ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা; মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে বাংলাদেশ। ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো

    • ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্তের কথা জানায়।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ছাত্রীসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার।
    • দেশজুড়ে চলমান যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জন গ্রেফতার হয়েছে।
    • শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দিয়েছে বাংলাদেশ, বলেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
    • বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম বারের মতো জামায়াতের কোনও আমির দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেন।
    • আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকা বিষয়ে ‘জনগণই সিদ্ধান্ত নেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • এখন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ইংরেজিতেও সেবা পাওয়া যাবে।
    • আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।
    • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবারও আজ শাহবাগে সড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের ওপর আবারও বল প্রয়োগ করে।
    • যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো, তার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার এখন ফেরত দেবে আশা বিএনপি মহাসচিবের।
    • এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে। এই আয়োজন চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।
    • ভোলার তজুমদ্দিনে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
    • যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে ভারতীয় বংশোদ্ভুত পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এই মনোনয়নে এখন সেনেটের অনুমোদন বাকি আছে।
    • র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
    • গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহত হয়েছেন দাবি করে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ছাত্রীসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

    গত পাঁচই ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনের নৌকা ভাঙতে আসে একদল শিক্ষার্থী

    ছবির উৎস, মারজান আক্তার

    ছবির ক্যাপশান, গত পাঁচই ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনের নৌকা ভাঙতে আসে একদল শিক্ষার্থী

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১ জন ছাত্রী ও একজন ছাত্রকে দু'টো পৃথক ঘটনায় বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগে। বাকি দুইজনকে বহিষ্কারের কারণ বলা হয়েছে ,তারা ধর্ম অবমাননা ও ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করেছেন।

    আজ বৃহস্পতিবার রাত নয়টায় বিবিসি বাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    "গত পাঁচই ফ্রেব্রুয়ারি একজন ছাত্রী একজন শিক্ষককে শারীরিকভাবে আঘাত করেছিলো। এটি ছিল তার একটি গুরুতর অপরাধ এবং সেই অপরাধের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এবং, তার সার্টিফিকেট বাতিল করার জন্য সুপারিশ এসেছে," বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।।

    তিনি আরও জানান, "ওই দিনের ঘটনায় ওই দলেরই আরও নয়জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা শিক্ষকের গায়ে হাত দেয়নি। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিতে তাদের ভূমিকা ছিল।"

    "তারা মাইকিং করেছে যে এই হয়েছে সেই হয়েছে। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ওদেরকে কেউ কোনও আক্রমণ করেনি। কিন্তু তারা ফেব্রিকেটেড তথ্য প্রচার করেছে। সবচেয়ে বড় কথা, ওরা সোজা চলে গিয়েছিল ভিসির বাংলোয়। গিয়ে দরজায় আঘাত করা, ক্ষয়ক্ষতির চেষ্টা, এসব করেছিলো," জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

    তিনি বলেন, "গত তিন চারদিন আগে একজন ছেলে ও একজন মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করেছিলো। মেয়েটা ক্ষমা চেয়েছে, কিন্তু ছেলেটা তদন্ত কমিটির সামনে আসেনি। এদিকে এ বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ করছিলো।"

    তারই ধারাবাহিকতায় আরেকটি তদন্ত কমিটি হয়েছে। সেখানে ছেলেকে দুই বছরের জন্য, মেয়েকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে," বলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক মারজান আক্তার। জানান, তার কাছে ছাত্রীরা অভিযোগ করেছেন যে, গত পাঁচই ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ি ভাঙার যে ঘটনা ঘটে, সেই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ইনকিলাব মঞ্চ' নামক শিক্ষার্থীদের একটি সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে থাকা নৌকা আকৃতির বসার স্থান ও শেখ হাসিনার ছবি সম্বলিত নামফলক ভাঙতে এসেছিলো। সেদিন তারা নারী শিক্ষার্থীদের হলে বাইরে থেকে তালা মেরে দেয়।

    মারজানা আক্তার জানান, হলের ছাত্রীরা অভিযোগ করেন, বাহির থেকে তালা আটকে দিয়ে হলের সামনে ভাঙচুর করেন প্রায় অর্ধশত শিক্ষার্থী। এঘটনায় তারা আতঙ্কিত হয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে এলে ওই ছাত্ররা শহীদ মিনারের দিকে চলে যান। এ সময় দুই পক্ষের ছোট পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

    সেই ঘটনার পরে তদন্ত কমিটি হয়েছিলো। সে তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে।

  3. ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি, এর আগে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন।

    ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত ১১ বার মনিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো।

    প্রায় দুই বছর ধরে জাতিগত সংঘাতে মণিপুরে দুই শতাধিক মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। বাস্তুচ্যুত সহস্রাধিক মানুষ।

    গত রোববার রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বীরেন সিং। সোমবার রাজ্যের বিধানসভায় তিনি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে পারেন বলে জোর গুঞ্জন ছিল।

    রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়েছিল বীরেন সিংকে। সাক্ষাৎ শেষেই বীরেন সিং গণমাধ্যমে জানান তিনি মণিপুরে ফিরে পদত্যাগ করবেন।

  4. চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: দুবাইয়ে প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার দুবাইয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউজিএসের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে কথা বলছেন।

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার দুবাইয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউজিএসের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে কথা বলছেন।

    জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি।

    এসময় তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন। মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদন বাংলাদেশের জন্য 'স্বস্তির' বলে উল্লেখ করেন মি. ইউনূস।

    তিনি বলেছেন, "বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে কীভাবে পুলিশ ও সশস্ত্র বাহিনী হত্যা, গুম, নির্যাতন, করেছে সবই জাতিসংঘের প্রতিবেদনে বিস্তারিত এসেছে। তাই, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নিজ থেকে এ বিষয়ে কিছু বলতে হবে না। কারণ আমাদের কাছে জাতিসংঘের ডকুমেন্ট আছে। এটা স্বস্তির।"

  5. আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে: আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ (ফাইল ছবি)

    ছবির উৎস, ASIF MAHMUD FACEBOOK

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ (ফাইল ছবি)

    পুরো বিশ্ববাসী যখন 'আয়নাঘর' দেখলো, তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

    বুধবার সরকার নির্বাচিত সুনির্দিষ্ট কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে 'আয়নাঘর' নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয়ে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মি. মাহমুদ বলেন, "কিন্তু সেটা করে (অস্বীকার করে) কোনও লাভ হবে না। কারণ ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে।"

    "ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রূ হিসাবে স্বীকৃতি পাবে," তিনি যোগ করেন।

    এসময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, "শুধুমাত্র রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি।"

  6. অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার

    গত নয়ই ফেব্রুয়ারি থেকে 'অপারেশন ডেভিল হান্ট' নামে অভিযান শুরু করে সরকার (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত নয়ই ফেব্রুয়ারি থেকে 'অপারেশন ডেভিল হান্ট' নামে অভিযান শুরু করে সরকার (ফাইল ছবি)

    দেশজুড়ে চলমান যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জন গ্রেফতার হয়েছে।

    আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বলা হয়েছে, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

    এই ২৪ ঘণ্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, আর কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।

    গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হন।

    তাতে উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও। ওই ঘটনার পর পরদিন শনিবার রাত থেকেই সারা দেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  7. এই প্রথম জামায়াতের কোনো আমিরের দলীয় নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    ছবির উৎস, বাংলাদেশ জামায়াতে ইসলামী

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে একুশে বইমেলা পরিদর্শন করেছেন।

    দেশটির স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেন।

    তবে রাজনীতিকদের অনেকে বলছেন, রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে মহান একুশের বইমেলা পরিদর্শনের রেওয়াজ বা নজির নেই ।

    একুশের বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মাসজুড়ে। প্রথম দিনে দেশের সরকার প্রধান বইমেলার উদ্বোধন করে থাকেন।

    সেই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা রাজনীতিকেরা উপস্থিত থাকেন।

    এর বাইরে রাজনীতিকদের অনেকেই বইমেলায় যান। কিন্তু তারা দলীয় কোনো কর্মসূচি নিয়ে নয়, তারা যান ব্যক্তিগতভাবে।

    বিভিন্ন সময় অনেক রাজনীতিক বই লিখেছেন বা প্রকাশ করেছেন; তারাও ব্যক্তিভাবে বইমেলায় যেতেন। এমন উদাহরণ অনেক আছে।

    তবে আজ বিকেলে জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

    শফিকুর রহমান বইমেলায় যাবেন, সে ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল।

  8. আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ- বিএনপি

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকা বিষয়ে ‘জনগণই সিদ্ধান্ত নেবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপির এই অবস্থানের কথা জানান।

    তিনি বলেন, ‘‘আমি বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা বার বার করে বলে আসছি যে, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি… আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর ওপর আমরা আস্থা রাখি এবং সেটা আমরা চর্চা করি… অতীতেও চর্চা করেছি।”

    ‘‘সেইভাবেই আমরা মনে করি ও আমরা এই কথা বলে আসছি যে, ইট ইজ নট আস টু ডিসাইড যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না… পিপলস উইল ডিসাইড… মানুষ বা জনগণ নির্ধারণ করবে কোনো পার্টি থাকবে কি থাকবে না, কোনো পার্টি নির্বাচন করবে কি করবে না।”

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা সংখ্যানুপাতিক ভোট নয়

    মির্জা ফখরুল বলেন, ‘‘এটার (সংখ্যানুপাতিক ভোট) আমরা পুরোপুরি বিরোধী, একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিকভাবে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এরকম (ভোটের) প্রশ্নই উঠতে পারে না।”

    ‘‘আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান.. এটাতেও আমরা একেবারেই একমত নই। এটা তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না। যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশ মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে।”

    জাতীয় নির্বাচন কেন এখন জরুরি তার ব্যাখ্যাও দেন বিএনপি মহাসচিব।

    তিনি বলেন, ‘‘নির্বাচনটা হওয়ার প্রধানত দুইটা কারণ। একটি হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা আরেকটা হলো গভর্নেন্স (সুশাসন) চালু করা।”

  9. এখন থেকে ৯৯৯-এর সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

    ন্যাশনাল হেল্পলাইন নম্বর
    ছবির ক্যাপশান, ন্যাশনাল হেল্পলাইন নম্বর

    এখন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ইংরেজিতেও সেবা পাওয়া যাবে।

    পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এটি বাস্তবায়নের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

    আইজিপি'র নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

    বার্তায় বলা হয়েছে, যারা ইংরেজিতে সেবা নিতে ইচ্ছুক, তাদের জন্য গতকাল ১২ই ফেব্রুয়ারি থেকেই প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে।

    ৯৯৯ নম্বরে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে সেবাপ্রত্যাশীদের দুই চাপতে হবে।

    জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ২৪ ঘণ্টাই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সের জরুরি সেবা দেওয়া হচ্ছে।

    ২০১৬ সালের পহেলা অক্টোবর থেকে ২০১৭ সালের ৩০শে জুন পর্যন্ত এর পরীক্ষামূলক সেবা দেয়া হয়। পরে ২০১৭ সালের ডিসেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

  10. শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে, ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেয়া হয়নি বলেও জানান মি. আলম।

    সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না এমন প্রশ্নের জবাবে মি. আলম বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

  11. সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সাথে পুলিশের 'ধাক্কাধাক্কি'

    আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবি জানাতে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।

    আন্দোলনকারীদেরকে লাঠিপেটা করা হয়েছিলো কিনা জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বিবিসি বাংলাকে বলেন, "তাদেরকে সরানোর জন্য ধাক্কাধাক্কি হইছে।"

    "পরে তারা (আন্দোলনকারীরা) আমাদের (পুলিশের) ওপরও চড়াও হইছে," তিনি যুক্ত করেন।

    চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ওই সময় (বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে) সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    পুলিশ যদিও এই ঘটনাকে 'ধাক্কাধাক্কি' বলছে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে কর্তব্যরত পুলিশ কেবল ধাক্কা দেয়নি, লাঠিপেটাও করেছে।

  12. শাহবাগে আজও শিক্ষকদের ওপর পুলিশের জলকামান

    প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান

    ছবির উৎস, Shuvo

    ছবির ক্যাপশান, প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবারও আজ শাহবাগে সড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের ওপর আবারও বল প্রয়োগ করে।

    আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বিবিসি বাংলাকে জানান, বেলা একটা থেকে ঘণ্টা দুয়েকের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

    তাদের ওপর জলকামান দিয়ে পানি ছেটানো হয়েছিলো কি না জানতে চাইলে তিনি বলেন, "রাস্তা আটকালে তো জলকামান মারতেই হবে। তারা রাস্তা আটকায়ে আন্দোলন করতেছিলো।"

    প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ

    ছবির উৎস, Shuvo

    ছবির ক্যাপশান, প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ

    গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এ বিষয়ে জানতে চাইলে ওসি খালিদ মনসুর বলেন, "এ বিষয়ে আমরা কাজ করতেছি। এখনই আপনাকে কোনো তথ্য দিতে পারছি না।"

    এদিকে আজকের আন্দোলনের যেসব ছবি বিবিসি বাংলা'র হাতে এসেছে এবং যেসব ফুটেজ গণমাধ্যমে এসেছে, তাতে দেখা যায়- ঘটনাস্থল থেকে আন্দোলনরতদের সরাতে পুলিশের সাথে কয়েকজনের টানাহেঁচড়া চলছে। আন্দোলনকারীদের মাঝে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য সংখ্যক।

    এদিন বিকেল চারটার দিকে পুলিশ জানিয়েছে, বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে গেছে। এখন হয়তো দুই একজন বিচ্ছিন্নভাবে জাদুঘরের সামনে থাকতে পারে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত, জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের কয়েকজন অবস্থান করছিলেন।

    এর আগে গত সোমবারও প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থা নিলে পুলিশ তাদের ওপর কয়েক দফায় লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে।

    আজকের ঘটনার আরও কিছু ছবি...

    প্রাথমিকে নিয়োগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনে বাধা দেয় পুলিশ

    ছবির উৎস, Shuvo

    ছবির ক্যাপশান, প্রাথমিকে নিয়োগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনে বাধা দেয় পুলিশ
    আন্দোলনকারীদের রাজপথ থেকে সরানোর চেষ্টা পুলিশের

    ছবির উৎস, Shuvo

    ছবির ক্যাপশান, আন্দোলনকারীদের রাজপথ থেকে সরানোর চেষ্টা পুলিশের
    আন্দোলনরতদের ওপর বলপ্রয়োগ করে পুলিশ

    ছবির উৎস, Shuvo

    ছবির ক্যাপশান, আন্দোলনরতদের ওপর বলপ্রয়োগ করে পুলিশ
  13. যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

    ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান ও বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান ও বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয় যা প্রায় এক ঘণ্টা ধরে চলে।

    বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, “ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আজ এখানে এসেছিলেন। এটা পূর্বনির্ধারিত ছিল। আজ আবার কাকতালীয়ভাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করবেন। কিছুক্ষণ পরেই এই মিটিং হবে।’’

    তিনি জানান, ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে রুটিন আলোচনা হয়েছে।

    “বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চেয়েছেন।”

  14. প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

    হাইকোর্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইকোর্ট

    প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো, তার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

    গত ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলো হাইকোর্ট।

    এর আগে ৩০ জন প্রার্থীর করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯শে নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেয়া হয়।

    ২০২৩ সালের ১৪ই জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১শে অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩১শে অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা - ২০১৯ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়।

  15. ভারত এখন শেখ হাসিনাকে ফেরত দেবে আশা বিএনপির

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায়' ভারত সরকার তাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

    তিনি বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন… তাদের যে রিপোর্ট সেই রিপোর্টকে আমি ধন্যবাদ জানাতে চাই যে, তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে।"

    "যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেয়া, ইনস্টিটিউশগুলোকে ধ্বংস করে দেয়া। আজকে সেটাই রিপোর্টে এসেছে যে তার নির্দেশেই হয়েছে।”

    ‘‘এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন এবং ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে...তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে...। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা,” যোগ করেন মি. আলমগীর।

    ‘‘এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি... যে সত্য যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আজ উঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।”

    ‘আয়নাঘর- ওই সময় সরকার এটাকে ডিনাই করেছিলো’

    সাংবাদিকদেরপ্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘গুম হওয়া হত্যা করা এটা শুধু পার্টিকুলার কোনো দল নয়, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।“

    “এইকথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল-জাজিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন কিন্তু এটা সরকার পুরোপুরি ডিনাই করেছে।”

    “তারাবলেছে যে, এই ধরনের কিছু নাই। কিন্তু প্রথমথেকেই এই কাজগুলো হচ্ছিল।”

  16. বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল

    বিশ্ব ইজতেমা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্ব ইজতেমা, ফাইল ছবি

    এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে। এই আয়োজন চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।

    দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়।

    সাদপন্থিদের মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।

    বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন।

    ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

    এর আগে জুবায়ের আহমদপন্থিদের আয়োজনে গত ৩১শে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়।

    আরও পড়তে পারেন-

  17. ভোলায় গণপিটুনিতে দুই জন নিহত

    গণপিটুনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গণপিটুনি, প্রতীকী ছবি

    ভোলার তজুমদ্দিনে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

    তজুমদ্দিন থানার এসআই আব্দুল কুদ্দুস বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

    নিহতরা হলেন ৩০ বছর বয়সী নয়ন এবং ২৭ বছর বয়সী আমির হোসেন।

    পুলিশের দাবি, নিহতরা 'পেশাদার গরু চোর'। দুই জনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

    এসআই আব্দুল কুদ্দুস জানান, মাঝরাতে এই দুই যুবক স্থানীয় এক বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করলে তিনি টের পেয়ে চিৎকার করতে থাকেন।

    এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে ওই দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

    পুলিশ ভোর পৌনে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

    লাশ বর্তমানে মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  18. ডোনাল্ড লু’র পদে আসতে পারেন পল কাপুর

    পল কাপুর

    ছবির উৎস, Department of National Security Affairs (NSA)

    ছবির ক্যাপশান, পল কাপুর

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে ভারতীয় বংশোদ্ভুত পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এই মনোনয়নে এখন সেনেটের অনুমোদন বাকি আছে।

    বুধবার সেনেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের কারণে পদ থেকে সরে যেতে হচ্ছে ডোনাল্ড লু কে। তিনি জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছিলেন।

    দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো মার্কিন পররাষ্ট্র নীতি এবং আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সাথে মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করে।

    পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন।

    ট্রাম্পের প্রথম দফায় তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পলিসি প্ল্যানিং বিভাগে যুক্ত ছিলেন।

    তিনি যেসব বই লিখেছেন তার মধ্যে রয়েছে–– ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপন্স প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া।

    সহ লেখক হিসেবে লিখেছেন ‘ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড দ্য বোম্ব: ডিবেটিং নিউক্লিয়ার স্ট্যাবিলিটি ইন সাউথ এশিয়া’।

    বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ে ডিরেক্টর করেছেন কাশ প্যাটেলকে। শ্রীরাম কৃষ্ণানকে করেছেন হোয়াইট হাউসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে নীতি উপদেষ্টা।

  19. র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাব, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    র‍্যাব

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে বিতর্ক আছে অনেকদিন ধরে

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বৃহস্পতিবার বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।

    সেখানে র‍্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়।

    একইসঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়।

    র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের অন্যসব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি বলেন, “জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।”

  20. সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু সম্ভব নির্বাচন নয়।

    বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল।

    বৈঠক শেষে ব্রিফ করেন মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, “আমরা ২৩টি পয়েন্টের লিখিত প্রস্তাব দিয়েছি। তবে মূল পয়েন্ট হলো সংস্কার ছাড়া নির্বাচন নয়। অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ ও বিভাগগুলো জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।”

    তিনি আরও বলেন, “আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। রাষ্ট্র সংস্কারে সময় লাগে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব।”

    “শুধুমাত্র নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যুনতম প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের করতে হবে। তার জন্য যেটুকু যৌক্তিক সময়ের প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী তার জন্য প্রস্তুত।”