'চিরদিন বাংলাদেশিদের বুকের ভেতরে থাকবে প্রিয় হাদি'- প্রধান উপদেষ্টা
ওসমান হাদি বাংলাদেশিদের মনে চিরকাল বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, বিদেশে যে বাংলাদেশিরা আছে তারাও হাদির কথা শুনতে অপেক্ষা করছে।"
“প্রিয় হাদি তোমার যে কথা, তোমার যে দৃষ্টিভঙ্গি সবকিছু প্রশংসা করছে মানুষ। সেটা আমরা মনেপ্রানে গ্রহণ করছি, এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা যেন অনুসরণ করতে পারি,” বলেন প্রধান উপদেষ্টা।”