মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, বিমানযাত্রীর মৃত্যু

 বিমানটি পরে ব্যাঙ্ককে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিমানটি পরে ব্যাঙ্ককে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে
    • Author, জোয়েল গুইন্টো ও সাইমন ফ্রেজার
    • Role, বিবিসি নিউজ

লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। ওই বিমানের আরও অন্তত ৩০ জন আরোহী গুরুতর আহত হয়েছেন।

সিঙ্গাপুর-গামী ওই বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্র্যাফটটি এদিন (মঙ্গলবার) ব্যাঙ্ককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ব্যাঙ্ককের স্থানীয় সময় বেলা ৩টে ৪৫ মিনিটে বিমানটি সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যাচ্ছে, এস কিউ ৩২১ ফ্লাইটটি যে উচ্চতায় ক্রুজ করছিল (‘ক্রুজিং অল্টিটিউড’), সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হু হু করে অন্তত ৬০০০ ফিট (১৮০০ মিটার) নিচে নেমে আসে।

বিমানটি তখন সবেমাত্র বঙ্গোপসাগর অতিক্রম করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।

তবে ওই বিমানটিতে সে সময় ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়।

সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটে মোট ২১১জন যাত্রী ও ১৮জন ক্রু ছিলেন। নিহত যাত্রীর পরিবারের প্রতি এয়ারলাইনের পক্ষ থেকে গভীর সমবেদনাও ব্যক্ত করা হয়েছে, তবে ওই যাত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি।

বিমানের একজন যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “হঠাৎ করেই প্লেনটি ওপরের দিকে কাত হয়ে যায়। সেই সঙ্গে প্রচন্ড জোরে জোরে সেটি কাঁপতে থাকে।”

“কী হতে যাচ্ছে ভেবে আমি যখন ভয়ে সিঁটিয়ে আছি, একদম হঠাৎ করেই প্লেনটা মারাত্মকভাবে নিচে পড়ে যেতে থাকে।”

সুবর্ণভূমি এয়ারপোর্টের অধিকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সুবর্ণভূমি এয়ারপোর্টের কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন

“প্লেনের ভেতরে বসে থাকা যে যাত্রীদের সিটবেল্ট বাঁধা ছিল না, প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে তাদের মাথা গিয়ে ধাক্কা মারে প্লেনের ছাদে”, জানিয়েছেন ওই বিমানের যাত্রী, ২৮ বছর বয়সী ছাত্র জাফরান আজমির।

তিনি আরও বলেন, “কয়েকজনের মাথা গিয়ে ধাক্কা মারে ওভারহেড ব্যাগেজ কেবিনে। তাতে কেবিন অবধি তুবড়ে যায়।”

“মাথার ওপরে যেখানে লাইট বা মাস্কগুলো রাখা থাকে, অনেকের মাথা সোজা সেটা ফুঁড়ে দিয়ে সব কিছু ভেঙে দেয়।”

বিমান সংস্থার প্রতিক্রিয়া

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিমানের মোট ৩১জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

“বাদবাকি যাত্রী ও ক্রু মেম্বারদের ব্যাঙ্ককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরেই পরীক্ষা করে দেখা হচ্ছে এবং যার যেমন দরকার সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে”, বিবৃতিতে বলেছে তারা।

আরও বলা হয়েছে, এয়ারলাইনটির পক্ষ থেকে থাইল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে এবং যাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তারা উভয়ে একযোগে কাজ করছে।

এর বাইরেও কোনও অতিরিক্ত সহায়তা প্রয়োজন হলে ব্যাঙ্ককে আরও একটি দলকেও পাঠানো হচ্ছে।

থাই কর্তৃপক্ষও ইতিমধ্যে সুবর্ণভূমি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তা প্রদানকারী দল মোতায়েন করেছে।

বিমানটি তার যাত্রাপথে যেখানে বিপদের মুখে পড়ে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিমানটি তার যাত্রাপথে যেখানে বিপদের মুখে পড়ে

সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী চি হং তাত বলেছেন, তাদের সরকার ওই বিমানের সব যাত্রী ও তাদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা করবে।

ফেসবুকে একটি বিবৃতি পোস্ট করে পরিবহনমন্ত্রী লেখেন, “লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনের ফ্লাইট এস কিউ ৩২১-এ মাঝ আকাশে যে ঘটনা ঘটেছে তা জেনে আমি গভীরভাবে ব্যথিত।”

টার্বুলেন্স কী জিনিস?

একটি উড়ন্ত বিমান যখন আকাশে মেঘের বুক চিরে যায়, সাধারণত তখনই সব চেয়ে বেশি টার্বুলেন্সের ঘটনা ঘটে।

তবে এর বাইরে ‘ক্লিয়ার এয়ার’ টার্বুলেন্স বলেও পরিষ্কার মেঘমুক্ত আকাশে এক ধরনের টার্বুলেন্স কখনও সখনও হয়। এটা জেট বিমানের ওয়েদার রাডারে ধরা পড়ে না, আগে থেকেও এটার কোনও পূর্বাভাস করা যায় না।

এভিয়েশন খাতের বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বিবিসিকে বলেন, “সারা বছর জুড়ে পৃথিবীতে যে লক্ষ লক্ষ ফ্লাইট চলাচল করে সেই তুলনায় টার্বুলেন্স-জনিত আঘাতের ঘটনা তুলনামূলকভাবে বেশ বিরলই বলতে হবে।”

“তবে এটাও ঠিক, তীব্র টার্বুলেন্সের পরিণতি খুবই মারাত্মক হতে পারে। কখনও কখনও সেটা খুব গুরুতর আঘাতের কারণ হতে পারে।”

“দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটির ক্ষেত্রে টার্বুলেন্স একজন যাত্রীর মৃত্যুও ডেকে এনেছে”, বলেন মি স্ট্রিকল্যান্ড।

ব্যাঙ্কক বিমানবন্দরে যখন সাংবাদিক সম্মেলন চলছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্যাঙ্কক বিমানবন্দরে যখন সাংবাদিক সম্মেলন চলছে

তিনি আরও জানান, আকাশে কোনও বিমান টার্বুলেন্সে হিট করলে কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, ফ্লাইট ক্রু-দের তার জন্য আলাদা করে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে।

জন স্ট্রিকল্যান্ড যোগ করেন, “একটা ফ্লাইট লম্বাই হোক বা খুব অল্প সময়ের, এই যে এয়ারলাইনগুলো পই পই করে বলে জার্নির পুরো সময়টা অন্তত আলগা করে হলেও সিটবেল্ট কোমরে বেঁধে রাখতে – তা কিন্তু এমনি এমনি নয়।”

সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের (ক্লাইমেট চেঞ্জ) কারণে আগামী দিনে তীব্র টার্বুলেন্স ঘটার প্রবণতা অনেক বেড়ে যেতে পারে।