ডাকসু নির্বাচনে জয় লাভ করায় শিবিরকে পাকিস্তান জামায়াতে ইসলামীর অভিনন্দন

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল 'আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে' শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী।
    • কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল 'আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে' শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করার খবর পাওয়া গেছে।
    • বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। রাষ্ট্রপতি পৌদেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে “সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত” ওলিকেই কাজ চালানোর সরকারের দায়িত্ব দেন। যদিও তারা দুজনই কোথায় আছেন তা জানা জানা যায়নি।
    • নেপালের রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বন্ধে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছে। অন্যদিকে নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে ভারত।
    • জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে না বলে জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
    • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। যদিও লকারটি খোলা হয়নি।
    • কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের বৈঠকে ইসরায়েলের হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করে বলেছেন যে তিনি "এর প্রতিটি দিক নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট"। কাতারে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. 'ব্লোকোঁ টু' আন্দোলনে উত্তাল ফ্রান্স

    ফ্রান্সে রাজনৈতিক নেতৃত্ব ও বাজেট কাটছাঁটের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, যেটির নেতৃত্ব দিচ্ছে তৃণমূল আন্দোলন 'ব্লোকোঁ টু' (অর্থাৎ “সবকিছু বন্ধ করি”)।

    বিক্ষোভের দিনটিই মিলে গেছে নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর শপথ গ্রহণের সঙ্গে। তিনি দায়িত্ব নিয়েছেন এই সপ্তাহের শুরুতে আস্থা ভোটে পরাজিত হওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর জায়গায়।

    বিক্ষোভকারীরা সারা দেশে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, ময়লার ডাস্টবিনে আগুন দিয়েছে এবং অবকাঠামো ও স্কুলে প্রবেশে বাধা দিয়েছে।

    বুধবার সকাল পর্যন্ত প্রায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছেন দেশটির বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো।

    তিনি আরও বলেন, রেন শহরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং তুলুজের কাছে বিদ্যুতের তার নষ্ট করা হয়েছে।

    প্যারিস, মার্সেই, বোর্দো এবং মন্তপেলিয়েতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে। তবে অধিকাংশ গ্রেপ্তারই হয়েছে প্যারিস ও আশপাশে।

    ফরাসি গণমাধ্যম জানাচ্ছে কিছু বিক্ষোভকারী স্টেশনে ঢোকার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে তা ঠেকিয়ে দেয়।

    “সবকিছু বন্ধ করি” আন্দোলনের উত্থান মূলত সামাজিক মাধ্যমে কয়েক মাস আগে। পরে এটি গতি পায়, যখন আন্দোলনকারীরা বাইরুর প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ইউরো বাজেট কাটছাঁটের বিরুদ্ধে মানুষকে বিক্ষোভে নামতে উৎসাহিত করে।

    তাদের দাবির মধ্যে রয়েছে— সরকারি খাতে বেশি বিনিয়োগ, উচ্চ আয়ের মানুষের ওপর কর আরোপ, ভাড়া স্থির রাখা এবং ম্যাক্রোঁর পদত্যাগ।

    তৃণমূল আন্দোলন 'ব্লোকোঁ টু'র (সবকিছু বন্ধ করি) ডাকে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তৃণমূল আন্দোলন 'ব্লোকোঁ টু'র (সবকিছু বন্ধ করি) ডাকে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়
  3. এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন, এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন, যিনি কেন্দ্রীয় সদস্য ছিলেন।

    বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান তারা।

    অনেক রকম বিষয়ের মধ্যে মূল বিষয় হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ উল্লেখ করেন যে সেনাবাহিনী, প্রাক্তন ও বর্তমান সেনাসদস্যদের নিয়ে শীর্ষ নেতৃত্বের ‘অবমাননাকর বক্তব্য’।

    এনিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলতে চেয়েও পারেননি দাবি করে তারা বলেন, সেনাসদস্যদের নিয়ে “তাদের যে বিদ্বেষমূলক আচরণ সেটা আমাদেরকে সবসময় মনঃক্ষুণ্ণ করেছে।”

    বিষয়গুলো পুরানো হলেও সমাধান না হওয়ায় এবং দলে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ না থাকায় পদত্যাগ করেছেন বলছেন মি. মাহমুদ।

    জাতীয় নাগরিক পার্টির লোগো

    ছবির উৎস, NCP

  4. শিবিরকে অভিনন্দন পাকিস্তানের জামায়াতে ইসলামীর

    ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে বলা হয় “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।”

    সেখানে আরও বলা হয় “এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে তুলে ধরে, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।”

    এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্র শিবিরকে অভিনন্দন জানালেও সেটা পরে মুছে দেয়া হয়।

    পাকিস্তান জামায়াতে ইসলামীর পোস্ট

    ছবির উৎস, Screengrab

    ছবির ক্যাপশান, পাকিস্তান জামায়াতে ইসলামীর পোস্ট
  5. নেপালের শীর্ষ নেতারা গোপনে, তবু দেশ পরিচালনা তাদের হাতেই

    নেপাল

    ছবির উৎস, Getty Images

    বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল।

    তিনি অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী 'জেন জি' প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে -সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালি সেনাবাহিনী।

    বিবিসির পক্ষ থেকে নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতিসহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি "অজ্ঞ"।

    রামচন্দ্র পৌদেল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সংবিধানের নিবন্ধ ৭৭ এর ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে।

    রাষ্ট্রপতি পৌদেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে “সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত” ওলিকেই কাজ চালানোর সরকারের দায়িত্ব দেন। যদিও ওলির কোনো উপস্থিতি প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

    সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে ওলি দেশ ছেড়ে চলে গেছেন, তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি দাবি করেছেন যে তিনি নেপালে আছেন এবং নিরাপত্তা সংস্থাগুলির সুরক্ষায় রয়েছেন। মঙ্গলবার বিকেলে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নেপালি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

    সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংসদের কোনো একজন সদস্য প্রধানমন্ত্রী হতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এমন কোনো ব্যক্তি যিনি সমাজে সাধারণ মানুষ ও জেনারেশন জি’এর কাছে গ্রহণযোগ্য, এমন কাউকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া উচিত।

    ‘আমাদের শুধু সংবিধানে অনুমোদিত বিধানের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিৎ নয়। যেহেতু এটি সম্পূর্ণ অন্যরকম একটি পরিস্থিতি, এর সমাধান রীতি বহির্ভূতভাবেও হতে পারে।’

  6. ডাকসু নিয়ে ফেসবুক পোস্ট, বদলি পুলিশ কর্মকর্তা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে।

    যদিও এই বদলি ‘স্বাভাবিক প্রক্রিয়ায়’ হয়েছে বলে বিবিসি বাংলাকে জানান পুলিশ সুপার এহতেশামুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান। এর সাথে ফেসবুক পোস্টের সম্পর্ক থাকার বিষয়ে তারা কিছু জানাননি।

    বুধবার জেলার পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআরে তাকে বদলি করা হয়েছে।

    গণমাধ্যমের খবরে বলা হচ্ছে মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং পরে তিনি তার ফেসবুক আইডি হ্যাকড হওয়ার দাবিও করেন।

    তার পোস্ট করা ফটোকার্ডে “শুভকামনা ২১, ১৭, ০৮” উল্লেখ করা হয়েছিল যা ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।

  7. 'আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে', অভিযোগ মির্জা আব্বাসের

    মির্জা আব্বাস

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ঢাকায় আজ এক অনুষ্ঠানে মির্জা আব্বাস

    কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল 'আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে' শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    ঢাকায় আজ এক অনুষ্ঠানে তিনি বলেছেন “আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।”

    তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন।

    কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, "যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে 'ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনওদিন আসতে না পারে।”

    তিনি অভিযোগ করে বলেন “আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিলো।”

    আরো পড়তে পারেন:

  8. শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

    ঢাকার মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় লকারটি রয়েছে ।

    সিআইসি সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা জানাচ্ছে, লকারটির একটি চাবি শেখ হাসিনার কাছে ও অপরটি ব্যাংকের কাছে আছে।

    যদিও লকারটি এখনও খোলা হয়নি।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা বুধবার সকালে এক অভিযানে লকারটি শনাক্ত করেন বলে বিবিসিকে জানান সিআইসির একজন কর্মকর্তা।

    বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে বলে জানানো হয়েছে।

  9. চালু হলো কাঠমান্ডু বিমানবন্দর

    মঙ্গলবার দুপুরে বন্ধ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চালু হলো ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

    বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতি বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশটির জেন জিদের ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেন।

    কিন্তু তার পদত্যাগের পরও দেশব্যাপী বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে গতকাল ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।

    ফলে নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সব ধরণের বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

    ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

    ছবির উৎস, TIA

  10. নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে ভারত

    নেপালের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে সে দেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ একাধিক রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত লাগোয়া অঞ্চলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, উত্তরবঙ্গ সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন। আলোচনায় জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার উপর।

    তার নির্দেশে ভারত-নেপাল সীমান্তে সীমা সুরক্ষা বলের কর্মকর্তা যোগেশ কুমার সিংহের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব ও দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আলোচনা হয়েছে বলে খবর। বর্ডার পেট্রোলিং এবং তল্লাশির উপরও জোর দেওয়া হয়েছে।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেখানে শান্তি ফেরানোর আর্জিও জানিয়েছেন।

  11. জাতীয় পরিচয়পত্র হারালে লাগবে না সাধারণ ডায়েরি বা জিডি

    এনআইডি

    ছবির উৎস, Getty Images

    জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে না বলে নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানাচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস।

    নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক সাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

    চিঠিতে জানানো হয়েছে “নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নুতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।”

    এর আগে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সবার আগে থানায় সাধারণ ডায়েরি করে সে কাগজ সংরক্ষণ করতে হতো এবং পুনরায় উত্তোলনের জন্য থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে সে কাগজের প্রয়োজন হতো।

  12. নেপালে আজও চলছে কারফিউ, রাতভর বৈঠকে সেনা ও জেন-জিরা

    কারফিউ জারি হওয়ার পর নেপাল সেনাবাহিনী

    ছবির উৎস, Reuters

    নেপালের রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বন্ধে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছে।

    গত রাতে দেশটির রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল এবং নেপালি সেনাবাহিনী পৃথকভাবে আলোচনার আহ্বান জানানোর পর জেন-জি প্রতিনিধিরা সেনাপ্রধান অশোকরাজ সিগদেলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

    আলোচনায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা, অস্থায়ী সরকার গঠন ও আন্দোলনের দাবিগুলো নিয়ে আলোচনা হয়।

    এর আগে মঙ্গলবার নেপালে জেন জিদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

    এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পাশাপাশি দুর্নীতি মোকাবিলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন হাজার হাজার তরুণ-তরুণী।

    সোমবার গভীর রাতে ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার।

    তবে, দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও কাঠমান্ডু ও বিভিন্ন সরকারি দপ্তর, সংসদ ভবন, রাষ্ট্রপতির কার্যালয়সহ বহু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে।

    এর আগে শত শত বিক্ষোভকারী দেশটির সংসদ ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয়, জানালা ভেঙে দেয়।

    তারা দেয়ালে গ্রাফিতি এবং দুর্নীতিবিরোধী বার্তা স্প্রে-পেইন্ট করে। বিক্ষোভকারীরা নেপালের সরকারি অফিসগুলোর প্রধান প্রশাসনিক কমপ্লেক্স সিংহ দরবারে ও শীর্ষ নেতাদের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়।

    বুধবার সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে গুরুতর ক্ষতির কারণে বিচারাধীন মামলার সমস্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    যদিও আন্দোলনকারীরা দাবি করছে ভাঙচুর ও সহিংসতায় তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দাবি আদায় করতে চায়।

    আরো পড়তে পারেন:

  13. কাতারে ইসরায়েলের হামলায় 'খুশি নন' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    দোহায় হামলার পরের চিত্র

    ছবির উৎস, Getty Images

    কাতারের ওপর ইসরায়েলের হামলায় বিরক্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি 'খুশি নন'।

    হামলার কারণে এখন ভেস্তে যেতে বসেছে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ।

    কারণ ইসরায়েল যেখানে হামলা করেছে সে ভবনেই আলোচনার জন্য বসেছিলেন হামাসের শীর্ষ কূটনৈতিক নেতারা।

    মঙ্গলবার বিকেলে নয়ই সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের বৈঠকে ইসরায়েল হামলা চালায়।

    ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়, যেখানে একটি লক্ষ্যবস্তুতে ১০টি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছিল।

    দোহার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা আটটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    হামাস জানিয়েছে যে তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছে, তবে দাবি করেছে যে তাদের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছেন।

    হামাস বলেছে, এই হামলা "একটি জঘন্য অপরাধ, একটি স্পষ্ট আগ্রাসন এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘন"।

    কাতার বলেছে যে এই হামলা আন্তর্জাতিক আইনের "স্পষ্ট লঙ্ঘন", পাশাপাশি কাতারের জন্য "গুরুতর হুমকি"।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করে বলেছেন যে তিনি "এর প্রতিটি দিক নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট"।

    তিনি বলেন, হামলা চলাকালীন মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে তিনি হামলার কথা জানতে পেরেছেন।

    মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, তাই আমেরিকার অনুমতি ছাড়া এ হামলা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

    যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাতিসংঘের নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সরকারও এ হামলার নিন্দা জানিয়েছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে “এই ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির স্পষ্ট লঙ্ঘন। এই বেআইনি এবং বিনা প্ররোচনায় আক্রমণের মুখে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম কাতার সরকার এবং জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে।”

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে