আ'লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কফিন মিছিল, হেফাজতের আপত্তিতে টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধের অভিযোগ

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল। ছাত্র-জনতার সম্মিলনে গত জুলাই-অগাস্ট মাসের অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ জন মানুষ নিহতে হয়েছে- ওএইচসিএইচআর। হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • ছাত্র-জনতার সম্মিলনে গত জুলাই-অগাস্ট মাসের অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর এ তদন্ত পরিচালনা করে। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এদিকে, এই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। বুধবার বিকেল তিনটার দিকে আইসিইউ-তে তিনি মৃত্যুবরণ করেন। রাতে শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় তারা।
    • সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ- এমন মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার নাগরিক ঐক্যের চা-চক্রে এ কথা বলেন বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য।
    • হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটার সময় মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
    • দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় ৫৯১ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এই সময়ে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৫ জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে।
    • দেশের ছয়টি জেলায় সমাবেশের মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হলো বিএনপির নয় দিনের কর্মসূচি। 'দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধের' দাবিতে বিএনপি এই রাজনৈতিক কর্মসূচি দিয়েছে।
    • ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

    বুধবারের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. হেফাজতে ইসলামের আপত্তিতে টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধের অভিযোগ

    টাঙ্গাইলের মধুপুরে বাধার কারণে হয়নি লালন স্মরণোৎসব

    ছবির উৎস, সবুজ মিয়া

    ছবির ক্যাপশান, টাঙ্গাইলের মধুপুরে বাধার কারণে হয়নি লালন স্মরণোৎসব

    হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছে আয়োজকরা। বুধবার রাত আটটার সময় মধুপুর লালন সংঘের আয়োজনে এটি হওয়ার কথা ছিল।

    এ ব্যাপারে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া আজ রাত সাড়ে ১০টার দিকে বিবিসি বাংলাকে বলেন, "ইসলামপন্থী কিছু দল, যেমন- হেফাজতে ইসলাম, কওমী ওলামা পরিষদ...এরা বাধা দিয়েছিলো।"

    তিনি জানান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু "ইউএনও'র কাছে লালনের গান নিয়ে সমালোচনামূলক কোনও লেখার স্ক্রিনশট দিয়েছিলো। বলেছিলো, এই ধরনের মতবাদ শিরক বা কুফরী, যা আমরা মধুপুরে চলতে দিবো না।"

    "পাশাপাশি, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও তারা জানায়। হেফাজতে ইসলামী'র মধুপুরের সভাপতি এটা জানায় এবং ইউএনওকে বলে যে এই প্রোগ্রাম হতে দিবো না। তখন ইউএনও আমাকে জানায়।"

    বাধা আসার পর গতকাল বিকালে আয়োজকরা হেফাজতের সাথে বৈঠকে বসে। কিন্তু সেখানে কোনও সিদ্ধান্ত হয়নি। "কারণ হেফাজত তাদের সিদ্ধান্তে অনড় থাকে," বলেন সবুজ মিয়া।

    "পরে ফোনে যোগাযোগ করা হলেও তারা সিদ্ধান্ত দেয়নি। গতকাল রাত সাড়ে ১১টায় জানায় যে এই প্রোগ্রাম তারা কোনোভাবেই করতে দিবে না। তাই, দেশের সার্বিক অবস্থা চিন্তা করে আমরা এটি স্থগিত করি," বলছিলেন সবুজ মিয়া এবং তিনি জানান, এই ঘটনা প্রশাসন জানলেও থানায় কোনও অভিযোগ করা হয়নি তাদের পক্ষ থেকে।

    এদিকে মধুপুর থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম বুধবার রাত ১০টার দিকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজকে রাতে তো লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত শেষ পর্যন্ত হয়নি।

    কেন হয়নি– জানতে চাইলে তিনি বলেন, "তা আমি জানি না। কারও বাধার মুখে করেনি নাকি আয়োজকরা নিজেরাই করেনি, জানি না আমরা। আমাদের কাছে কেউ কোনও অভিযোগ করেনি।"

  3. আ'লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কফিন মিছিল, গাজীপুরের ঘটনায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাত নয়টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কফিন মিছিল বের করে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা।

    সংগঠনের মুখপাত্রদের ভাষ্য, যাদের রক্তের উপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আন্দোলনকারীদের কথা না শুনলে সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।

    আ'লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কফিন মিছিল
  4. সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ: সালাহউদ্দিন আহমদ

    বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    "সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ" বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আজ বুধবার নাগরিক ঐক্যের চা-চক্রে এ কথা বলেন বিএনপি'র এই সিনিয়র নেতা।

    তিনি বলেন, "এই বিষয়গুলো মীমাংসিত। অন্তর্বর্তীকালীন সরকারের এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামীর সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম। গত কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি।"

    "তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি...আইন হলো, জানুয়ারির দুই তারিখ ভোটার তালিকা আপডেট হয়। মার্চের দুই তারিখ সেটা আরও রিফাইন্ড হয়। এরপর আরও কিছু প্রক্রিয়া থাকে যা মে মাসের মধ্যে সমাপ্ত হয়। জুনের মাঝামাঝি সময়ের মাঝে সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাবে। তাহলে এর পরে, ইমিডিয়েটলি নির্বাচন নয় কেন?" প্রশ্ন করেন তিনি।

    "সবাই বলছেন, বর্ষাকালে নির্বাচন হয় না। আমাদের দেশে অনেক বন্যা-টন্যা হয়। তবে ১৯৯৬ সালে আমি যখন নির্বাচিত হয়েছি, তখন জুনের ১২ তারিখ ছিল। অনেক বৃষ্টি-গরম ছিল, কষ্ট হয়েছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে," বলেন মি. আহমদ।

    তিনি বলেন, "যদি বৃষ্টির মরসুমে দক্ষিণ এশিয়া ও পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র গণঅভ্যুত্থান হতে পারে, তাহলে নির্বাচনও হতে পারে। তারপরও সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত প্রস্তুতি নিয়ে নির্বাচন হোক, এটা আমাদের সবার কাম্য।"

    ডিসেম্বরের মাঝে নির্বাচন দিতে হলে তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হবে বলেও মনে উল্লেখ করেন তিনি।

    "অনেকে বলছেন, নির্বাচন নির্বাচন কেন করছি। নির্বাচন ছাড়া আর কী বলবো, আপনারাই বলে দিন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে?" যোগ করেন তিনি।

  5. অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

    শনিবার রাত থেকে গাজীপুরসহ সারাদেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শনিবার রাত থেকে 'অপারেশন ডেভিল হান্ট' নামে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার (ফাইল ছবি)

    দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৫৯১ জন গ্রেফতার হয়েছে।

    আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বলা হয়েছে, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এই ২৪ ঘণ্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে ২০টি ককটেল, ১৭ রাউন্ড কার্তুজ, চারটি ওয়ান শুটারগান, দু'টি এলজি, পুলিশের কাছ থেকে লুট করা একটি চায়না রাইফেল, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।

    গত শুক্রবার গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও। শনিবার রাত থেকে সারাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  6. ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াত

    ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফেসবুকে জামায়াতে ইসলামীর পোস্ট

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami /Facebook

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফেসবুকে জামায়াতে ইসলামীর পোস্ট

    আগামী ১৫ই ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে "গাজা জাহান্নাম হয়ে যাবে" বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ই ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    আজ বুধবার দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।

    তিনি বলেন, “গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী ১৫ই ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ডোনাল্ড ট্রাম্প গত ১০ ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি।"

    "ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দিমুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।"

    ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেওয়ার মধ্য দিয়ে "আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দিলেন" উল্লেখ করে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যে "গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।"

    মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানও জানান জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল।

  7. আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণা বৈষম্যবিরোধীদের

    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন/Facebook

    ছবির ক্যাপশান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সংগঠনটির ঘোষণা অনুযায়ী, বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই "আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে" কফিন মিছিল হবে।

    একইসঙ্গে, নিজেদের নির্ধারিত সময়ে "সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল" করারও আহ্বান জানানো হয়।

    আরও পড়তে পারেন-

  8. সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

    আহত অনেককে তখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

    ছবির উৎস, POLASH PRODHAN

    ছবির ক্যাপশান, আহত অনেককে তখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    আজ বুধবার বিকেল তিনটার দিকে আইসিইউ-তেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র কর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছিলো পুলিশ।

    সেসময় গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে।

    ওই হামলার পরপরই এর প্রতিবাদে মধ্যরাতে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

  9. জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে সরকার

    বাংলাদেশে জুলাই-অগাস্টে আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভুত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার-নির্যাতনের মতো গঠন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর স্বাধীনভাবে এ তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।"

    প্রতিবেদনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "তৎকালীন সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ, এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। যার মধ্যে রয়েছে কয়েকশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বলপ্রয়োগ, ব্যাপকহারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতনসহ অন্যান্য ধরনের নিপীড়ন।"

    "ওএইচসিএইচআর যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে যে, রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনা, সমন্বয় ও নির্দেশনায় এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল," বলা হয় বিজ্ঞপ্তিতে।

    প্রেস উইং থেকে বলা হয়, "প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ পুলিশ ওএইচসিএইচআর-কে পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৯৫ জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে। পুলিশের মতে, এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল।"

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকসহ বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে আইনের শাসন সমুন্নত রাখার জন্য কাজ করার আহ্বান জানান।

    "আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারে, এজন্য এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকলকে আহ্বান জানাই, আপনারা ন্যায়বিচার, আইন এবং বাংলাদেশের জনগণের অধিকার সমুন্নত রাখুন। যারা আইন ভঙ্গ করেছেন এবং মানুষের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসুন," বলেন প্রধান উপদেষ্টা।

    তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলনের সহিংসতার সাথে সম্পৃক্ত সব অপরাধীর বিচার করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
  10. জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ১,৪০০ জন- ওএইচসিএইচআর

    জুলাইয়ের ছাত্র আন্দোলন, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাইয়ের ছাত্র আন্দোলন, ফাইল ছবি

    ছাত্র-জনতার সম্মিলনে গত জুলাই-অগাস্ট মাসের অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ওএইচসিএইচআর এ তদন্ত পরিচালনা করে।

    তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে।

    সেসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, "তৎকালীন সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ, এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। যার মধ্যে রয়েছে কয়েকশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বলপ্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতনসহ অন্যান্য ধরনের নিপীড়ন।"

    "ওএইচসিএইচআর যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে, রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনা, সমন্বয় এবং নির্দেশনায় এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল।"

    প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে: "ওএইচসিএইচআরের অনুমান, বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতি মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন।"

    এতে আরও বলা হয়, সেসময় ১১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার এবং আটক করা হয়েছিল। আন্দোলনে নিহতদের মধ্যে প্রায় ১২-১৩ শতাংশ ছিল শিশু।

    প্রতিবেদন অনুযায়ী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে, নির্বিচারে গ্রেপ্তার, অমানবিকভাবে আটক-নির্যাতন এবং অন্যান্য ধরনের নিপীড়ন করেছে।

    "বিশেষ করে, শুরুর দিকে বিক্ষোভের সম্মুখসারিতে থাকা নারীদের ওপর নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। নারীরা যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ছিল লিঙ্গ-ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি। কয়েকটি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে।"

  11. জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু আজ

    বিএনপির সমাবেশ, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, বিএনপির সমাবেশ, ফাইল ছবি

    দেশের ছয়টি জেলায় সমাবেশের মধ্য দিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বিএনপির নয় দিনের কর্মসূচি।

    'দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধের' দাবিতে বিএনপি এই রাজনৈতিক কর্মসূচি দিয়েছে।

    আজ বিকেলে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে সমাবেশ হবে। আজ ১২ই ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় সমাবেশ হবে।

    বিএনপি কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী, আজ বুধবার লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেবেন।

    এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন সমাবেশে বক্তব্য দেবেন।

  12. 'আয়নাঘর' পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

    ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন।

    রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘরসহ তিনটি স্থান পরিদর্শন করেন তিনি।

    এসময় সরকারের নির্বাচিত কয়েকটি সংবাদ মাধ্যমের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী তার সঙ্গে ছিলেন।

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    কাউকে কাউকে আট-নয় বছরও আটকে রাখা হয়েছিল বলে নিজের ফেসবুকে লিখেছেন মি. আলম।

    পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন, “ এটা একটা বিভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে। নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ?”

    "বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো" বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস।

    “এখন শুনি সারা বাংলাদেশ জুড়েই আরও সাতশ- আটশ আয়নাঘর আছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলার সংখ্যাও নিরূপন করা যায় না, কতটা জানা আছে, কতটা অজানা আছে,” বলেন তিনি।

    আয়না ঘর

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, দুই জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামও এই আয়নাঘরে বন্দি ছিলেন বলে চিহ্নিত করেছেন

    গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

    অধ্যাপক ইউনূস বলেন, “আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র।”

    গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস।

    একইসাথে যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এসব তথ্য-প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলেও জানান তিনি।

    দুই জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আয়নাঘরে বন্দি ছিলেন এবং তারা ওই রুম চিহ্নিত করেছেন বলে জানান।

    উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

    আয়নাঘর পরিদর্শনকালে গুমের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, আয়নাঘর পরিদর্শনকালে গুমের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা

    শেখ হাসিনার আমলে গুমের শিকার জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী এবং দলটির কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম এ সময় তাদের সাথে ছিলেন।

    এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, উপদেষ্টা মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নুর খানও সেখানে ছিলেন।

    আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা
  13. খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

    চিকিৎসার জন্য এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে আছেন খালেদা জিয়া, ফাইল ছবি

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, চিকিৎসার জন্য এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে আছেন খালেদা জিয়া, ফাইল ছবি

    এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। চিকিৎসকরা খালেদার জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান মি. জাহিদ।

    খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ আরও বলেন, সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

    খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

    গত আটই জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে যাওয়ার পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। ১৭ দিন পর গত ২৫শে জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

  14. কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

    সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কুয়াকাটার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাফি এ তথ্য জানিয়ে আগুনের ভিডিও দিয়েছেন।

    ভিডিওতে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা যায়।

    এ ঘটনায় আজ সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কাফি।

    নিজের পোড়া বাড়িতে কলাপাড়ায় পটুয়াখালী জেলার সাংবাদিকদের থাকার আহ্বান জানিয়ে মি. কাফি লিখেছেন, “আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমিই নিজেই বিকল্প হবো- আমিই বিপ্লবী সরকার হবো।”

    আরেকটি পোস্টে মি. কাফি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন।

    তিনি লিখেছেন, “মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম। যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।”

    এর আগে ফেসবুকে ছড়িয়েপড়া বিভিন্ন ভিডিওতেগত পাঁচই ফেব্রুয়ারি ঢাকার ৩২ নম্বরে শেখ মুজিবুররহমানের বাড়ি ভাঙ্গার জন্য বুলডোজারের ওপর দাঁড়িয়ে আহ্বান করতে দেখা গেছে কাফিকে।

  15. বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

    বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত বিএসএফের সিসিটিভি ক্যামেরা

    ছবির উৎস, আমিনুর রহমান বাবু

    ছবির ক্যাপশান, বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত বিএসএফের সিসিটিভি ক্যামেরা

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে।

    গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেয়া হয়।

    বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

    রোববার রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলারের একটি সাব পিলারের কাছে ভারতের বিএসএফের একটি ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা সিসি ক্যামেরাটি স্থাপন করেন।

    ওই ঘটনায় বিজিবি প্রতিবাদ করার পর গতকাল মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়।

    ওই বৈঠকে সিদ্ধান্ত হয় সীমান্ত এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেবে বিএসএফ।

    বিএসএফের লাগানো সিসিটিভি ক্যামেরা

    ছবির উৎস, আমিনুর রহমান বাবু

    ছবির ক্যাপশান, বিএসএফের লাগানো সিসিটিভি ক্যামেরা
  16. জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রতিবেদন দেবে আজ

    জুলাইয়ের ছাত্র আন্দোলন, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাইয়ের ছাত্র আন্দোলন, ফাইল ছবি

    বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

    আজ বুধবার দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে।

    তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন।

    দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।

    গণঅভ্যুত্থানে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছিল।

    ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

    পরে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান।

    গত অগাস্টেই প্রাক-তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়।

    ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের পহেলা জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।

    আরো খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার হোমপেজে