আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, কে কোন পদে?

আগামীকাল আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম 'জাতীয় নাগরিক পার্টি' বলে জানা গেছে। এদিকে, বুধবারের বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনসহ কয়েকটি পদে নাম চূড়ান্ত করা হয়েছে।
    • নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। মারামারির ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    • দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
    • বাংলাদেশ পুলিশের ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
    • সরকারের নিরপেক্ষতা নিয়ে এরইমধ্যে জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. ‘জুলাই শহীদের' পরিবার মাসে পাবে ২০ হাজার টাকা

    জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহত ‘জুলাই শহীদ’দের প্রত্যেকের জন্য এককালীন ৩০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেবে অন্তর্বর্তী সরকার।

    এছাড়া নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে।

    জুলাই অভ্যুত্থানে ৮৩৪ জন নিহত হয়েছে বলে গেজেট প্রকাশ করেছে সরকার।

    বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

    গত নয়ই ও ২৪শে ফেব্রুয়ারির প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানায় প্রেস উইং।

    যারা আহত তাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

    এর মধ্যে ক্যাটাগরি ‘এ’ তে অতি-গুরুতর আহত ৪৯৩ জনকে 'জুলাই যোদ্ধা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যারা চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম।

    এই ব্যক্তিরা এককালীন পাঁচ লাখ টাকা, পরে দুই মেয়াদে আরও পাঁচ লাখ টাকা পাবেন। এছাড়াও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

    বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারা। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন তারা।

    গুরুতর আহত ক্যাটাগরি ‘বি’ তে ৯০৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

    যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন তারা আহত 'জুলাই যোদ্ধা' হিসেবে আর্থিক আনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

    এর মধ্যে এককালীন তিন লাখ টাকার পাশাপাশি দুই মেয়াদে আরও তিন লাখ টাকা পাবেন এই গুরুতর আহত ব্যক্তিরা।

    মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন তারা। এছাড়া সরকারের বিভিন্ন সুবিধাও পাবেন।

    তৃতীয় ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন তালিকাভুক্ত।

    যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন ব্যক্তিরা এই ক্যাটাগরিতে রয়েছেন। আহতরা এককালীন এক লাখ টাকার পাশাপাশি মাসিক দশ হাজার টাকা ভাতা পাবেন।

  3. বেক্সিমকোর ১৪টি কারখানার ‘পুনর্বাসনে’ উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার

    বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে ১৪টি কারখানায় লে অফ ঘোষণা করা হয়েছে সেগুলোর ‘পুনর্বাসনে’ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    আজ বৃহস্পতিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

    তিনি জানান, এসব কারখানার ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং প্রায় দেড় হাজার কর্মকর্তার পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধেরও ব্যবস্থা করেছে সরকার।

    বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বুধবারের সভার সিদ্ধান্তগুলো তিনি আজকের সংবাদ সম্মেলনে জানান।

    তিনি বলেন, “চলতি ফেব্রুয়ারি পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা প্রয়োজন। এই টাকা যোগাড় করেছে সরকার।”

    এর মধ্যে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে ২০০ কোটি টাকা ঋণ হিসাবে দেওয়া হচ্ছে। অর্থ বিভাগ পরিচালন ব্যয় খাত থেকে বাকি ৩২৫ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।

    আগামী নয়ই মার্চ থেকে টাকা বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

    একইসাথে বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে শিগগিরই বেক্সিমকোর পুনর্বাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম উপদেষ্টা।

  4. রিফাত রশীদের পদত্যাগ, মারামারির ঘটনায় তদন্ত কমিটি গণতান্ত্রিক ছাত্র সংসদের

    বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশকে ঘিরে বুধবারের বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই ছাত্র সংগঠনটি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।

    সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

    এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    এছাড়া নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নাম আসা রিফাত রশীদ পদত্যাগ করেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মি. রশীদ লিখেছেন, “অনুমতি ব্যতীত কমিটিতে নাম রাখায়” পদত্যাগ করেছেন তিনি।

    “আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিলো কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি” লিখেছেন মি. রশীদ।

  5. নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে মৌলিক অধিকার ঘোষণা করেছে হাইকোর্ট

    নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

    আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দিয়েছে।

    পরে আইনজীবী হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, "রায়টি বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে ও পানিবাহিত রোগ থেকে মানুষ রক্ষা পাবে।"

    এর আগে ২০২০ সালে দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

    রায়ে আদালত বলেছে, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

    নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে।

    এগুলোর মধ্যে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ পাবলিক স্থান অর্থাৎ আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট বাজার, এয়ারপোর্টসহ প্রত্যেক স্থানে নিরাপদ পানযোগ্য পানি প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে।

    আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ এবং পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের ব্যবস্থা করতে হবে।

    ২০২৬ সালের মধ্যে সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহে নেয়া ব্যবস্থার বিষয়ে সরকারকে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    একইসাথে এই আদেশটি চলমান আদেশ হিসেবে থাকবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

    আইনজীবী মি. কবির বলেন, “বাংলাদেশের যত পানির উৎস রয়েছে, এই পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয় অর্থাৎ পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।”

  6. নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। দলের একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

    দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠকের একাধিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

    'চিফ অর্গানাইজার' বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম। যুগ্ম সমন্বয়ক করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

    তবে, যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

  7. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের দুঃখপ্রকাশ

    নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

    আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ করেন তিনি।

    মি. মজুমদার বলেন, “গতকাল মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনোভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।”

    মি. মজুমদার দাবি করেন বিশেষ করে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।

    “আমি কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করা হয়। দুঃখজনক হলেও সত্য কালকে সেটি (কমিটি) আমরা প্রকাশ করতে পারিনি। এখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে সেই লক্ষ্যে আমাদের ছাত্র সংগঠন কাজ করবে।”

    তিনি জানান সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত, আলোচনার ভিত্তিতে কমিটি করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন চায় না।

    মি. মজুমদার বলেন, “আমরা সিদ্ধান্ত নেই এ ছাত্র সংগঠনটি কখনোই লেজুড়বৃত্তি করবে না। একইসাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে।”

    সংগঠনের ছাত্র নেতাদের বয়স সম্পর্কে তিনি বলেন, “অনেক ছাত্র সংগঠনে বয়স নিয়ে প্রশ্ন আছে, অছাত্র হয়েও তারা সংগঠন করে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।”

    এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখার কমিটিতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তির সময় থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন মি. মজুমদার।

    পরে তিনি কমিটির নামের তালিকা ঘোষণা করেন। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নামও ঘোষণা করেন তিনি।

  8. পুলিশের ৫৩ কর্মকর্তাকে বদলি

    বাংলাদেশ পুলিশের ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন দুটি সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

    এক প্রজ্ঞাপনে অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‍্যাবে, ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবেসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

    অপর আরেকটি প্রজ্ঞাপনে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে, বিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতেসহ ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়।

  9. ১০৪ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    বাংলাদেশ পুলিশের ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

    এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুইজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

    গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ- ১ শাখা থেকে পদোন্নতিপ্রাপ্তদের নাম আলাদা প্রজ্ঞাপনে জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবে।

    জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  10. দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

    দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।

    সেনাপ্রধান তার বক্তব্য বলেন, “আমি আশা করব, সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।”

    ওয়াকার-উজ-জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামিতে এই রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

    সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

  11. দেড় দিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতদের অবস্থান

    জুলাই আন্দোলনে আহতদের একাংশ এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান গেইটের সামনে টানা ২৮ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

    তাদের দাবি- আন্দোলনে আহতদের তিনটি ক্যাটাগরির বদলে দুটি ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।

    গতকাল বুধবার বেলা বারোটা থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

    আহতদের মধ্যে যারা এ কর্মসূচি পালন করছেন তারা সরকার নির্ধারিত 'সি' ক্যাটাগরিতে পড়েছেন। তারা বলছেন অন্য দুটি ক্যাটাগরিতে যে সুবিধা রয়েছে এটিতে তা নেই।

    তাই তিনটি ক্যাটাগরির পরিবর্তে 'এ' ও 'বি' দুটি ক্যাটাগরি করার দাবিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

  12. সিলেটে মধ্যরাতে ভূমিকম্প

    সিলেটে বুধবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ থেকে এই তথ্য জানা গিয়েছে। তবে এ ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের খারুপাতিয়া শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে।

    ভূমিকম্পটির পাঁচ দশমিক তিন মাত্রার ছিল যা কিনা মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

    গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় শহরের অনেকেই টের পাননি। তবে কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকম্পের কথা জানান।

  13. সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সংশয় সৃষ্টি হয়েছে: তারেক রহমান, আমরা এমন কোনো কাজ করবো না যা দলের সুনাম ক্ষুণ্ন করে- ফখরুল

    সরকারের নিরপেক্ষতা নিয়ে এর ইতোমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটি সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে।"

    নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

    অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলেও মন্তব করেন তিনি।

    তারেক রহমান বলেন, “স্থানীয় নিবাচন হলে সেটি হবে সারাদেশের পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। তাদেরকে পুনর্বাসনের এই ফাঁদে বিএনপি পা দেবে না।”

    অন্তর্বতী সরকারকে স্থানীয় নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা বলেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য মানুষের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

    তার মতে, সংস্কার, স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে।

    সেইসাথে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নিধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। সারা দেশে খুন হত্যা ধর্ষণ ছিনতাই বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে। নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণহীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।”

    পতিত সরকারের ষড়যন্ত্র এখনও থেমে নেই উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

    তার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধৈর্য্য ধারনের আহ্বান জানান।

    তিনি বলেন, “গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে খালেদা জিয়ার নির্দেশনাকে সামনে রেখে এবং তারেক রহমানের নির্দেশনায় বিএনপির অগণিত নেতাকর্মী দীঘ ১৫ বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গিয়েছে। আমরা এমন কোনো কাজ করবো না যা দলের সুনাম ক্ষুণ্ন করে।”

  14. ভোরে থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবলকে বরখাস্ত

    রোববার ভোরে ঢাকার চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করার কথা জানান তিনি।

    বৃহস্পতিবার ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।

    এ সময় তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে।

    এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিটি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। যেন সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে।

    তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন করছে। যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে।”

  15. দীর্ঘ সাত বছর পর দলীয় সভায় যা বললেন খালেদা জিয়া

    দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

    বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন।

    জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐকবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

    খালেদা জিয়া বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ”

    আগামী নির্বাচনে সাফল্যের জন্য দলের নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়।”

    তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

    পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে এই চক্রান্ত ব্যার্থ করে দিতে আহ্বান জানান।

    দেশবাসীকে প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

  16. বিএনপির বর্ধিত সভা শুরু, প্রধান অতিথি খালেদা জিয়া

    বাংলাদেশে অন্যতম প্রধান দল বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বর্ধিত সভা শুরু হয়েছে।

    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি সংলগ্ন মাঠে দলটির এই বর্ধিত সভা শুরু হয়েছে।

    বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    খালেদা জিয়া সাত বছর পর দলের বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

    সভায় স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    গত বছরের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম দলটির সারাদেশের নেতাদের নিয়ে বর্ধিত সভা করা হচ্ছে। দীর্ঘ সময় পর এই সভা বিএনপি নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে বলে দলটির নেতারা বলছেন।

    সভার মঞ্চে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ।

    বিএনপি নেতারা বলেছেন, এই বর্ধিত সভা থেকে সারাদেশের দলটির নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। তাদের দলের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে দলটি যাত্রা শুরু করবে নির্বাচনের পথে।