বুধবার যা যা হলো
- ছাত্র-জনতার সম্মিলনে গত জুলাই-অগাস্ট মাসের অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর এ তদন্ত পরিচালনা করে। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এদিকে, এই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
- গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। বুধবার বিকেল তিনটার দিকে আইসিইউ-তে তিনি মৃত্যুবরণ করেন। রাতে শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় তারা।
- সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ- এমন মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার নাগরিক ঐক্যের চা-চক্রে এ কথা বলেন বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য।
- হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটার সময় মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
- দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় ৫৯১ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এই সময়ে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৫ জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে।
- দেশের ছয়টি জেলায় সমাবেশের মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হলো বিএনপির নয় দিনের কর্মসূচি। 'দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধের' দাবিতে বিএনপি এই রাজনৈতিক কর্মসূচি দিয়েছে।
- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ দপ্তর এ খবর নিশ্চিত করেছে।
বুধবারের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।
আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।


















