আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা

রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় আলাদা করে ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এক নজরে জেনে নিন দিনের ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • সরকার 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় মঙ্গলবার শহীদ মিনারে পূর্বঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি করবে সংগঠনটি।
  • জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
  • বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের।
  • টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত 'ঘৃণাস্তম্ভে' 'গণ জুতা নিক্ষেপ' কর্মসূচি করেছে কয়েকটি ছাত্র সংগঠন।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটল

    • জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    • রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় শহীদ মিনারে মঙ্গলবার পূর্বঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
    • 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
    • বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের।
    • সংখ্যালঘুদের উপর কোনো হামলাই ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
    • কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ১৯ জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    • গুমের অভিযোগে শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কয়েকটি ছাত্র সংগঠন।
    • আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা, 'অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে'

    রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় শহীদ মিনারে মঙ্গলবার পূর্বঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

    নানা নাটকীয়তার পর মঙ্গলবার মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছে সংগঠনটি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, সাবেক সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

    ব্রিফিংয়ের শুরুতে সারজিস আলম বলেন, "আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশনের ডিমান্ডকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটি আসা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি অনুভব করেছে। এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে আসা উচিত। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়ে নেয় তখন আমরা এটিকে সাধুবাদ জানাই।"

    এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল লিখিত বক্তব্য পাঠ করেন।

    তিনি বলেন, "এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূতলা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে স্বতস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উদ্যোগ নেয়া হয়েছে।"

    রাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে মঙ্গলবার 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি ঘোষণা করার কথা জানান মি. সোহেল।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সবাই বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি।

    এসময় সমন্বয়কদের মধ্যে কোনো দ্বন্দ্বের বিষয়টি নাকচ করে দেন তারা।

  3. কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঘোষণাপত্র দেবে কি?

    'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' নিয়ে আয়োজিত মঙ্গলবারের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত বহাল রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সেখানে তারা কোনো ঘোষণাপত্র দেওয়া হবে কি না সেটি স্পষ্ট করা হয়নি।

    সোমবার রাতে দীর্ঘ জরুরি বৈঠক শেষে মঙ্গলবারের কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

    মি. মাসুদ বলেন, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন চেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। কিন্তু আমরা যাতে এই দলিল উপস্থাপন না করি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে হা-বাচক কথা বলেছে।

    মঙ্গলবার তাদের একত্র হওয়ার কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছেন মি. মাসউদ।তবে কী ধরনের ষড়যন্ত্র ও বাধার মুখে পড়তে হয়েছে এ ব্যাপারে কিছু বলেননি তিনি।

    'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' দেয়ার বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

    এদিন রাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র দেয়ার পরই রাত দশটায় জরুরি বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

    এই বৈঠকে কর্মসূচি পালন নিয়ে নানা আলোচনা চলে। এসময় কর্মসূচি পালনের পক্ষে বেশ কয়েকজনকে সভাকক্ষের বাহিরে স্লোগান দিতে দেখা যায়।

    এর আগে গত রোববার আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সোমবার সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানিয়েছিলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হতে পারে।

    পরে রাতে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি এ সময় জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    প্রেস উইং থেকে জানানো আরো হয়, এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে।

  4. জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

    জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, "এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।"

  5. ২৫শে ফেব্রুয়ারি 'শহীদ সেনা দিবস' ঘোষণার দাবি পিলখানায় নিহতদের পরিবারের

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনর্তদন্ত দাবি করেছেন নিহত সেনা পরিবারের সদস্যরা। এসময় তারা ২৫শে ফেব্রুয়ারিকে 'শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণারও দাবি জানান।

    সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানানো হয় বলে তার দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা বিগত শেখ হাসিনা সরকার কীভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবেরও বর্ণনা দেন।

    তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়নও করা হয়েছে। সত্য বলা থেকে বিরত রাখতে তাদের উপর নানা অত্যাচার চালানো হয়েছে।

    পিলখানায় নিহত সেনা পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা শেখ হাসিনা সরকার চালিয়েছিল তা সত্য নয়। কেননা সেখানে নিহতদের পরিবারকে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি।

    এত বছরেও এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    এসময় তিনি বলেন, “এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা এটা একটা অবিশ্বাস্য বিষয়। আজ আপনাদের কাছ থেকে অনেক বিষয়ে জানতে পারলাম।”

    প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের যতটুকু সার্মথ্য আছে তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি যে, এ হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে।”

  6. শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা বৈষম্যবিরোধী ছাত্রদের

    'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি হেডকোয়ার্টারে মিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

    এ সময় তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) বড় আনন্দ বয়ে আনবে। তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে।

    কী থাকবে মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন প্রশ্নের মি. মাসউদ বলেন, “তেসরা অগাস্টের এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। ফ্যাসিস্টের পতনের পর নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি।”

    তিনি বলেন, “মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন একটা সীমারেখা আগামী দিনের সরকারকে দিয়ে যাওয়া হবে, তার বাইরে যেন কোনো সরকার যেতে সাহস না করে।”

    “বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে পহেলা জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে দেশে। সেই রাজনীতি কিসের ওপর ভিত্তি করে হবে সেটা আগামীকাল ডকুমেন্ট আকারে প্রকাশ করতে যাচ্ছি,” যোগ করেন মি. মাসউদ।

    তিনি বলেন, “বাহাত্তরের পর থেকে বাংলাদেশের সকল সরকারই সীমারেখা অতিক্রম করেছে। মানুষের অধিকার হরণের সীমারেখা যাতে কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশের গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে সীমারেখা আমরা টানতে চাচ্ছি।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘোষণাপত্র অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।

  7. বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি, ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন সংবাদ সম্মেলনে এই দাবি করে

    ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা।

    রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস ওই সংবাদ সম্মেলনে বলেন, “ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার!”

    ওই সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ-প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে, তাতে এখন ‘সামরিক উপায়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা।

    বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

    আমেরিকা ভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব – তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

    এর আগে, গত ১০শে ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসেও দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাগত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি।

  8. সংখ্যালঘুদের উপর কোনো হামলাই ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি: ধর্ম উপদেষ্টা

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    সোমবার পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময সভায় তিনি এসব কথা বলেন।

    বহির্বিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জানিয়ে তিনি বলেন, “বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে। ৫ই অগাস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।”

    আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, “বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে।”

    এ সময় তিনি ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য যথাযত বেতন কাঠামো তৈরি এবং দুইটি উৎসব বোনাস প্রদানে কাজ করার কথা জানান। এছাড়া মসজিদের ব্যাপারে নীতিমালা করার কথাও জানান তিনি।

  9. টেকনাফে বনকর্মী শ্রমিকসহ ১৯ জনকে অপহরণ

    কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ১৯ জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন বনকর্মী এবং ১৬ জন শ্রমিক বলে জানা গিয়েছে।

    সোমবার বেলা ১১দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

    অপহৃতদের উদ্ধারে বনবিভাগ, এপিবিএন ও পুলিশসহ স্থানীয়রা পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ পরিদর্শনের দিনই এই অপহরণের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

    এহসান উদ্দিন বলেন, “এই শ্রমিকরা মূলত বন রক্ষণাবেক্ষণ যেমন আগাছা ছাঁটা, চারা রোপণ, গাছপালা পরিষ্কার রাখার কাজ করে। সোমবার তারা পাহাড়ে কাজ করতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কিছু লোক তাদের অস্ত্রের মুখে পাহাড়ের গহীনে নিয়ে যায় বলে খবর পেয়েছি।”

    তাদের কী কারণে অপহরণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে এই অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

  10. সন্দেশখালিতে গিয়ে মমতা বললেন 'মিলেমিশে থাকবেন, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না', তৃণমূল নেতার নারী নির্যাতন বিতর্কের পর এই প্রথম সেখান গেলেন মুখ্যমন্ত্রী

    পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে আয়োজিত প্রশাসনিক সভায় ফের বিজেপিকে নিশানা করলেন মমতা ব্যানার্জী।

    তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতন, জোর জুলুম-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন সন্দেশখালির কিছু বাসিন্দা।

    তৃণমূলের দাবি ছিল, এই অভিযোগের আড়ালে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

    সেই প্রসঙ্গই সোমবার সন্দেশখালির সভায় টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্প ঘোষণার পাশাপাশি তিনি বলেন, “সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকল আর চলে গেলাম-সেটা করবেন না।”

    বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “এখানে টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না। পরে দেখলেন তো পুরোটাই ভাওতা।”

    ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও সামনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, সন্দেশখালিতে যে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল তা সঠিক নয়। ভুয়া অভিযোগ দায়ের করানো হয়েছিল, টাকার লেনদেনও হয়েছিল।

    চলতি বছরেরে শুরুর দিকে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছিল সন্দেশখালি। পরে একেরপর এক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। ক্রমে তা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।

    প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিযোগের সময় আন্দোলন চলাকালীন বা পরে মুখ্যমন্ত্রী সেখানে যাননি।

  11. শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

    গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

    বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়, গুমের সময় যেই গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাঁধা হয়েছিলো সেটিও অভিযোগের সাথে তিনি জমা দিয়েছেন।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি সোমবার এ অভিযোগ দায়ের করেছেন বলে খবরে বলা হচ্ছে।

    এর আগে গত ১৮ই ডিসেম্বর শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।

    মাইকেল চাকমার অভিযোগ ২০১৯ সালের ৯ই এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ই অগাস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন।

  12. শেখ হাসিনার ছবি পুনরায় এঁকে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কয়েকটি ছাত্র সংগঠন।

    সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।

    এরা আগে শনিবার রাতে, টিএসসির মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার চুন-কালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলে সিটি করপোরেশন কর্মীরা।

    হাসিনার গ্রাফিতি মুছে ফেলার সময় শিক্ষার্থীরা বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়।

    পরবর্তীতে রাতেই শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন।

    পরে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

    গত ৫ই অগাস্ট শেখ হাসিনার পতনের পর মেট্রোরেলে পিলারে আঁকা ছবিতে জুতা, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ মানুষ। মেট্রোরেলে শেখ হাসিনার ছবি সম্বলিত পিলারটিকে ‘ঘৃণাস্তম্ভ’ নাম দেয়া হয়।

  13. রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

    আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি এই নির্দেশ দেন।

    সামনের বছর ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাস জুড়ে রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন।

    কনফারেন্সে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "সামনেই রমজান আসছে , রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন।"

    ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা বক্তব্য রাখেন।

    প্রধান উপদেষ্টা জানান তিনি শিগগিরই বাকি চার বিভাগের ৩৩টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

  14. হাসানুল হক ইনু চার দিনের রিমান্ডে

    ঢাকার গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে মো. বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়।

    সোমবার হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামিপক্ষের আইনজীবীরা।

    পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড চেয়ে আবেদন করেন।

    উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে এই জাসদ নেতাকে।

  15. থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে হাইকোর্টে রিট

    থার্টি ফার্স্ট নাইটে ঢাকার বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফুটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।

    রিটে, জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত ১০টা থেকে একটা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

    বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

    স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

  16. ৩০ শতাংশ বাড়লো ট্রেইনি চিকিৎসকদের ভাতা

    ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করেছে সরকার। জুলাই মাস থেকে নতুন ভাতা কার্যকর হবে।

    সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এরপর আন্দোলন স্থগিত করে মঙ্গলবার থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট বা নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা বাড়ানোর তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে।

    আলাদা প্রজ্ঞাপনে একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয় গত মঙ্গলবার।

    এই প্রজ্ঞাপন গত ২৩শে ডিসেম্বর থেকে কার্যকর হবে।

    আর ৩৫ হাজার টাকা ভাতা কার্যকর হবে আগামী পহেলা জুলাই থেকে।

    ভাতা বাড়ানোর দাবিতে রোববার ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

    এর আগেও তারা একই দাবিতে রাস্তায় নেমেছেন।

    এই চিকিৎসকেরা তাদের বেতন ৫০ হাজার টাকা করার দাবি তুলেছেন।

  17. আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

    সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

    সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেছেন।

    গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কী না তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে।

    আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যেন নির্বাচনে অংশ নিতে না দেয়া হয়।

    তবে, সিইসি সোমবার বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোন বাধা নেই।

    নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি।

    "এইবার আগের মতো আর ভোট হবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।"

    নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  18. ঢাকা আজ বায়ুদূষণে তৃতীয়

    বিশ্বে সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার শহরগুলোর মধ্যের ঢাকার অবস্থান আজ তৃতীয়।

    বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে।

    সোমবার ভোর পাঁচটার দিকে আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান আজ ২১৮।

    তাদের হিসাব অনুযায়ী, ২০২ থেকে ৩০০ পর্যন্ত বায়ুর মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

    সোমবার বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর হলো ভিয়েতনামের হ্যানয়, যার বায়ুর মান ২৩২।

    দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি যার মান ২২৩।

    ১২৫টি শহরের বায়ুর মানের তথ্য জানিয়েছে আইকিউএয়ার।

    সুইজারল্যান্ডভিত্তিক এই প্ল্যাটফর্মটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে।

    একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা স্বাস্থ্যকর এ বিষয়ে নিয়মিত তথ্য দেয় তারা।

  19. সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার কথা আজ

    বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার রাতের অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

    উচ্চপর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক তদন্তের পর এ প্রতিবেদন দেবে বলে রোববার এক প্রেস ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

    মি. মজুমদার জানান, তদন্ত কমিটি তাদের কাজের অংশ হিসেবে কিছু প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

    প্রয়োজন মনে করলে ঘটনাস্থলের এসব আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করা হতে পারে।

    গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে।

    ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট একযোগে কাজ করে বৃহস্পতিবার দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে ওই ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়।

    এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

  20. অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে: অধ্যাপক ইউনূস

    বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

    তিনি কর্মকর্তাদের অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, "২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে।"

    অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।

    পুলিশ বাহিনীতে সংস্কার বিষয়ে মি. ইউনূস বলেন, “পুলিশের যারা দোষী তাদের শাস্তি হোক। যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। আমরা চাই শান্তি-শৃঙ্খলা আগের মতো নয়, আগের চাইতে সুন্দর করবো।“

    স্থানীয় প্রশাসনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

    “সব বুদ্ধি যে ওপর থেকে আসতে হবে এমন নয়” এই মন্তব্য করে তিনি স্থানীয় প্রশাসনগুলোকে নিজ উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেওয়ার মতো কাজগুলোয় কে কত ভালো করতে পারে সে দিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি।

    বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

    বন্যার মতো আকস্মিক পরিস্থিতি, কৃষকদের বীজ সংকটের মতো নানা বিষয়ে আগে থেকে তথ্য জানার ও প্রস্তুতি রাখারও ওপরও তিনি জোর দেন।