আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি, সংসদের বিরোধিতা; ভারত ইস্যুতে বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল তবে এর বিরোধিতা করেছে দেশটির জাতীয় সংসদ। ভারত ইস্যুতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলা থেকে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত। এক নজরে দেখুন দিনের ঘটনাপ্রবাহ।

সার সংক্ষেপ

  • দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল, তবে এর বিরোধিতা করেছে দেশটির সংসদ
  • আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশের যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
  • ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত এবং একটা বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই
  • প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে জানুয়ারিতে ঠিক করেছে আদালত
  • সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে, তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ‘ক্লোজ’ করা হয়েছে

সরাসরি কভারেজ

  1. রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাহার না হলে সামরিক আইন বহাল থাকবে: দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী

    দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে যে রাষ্ট্রপতি ইউন সুক ইওল কর্তৃক প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে সামরিক আইন বহাল থাকবে, এমন তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম।

    যদিও দেশটির সংসদ রাষ্ট্রপতির সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছে।

    দেশটিতে সংসদ ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভাঙা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা।

    ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার বলেছেন, যে দক্ষিণ কোরিয়ার সৈন্যরা পার্লামেন্ট ভবন ছেড়ে চলে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে ইয়োনহাপ নিউজ এজেন্সি।

    রাষ্ট্রপতির সামরিক আইন জারি করার পরপরই সৈন্যরা সংসদ ভবনে প্রবেশ করেছিল।

  2. দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন রোধে ভোট

    দক্ষিণ কোরিয়ার সংসদ সামরিক আইন ঘোষণার রাষ্ট্রপতির পদক্ষেপে না ভোট দিয়েছে।

    সংবাদ সংস্থা ইয়োনহাপ এবং রয়টার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

    জাতীয় পরিষদের সামনে বিক্ষোভকারীরা সামরিক আইনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছে। স্বৈরাচারের পতন দাবি করেও স্লোগান শোনা যায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় কয়েক ডজন টহল পুলিশের গাড়ি এবং দাঙ্গা পুলিশের বাস দেখা যায় সেখনে।

    এর আগে দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতারা সব আইনপ্রণেতাদের দেশের আইনসভা জাতীয় পরিষদের সামনে জড়ো হতে আহ্বান করেছে।

    দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে সিউল থেকে জানিয়েছেন বিবিসির জেক কোয়েন।

    বিরোধী দলের নেতা লি জ্যা মিয়াং জনসাধারণকে সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন।

    পিপলস পাওয়ার পার্টির নেতা হান ডং-হুন সামরিক আইন ঘোষণাকে একটি "ভুল" পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

  3. ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি হাসনাত আবদুল্লাহর, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

    ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, “ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই।”

    ভারতের সঙ্গে সম্পর্ক যেন জনগণের সঙ্গে জনগণের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হয় সে বিষয়ে আহ্বান জানান মি. আবদুল্লাহ।

    ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

    “আমরা বলেছি, ভারত সরকারের সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের যে সম্পর্ক ছিল, যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যাসহ, সীমান্তের সব হত্যার বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যেন ন্যায্যতার সঙ্গে হয়, তাও নিশ্চিত করার কথা বলেছি,” বলেন তিনি।

  4. একটা বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই: ভারতীয় হাইকমিশনার

    বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশের যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    তিনি বলেছেন, “আমাদের দিক থেকে যেটুকু করতে হবে আমরা করবো। উই আর ডুইং ইট। আপনারা দেখতে পাবেন যে আমরা কী করছি।”

    বাংলাদেশের তলবে বিকেল চারটায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

    বৈঠক শেষে সাংবাদিকরা বাংলাদেশ–ভারত সম্পর্কের আন্তরিকতা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন।

    এ সময় তিনি বলেন, "উনাকে জিজ্ঞেস করেন। উনিই বলুক উনাদের আন্তরিকতা কতটুকু।"

    ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, "বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। একটা বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে বাংলাদেশের।"

    সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  5. দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট

    দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

    মঙ্গলবার শেষ রাতে আকস্মিকভাবে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

    তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেয়া জরুরি ছিল।

    প্রেসিডেন্ট ইউন বলেন, দেশ থেকে উত্তর কোরিপন্থী বাহিনী অপসারণ এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান প্রেসিডেন্ট। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টি সুষ্পষ্টভাবে কিছু বলেননি তিনি।

    এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সংসদের সকল কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী।

    ২০২২ সালে পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন তার নিকটতম প্রতিদ্বন্দী লি জ্যা মিয়াংকে মাত্র দশমিক সাত শতাংশ পয়েন্টে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

  6. ডেঙ্গুতে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়ালো, একদিনে মৃত্যু সাত জনের

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। ফলে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ জনে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে দুই জন করে মোট ছয় জন এবং বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন। এতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬৮৫ জনে।

  7. প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি

    প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির ৮৩ জন নেতাকর্মী।

    দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে এক সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়।

    মঙ্গলবার এ মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্লাহ তাদের অব্যাহতির আদেশ দেন।

    ২০২৩ সালের গত ২৮শে অক্টোবর জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে সমাবেশ ডেকেছিল বিএনপি।

    সেদিন সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষের সময় কাকরাইল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়।

    আগুন দেয়া হয় পুলিশ বক্সে। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন।

    ওই ঘটনায় রমনা মডেল থানার তৎকালীন এস আই মফিজুর রহমান বাদী হয়ে বিএনপির ৭২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

    পরে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ১১ জনকে ওই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

    তদন্ত শেষে গত ২৮শে অক্টোবর ফখরুলসহ ৮৩ জনের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা।

  8. বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না: জামায়াতে ইসলামী

    আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, "ভারত নিজের দেশে তার প্রতিবেশি দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না।"

    "বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করেনা। আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে চোখ-কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সুদৃঢ় জাতীয় ঐক্যই বিদেশী যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে" বলেন মি. পরওয়ার।

    এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মনে করে দলটি।

    ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও অ-কূটনীতিক কর্মীদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান মি. পরওয়ার।

  9. আগরতলার ঘটনায় বিএনপির নিন্দা এবং প্রতিবাদ মিছিল

    ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।

    সেই সাথে মঙ্গলবার দুপুরে ওই ঘটনার প্রতিবাদে ঢাকার নয়া পল্টনে একটি প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।

    দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, “ভারতের উত্তর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের ওই সংগঠনের সদস্যরা সহকারি হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা করা হয়।”

    বিএনপির সহ - দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    বিবৃতিতে মি. আলমগীর আরো বলেন, "ভারতের সরকার এবং ভারতীয় জনগুণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।"

    বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি ভারত সম্মান দেখাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিনপি মহাসচিব।

  10. ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

    চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এরই অংশ হিসেবে বুধবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

    এর আগে আজ মঙ্গলবারই অধ্যাপক ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে মি. আলম এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, "প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।"

    ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে মি. আলম বলেছেন, “ইদানিং কিছু ঘটনা নিয়ে একটা ইন্ডাসট্রিয়াল স্কেলে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। আমরা অনেকাংশে দেখছি যে ইনডিয়ান মিডিয়া খুব এগ্রেসিভলি এই কাজ করছে।"

    "সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে, তোমরা আসো, দেখো কী হচ্ছে,” বলেন মি. আলম।

    “অ্যাট দ্য সেইম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি” বলে মন্তব্য করেন তিনি।

    ঐক্যবদ্ধভাবে অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে নামার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

  11. সীমান্তে অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে সতর্ক বিজিবি

    বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে এ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

    মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক খবরে বিজিবিকে উদ্ধৃত করে বলা হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

    সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের পর এরই মধ্যে সেখানে কনসুলার সেবা দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার।

    বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

  12. ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার

    ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

    বিবিসি বাংলার সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর এবং কূটনৈতিক জোন বলে পরিচিত সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

    বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী কিছু রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশের গুলশান বিভাগ।

    দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

    গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা দুইটার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে।

    তিনি বলেছেন, দূতাবাস এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

  13. আগরতলাতে ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত

    নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের সহকারি হাই কমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ আদেশ জানানো হয়েছে।

    সোমবার আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর এ সিদ্ধান্ত নিল সরকার।

    এর আগে বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সোমবার আগরতলায় ওই হামলার ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড এবং ডিএসপি পদমর্যাদারএকজন অফিসারকে ‘ক্লোজ’ করা হয়েছে।

  14. রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সব জেলায় চিঠি

    আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারা দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

    আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচই অগাস্ট পর্যন্ত দায়ের করা সব মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

    আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের তৈরি করে দেয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা [email protected] ঠিকানায় তা পাঠানোরঅনুরোধ করা হয়েছে চিঠিতে।

    উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে সোমবার এ তালিকা চাওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

    এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না - জানিয়ে উক্ত মামলাগুলোর জরুরি ভিত্তিতে তথ্য পাওয়া একান্ত আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  15. ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে।

    সোমবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।

    এ হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানানো হয়।

  16. পাসপোর্ট খাতে দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি, ঘুস বেশি দিতে হয়েছে বিচারিক সেবা খাতে, টিআইবির খানা জরিপের তথ্য

    দেশের সেবা খাতের মধ্যে পাসপোর্ট খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বিচারিক সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুস দিতে হয়।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) “সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩” এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর টিআইবির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের এ ফলাফল প্রকাশ করা হয়।

    দেশের সেবা খাতগুলো থেকে সেবা গ্রহণ করতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে দেশের ৭০ দশমিক ৯ শতাংশ খানা।

    এছাড়া সেবা খাতে জাতীয় পর্যায়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত মোট ঘুসের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ এক লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা।

    এই জরিপে বলা হয়েছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। ৮৬ শতাংশ খানা পাসপোর্ট সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে।

    এরপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সেবা নিতে গিয়ে ৮৫ দশমিক ২ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে ৭৪ দশমিক পাঁচ শতাংশ এবং বিচারিক সেবা নিতে গিয়ে ৬২ দশমিক তিন শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে।

    সবচেয়ে বেশি ঘুস দিতে হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। এ খাতে ৭৪ দশমিক ৮ শতাংশ খানা ঘুস দিয়েছে। বিআরটিএ থেকে ৭১ দশমিক ৯ শতাংশ খানা ঘুস দিয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৫৮ দশমিক ৩ শতাংশ খানা ঘুসের শিকার হয়েছে।

    বিচারিক সেবা পেতে সবচেয়ে বেশি ঘুস দিতে হয়েছে। প্রতি খানাকে গড়ে ৩০ হাজার ৯৭২ টাকা দিতে হয়েছে।

  17. আগরতলার ঘটনায় গ্রেফতার সাত, সাসপেন্ড তিন পুলিশ

    সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একইসঙ্গে তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড ও ডিএসপি পদমর্যাদার এক অফিসারকে ‘ক্লোজ’ করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে।

    ত্রিপুরা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি বাংলাকে নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন, যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে, তারা ছাড়া আর কে কে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় জড়িত ছিল, তা ভিডিও ফুটেজ দেখে খুঁজে বের করা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

    সোমবারের ঘটনার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে একাধিকবার পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

    এই প্রসঙ্গে ওই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, “পুলিশ যথেষ্ট সংখ্যাতেই ছিল। সহকারী হাইকমিশন পরিসরের ভেতরে বাইরে মিলিয়ে ২৬০ জন ডিউটিতে ছিলেন। কিন্তু গোটা ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়। আমরা কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই বিক্ষোভকারীদের বাধা দিই। তবে ওই কয়েক সেকেণ্ডের মধ্যেই বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়ে যায়।

    “নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং পুলিশ বাহিনী ছিল। তারা দ্রুতই ব্যবস্থা নিয়েছিল। তবুও কর্তব্যে অবহেলার অভিযোগে বাহিনীর তিনজনকে সাসপেন্ড করা হয়েছে আর যে ডিএসপি সেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাকে ক্লোজ করা হয়েছে,” জানিয়েছেন ওই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

  18. নির্বাচন কমিশন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে বদলি

    নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এ বছরের ২১শে মে তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়।

    ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন মি. আজিম।

    সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন। সচিব হওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

    এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ইসির এনআইডি শাখার মহাপরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) এএসএম হুমায়ুন কবীরকে পদায়ন করা হয়েছে।

  19. চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি পিছিয়ে জানুয়ারিতে

    রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে আগামী ২রা জানুয়ারি ঠিক করেছে আদালত। জামিন শুনানিতে মি. দাসের আইনজীবী না থাকায় এ আদেশ দেয়া হয়েছে।

    চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।

    এদিন চিন্ময় দাসের জামিনের শুনানি উপলক্ষে সকালে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

    পরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আজকে আসামিপক্ষে কোনো আইনজীবী মামলায় শুনানির জন্য উপস্থিত ছিল না। শুনানিতে অংশগ্রহণ করে নাই। যার কারণে আগামী দোসরা জানুয়ারি মামলার শুনানি হবে।”

    একইসাথে সব মামলায় মি. দাসকে আসামি হিসেবে রাখার বিষয়ে অনুরোধ করা হয়েছে জানিয়ে মি. চৌধুরী বলেন, “পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য।”

    গত ২৫শে নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মি. দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হয়। তার জামিন চেয়ে আইনজীবীরা আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে সংঘর্ষে নিহত হন এক আইনজীবী।

  20. ভারতকে ‘সুপ্রতিবেশীসুলভ’ আচরণ করার পরামর্শ ঢাবি শিক্ষার্থীদের

    ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    এই বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা, নবগঠিত স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্মারক) সদস্যরা, জগন্নাথ হলের শিক্ষার্থীরাও শামিল হয়েছিলেন তাতে।

    স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, “ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে। তাদের বোঝা দরকার যে এখানে একটি গণঅভ্যুত্থান হয়েছে।”

    “বাংলাদেশকে আগের মতো ট্রিট করলে সেটা তাদের ভুল হবে। আমাদের বক্তব্য হলো, তোমরা তোমাদের জায়গায় থাকো। আমাদের দেশে হিন্দু বলে কোনও কথা নাই। আমরা সবাই বাংলাদেশি।”

    গতকাল শিক্ষার্থীরা যে মিছিল বের করে, তাতে একাত্মতা জানিয়েছিলো জগন্নাথ হলের শিক্ষার্থীরাও।

    “প্রথমদিকে আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করি। পরে জগন্নাথ হলের অনেক শিক্ষার্থী আলাদাভাবে মিছিল বের করে একাত্মতা প্রকাশ করে,” বলছিলেন মি. আহমেদ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দুসহ অন্যান্য অমুসলিম শিক্ষার্থীরা থাকেন। ভারতে সংঘটিত ওই ঘটনার বিরুদ্ধে ওই হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করায় সেই মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে আলোচিতও হয়।

    গতকাল যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলোতে শিক্ষার্থীদের স্লোগান ছিল ‘টু জিরো টু ফোর, আগ্রাসন নো মোর’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দূতাবাসে হামলা কেন? হুঁশিয়ার! সাবধান!’