আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ফলকার টুর্কের বার্তার বিষয়ে অবগত নয় সেনাবাহিনী- আইএসপিআর; বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি এখনো সিএমএইচে লাইফ সার্পোটে রয়েছে। ৩৪টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে ঐকমত্য কমিশন। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি। বনানীতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের পর পোশাক কর্মীদের সড়ক অবরোধ। একনজরে দিনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ....

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যে মন্তব্য করেছেন, তা স্পষ্ট করতে বিবৃতি দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়।
    • বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের।
    • প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।
    • প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পেছানোর রাজনীতি করছে- এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
    • এবার ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।
    • মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
    • বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • লালমাটিয়াতে ধূমপান করা নিয়ে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
    • জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি। আগামী কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন তিনি। রোববার তাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী রাসেল হোসেন গ্রেফতার

    রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উত্ত্যক্তকারী ও সহিংসতাকারী রাসেল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট আজ সোমবার সন্ধ্যা ছয়টায় মতিঝিল থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলে, লাঠি দ্বারা আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।

    গ্রেফতার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  3. হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রান্ত উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

    রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সাইফুর রহমান ভুঁইয়াকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তরার উত্তরখানে নিজ বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

    উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান খান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. খান বলেন, “গত দুই তিন ধরে তার সাথে অজ্ঞাতনামা দুই-তিনজন ব্যক্তি তার বাসায় ছিলেন। তারা তাকে মারধর করে ওই সময় তিনি বারান্দায় গিয়ে প্রতিবেশীদের সাহায্য চেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যান তিনি।”

    পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরখানের বাসায় তিনি একা থাকতেন। একইসাথে পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক ছিল না বলে জানান মি. খান।

    এরই মধ্যে ময়নাতদন্তের জন্য বলা হয়েছে বলে জানান ওসি মি. খান।

  4. বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

    ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

    এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

    এ প্লাস গ্রেডে সর্বোচ্চ বেতন তাসকিন আহমেদের। এ গ্রেডে মাসিক আট লাখ টাকা বেতনের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। তালিকায়‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম ।

    বি গ্রেডে ছয় লাখ টাকা পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

    সি গ্রেডে চার লাখ টাকা বেতন দেয়া হবে আট জনকে। এদের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম। এছাড়াও শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজীম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান এই গ্রেডে বেতন পাবেন।

    তালিকায় ডি গ্রেডে থাকা নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ মাসিক দুই লাখ টাকা বেতন পাবেন।

  5. আরেকজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার

    প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    আজ সোমবার ড. আনিসুজ্জামান চৌধুরীকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    মি. চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

    প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।

  6. বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পেছানোর রাজনীতি করছে- এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি বলেছেন, “খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। পাল্টা কথা আপনাদের বলতে চাই, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করবো। সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

    নির্বাচনে অংশগ্রহণ করবো বলে রাজনৈতিক দল গঠন করেছি। জুলাই অভ্যুত্থানে সংবিধান ব্যর্থ হয়ে গেছে। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার ব্যাপারে আবারও তাগিদ দেন নাহিদ ইসলাম।

    জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মি. ইসলাম বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনীদের আসামী করে শত শত মামলা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তবে কী নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে"।

  7. এবার ঈদে ব্যাংক থেকে পাওয়া যাবে না নতুন টাকা

    এবার ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।

    আজ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ব্যাংকগুলোকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় যে সকল ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়ে সকল লেনদেন কার্যক্রম করতে পরামর্শ দেয়া হলো।

    এর আগে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলো, ঈদ উপলক্ষ্যে নতুন টাকা পাওয়া যাবে মার্চ থেকে।

    নতুন টাকার নকশায় জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা স্থান পেতে যাচ্ছে বলে জানা গেছে।

  8. মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে

    মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। আগামী দুই-একদিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে বলে আশাবাদী চিকিৎসকেরা।

    মি. আজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, “শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভর্তি হওয়ার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে।”

    “তবে শ্বাসরোগের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। মস্তিষ্কে জমে যাওয়া পানি এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমে ছিল সেটা দূর করা হয়েছে”।

    এখন ঢাকার সিএমএইচ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

    এদিকে, সোমবার মধ্যরাতে মাগুরার আদালতে আসামীদের রিমান্ড শুনানি হয়। অভিযুক্ত হিটু শেখের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও তিন আসামীকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

    মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান জানান, আসামীদের কোন আইনী সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমিতি। ধর্ষকদের পক্ষে আইনজীবী সমিতির কোন সদস্য আদালতে দাঁড়াবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

  9. নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ

    নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দপ্তর।

    পুলিশের সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি ইনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, দেশের যে কোনো স্থানে নারী নির্যাতন, কটুক্তি বা এমন ঘটনা ঘটলে এই হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

    পুলিশের দেয়া তিনটি হটলাইন নম্বর হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

    এই নম্বরগুলো ২৪ ঘন্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ চালু রয়েছে।

  10. পঙ্গু হাসপাতালের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা জুলাই গণঅভ্যুত্থানে আহতদের

    জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বাক–বিতণ্ডা ও মারামারিতে জড়িয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এ হাসপাতালটি পঙ্গু হাসপাতাল নামেই বহুল পরিচিত।

    আজ সোমবার বেলা সাড়ে বারটার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

    বিবিসি বাংলাকে দুপুর পৌনে তিনটায় তিনি বলেন, “জুলাইয়ে আহত ব্যক্তিদের সাথে হাসপাতালের কয়েকজন স্টাফের কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের সাথে কথা বলছে।”

    পরে দুপুরে সেখানে সেনাসদস্য মোতায়েন করা হয়।

    জানা যায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সাথে স্টাফদের বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরই মধ্যে রোববার রাতে ব্লাড ব্যাংকের একজন কর্মীকে মারধরের ঘটনা ঘটে।

    ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা।

    জুলাই অভ্যুত্থানে আহত রোগীদের অভিযোগ হাসপাতালে দালাল সিন্ডিকেট চক্র নিয়ে কথা বলায় তাদের ওপর সকালে হামলা করা হয়।

  11. পাচার করা টাকা ফেরাতে আগামী সপ্তাহেই হতে পারে বিশেষ আইন

    বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব মি. আলম জানান, বিদেশে সন্তানের পড়াশোনার টিউশন ফি পাঠানোর নামে টাকা পাচার করা হতো। শেখ হাসিনা ও তার পরিবার টাকা পাচারের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    পাচার করা টাকা ফিরিয়ে আনতে এগারো সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।

    প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করা হয়েছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ডলারই ব্যাংক খাত থেকে পাচার হয়েছে।

    এসব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন মি. আলম।

    “ যেভাবেই হোক এ টাকাটা আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি। এই লক্ষ্যে টাস্কফোর্সও গঠন করা হয়েছে। টাকা ফেরত আনতে কতদূর অগ্রগতি হয়েছে- তা নিয়ে আজকে প্রায় দেড় ঘন্টার মিটিং হয়েছে।”

    ওই বৈঠকেই পাচার করা টাকা দ্রুত ফেরাতে একটি বিশেষ আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করা হয় বলে জানিয়েছেন মি. আলম।

    তিনি বলেন, “এসব টাকা ফেরানো খুবই সময়সাধ্য ব্যাপার। ৩০টি ল ফার্মের সঙ্গে কথা হয়েছে। এখনো সিলেকশন হয়নি। একটা আইনী প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে।”

  12. লালমাটিয়ায় ধূমপান করায় দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু পুলিশ হেফাজতে

    লালমাটিয়াতে ধূমপান করা নিয়ে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    আজ সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে দুপুর বারটায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

    গত দোসরা মার্চ রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুনীর ধূমপানকে কেন্দ্র করে রিংকু নামের ওই ব্যক্তির সাথে বাক-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ওই নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।

    এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ ও তার পদত্যাগও দাবি করা হয়।

  13. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন

    প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

    সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

    এদিকে দুপুরে মি. ইসলাম পদত্যাগের খবর সাংবাদিকদের এক ব্রিফিং এ জানালেও কেন পদত্যাগ করেছেন এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।

    গত নভেম্বর মাসে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল, যারা স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করতেন। তাদের মধ্যে এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।

    এর মধ্যে গত বুধবার অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসাবে শপথ নেয়ার পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন ধরে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন থেকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয় দেখবেন।

    এরপরে বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগের এই তথ্য জানা গেল।

  14. নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন

    আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    সোমবার ইসি সচিব স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০শে এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধন পেতে আবেদন করা যাবে।

    এই বিজ্ঞপ্তিতে তিনটি শর্তে নিবন্ধনের আবেদন করার কথা বলা হয়েছে। নিবন্ধন পেতে হলে এর মধ্যে কমপক্ষে একটি শর্ত পূরণ করতে হবে দলগুলোকে।

    প্রথমত বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল;

    অথবা, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র;

    ওই দুটি যোগ্যতা যে সব দলের থাকবে না, তারা দলের কেন্দ্রীয় কমিটিসহ, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা,ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমত, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল থাকতে হবে।

    শর্ত পূরণের বিষয়গুলো যাচাই বাছাই শেষে নিবন্ধন দিবে নির্বাচন কমিশন।

  15. ফলকার টুর্কের মন্তব্যের জবাবে যা বললো বাংলাদেশ সেনাবাহিনী

    গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যে মন্তব্য করেছেন, তা স্পষ্ট করতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান 'হার্ডটক' এ গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, ফলকার টুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে।

    বিবৃতিতে বলা হয়, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়।

    এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল।

    তবে মি. টুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

    প্রসঙ্গত, বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়, বিবিসির হার্ডটক অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

    এই বিষয়ে প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে এখানে ক্লিক করুন

  16. ৩৪টি রাজনৈতিক দলের কাছে ঐকমত্য কমিশনের চিঠি

    সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ আগামী নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, “আগামী ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ঐকমত্য কমিশনের কাজ হচ্ছে সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরি করা। এই কমিশন তাদের কাজ করবে। আর নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন আয়োজনের কাজ এগিয়ে নেবে”।

    তিনি জানান, এখন পর্যন্ত এই কমিশন ৩৪টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে।

    এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ ২৩টি, জনপ্রশাসনে ২৬টি এবং দুর্নীতি দমনের সুপারিশ নেয়া হয়েছে ২০টি।

    সংস্কার বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়েও বিস্তারিত জানানো হয়েছে লিখিত বক্তব্যে।

    ঐকমত্য কমিশন জানায়, অধ্যাদেশ, গণভোট, গণপরিষদ, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারসহ ছয়টি পন্থায় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়েও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।

    কবে নাগাদ এই সংস্কার করা হবে, কিংবা দলগুলো ঐকমত্যে না পৌঁছালে সংস্কার কিভাবে হবে- এসব প্রশ্নও আসে সংবাদ সম্মেলনে।

    জবাবে অধ্যাপক রীয়াজ বলেন, “১৫ই জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে। ঐকমত্য কমিশন চেষ্টা করবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে”।

    “আগামীকাল যদি সকল রাজনৈতিক দল একমত হয় সুপারিশগুলোতে, তাহলে পরশুই কাজ শেষ হয়ে যাবে”, যোগ করেন তিনি।

    তিনি জানান, এই সংস্কার শুধু আগামী নির্বাচন কেন্দ্রিক না। এই সংস্কার প্রস্তাব আগামী দিনের বাংলাদেশের সনদ।

    অধ্যাপক রীয়াজ বলেন, “মতামতের জায়গা রাখা হয়েছে। যে কোন দল বা জোটের মতে না মিললে তারা নতুন করে মত দিতে পারে”।

  17. বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু, সকাল থেকে রাস্তা অবরোধ

    ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

    সড়ক অবরোধের পর বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

    সোমবার সকাল ছয়টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বনানী থানার ওসি রাসেল সরকার বিবিসি বাংলাকে জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়। এরপর থেকেই শ্রমিকরা তারা রাস্তা অবরোধ করে রেখেছে। এতে ওই এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

  18. কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নি

    জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি। আগামী কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন তিনি। রোববার তাঁকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি।

    নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সমালোচনা করেন মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে, মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ বহাল রাখার অঙ্গীকার করেন তিনি।

    কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নি লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।

    এই খবরের বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে