ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে- মির্জা ফখরুল

সরকার পতন আন্দোলনে অংশ নেয়া শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিশ্বাস বা ঐক্যের জায়গা নেই, এবং ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি স্থগিত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।
  • আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিডিআর বিদ্রোহ মামলার আজকের শুনানি স্থগিত করেছে আদালত। বিচারকাজ কবে আর কখন শুরু হবে তা পরে জানানো হবে।
  • বিডিআর বিদ্রোহ মামলার শুনানিকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
  • ৪৩-তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হচ্ছে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা ঘটেছে

    • গ্রেফতার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন এই থানাটিরই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
    • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে একসঙ্গে পাঁচটি দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি।
    • কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ময়মনসিংহে বুধবার রাতে একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
    • আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন (এর সদস্যরা) কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ।
    • ৪৩-তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হবে। তবে তাদের মধ্যে কেউ রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
    • মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১০ই জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৩ই জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীতে থাকা এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
    • পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে শিক্ষার্থী বিক্ষোভ ও অগ্নিসংযোগের মুখে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের শুনানি করা যায়নি বৃহস্পতিবার।
    • বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

  2. গ্রেফতার অবস্থায় থানা থেকে পালালেন সাবেক ওসি

    গ্রেফতার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন এই থানাটিরই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    "তাকে একটা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। থানা থেকে কোর্টে প্রেরণের সময় তিনি পালিয়ে গেছেন," বিবিসি বাংলাকে বলেন মি. রহমান।

    এ ঘটনায় এক উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    মি. রহমান জানান, শাহ আলমকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।

    সরকার বিরোধী আন্দোলনের সময় পহেলা অগাস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল মি. আলমকে। এর আগে তিনি শাহবাগ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

    সর্বশেষ তিনি কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে ছিলেন। সেখান থেকেই বুধবার তাকে গ্রেফতার করা হয়। ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ড. এস এম ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    উত্তরা পূর্ব থানা
  3. 'পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো বিষয় থাকে না', হাসিনার ব্যাপারে ভারতের উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ

    সম্প্রতি 'ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো' সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়লে তা বাংলাদেশে আলোচনার জন্ম দেয়।

    এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, "পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো বিষয় থাকে না।"

    বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে।

    "শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক চিঠির ব্যাপারে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ," বলেন মি. আলম।

    "বাংলাদেশের একজন নাগরিককে আমরা ফেরত চেয়েছি। তাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচ্য নয়," যোগ করেন তিনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম
  4. পাঁচ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা, অন্তত পাঁচজন নিহত

    দাবানলে পুড়ছে বাড়ি

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে একসঙ্গে পাঁচটি দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দুটি দাবানলের কবলে রয়েছে প্রায় ২৭ হাজার একর এলাকা।

    আগুনে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি।

    এক লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে গেছে আশেপাশের জনপদ।

    বিখ্যাত হলিউড হিলস্ও পুড়ছে আগুনে। সেখানে অবস্থিত বাড়ি হারিয়েছেন প্যারিস হিল্টন ও রিকি লেকের মতো অনেক তারকা।

  5. শাহবাগে যান চলাচল স্বাভাবিক

    শাহবাগ মোড় থেকে সাবেক বিডিআর সদস্য এবং স্বজনরা অবরোধ তুলে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

    বৃহস্পতিবার সকালে বিডিআর থেকে চাকরিচ্যুত ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারে অবস্থান নেন।

    ন্যায়বিচার নিশ্চিত, কারামুক্তি, চাকরিতে পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দু'দিন ধরে এ কর্মসূচি পালন করে আসছেন তারা।

    পরে দুপুর দেড়টার দিকে তারা শহীদ মিনার থেকে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করতে রওনা দেন। সেখানে আন্দোলনকারীরা প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।

    এতে আশেপাশের সব রাস্তায় যানজট সৃষ্ট হয়।

    শাহবাগ মোড়ে যাচ্ছেন আন্দোলনকারীরা
    ছবির ক্যাপশান, ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা
  6. গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেয়া হবে না - মাহফুজ আলম

    কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ময়মনসিংহের ঘটনায় পদক্ষেপ নিচ্ছি। পাঁচই অগাস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করছি।"

    প্রসঙ্গত, ময়মনসিংহে বুধবার রাতে একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

    মাজারের বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

    এসব ঘটনায় বিক্ষুব্ধদের মামলা করার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম।

    মি. আলম জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে খুব বেশি দেরি হবে না।

    "শুধু বিএনপি নয়, গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবার কথাই ঘোষণাপত্রে থাকবে," যোগ করেন তিনি।

    উপদেষ্টা মাহফুজ আলম

    ছবির উৎস, SCREEN GRAB

  7. আ. লীগের লোকেরা কৌশলে বিএনপিতে পদ নেয়ার চেষ্টা করছে- রিজভী

    আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন (এর সদস্যরা) কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

    বিবৃতিতে বলা হয়, "বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে, বিএনপি’র ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।"

    তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে জানানো হয় বিবৃতিতে।

    এতে লেখা হয়েছে, "ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে- যা সম্পূর্ণরুপে প্রতারণামূলক। এভাবে 'স্বৈরাচারের দোসর’রা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে।"

  8. ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে- মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন

    ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সরকার পতন আন্দোলনে অংশ নেয়া শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিশ্বাস বা ঐক্যের জায়গা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

    বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতের জবানবন্দি নিয়ে প্রকাশিত বই 'রাজবন্দীর জবানবন্দি' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন দলটির মহাসচিব।

    মি. আলমগীর বলেন, "হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন জানি না নিজেদের মধ্যে আবার বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। এখন যেটা শুরু হয়েছে, আমি মনে করি এটা কোনো সুস্থ ব্যাপার না। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য।"

    বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে বলেও উল্লেখ করেন তিনি।

  9. থানা থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ।

    শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    বৃহস্পতিবার দুপুরে থানা ভবনে তার কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।

    মি. ইসলাম ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে জানান, "আমরা এসে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি ঝুলছে।"

    প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, নিশ্চিত হতে অধিকতর তদন্তের কথা জানান পুলিশ সুপার।

    "শরীরের অবস্থান এবং ফাঁস দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে, সিআইডির ফরেনসিক দল আসলে আমরা সুরতহাল করবো এবং তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে," যোগ করেন তিনি।

    ওসি আল আমিন

    ছবির উৎস, SCREEN GRAB

  10. ৪৩-তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হচ্ছে

    ৪৩-তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হবে। তবে তাদের মধ্যে কেউ রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    সচিব বলেন, “৪৩তম বিসিএসের গেজেট হয়েছে। ১৫ তারিখে যোগদান করবেন তারা। পর্যালোচনায় কিছু লোকের বিবেচনা করার জন্য আজকের মিটিং হয়েছে।”

    “ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে- এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। দে উইল গেট ইট (তারা পেয়ে যাবে),” বলেন তিনি।

    এর আগে, গত ৩০শে ডিসেম্বর ৪৩-তম বিসিএস পরীক্ষায় সরকারি কর্মকমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

    ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি।

    বঞ্চিত প্রার্থীরা তাদের নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সকালে সচিবালয়ে বৈঠক হয়।

  11. আবারও কমবে গ্যাস সরবরাহ

    মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১০ই জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৩ই জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীতে থাকা এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

    বৃহস্পতিবার পেট্রোবাংলার জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    এতে বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

    এর আগেও রক্ষণাবেক্ষণের জন্য গত ১লা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি মোট ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ ছিল।

  12. পিলখানা হত্যাকাণ্ডের শুনানি আজ হচ্ছে না

    পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের শুনানি আজ হচ্ছে না।

    বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন বিচারক।

    এর আগে সকালে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হবার কথা ছিল।

    কিন্তু মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

    এমনকি এজলাস কক্ষে দেয়া হয় আগুন।

    পরে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সাথে মাদ্রাসা মাঠে বৈঠকে বসেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

  13. পুলিশ ব্যারিকেড ভেঙে বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

    পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীরা
    ছবির ক্যাপশান, পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীরা

    শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

    এর আগে সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।

    তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনবহাল করতে হবে।

    তাদের দাবি, "বিগত সরকারের 'নীল নকশা'য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।"

    একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনর্তদন্তের দাবি জানিয়েছেন।

    এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন।

    তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

    শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
    ছবির ক্যাপশান, শহীদ মিনারে
  14. ক্রসফায়ারে ২২৭৬ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগ বিএনপির

    বিএনপি

    বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

    বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় বিএনপির মানবসম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাহউদ্দিন খান ও আইনজীবীসহ তিন সদস্যের একটি টিম চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করে এ অভিযোগ দায়ের করেন।

    এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    বিএনপি বলছে, তাদের মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে গত পাঁচই অগাস্ট পর্যন্ত সারাদেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে - সেজন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

    এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি।

  15. সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

    দুর্ঘটনা

    ছবির উৎস, Getty Images

    সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

    সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিবিসি বাংলাকে বলেন, বুধবার রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    তিনি বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি অ্যাম্বুলেন্স সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তা রোড ডিভাইডারে উঠে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এসময় অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের দুইটি বাসের ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটির পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

    এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং পরে সে আগুন বাস দুইটিতেও ছড়িয়ে পড়ে।

    নিহত চারজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

    আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যাবার কারণে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মি. আলম।

    তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  16. আদালতে কার্যক্রম শুরু হয়নি, পুলিশ ও সেনাবাহিনীর সাথে বৈঠকে আলিয়ার শিক্ষার্থীরা

    বকশীবাজার মোড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে
    ছবির ক্যাপশান, বকশীবাজার মোড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে

    বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হচ্ছে।

    তবে সকালে আদালতের কার্যক্রম শুরুর কথা থাকলেও সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত আদালতের কোন কার্যক্রম শুরু হয় নি।

    এর আগে, মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আলিয়া মাদ্রাসা মাঠে লাঠিসোঁটানিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের দাবি, মাঠটিতে মাদ্রাসার পূর্বনির্ধারিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা রয়েছে। ফলে সেখানে আদালত বসতে দেয়া হবে না।

    আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিবিসি সংবাদদাতা জান্নাতুল তানভী জানিয়েছেন, আদালতের কোন কর্মকর্তা বা আইনজীবী কাউকেও মাদ্রাসা মাঠে দেখা যায় নি এখনো।

    শহীদ মিনারে অবস্থানরত বিডিআর পরিবারের একজন সদস্য শাকিল আহমেদ বিবিসি বাংলাকে জানান, "গত ২৮শে নভেম্বর এ মামলার জামিন শুনানি করেনি আদালত। কারণ দেখিয়েছিল আলিয়া মাদ্রাসা মাঠে শুনানি হবে, প্রজ্ঞাপন জারি হবে।"

    কিন্তু এখনো আদালতের কার্যক্রম শুরু না করায় তিনি হতাশা ব্যক্ত করেন।

    এদিকে, পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সাথে মাদ্রাসা মাঠে বৈঠকে বসেছেন আলিয়া মাদ্রাসারশিক্ষার্থীরা।

    এর আগে গত রাতেই এজলাস কক্ষে আগুন দেয়া হয়েছিল।

    ফায়ার সার্ভিসের লালবাগের সিনিয়র স্টেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানান, “রাত চারটা বিশে খবর পেয়ে এখানে আসি। রাস্তায় বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়া ছিল। স্থানীয়দের সহায়তায় গেইট পর্যন্ত পৌঁছাই।

    নানা প্রতিকূলতার কারনে ভেতরে ঢুকতে পারিনি। আমরা এসে আগুনের শাখা-বিশাখা পাইনি, ধোঁয়ার কুন্ডলি দেখেছি। এখন সরেজমিন তদারকি করছি আমরা।”

    এ সময় এজলাস কক্ষে পুড়ে যাওয়া ছাই পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান।

    বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, অনুষ্ঠান উপলক্ষে মাঠেই একটি প্যান্ডেল দেখা যায়। পাশে ডেকোরেটরের অনেক চেয়ার রাখা হয়েছে।

    শিক্ষার্থীরা অবস্থান নেয়ার পর বকশীবাজার মোড় থেকে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। সেখানে কোন যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

    সবশেষ বকশীবাজার মোড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

    সকালে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিডিআর মামলার শুনানি আলিয়া মাদ্রাসা মাঠেই হবে।

    এদিকে বিডিআর পরিবারের সদস্যরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

    উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  17. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন তানহা তাসনিম।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে