'গৃহযুদ্ধের পরিকল্পনার' অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

‘গৃহযুদ্ধের পরিকল্পনা’ ও ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সবশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ২৭শে মার্চ বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর

    • 'গৃহযুদ্ধের পরিকল্পনা' ও 'সরকার উৎখাতের ষড়যন্ত্রের' অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
    • বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্বাস্থ্যের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে, তবে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তার- জানিয়েছেন চিকিৎসক।
    • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জনপ্রতি এই বরাদ্দ হবে ১২ ডলার।
    • এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।
    • বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
    • ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করেছে ঢাকার একটি আদালত। ওই নির্বাচনে মেয়র পদে তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
    • স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।

    সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু

    পর্যটকদের জন্য ব্যবহৃত হচ্ছিল সাবমেরিনটি

    ছবির উৎস, Sindbad Submarines

    ছবির ক্যাপশান, পর্যটকদের জন্য ব্যবহৃত হচ্ছিল সাবমেরিনটি

    মিসরের উপকূলে লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ছয়জন নিহত হয়েছে এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই রাশিয়ার নাগরিক।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপকূলীয় শহর হুরগাদার কাছে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় গভর্নর আমর হানাফি ফেসবুকে একটি পোস্ট করে নিহতদের সংখ্যা ও বাকিদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আর কোনো পর্যটক নিখোঁজ নেই। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

    দুর্ঘটনার শিকার সিন্দবাদ নামের এই সাবমেরিনটি কয়েক বছর ধরেই পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছিলো। তবে কেন ও কীভাবে এটি ডুবে গেলো সেটি এখনও জানা যায়নি।

    সাবমেরিনটিতে ৪৫ জন আরোহী ও পাঁচ জন মিসরীয় ছিল বলেও জানান আমর হানাফি। আরোহীদের মধ্যে রাশিয়া, ভারত, নরওয়ে ও সুইডেনের নাগরিক ছিল।

  3. 'গৃহযুদ্ধের পরিকল্পনার' অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা, ফাইল ছবি

    'গৃহযুদ্ধের পরিকল্পনা' ও 'সরকার উৎখাতের ষড়যন্ত্রের' অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    স্বরাষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ - সিআইডি এই মামলা করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

    এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন তিনি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জয় বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা, ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রও।"

    এজাহারের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য থেকে জানতে পারেন গত ১৯শে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে 'জয় বাংলা ব্রিগেড' গঠন করে "একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন"।

    "মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে," উল্লেখ করা হয় বিবৃতিতে।

    বিবিসি বাংলাকে জসিম উদ্দিন খান বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকেই তদন্তের নির্দেশ দিয়েছে।

  4. এখন ভালো, তবে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তামিমের- চিকিৎসক

    তামিম ইকবাল

    ছবির উৎস, TAMIM IQBAL/FACEBOOK

    ছবির ক্যাপশান, তামিম ইকবাল

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্বাস্থ্যের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে, তবে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তার।

    বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন চিকিৎসক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার।

    তিনি জানান, ভবিষ্যতের ঝুঁকি এড়াতে মি. ইকবালকে লাইফস্টাইল পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন ওপেনিং পজিশনে মাঠে নামা তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি? জবাবে মি. তালুকদার বলেন, হার্ট অ্যাটাক বা হার্টের ড্যামেজ হলে প্রতিযোগিতামূলক খেলাধুলায় ফেরা কঠিন, তাতে ঝুঁকি থাকে।

    অল্প বয়সে 'ম্যাসিভ হার্ট অ্যাটাক' এর ঘটনা তামিম মানসিকভাবে মানতে পারছেন না বলেও জানান চিকিৎসক। সেজন্য, তার মানসিক অবস্থার উন্নতির জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

  5. পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

    পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্য, শ্রম, নারী, গণমাধ্যম ও স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশনের মেয়াদ আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

    গত ১৮ই নভেম্বর এই সংস্কার কমিশনগুলো গঠিত হয়। মার্চ পর্যন্ত মেয়াদ ছিল এই কমিশনগুলোর। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এগুলোর সময় বাড়ানোর তথ্য জানানো হয়।

    গত আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে তারা।

    গত নভেম্বরে প্রথম দফায় জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ—এই ছয়টি ক্ষেত্রের সংস্কার কমিশন হয়।

    দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য পাঁচটি কমিশন গঠিত হয়।

    জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও গণমাধ্যমসংস্কার কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

  6. বিক্ষোভের সংবাদ প্রকাশের পর বিবিসির সাংবাদিককে নির্বাসিত করলো তুরস্ক

    মার্ক লোয়েন
    ছবির ক্যাপশান, মার্ক লোয়েন

    ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেপ্তারকে কেন্দ্র করে তুরস্কে চলমান বিক্ষোভের খবর প্রচারে যুক্ত ছিলেন বিবিসি সংবাদদাতা মার্ক লোয়েন। বুধবার ইস্তাম্বুলে তাকে গ্রেপ্তারের পর তুরস্ক থেকে নির্বাসিত করা হয়েছে।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, "আজ সকালে (২৭শে মার্চ) তুর্কি কর্তৃপক্ষ বিবিসি নিউজের সংবাদদাতা মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে নির্বাসিত করেছে। আগের দিন তারা তাকে তার হোটেল থেকে নিয়ে যায় এবং ১৭ ঘণ্টা আটকে রাখে।”

    বৃহস্পতিবার সকালে তাকে একটি লিখিত নোটিশ দেওয়া হয়েছিল যে "জনশৃঙ্খলার জন্য হুমকিতে" পরিণত হওয়ায় তাকে নির্বাসিত করা হচ্ছে।

    মার্ক লোয়েন বলেছেন, “যে দেশে আমি এর আগে পাঁচ বছর বসবাস করেছি এবং ভালোবাসা পেয়েছি সেখান থেকে আটক ও নির্বাসনে পাঠানো অত্যন্ত কষ্টদায়ক। সংবাদপত্রের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতা যেকোনো গণতন্ত্রের মৌলিক বিষয়।”

    বিবিসি নিউজের সিইও ডেবোরা টার্নেস বলেছেন, “এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এবং আমরা বিষয়টি তুর্কি কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো।”

    "মার্ক অনেক অভিজ্ঞতাসম্পন্ন একজন সংবাদদাতা যিনি তুরস্ক সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। দায়িত্ব পালনের জন্য কোনো সাংবাদিকই যাতে এই ধরনের আচরণের মুখোমুখি না হন। আমরা তুরস্কের ঘটনাপ্রবাহ নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবো।”

    ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র একজন ফটো সাংবাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    তুরস্কে হাজারও মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং এ পর্যন্ত ১৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

    বিক্ষোভকারীরা বলছেন, ইমামোলুকে গ্রেপ্তার করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আর প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বিক্ষোভকে ‘অশুভ’ আখ্যায়িত করে বলেছেন, বিরোধীরা "শান্তি নষ্ট করার" জন্য উসকানি দিচ্ছে।

  7. জনপ্রতি ছয় ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, ১২ ডলার হচ্ছে

    খাদ্য সহায়তা নিয়ে ফিরছেন রোহিঙ্গারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খাদ্য সহায়তা নিয়ে ফিরছেন রোহিঙ্গারা, ফাইল ছবি

    রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

    সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার।

    শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান মি. রহমান।

    ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।

    "এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না," বিবিসি বাংলাকে বলেন কমিশনার।

    মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর - এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা তার।

    আরও পড়তে পারেন:

  8. প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা - নাহিদ

    নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম

    বাংলাদেশে 'প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা' প্রসঙ্গে বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। পাঁচই অগাস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।"

    মি. ইসলাম বলেন, "যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।"

    এনসিপি'র আহ্বায়ক আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।

  9. স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় 'সম্পর্ক আরও গভীর করার' বার্তা ট্রাম্পের

    মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প

    বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে ট্রাম্পের বার্তা উদ্ধৃত করে বলা হয়েছে, "আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।"

    "আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব," বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

  10. গার্মেন্টস শিল্পে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারের বিবৃতি

    ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা যায় প্রতি বছরই, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা যায় প্রতি বছরই, ফাইল ছবি

    গার্মেন্টস-সহ বিভিন্ন শিল্প কলকারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে বলা হয়েছে, "গার্মেন্টস-সহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের পাওনা বেতনভাতাদি-সহ যৌক্তিক দাবিসমূহের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত। শ্রমিকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।"

    "এ বিষয়ে মালিকপক্ষ ও বিজিএমইএ'কে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে," বলা হয় বিবৃতিতে।

    এতে আরও বলা হয়, "তবে অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি, অবরোধ করে যান চলাচল বন্ধ, নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয় এবং তা কখনোই মেনে নেয়া হবে না।

    "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে," যোগ করা হয় এতে।

  11. তাপমাত্রা বাড়বে সারা দেশে

    আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, প্রতীকী ছবি

    বাংলাদেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

    আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    আগামীকাল সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

  12. ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে আদালতের রায়

    ইশরাক হোসেন, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, ইশরাক হোসেন, ফাইল ছবি

    ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করেছে ঢাকার একটি আদালত। ওই নির্বাচনে মেয়র পদে তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করে।

    ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    নির্বাচনে চার লাখ ২৪ হাজার ভোট পান তাপস, ইশরাক পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ভোট।

    নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এই নির্বাচনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি।

    ওই বছর ২৭শে ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন শেখ ফজলে নূর তাপস। পাঁচ বছরেরও বেশি সময় পর তার মেয়র পদ বাতিল করা হলো।

  13. ঢাকাসহ চার শহরে 'স্বাধীনতা কনসার্ট' ১১ই এপ্রিল

    'সবার আগে বাংলাদেশ' আয়োজিত কনসার্টে গাইছেন জেমস্

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, গত বিজয় দিবসে 'সবার আগে বাংলাদেশ' আয়োজিত কনসার্টে গাইছেন জেমস্

    ঢাকাসহ চার শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১১ই এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

    বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    ঢাকায় কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও থাকছে একইরকম আয়োজন।

    চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনায় স্টেডিয়ামে (নির্দিষ্ট নাম বলেননি মি. এ্যানি) কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজের মধ্যে কোনো একটি ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কনসার্টে থাকছেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হায়দার হোসেন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী।

    চট্টগ্রামে থাকবে মাইলস, সোলস্, আর্ক, লালন, চিশতী বাউলসহ বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পী।

    খুলনায় তাহসান, আসিফ, টুনটুন বাউল, ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস।

    আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন কনসার্টে।

  14. আলোচিত ঠিকাদার জি কে শামীমের পাঁচ বছরের কারাদণ্ড

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে সাড়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

    তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমে জি কে শামীম নামে পরিচিত। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সূত্র ধরে র‍্যাবের হাতে আটক হন এই সাবেক যুবলীগ নেতা।

    বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।

    শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে।

    একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেয়া হয়েছে।

  15. গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করলেন ট্রাম্প

    গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি জানান, গাড়ি আমদানির ওপর নতুন এই শুল্ক আগামী দোসরা এপ্রিল থেকে কার্যকর করা হবে।

    তবে, যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তারও পরে।

    বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে।

    সেইসাথে, তার এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে, কিংবা গাড়ির দামও বেড়ে যেতে পারে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে।

    কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, তার এই সিদ্ধান্ত গাড়ি শিল্পের অভাবনীয় প্রবৃদ্ধি নিয়ে আসবে।

    গাড়ি

    ছবির উৎস, Getty Images

  16. সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

    অধ্যাপক ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যত ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস-এর খবর অনুযায়ী, তিনি আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান।

    অধ্যাপক ইউনূস বলেন, “পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে, যা অভিন্ন ভবিষ্যত এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।”

    আর্থিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোর এই প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া উচিত।”

    তিনি বলেন, “আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল দরকার, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।”

    বাণিজ্য সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া এখনও বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। অধ্যাপক ইউনূস বলেন, “এই দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। আমাদের অবশ্যই বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করতে হবে।”

  17. ‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

    লালমনিহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল
    ছবির ক্যাপশান, লালমনিহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল

    স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

    লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন।

    তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।

    তবে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' বা 'স্থানীয় ছাত্র-জনতার’ কাছ থেকে এ রকম কোনো দাবিতে কোনো বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি।এছাড়া এই মুহূর্তে সেখানে কোনো সংস্কার কাজও চলছে না বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতারা।

    ফলে কেন মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে সে বিষয়ক কোনো ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি।

    লালমনিরহাটের ওই ম্যুরালে '৫২র ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা ও সৌমিত্র শুভ্র।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে