ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প হাতে নেই, বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। এদিকে, অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সবশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই” এই বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একথা বলেছেন তিনি।
    • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে বিকেলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল।
    • সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিতে নিহত চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেওয়ার ঘোষণা করেছেন।
    • নেপালে সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের "অপূরণীয় ক্ষতি" হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
    • অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বয়কট করলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।
    • ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক।
    • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
    • রাজনৈতিক সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা দেশে ফিরেছেন।
    • আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল।
    • নেপালে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ-বিদেশের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে তুলে ধরা হয়।

    “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই” বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একথা বলেছেন তিনি।

    বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

    বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি মেন্ডেটের অন‍্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষটিকে দেখতে হবে।”

    দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলেও জানানো হয়।

  3. নির্বাচনে অনিয়মের অভিযোগ, জাবি ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু করে সিনেট ভবন, ট্রান্সপোর্ট এলাকা ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

    এ সময় ‘প্রহসনের জাকসু, মানি না মানবো না’, ‘বয়কটা বয়কট, জাকসু বয়কট’ এমন নানা স্লোগান দিতে শোনা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

    এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিকেলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল।

  4. সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের উদ্দেশ্যে আইএসপিআর এর বার্তা

    সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার গণমাধ্যমে এই বার্তা পাঠায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    বার্তায় উল্লেখ করা হয়, “২০০৯ সাল থেকে চৌঠা অগাস্ট ২০২৫ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ অনুরোধ করা হলো।”

  5. নেপালে থেকে দেশে ফিরলেন আটকে পড়া ফুটবলাররা

    বিমান বাহিনীর পাঠানো বিশেষ বিমানে নেপাল থেকে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, বিমান বাহিনীর পাঠানো বিশেষ বিমানে নেপাল থেকে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা

    রাজনৈতিক সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা দেশে ফিরেছেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে দেশে ফেরেন তারা।

    সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ করার পর জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিমান নেপালে পাঠানো হয়।

    জানানো হয়, “নেপাল থেকে প্রত্যাবর্তনকারী মোট ৫৫ জন সদস্যদের মধ্যে ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং ০১ জন ছাত্র সমন্বয়ক রয়েছেন।”

    নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুটি ম্যাচ খেলতে গত তেসরা সেপ্টেম্বর দেশটিতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা।

  6. চার্লি কার্ককে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেয়ার ঘোষণা ট্রাম্পের

    ৯/১১ স্মারক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ৯/১১ স্মারক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেয়া বক্তব্যে চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প বলেছেন, "আমার কোনো সন্দেহ নেই যে চার্লির কণ্ঠ এবং তিনি অগণিত মানুষের, বিশেষ করে তরুণদের হৃদয়ে যে সাহস স্থাপন করেছিলেন, তা বেঁচে থাকবে"।

    "আমরা তাকে খুব মিস করবো," ট্রাম্প বলেন।

    ট্রাম্প এরপর ঘোষণা করেন, তিনি চার্লি কার্ককে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করবেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ সম্মান।

    এদিকে চার্লির মৃত্যুকে ৯/১১-এ নিহতদের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    তিনি বলেন, "চার্লি; আমরা তোমাকে ভালোবাসি।”

    ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। মি. কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন।

  7. ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করলো আরো চার প্যানেল

    সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী শরণ এহসান সংবাদ সম্মেলনে কথা বলেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলন করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী শরণ এহসান

    অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বয়কট করলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

    পোলিং এজেন্টদের কাজে বাঁধা, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকাসহ নির্বাচন ঘিরে নানা অভিযোগ তুলেছেন এসব প্যানেলের প্রার্থীরা।

    সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী শরণ এহসান অভিযোগ করেন, “নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন হলে বিশেষ করে ছাত্রিদের হলে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট বিতরণ করা হচ্ছিল।”

    জাকসু নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে।

  8. গুরুত্বপূর্ণ নথিপত্র ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে: নেপালের সুপ্রিম কোর্ট

    নেপালের সিংহ দরবারের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী সদস্যদের অবস্থান

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, নেপালের সিংহ দরবারের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী সদস্যদের অবস্থান

    নেপালে সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের "অপূরণীয় ক্ষতি" হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, "নেপালের বিচারিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের দ্বারপ্রান্তে।"

    বর্তমান কঠিন পরিস্থিতিতেও, সুপ্রিম কোর্টের কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু করার বিষয়েও বলা হয়েছে বিবৃতিতে।

    জানানো হয়, রোববার থেকে সুপ্রিম কোর্ট হেবিয়াস কর্পাস আবেদন নিবন্ধন এবং নিয়মিত শুনানি শুরু করবে।

  9. জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিন শিক্ষক

    বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক নজরুল ইসলাম জাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক নজরুল ইসলাম জাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন

    ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক।

    বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তারা।

    দায়িত্ব থেকে সরে দাড়ানো এই তিন শিক্ষক হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো একজন শিক্ষক বলেন, “আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি হচ্ছে।”

    “এখানে নানা ধরনের অনিয়ম হচ্ছে, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, কেনো অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে? নিশ্চয় এর পেছনে কোনো উদ্দেশ্য আছে,” বলেন তিনি।

    বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক নজরুল ইসলাম দাবি করেন, "১৫ থেকে ২০ জন শিক্ষক নির্বাচনের অনিয়ম দেখে রাগে দুঃখে বাসায় চলে গেছেন। আমরা তিনজন এ নিয়ে সামনে এসে মিডিয়ার সঙ্গে কথা বলেছি।"

  10. নেপালের কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানের কিছু ছবি

    নেপালের কাঠমান্ডু এবং বিভিন্ন জেলায় জেন জি আন্দোলন তীব্র হওয়ার পর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। অনেক জায়গায় পোড়া যানবাহন এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে।

    পাঠান দরবার স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের আগুনে পোড়া একটি গাড়ির ধ্বংসাবশেষ।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পাঠান দরবার স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের আগুনে পোড়া একটি গাড়ির ধ্বংসাবশেষ।
    বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনের কিছু অংশ পুড়িয়ে দিয়েছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনের কিছু অংশ পুড়িয়ে দিয়েছে।
    আন্দোলনকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া পুলিশের একটি যানবাহন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আন্দোলনকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া নেপাল পুলিশের একটি যানবাহন।
    প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত সিংহ দরবারের একটি অংশ আগুনে পুড়ে গেছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত সিংহ দরবারের একটি অংশ আগুনে পুড়ে গেছে।
    কাস্কি জেলা প্রশাসন অফিসের পুড়ে যাওয়া ভবন এবং ক্ষতিগ্রস্ত যানবাহন।

    ছবির উৎস, BBC/Krishna Mani Baral

    ছবির ক্যাপশান, কাস্কি জেলা প্রশাসন অফিসের পুড়ে যাওয়া ভবন এবং ক্ষতিগ্রস্ত যানবাহন।
    কাঠমান্ডুর দরবারমার্গে পুলিশ অফিসের সামনের রাস্তায়, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, কাঠমান্ডুর দরবারমার্গে পুলিশ অফিসের সামনের রাস্তায়, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
    নকশালের পাঁচ তারকা হিলটন হোটেলের ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নকশালের পাঁচ তারকা হিলটন হোটেলের ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
    কাঠমান্ডুর বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, কাঠমান্ডুর বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
  11. 'সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধান খুঁজতে চেষ্টা চালাচ্ছি'- নেপালের রাষ্ট্রপতির বার্তা

    নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল (ফাইল ছবি)

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল (ফাইল ছবি)

    আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল।

    এক বিবৃতিতে পৌডেল উল্লেখ করেছেন, তিনি গণতন্ত্র রক্ষা এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেষ্ট রয়েছেন।

    "আমি সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আলোচনা করছি এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি," রাষ্ট্রপতির বার্তায় বলা হয়েছে।

    নেপালে জেন জি আন্দোলন তীব্র হওয়ার পর, মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় এবং তার ব্যক্তিগত বাসভবনেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    রাষ্ট্রপতি পৌডেল বর্তমানে সামরিক সুরক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

  12. জাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা ‘মিথ্যাচার করছে’ দাবি শিবির প্যানেলের

    শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা সংবাদ সম্মেলন করছেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা সংবাদ সম্মেলন করছেন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

    বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা দাবি করেন, সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদেরকে ‘ম্যানিপুলেট’ করার চেষ্টা করেছে।

    তারা দাবি করেন, শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা।

    “তারা দাবি করেছে ওএমআর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি নাকি জামায়াতের প্রতিষ্ঠান, ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডের,” বলে দাবি করেন জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

  13. জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

    জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল

    অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংবদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

    বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী দাবি করেন, তাদের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে।

    তিনি দাবি করেন, “আমরা একটা ফ্রি-ফেয়ার ইলেকশন দাবি করেছি। কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে, ভোটকেন্দ্রগুলো মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানিকে ক্যামেরা সাপ্লাই ও সিসিটিভির দায়িত্ব দেয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরের প্যানেলকে সব কেন্দ্র মনিটরিংয়ের সুযোগ করে দেয়া হয়েছে।”

  14. ফুটবলারদের আনতে নেপালে বিশেষ বিমান, নিরাপদে আছেন বাংলাদেশিরা: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    নেপালে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এছাড়া দেশটিতে সফররত বাংলাদেশ ফুটবল দলকে আনতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব।

    এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি বেলা ১২টার দিকে ঢাকা ত্যাগ করেছে।

  15. পুলিশের স্বাধীন তদন্ত সংস্থা আইন তৈরি করছে সরকার

    পুলিশ যাতে প্রভাবমুক্তভাবে তদন্ত করতে পারে সে লক্ষ্যে ‘ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’ বা স্বাধীন তদন্ত সংস্থা আইন তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এজন্য পুলিশের একটি আইন তৈরির জন্য আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।

    তিনি বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী খুব দ্রুত বসে এগুলো নিয়ে কাজ করবেন।”

    এছাড়া নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাব যেগুলো স্থানীয় এমপিদের সঙ্গে যুক্ত সেগুলো নির্বাচিত সরকার এলেই বাস্তবায়ন করতে হবে বলে জানান মি. আলম।

  16. নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত

    কাঠমান্ডুতে কারফিউ চলাকালীন সেনাবাহিনীর সদস্যরা

    ছবির উৎস, AFP via Getty Images

    নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

    কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে।

    এই ঘটনায় বারোজন বন্দি আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।

    এর আগে, মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দি মারা গেছেন।

    জেন জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দি নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন।

    এদিকে, নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দিকে আটক করেছে।

    বুধবার সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে।

    এদিকে, দেশটির কাঞ্চনপুরের চাঁদনীতে, ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

    সেনাবাহিনী আরও জানিয়েছে, স্থানীয়রা একজন বন্দিকে আটক করে স্থানীয় পুলিশ অফিসের কাছে হস্তান্তর করেছে।

    এছাড়া ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে