আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার, ড. ইউনূসের সাজা বাতিল, সুপ্রিম কোর্টের কার্যক্রম স্থগিত

ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় হতে পারে। তবে এখনো ঘোষণা করা হয়নি অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা। ঢাকায় বিশাল সমাবেশ করেছে বিএনপি। অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ, পুলিশে রদবদল।

সার সংক্ষেপ

  • ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ড. মুহাম্মদ ইউনূস, বৃহস্পতিবার শপথ হতে পারে
  • সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম স্থগিত
  • শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড.ইউনূসসহ চারজনের সাজা বাতিল
  • দেশের দুই কারাগার থেকে তিন শতাধিক বন্দী পালিয়েছে
  • আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ আইজিপির
  • পুলিশ-র‍্যাবের শীর্ষ পদে রদবদল, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা ঘটেছে:

    • ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষিত ড. মুহাম্মদ ইউনূস। তবে পূর্ণাঙ্গ পরিষদ এখনো ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার রাতে শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
    • সুপ্রীম কোর্টের উভয় বিভাগ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
    • শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিল করেছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করে অধ্যাপক ইউনূসসহ চারজনকেই খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।
    • কুষ্টিয়া জেলা কারাগার থেকে দুপুরে গেট ভেঙ্গে ৯৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এরই মধ্যে এদের ছয় জন ফিরে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে।
    • ঢাকার নয়াপল্টনে বিশাল সমাবেশ করে বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। এই সভায় বহু বছর পর ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
    • ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি”।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
    • এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক স্থানে প্রশ্নপত্র নষ্ট হয়ে যাওয়ায় পরীক্ষা পেছানো হয়েছে।
    • অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গর্ভনর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। র‍্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ কিছু পদে রদবদল করা হয়েছে।
  2. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উচ্চ আদালতের বিচার কার্যক্রম বন্ধ

    সুপ্রীম কোর্টের উভয় বিভাগ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

    যদিও এর আগে দুপুরে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে সরাসরি অথবা ভার্চুয়ালি হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তবে, সে সময় চেম্বার জজ আদালতের কার্যক্রম চলবে বলে জানালেও আপিল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে।

    তবে, রাত সাড়ে দশটায় দেয়া বিজ্ঞপ্তিতে দুপুরে দেয়া বিজ্ঞপ্তি বাতিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। ফলে উভয় বিভাগের সকল ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।

  3. কুষ্টিয়া কারাগার থেকে ৯৯ জন বন্দী পালালেও ফিরেছে ছয় জন

    কুষ্টিয়া জেলা কারাগার থেকে দুপুরে গেট ভেঙ্গে ৯৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এরই মধ্যে এদের ছয় জন ফিরে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জেল সুপার আঃ বারেক বলেন, “৯৯ জন পালিয়ে গেছে। এদের ছয়জন ফেরত এসেছে। আরো অনেকে ফেরত আসবে বলে খবর এসেছে”।

    দুপুর দুইটার পরে প্রায় তিনশ বন্দী কারাগারের ভেতরে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারা ফটকের রক্ষীদের মারধর করে চাবি নিয়ে পকেট গেইটের তালা খুলে ফেলে বলে জানান মি. বারেক।

    এ সময় কারারক্ষীরা ফাঁকা গুলি ছুঁড়লে বেশ কিছু বন্দী আবার ভেতরে চলে যায়। কিন্তু আরো কিছু বন্দী পালিয়ে যায় বলে সিসিটিভি ফুটেজে দেখেছেন বলে জানান জেল সুপার।

    পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে একজন কুষ্টিয়ার চাঞ্চল্যকর দশ টুকরা হত্যা মামলার আসামি এবং যিনি স্থানীয় যুবলীগ নেতা বলেও জানান মি. বারেক।

    তবে, কোন হতাহতের ঘটনা ঘটে নি।

  4. দেশ থেকে পালানো রোধ করতে সীমান্তে টহল, নজরদারি বাড়িয়েছে বিজিবি

    দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়ের পরে বেশ কিছু দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে,এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

    একইসাথে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধ করতে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে পালানোর সময় বিভিন্ন সীমান্ত থেকে চার জনকে আটক করা হয়েছে।

    এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত চৌকি থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চৌকি থেকে দুইজনকে আটক করা হয়েছে।

  5. শেখ হাসিনা মরে যান নি, আমরাও কোথাও যাইনি: ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি’।

    বুধবার রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

    সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে। লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।’

    তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন, গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।

    এর আগে তিনি ফেসবুক পেজে তিনি জানিয়েছিলেন তাদের পরিবারের কেউ আর রাজনীতি করবে না।

    বুধবার তিনি বলেন, “বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।’

    ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। লুটপাট হচ্ছে।

    এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি বলেন, “আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি”।

    মি. ওয়াজেদ বলেন, গণতন্ত্র নতুন ও বাংলাদেশে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল।

  6. চুক্তি বাতিল মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের দায়িত্ব পালন করা মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রনালয় বুধবার এক আদেশে বলেছে, মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এর ফলে সরকারি চাকরি থেকে বাদ দেয়া হয়েছে তাকে।

    ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাবস্থায় মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান তোফাজ্জল।

    গত বছরের জুলাইয়ে চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এরপর চলতি বছরের ২৬শে জুন আরো এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

  7. গণঅভ্যুত্থান কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাংক্ষা চরিতার্থ করার জন্য নয়

    ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ।

    হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় মি. মাহমুদ এ কথা বলেছেন।

    তিনি বলেন, “ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাংক্ষা চরিতার্থ করার জন্য নয়”।

    প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে বলেও মি. মাহমুদ এ বার্তায় হুঁশিয়ারি দেন।

    যেকোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে ও জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে বলে এ বার্তায় বলেন তিনি।

    মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তের সদস্যের দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন রাষ্ট্রপতির কাছে। যাতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন

    একইসাথে ড. ইউনূসও এ প্রস্তাবে রাজী হয়েছেন। বৃহস্পতিবার রাতে শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

  8. আন্দোলনে পুলিশের ভূমিকার জন্য আইজিপির দুঃখ প্রকাশ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম সব ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    পুলিশ বাহিনীকে একটি পেশাদার বাহিনী হিসাবে তৈরি করা হবে জানিয়ে বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

    আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, ''বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত।''

    এই ঘটনার জন্য পুলিশের কিছু কর্মকর্তা দায়ী বলে তিনি মনে করেন।

    ''আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত ও নিগৃহীত হয়েছেন,'' তিনি বলেছেন।

    তাদের বিরুদ্ধে পুলিশের প্রবিধান, অন্যান্য আইন ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

    ‘প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি।

    পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন যে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএন, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্সসহ সকল পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে কর্মস্থলে যোগদান করতে হবে।

    এছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারদের নিজ এলাকায় জ্যেষ্ঠ নাগরিক , পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করতে বলা হয়েছে যারা বর্তমান সময়ে নিরাপত্তা বিধানে সহায়ক ভূমিকা রাখবে।

  9. ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ড. ইঊনূস

    ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ড. মুহাম্মদ ইঊনূস।

    তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী।

    ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর রাত ৮টায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন।

  10. কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ২০৯ বন্দী পালিয়েছে, নিহত ছয়জন

    বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে।

    গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তখন বন্দী পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি ছোঁড়ে। এতে ছয় জন নিহত হয়েছেন।

    মঙ্গলবার দুপুরের দিকে কিছু বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে মারধরও করা হয়।

    কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা বিবিসি বাংলাকে বলেন,“ কারারক্ষীরা প্রথমে তাঁদের থামানোর চেষ্টা করে। এ সময় তাদেরকেও মারধর করা হয়। পরে গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে ছয়জন নিহত হয়। কয়েকজন কারারক্ষীও আহত হয়েছে”।

    “নরসিংদী কারাগার থেকে পালানো এক বন্দী হাইসিকিউরিটি কারাগারে রয়েছে। সারাদেশে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু কারাগার থেকে পালানোর বা মুক্তি দেয়ার সুযোগ নেই” বলেন মি. বালা।

    দুপুর প্রায় দুইটায় সেনা সদস্যরা কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মি. বালা। এ সময় বন্দীরা দেওয়াল ভেঙ্গে পালিয়ে যায় বলে জানান তিনি। সোমবার থেকেই সেনাবাহিনী এ কারাগারে ছিল।

    “ ওয়াল ভেঙ্গে ফেলে বন্দীরা। ওয়ালের উপরের বিদ্যুতের পোল ভেঙ্গে মইয়ের মত বানায় তারা। তারপর পালিয়ে যায়। সিঁড়ির লোহার পাত ভেঙ্গে তারা মারধর করে কারারক্ষীদের” বলেন মি. বালা।

    নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পর বিষয়টি জানা যায় বলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান।

  11. পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

    বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে এ পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান।

    পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম।

    বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

    এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আলমগীর কবির।

  12. 'আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধা করতে পারবেন'

    অন্তর্বর্তীকালীন সরকারের 'প্রধান উপদেষ্টা হিসেবে' অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

    আগামীকাল রাতে শপথ গ্রহণ হতে পারে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

    বিকেলে এক সংবাদ সম্মেলনে মি. জামান বলেন, “কাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। বিকালে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত আটটা নাগাদ হতে পারে। উনি দুপুর দুইটা দশে আসবেন। ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে”।

    অধ্যাপক ইউনুসের সাথে কথা হয়েছে জানিয়ে মি. জামান বলেন, “আমরা সব ধরনের সহায়তা করবো। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধা করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন”।

    কাল দুপুরে ড. ইউনূসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধানই এয়ারপোর্টে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ আগামীকাল হতে পারে বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ জামান।

    অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে করা এক প্রশ্নে মি. জামান বলেন, “আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। তারপরও দুই-একজন করতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা বলতে চাচ্ছি না”।

    দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না”।

    খুব শীঘ্রই পুলিশ পুনর্গঠিত হবে আশা প্রকাশ করে মি. জামান বলেন, “পুলিশ কাজে নেমে যাবে যখন তখন ভয়েডটা পূরণ করতে পারবো। পুলিশ বিশাল একটা ফোর্স। এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই ভয়েড হয় এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না”।

    “আমি নিশ্চিত পুলিশ খুব শিঘ্রই পুনর্গঠিত হবে। এ সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হবে। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো”।

  13. পাঁচ বছর পর ফিরে এসেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

    ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।

    বুধবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয় বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তাঁর কোন হদিস মিলেনি।

    ইউপিডিএফ বরাবরই অভিযোগ করেছে, রাষ্ট্রীয় সংস্থা তাকে গুম করে রেখেছে।

    নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইউপিডিএফ।

    এর আগে বহু বছর রাষ্ট্রীয় বাহিনীর কাছে আটকাবস্থায় থাকার পর মুক্তি পেয়েছেন জামায়াতের সাবেক দুই শীর্ষ নেতার দুইজন সন্তান।

    মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত ১৫ বছরে বহু মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কোন অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায়। কারো কারো বিরুদ্ধে মামলা ছিল। তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেলেও মেলেনি।

  14. অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকালে

    অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকালে অথবা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

    তিনি বলেন, ''অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করবো।''

    ''আগামীকাল বিকালে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।''

    অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন।

    দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।

    বিভিন্ন স্থানে যারা ভাঙ্গচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।

  15. ড. ইউনূসের ছয় মাসের সাজা বাতিল

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিল করেছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করে অধ্যাপক ইউনূসসহ চারজনকেই খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

    রাজধানীর বিজয় নগরে অবস্থিত শ্রম আপিলেট ট্রাইব্যুনালে এ শুনানি দুপুর তিনটার পরে শুরু হয়। দেড় ঘন্টা শুনানির পর এ রায় দেয়া হয়।

    ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিবিসি বাংলাকে বলেন, " আপিল গ্রহণ করে চারজনকেই খালাস করে রায় দিয়েছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল"।

    গত পহেলা জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি শ্রম আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

    ওইদিন রায়ের পরে আদালতের বাইরে এক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ''যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম।''

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০২১ সালের নয়ই সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

    এ মামলার অভিযোগের মধ্যে ছিলঅনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ না দেয়া এবং ১০১ জন শ্রমিকের চাকরি স্থায়ী না করা।

    এছাড়া গণছুটি না দেয়া, শ্রমিকদের কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল গঠন না করাও অন্যতম অভিযোগ এই মামলার।

  16. কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়: ড. ইউনূস

    দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত হওয়া ড. মুহাম্মদ ইউনূস।

    ইউনূস সেন্টারের পাঠানো এক প্রেস রিলিজে বলা তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।"

    নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেছেন, "আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।"

    ছাত্র-দলমতনির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান তিনি, "আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।"

    সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান ড. ইউনূস বলেছেন, অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।

  17. ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়: খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভার্চুয়ালি দেয়া বক্তব্যে বলেছেন, “দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাসী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। বীর সন্তানরা যারা মরনপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে. শতশত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।”

    বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশ তার এ বক্তব্য প্রচার করা হয়।

    “দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ।”

    তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, “তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতির নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

    তরুণদের হাত শক্তিশালী করার আহবান জানিয়ে প্রতিশোধপরায়ণ না হয়ে সমাজ গড়ে তোলার আহবান জানান মিজ জিয়া।

    “ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” যোগ করেন খালেদা জিয়া।

  18. দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের

    ''দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে,'' এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই দাবি জানান।

    শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। মুলমান, হিন্দু ,খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন তার নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ান। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি।

    পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানিয়ে মি. রহমান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। অধিকাংশ পুলিশ কর্মকর্তা চাকরিবিধি মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করেন।

    "পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বন্ধ করুন। কেউ বিএনপির নাম ব্যবহার তাকে আইনের হাতে তুলে দিন। দেশবাসীর কাছে আহ্বান কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না," যোগ করেন মি. রহমান।

    নৈরাজ্যের বিরুদ্ধে নৈরাজ্য কোনো সমাধান না বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করতে হবে। রফতানির আওতা যেকোনো মূল্যে বাড়াতে হবে। দক্ষ ও মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।

    মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

    এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের ছাত্ররা অত্যন্ত ম্যাচুরিটির সাথে দায়িত্ব পালন করছেন।

    সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে মি. আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীরা কোনো ভাঙচুর, রাহাজানির সাথে জড়িত হয় না। আগুন-অগ্নিসংযোগে আপনারা জড়িত হবে না। যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    ষোল বছর নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তাদের দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

    ফখরুল বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের দোসরাও পালিয়ে গেছে। তারা যেন আর ফিরে আসতে না পারে।

  19. ড. ইউনূসের সাজার রায় বাতিল চেয়ে করা আপিলের শুনানি চলছে

    শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিল চেয়ে করা আপিল আবেদনের শুনানি চলছে।

    রাজধানীর বিজয় নগরে অবস্থিত শ্রম আপিলেট ট্রাইব্যুনালে এ শুনানি দুপুর তিনটার পরে শুরু হয়েছে।

    গত পহেলা জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি শ্রম আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

    ওইদিন রায়ের পরে আদালতের বাইরে এক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ''যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম।''

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০২১ সালের নয়ই সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

    এ মামলার অভিযোগের মধ্যে ছিল অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ না দেয়া এবং ১০১ জন শ্রমিকের চাকরি স্থায়ী না করা।

    এছাড়া গণছুটি না দেয়া, শ্রমিকদের কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল গঠন না করাও অন্যতম অভিযোগ এই মামলার।

  20. নবায়নকৃত পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে।

    দলটির মিডিয়া সেলের মুখপাত্র শায়রুল কবির খান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মি. খান বলেন, “গতকাল রাতে একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ম্যাডামের মেশিন রিডেবল পাসপোর্টটি গ্রহণ করেছেন।”

    বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার থেকে গত কয়েক বছরে বেশ কয়েকবার আবেদন করা হয়। কিন্তু তখন অনুমতি দেয়নি সরকার। সে সময়ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করা হয়েছিল বলে জানান মি. খান।

    খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে নির্বাহী আদেশে মঙ্গলবার মুক্তি দেয়া হয়।

    গত ৮ই জুলাই থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এর আগে, গত বছরের অগাস্টে চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। তখন পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।