২৭শে মার্চ বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর
- 'গৃহযুদ্ধের পরিকল্পনা' ও 'সরকার উৎখাতের ষড়যন্ত্রের' অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্বাস্থ্যের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে, তবে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তার- জানিয়েছেন চিকিৎসক।
- রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জনপ্রতি এই বরাদ্দ হবে ১২ ডলার।
- এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।
- বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- বাংলাদেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
- ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করেছে ঢাকার একটি আদালত। ওই নির্বাচনে মেয়র পদে তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
- স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ মুর্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।
সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।














