচের দিক, অর্থাৎ আন্ডারক্যারেজটা তখনও নামানো অথচ ডানার ফ্ল্যাপ গুটিয়ে ছিল।“

    বিমানের ডানায় যে ফ্ল্যাপ থাকে, সেগুলো খুলে বা বন্ধ করে আকাশে ওড়া বা মাটিতে নামার সময় বিমানের গতি নিয়ন্ত্রণ করা হয়।

    মি. টমাসের কথায়, ডানা আর ফ্ল্যাপগুলো একই সমতলে ছিল। আকাশে ওড়ার পরে ওই সামান্য সময়ের মধ্যে এরকমটা খুবই অস্বাভাবিক।

    তার কথায়, “আন্ডারক্যারেজ, অর্থাৎ চাকা সাধারণত ১০-১৫ সেকেন্ডে গুটিয়ে নেওয়া হয়, তবে ফ্ল্যাপগুলো অনেকটা সময় নিয়ে ১০-১৫ মিনিট ধরে গুটিয়ে নেওয়া হয়।“

    আরেকজন বিশেষজ্ঞ টেরি টোজার বলছেন, “এই ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে না যে ফ্ল্যাপগুলো খোলা রয়েছে এবং এটা স্পষ্ট বোঝা যায় যে বিমানটি টেক অফ ঠিক মতো করতে পারে নি।“

    “ফ্ল্যাপগুলো যদি ঠিক না থেকে থাকে, তাহলে মানুষের ভুলে সম্ভাবনা থাকে,” বলছিলেন প্রাক্তন পাইলট ও বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ লেকচারার মাকোরআ চান। তবে তিনি এটাও বলছেন, “ভিডিওটির রেজলিউশন এতটাই খারাপ যে এটা নিশ্চিত করে বলা সম্ভব না।“

  7. এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যা বললেন

    আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দু:খ প্রকাশ করেছেন।

    তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় আমি বিষন্ন।“

    “আহত-নিহতদের পরিবারগুলো যখন তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য শোক পালন করছে, আমরাও আমাদের তরফ থেকে তাদের সমবেদনা জানাচ্ছি,” লিখেছেন মি. শরিফ।

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনার প্রভাব যাদের ওপরে পড়েছে, তাদের জন্য আমাদের প্রার্থনা রইল।“

  8. ‘ছাত্ররা দুপুরের খাবার খেতে বসেছিল, অন্তত তিনজনের মৃত্যু’

    আহমেদাবাদের যে ভবনটিতে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙ্গে পড়ে, সেটি মেডিকেল ছাত্রদের হোস্টেল।

    বিজে মেডিক্যাল কলেজের ছাত্রদের ওই হোস্টেলের ডিন মীণাক্ষী পারেখ বিবিসিকে বলেছেন, হোস্টেলের খাবার ঘরে প্রথম ধাক্কা মারে, তারপরে হোস্টেলেরই আরেকটি ভবনে গিয়ে পড়ে।

    সেই সময়ে অনেক ছাত্রই খাবার ঘরে দুপুরের খাবার খেতে বসেছিলেন।

    ড. পারেখের কথায়, “বেশিরভাগ ছাত্রই পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু ভবনটিতে আগুন ধরে যায়। প্রচুর ধোঁয়া বেরচ্ছিল। অন্তত ১০-১২ জন ছাত্র আটকিয়ে পড়ে। আমরা এখন সব ছাত্রদের ফোন করে খোঁজ নিচ্ছি যে তারা সুস্থ আছে কী না।

    “তবে তিন জন ছাত্র এবং একজন চিকিৎসকের বাড়িতে কর্মরত এক নারীর মৃত্যু হয়েছে নিশ্চিত,” জানিয়েছেন ড. পারেখ।

  9. বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রীও আছেন

    আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও নিহত হয়েছেন।

    ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

    মি. রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।

  10. ভারতে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২০৪ মরদেহ উদ্ধার, বলছে পুলিশ

    আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক।

    তবে, তারা সবাই বিমানের যাত্রী নাকি তাদের কেউ কেউ ঘটনাস্থলে অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

    ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছেন তিনি।

    তবে আশ্চর্যজনক ভাবে বিমানের এক যাত্রীকে জীবিত পাওয়া গেছে।

    ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ কমিশনার বলেছেন, বিশোয়াস কুমার রমেশ নামে ওই ব্রিটিশ নাগরিক বিমানটির ১১এ নম্বর আসনে বসেছিলেন।

    এদিকে মৃতদেহগুলো শনাক্ত করার প্রক্রিয়াও চালু হয়েছে আহমেদাবাদে।

    গুজরাত স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, যেসব যাত্রীর দেহ শনাক্ত করার অবস্থায় নেই, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, এমন আত্মীয় অর্থাৎ বাবা-মা অথবা সন্তানের ডিএনএ সংগ্রহ করা হবে সিভিল হাসপাতালে।

  11. নিহতের প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ

    বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ।

    আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি।

    এছাড়া, বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবে তারা।

    সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, " আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"

  12. এয়ার ইন্ডিয়া বিমানের এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার

    আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

    আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ১১এ নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী এবং তিনি জীবিত আছেন।

    মি. মালিক এ-ও জানিয়েছেন যে ওই যাত্রী এখন হাসপাতালে, তার চিকিৎসা চলছে।

    বিমানের যাত্রীর যে তালিকা কর্তৃপক্ষ প্রকাশ করেছেন, তা থেকে জানা যাচ্ছে যে, ওই ব্যক্তির নাম বিশোয়াস কুমার রমেশ এবং তিনি ব্রিটিশ নাগরিক।

    ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে, তারা হাসপাতালে মি. রমেশের সঙ্গে কথা বলেছে। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন সংখ্যা উল্লেখ করা আছে ১১এ বলে।

    ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্য দেখাচ্ছে, যেখানে তিনি বলছেন, “আকাশে ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ভীষণ জোরে আওয়াজ হয় আর বিমানটা ভেঙ্গে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়।

  13. তদন্তে আসছে ব্রিটিশ ও মার্কিন দল

    ভারতে বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল।

    ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য জানিয়েছে।

    এছাড়া, একটি ব্রিটিশ দলকেও তদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা।

  14. ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ

  15. "এই শোকে আমরা ভারতের সাথে আছি" ‒ আহমেদাবাদ দুর্ঘটনায় ভলোদিমির জেলেনস্কি

    আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, "এটি ভয়াবহ খবর। এই দুঃখজনক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমগ্র ভারতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল এবং কানাডার সমস্ত নিহত এবং তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। এই কষ্টকর ও মর্মান্তিক সময়ে আপনাদের সঙ্গে আছি।"

    "যত বেশি সম্ভব প্রাণ রক্ষা পাক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।"

  16. ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

    ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় লিখেছেন, "আহমেদাবাদে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত।"

    "এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।"

    তিনি বলেন, "এই দুঃসময়ে আমাদের চিন্তা ও প্রার্থনায় দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা রয়েছেন। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।"

  17. পুনরায় খুলেছে আহমেদাবাদ বিমানবন্দর

    ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু করা হয়েছে।

    সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

    এক্স-এর এক পোস্টে তারা জানায়, "আহমেদাবাদ বিমানবন্দরে সব অপারেশন পুনরায় চালু হয়েছে।"

    সঙ্গে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবাই যেন নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিমানবন্দরের অফিশিয়াল আপডেটের দিকে নজর রাখেন।

  18. এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ সম্পর্কে কিছু তথ্য

  19. অন্তত ৫০ মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে, সতর্কতা: নিচের পোস্টটিতে অস্বস্তিদায়ক বর্ণনা রয়েছে।

    এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এ তথ্য জানিয়েছে, ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন - ফাইমা।

    অ্যাসোসিয়েশনটি জানায়, পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া, অন্তত দুইজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে।

    কয়েকজনের চিকিৎসকের স্বজনও নিখোঁজ বলে জানা গেছে।

    ফাইমার তথ্য অনুযায়ী, বিমানে থাকা যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

  20. "যেন ভূমিকম্প হল" ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী

    আহমেদাবাদে বিমান দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হলো।

    সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, “আমি ঘরেই বসে ছিলাম, হঠাৎ প্রচন্ড একটা শব্দ হল। মনে হল যেন ভূমিকম্প হচ্ছে। আমি তখনও জানতাম না বিমান ভেঙ্গে পড়েছে। পরে এখানে এসে জানতে পারি।

    “এখানে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে আর ওখানে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে,” বলেছেন ওই প্রত্যক্ষদর্শী।

    বিজেপি বিধায়ক দর্শনা বাঘেলা সংবাদ সংস্থা এএনআইকে বলেন যে তিনি ঘটনাস্থলের কাছেই নিজের দফতরে ছিলেন।

    “আমি এখানে আমার অফিসে বসেছিলাম। সেখানেই বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রচুর ধোঁয়া বেরচ্ছে। ডাক্তারের হোস্টেলের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেককে উদ্ধার করতে পেরেছি,” বলছিলেন মিজ বাঘেলা।