কাজী নজরুলের সমাধি চত্বরে ওসমান হাদির দাফন সম্পন্ন
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় বিপুল সংখ্যক মানুষ যোগ দিয়েছেন। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তার মরদেহ দাফন করা হয়। চোখ রাখুন বিবিসি বাংলায়...
সরাসরি কভারেজ
'চিরদিন বাংলাদেশিদের বুকের ভেতরে থাকবে প্রিয় হাদি'- প্রধান উপদেষ্টা
ছবির উৎস, Chief Adviser GOB FB
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ওসমান হাদি বাংলাদেশিদের মনে চিরকাল বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ
নিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য
অপেক্ষা করছে, বিদেশে যে বাংলাদেশিরা আছে তারাও হাদির কথা শুনতে অপেক্ষা করছে।"
“প্রিয় হাদি তোমার যে কথা, তোমার যে দৃষ্টিভঙ্গি সবকিছু প্রশংসা করছে মানুষ। সেটা
আমরা মনেপ্রানে গ্রহণ করছি, এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা যেন অনুসরণ
করতে পারি,” বলেন প্রধান উপদেষ্টা।”
ওসমান হাদির দাফন সম্পন্ন
ছবির ক্যাপশান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি
চত্বরেই তাকে সমাহিত করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত
হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের
সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যদের মরদেহ দেশে পৌঁছেছে
ছবির উৎস, ISPR
ছবির ক্যাপশান, নিহত সেনা সদস্যদের প্রতি বিমানবন্দরে সম্মান জানান সেনা কর্মকর্তারা
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি ঘাঁটিতে ড্রোন হামলার
ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার এমিরেটস এয়ারলাইন্সের
একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে নিহত সেনা সদস্যদের মরদেহ।
আন্তবাহিনী জণসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমানবন্দরে নিহত সেনা সদস্যদের মরদেহ
গ্রহণ করেন সেনাবাহিনী সদস্যরা। ২১শে ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা
শেষে নিহতদেরকে তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হবে বলেও জানানো হয়েছে।
গত ১৩ই ডিসেম্বর সুদানের
আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় ছয় জন শান্তিরক্ষী
নিহত হওয়ার পাশাপাশি আরও নয় জন আহত হন বলে জানিয়েছিল আইএসপিআর।
যাদের মধ্যে আট জন কেনিয়ার
নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলেই শঙ্কামুক্ত
বলেও জানানো হয়েছে।
ওসমান হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের
ছবির ক্যাপশান, ওসমান হাদির জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরাও
রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো এই প্রশ্ন তুলেছেন শরিফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির
নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মি. সিদ্দিক বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না
কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান
তিনি।
বলেন, “আমার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন
করতে হচ্ছে।”
ওসমান হাদির জানাজা শেষে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা কিছু লোকের
ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক
সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন
এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন।
বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মাইকে সবাইকে সরে
যাওয়ার আহ্বান জানাতে থাকেন সেনা সদস্যরা।
তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা
বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়ে ছিলেন।
সেখান থেকে এখন ধীরে ধীরে
লোকজন সরে শাহবাগের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন বিবিসির সংবাদ দাতারা।
সংসদ ভবনের সামনে শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, জানাজা শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা
সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত তার জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক
মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল
সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার নামাজের আগে কথা বলেন প্রধান উপদেষ্টা, “তোমাকে আমরা বিদায় জানাতে আসি নাই আজ, তুমি আমাদের বুকের ভেতরে
আছে, সকল বাংলাদেশির বুকের ভেতরে তুমি আছো।”
এময় ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার হত্যাকারীদের গ্রেফতারের
দাবি জানানো হয়।
ওসমান হাদির হত্যাকারিদের
ধরতে কী করেছেন- সরকারের উদ্দেশে এই প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ
আল জাবের।
তিনি বলেন, এ বিষয়ে
সবার সামনে এসে না জানালে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার
বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশান, জানাজায় অংশ নিতে সংসদ ভবনের সামনের মাঠ ও মূল সড়কে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ
প্লাজায় নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ। তার জানাজায় অংশ
নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুর ১২টার
পর থেকে বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেন। এরও আগে সকাল থেকেই
সংসদ ভবনের সামনের সড়কে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ওসমান হাদির জানাজায়
অংশ নিতে সাধারণ মানুষের পাশাপাশি সংসদ ভবন এলাকায় এসেছেন উপদেষ্টা পরিষদের সদস্য,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।
সংসদ ভবন ও এর আশপাশের
সড়কে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।
বেলা দুইটায় জানাজা
শেষে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে। সেখানেই জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের সমাধি চত্বরেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
ছবির ক্যাপশান, ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
সন্ত্রাস ও সহিংসতা ঠেকাতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির আহ্বান
সন্ত্রাস ও সহিংসতা সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট
করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
শনিবার সকালে ডাক, টেলিযোগাযোগ
ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই করে বিটিআরসি'র
মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার
করা থেকে বিরত রাখতে এবং নাগরিকদের সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা
এজেন্সি।
এসব বিষয়ে রিপোর্ট করতে
হোয়াটসঅ্যাপ নম্বর: 01308332592 এবং একটি মেইল অ্যাড্রেস: [email protected] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এই তথ্য জানায়।
তাদের বার্তায় বলা হয়, আজ সকাল ১০টা৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেওয়া হয়। এ.কে. খন্দকার নামে পরিচিত হলেও তার পুরো নাম আবদুল করিম খন্দকার।
তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন”।
স্বাধীনতার পর এ.কে. খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করে তিনি
‘রোষানলে’ পড়েছিলেন উল্লেখ করে এতে বলা হয়, “মহান স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরাই ছিল পতিত শাসনের দৃষ্টিতে তার অপরাধ”।
লক্ষ্মীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে
স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার গভীর রাতে
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে এই
ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী
পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানান, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে
যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত
ব্যক্তিরা।
এই ঘটনায় গুরুতর দগ্ধ
হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। তবে তার ছোট মেয়ে সাত বছর
বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে বলে জানান মি. হোসেন।
ঘটনাটি পূর্ব শত্রুতা,
পরিকল্পিত নাশকতা নাকি অন্য কিছু এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ।
বিবিসি বাংলাকে তিনি
জানান, বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়ার পরও সেখান থেকে দ্রুত বের হতে
পারেননি বাসিন্দারা। স্ত্রী ও দুই ছেলে সুস্থ থাকলেও বেলাল হোসেনের অন্য দুই মেয়ে গুরুতর
আহত হয়েছেন বলেও জানান মি. পারভেজ।
সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ
ছবির ক্যাপশান, তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবন এলাকায় জড়োহতে শুরু করেছে মানুষ।ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানাজায় অংশ নিতে ওই এলাকায় আসতে শুরু করেছেন অনেকে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে।
পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ করা হয়।
এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয়।
ছবির ক্যাপশান, ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ
ছবির ক্যাপশান, তল্লাশি ছাড়া সংসদ ভবন এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ
ছবির ক্যাপশান, রাস্তায় ব্যারিকেড দিয়ে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ রাখা
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজন আটক
ছবির উৎস, NurPhoto via Getty Images
ছবির ক্যাপশান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ফাইল ছবি)
ময়মনসিংহের ভালুকায়
সনাতন ধর্মাবলম্বী এক যুবককে হত্যার ঘটনায় সাত জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো
হয়।
শনিবার সকালে প্রেস উইং জানায়, ঘটনার
অভিযোগের সূত্র ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের গ্রেফতার
করা হয়।
এর আগে বৃহস্পতিবার
রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে
হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। ওই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওসমান হাদির জানাজা ঘিরে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অগাামী নির্বাচনে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছিল সরকার
ইনকিলাব মঞ্চের নেতা
শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ রাজধানীতে বিপুল
সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন
পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি
বাংলাকে জানান, ওসমান হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং মাঠ পর্যায়ে বডি ওর্ন
ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
তিনি বলছেন, “কোনো নিরাপত্তা
শঙ্কা নেই, মূলত আমাদের রেগুলার ইনস্ট্রুমেন্টের অংশ হয়ে যাচ্ছে বডি ওর্ন ক্যামেরাগুলো।
এ কারণেই এগুলোর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন, যাতে আমরা কেন্দ্রীয়ভাবে মাঠের কার্যক্রম
তদারকি করতে পারি।”
প্রধান উপদেষ্টার প্রেস
উইংয়ের দেওয়া তথ্য অনুসারে, বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির
নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তার মরদেহ
নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওসমান হাদির জানাজা ও দাফন উপলক্ষ্যে নানা প্রস্তুতি
নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে মি. হাদির
দাফন ঘিরে ক্যাম্পাস এলাকা বিশেষ করে কবি নজরুলে সমাধিস্থলের আশপাশে কী ধরনের নিরাপত্তা
ব্যবস্থা নেওয়া হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন
আহমদ।
ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
স্ত্রী জোবাইদা রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টার
দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারপার্সন
ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত পাঁচই ডিসেম্বর
ঢাকায় আসেন জোবাইদা রহমান। মূলত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার
প্রস্তুতির অংশ হিসেবেই তিনি দেশে আসেন।
আগামী ২৫শে ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
ওই সময় তিনিও তারেক রহমানের সঙ্গে ঢাকায় ফিরবেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ওসমান হাদির মরদেহ
ছবির উৎস, screen garb
ছবির ক্যাপশান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ।
শনিবার সকালের তার মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানান্তর করা হয়।
জানা গেছে, জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
পূর্বঘোষিত সময় অনুযায়ী, বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবরের কাছেই দাফন করা হবে তাকে।
শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলায়েন্সের একটি বিমানে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় ওসমান হাদির মরদেহ। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে মরদেহটি রাখা হয়।
গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাতে তার মৃত্যুর খবর জানানো হয়।
শুক্রবারের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দাফন করা হবে বলে রাতে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শরিফ ওসমান হাদির মরদেহ। তার নামাজে জানাজা আজ শনিবার বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর তোপখানা রোডে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স।
ভারতের ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির বিরুদ্ধে শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় একটি যুব সংগঠন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।