আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চার জন নিহত, রাত ৮টা থেকে চলছে কারফিউ

বুধবার 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচি শেষে ফেরার সময় হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি'র শীর্ষ নেতারা। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে"। এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে তারা।
    • গোপালগঞ্জে রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শহরজুড়ে টহল দিচ্ছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
    • গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক।
    • বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। তার দাবি, “আমরা লিথ্যাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমাদের একটু সময় লাগছে।''
    • এনসিপি’র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।
    • সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা। বিকাল ৫টার পরে তাদের গোপালগঞ্জ ছেড়ে বের হওয়ার কথা বিবিসি বাংলাকে জানান সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
    • গোপালগঞ্জে এনসিপি'র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি।
    • বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক 'নৌকা' সরিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।

    আজকের মতো বিবিসি বাংলার লাইভ পাতা এখানেই বন্ধ করা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বৃহস্পতিবার সকালে আবার লাইভ পাতাটি চালু করা হবে।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে দেশের অন্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

    বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা শিক্ষা বোর্ডর আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ১৭ জুলাই সকালে অনুষ্ঠেয় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো।"

    গোপালগঞ্জে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  3. গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মি. নাহিদ বলেন, "মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে।"

    নাহিদ ইসলাম বলেন, “সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনা চলে আসি।”

    তিনি বলেন, "দেশ ও বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহার আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে।"

    গোপালগঞ্জ "ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে" বলেও দাবি করেন মি. নাহিদ।

    খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, "গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে।"

    “যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না” বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

    এর আগে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে।”

    মি. আখতার বলেন, "বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি। গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী।"

  4. কারফিউ শুরুর পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে

    গোপালগঞ্জে রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

    স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পরই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখেমুখেও ছিল আতঙ্ক।

    শহরজুড়ে টহল দিচ্ছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা।

    পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে।

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে।

    সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পরই শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন।

  5. খুলনায় এনসিপি নেতারা, রাত সাড়ে নয়টায় সংবাদ সম্মেলন

    গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র নেতারা।

    রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

    গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।

    তিনি বলেন, “জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।”

  6. গোপালগঞ্জে সারা দিনে সংঘর্ষের কিছু চিত্র

  7. গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চার জন নিহত

    গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, এখন পর্যন্ত চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

    ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

  8. গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ

    এনসিপির সভা ঘিরে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার।

    রাত ৮টা থেকে পরদিন বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

  9. পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না, আইজিপির দাবি

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

    মি. আলম বিবিসি বাংলাকে বলেছেন, ''উচ্ছৃঙ্খলতা যা হয়েছে, সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সাথে প্রশমন করার চেষ্টা করছি, আমরা এখন রিইনফোর্সড (আরো পুলিশ সদস্য পাঠানো) করছি, পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা লিথ্যাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমাদের একটু সময় লাগছে।''

    এনসিপির সমাবেশ ঘিরে দুপুর থেকে গোপালগঞ্জে উত্তেজনা চলছে। সন্ধ্যা পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মধ্যে যদিও সেনা-পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে বের করে আনা হয়েছে।

  10. গোপালগঞ্জের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

    এনসিপি’র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

    গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বুধবার বিকেলে অন্তর্বতী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেয়া হয়।

    বিবৃতিতে আরো জানানো হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষ্ঠুর আক্রমণের মাধ্যমে ন্যাশনাল সিটিজেনস পার্টি, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

    ''নিষিদ্ধ ঘোষিত ছঅত্রলীগ এবং আওয়ামী লীগ অ্যাকটিভিস্টদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এরকম সহিংসতা করার জায়গা নেই,'' বলা হয়েছে বিবৃতিতে।

    এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। এছাড়া হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়।

  11. সেনা-পুলিশ পাহারায় নাহিদ, আখতারসহ এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন।

    এই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

    কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।

  12. গোপালগঞ্জে হামলার ঘটনায় পুলিশের সমালোচনা সারজিসের

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার পর একটি ভবনে 'অবরুদ্ধ' থাকা অবস্থায় দলটির নেতা সারজিস আলম সেখানে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন।

    সেখানে অবস্থানের সময় এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে"।

    আজ বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালানো হয়। পরে দলের শীর্ষ নেতারা একটি ভবনে নিরাপদ অবস্থানে চলে যান বলে জানান দলের অন্য নেতারা।

    এদিকে সারজিস তার ফেসবুক পোস্টে মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়ে লিখেছেন “সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন”।

  13. দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ব্লকেড পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    এক বিবৃতিতে তারা জানিয়েছে, সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

  14. গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি

    গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

    ১৪৪ ধারা জারি করার মানে হলো, সেখানে কোনো সভাসমাবেশ বা জমায়েত আইন বিরুদ্ধ বলে গণ্য হবে।

  15. আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে: আখতার হোসেন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, গোপালগঞ্জে তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা চালিয়েছে।

    এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পর দলের নেতারা ‘একটি ভবনে’ নিরাপদে আছেন বলে জানিয়েছেন মি. আখতার।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, “জেলা প্রশাসক কার্যালয়ের পাশে স্থানীয় একটি ভবনে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাঠে আমাদের কর্মীরা প্রতিরোধ অব্যাহত রেখেছে”।

    “আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কিন্তু মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে।”

    “আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। প্রতিরোধের মধ্য দিয়েই আমরা এখান থেকে অন্যত্র রওনা দেবো,” বলেন তিনি।

    এনসিপি নেতাদের কেউ আহত হয়েছেন কি না জানতে চাইল মি. আখতার বলেন, এই হামলায় শীর্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কেউ এখনো আহত হয়নি।

  16. গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

    গোপালগঞ্জে এনসিপি'র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ''ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এসসিপি'র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।''

    আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীতের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই,'' তিনি বলেছেন ওই বিবৃতিতে।

    হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

  17. গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি

  18. গাজায় ত্রাণ নিতে গিয়ে ভিড়ে ২০ জনের মৃত্যু, দাবি বিতরণকারী জিএইচএফ গ্রুপের, ডেভিড গ্রিটেন, বিবিসি নিউজ, জেরুজালেম থেকে

    দক্ষিণ গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহের চেষ্টারত ২০ জন নিহত হয়েছেন এবং "বিশৃঙ্খল ও বিপজ্জনক” ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিতগাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

    খান ইউনিস এলাকায় জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে "মর্মান্তিক ঘটনায়" ১৯ জন পদদলিত হয়ে মারা গেছেন এবং একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। এতে জিএইচএফ আরও বলে, তারা বিশ্বাস করে যে এই ভিড় "জনতার মধ্যে মিশে থাকা বিক্ষোভকারীদের দ্বারা সৃষ্ট" যারা হামাসের সাথে যুক্ত ছিল।

    তাৎক্ষণিকভাবে তাদের এই খবর যাচাই করা সম্ভব হয়নি।

    তবে খান ইউনিসের নাসের হাসপাতাল আগে বলেছিল যে জিএইচএফ নিযুক্ত মার্কিন বেসরকারি নিরাপত্তারক্ষীদের দ্বারা একটি ত্রাণকেন্দ্র বন্ধ করে দেওয়ার পর ‘শ্বাসরোধে’ মারা যাওয়া ১০ জনের দেহ তারা পেয়েছে।

    মে মাসের শেষের দিকে জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ চাইতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

    জাতিসংঘের মানবাধিকার অফিস মঙ্গলবার জানিয়েছে, গত ছয় সপ্তাহে দক্ষিণ ও মধ্য গাজায় জিএইচএফের চারটি স্থাপনার আশেপাশে ৬৭৪টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ কনভয়ের পথে আরও ২০১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যোগ করেছে তারা।

    এর আগে গাজার একটি ত্রাণকেন্দ্রের নিরাপত্তারক্ষী বিবিসিকে বলেছেন যে তিনি তার সহকর্মীদের ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছেন।

    বুধবারের আগ পর্যন্ত জিএইচএফ তাদের স্থাপনার কাছাকাছি কোনো মারাত্মক ঘটনার কথা অস্বীকার করে আসছিল। তারা জাতিসংঘের বিরুদ্ধে গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের "মিথ্যা ও বিভ্রান্তিকর" পরিসংখ্যান ব্যবহারের অভিযোগও এনেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী গত সপ্তাহে বলেছিল যে তারা স্বীকার করেছে, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে বেসামরিক নাগরিকদের ক্ষতি হয়েছে এবং তারা "জনগণ ও (ইসরায়েলি) বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাত যতটা সম্ভব কমিয়ে আনার" জন্য কাজ করছে।

    ইসরায়েলি সামরিক এলাকায় ত্রাণ বিতরণের জন্য জিএইচএফ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যবহার করে।

    জাতিসংঘ তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের স্থাপনাকে অনৈতিক বলে বর্ণনা করেছে।

  19. পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে সেনাবাহিনী

    গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

    এসময় রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে সেনাবাহিনী।

    এসময় সংঘর্ঘস্থলে আটকে পড়া বেশ কয়েকজনকে সেনাবাহিনীর গাড়িতে উদ্ধার করতেও দেখা গেছে।

  20. গোপালগঞ্জের শহর এলাকা রণক্ষেত্রে পরিণত

    গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

    দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।

    ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

    সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

    শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে।