হামাসের নতুন নেতৃত্ব বাছাইয়ের অন্তরালে

ইসমাইল হানিয়েহ (বামে) এর জায়গায় ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নেয়া হয়েছে। ২০১৭ সালে এই জুটিকে একসঙ্গে দেখা যায়

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ইসমাইল হানিয়েহ (বামে) এর জায়গায় ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নেয়া হয়েছে। ২০১৭ সালে এই জুটিকে একসঙ্গে দেখা যায়
    • Author, রুশদী আবুলউফ
    • Role, বিবিসি গাজা সংবাদদাতা
    • Reporting from, দোহা থেকে রিপোর্টিং

গত সপ্তাহজুড়ে হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন নেতৃত্ব বাছাই করতে কাতারে জড়ো হন যেদিকে নজর ছিল বিশ্বের গণমাধ্যমগুলোর। প্রায় এক বছর ধরে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মাঝেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা সেখানে যান।

দলের পূর্ববর্তী রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে তেহরানে একটি বিস্ফোরণে নিহত হবার খবর তাদের অনেককেই বেশ নাড়া দিয়েছে। অভিযোগ রয়েছে ইসরায়েল এই হামলা করেছিল।

হামাসে ইসমাইল হানিয়ের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তিনি ইসরায়েলের সাথে আলোচনার তত্ত্বাবধানে ছিলেন। নিজ দলের সামরিক শাখার এক অংশের ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আগ্রহ, অন্য অংশের সংঘর্ষের অবসান ঘটানোর দাবির মাঝে ভারসাম্য বজায় রেখে চলছিলেন।

এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার শূন্যস্থানটি দ্রুত পূরণ করতে হবে।

দোহায় হানিয়ের প্রয়াণে শোক জানাতে শত শত মানুষ হাজির হয়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, দোহায় হানিয়ের প্রয়াণে শোক জানাতে শত শত মানুষ হাজির হয়

দোহার শোক পালনের অনুষ্ঠানে, হামাসের নেতারা একটি বড় সাদা তাঁবুর ভেতর কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

কার্পেটে ঢাকা সে তাঁবুর ভেতরে ছিল সুন্দর চেয়ার, ভেতরটা সাজানো ছিল ইসমাইল হানিয়ের ছবি দিয়ে। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ সেখানে এসে সমবেত হন।

এই দৃশ্যটি শুধু একটি স্মরণ সভা ছিল না- এটি ছিল একটি যুগের সমাপ্তি এবং আরও চরমপন্থার দিকে এক নতুন যুগের সূচনা।

আমি হামাসের শীর্ষ নেতাদের একটি অপ্রত্যাশিত প্রয়াণের এবং অন্ত্যেষ্টিক্রিয়ার পর নতুন নেতা নির্বাচনের জন্য জড়ো হবার দৃশ্য প্রথমবার দেখছি, এমনটা নয়। ২০০৪ সালে, গাজায় তাদের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে ইসরায়েল হত্যার পর তার বাড়িতে তাদেরকে জড়ো হতে দেখেছিলাম আমি।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এর এক মাসেরও কম সময়ের মধ্যে, ইসরায়েল তার উত্তরসূরি আবদেল আজিজ আল-রান্তিসিকে হত্যা করে। কিন্তু এইবারের পর্দার পেছনের আলোচনায় ছিল সংকটের মাত্রা এবং যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা যাচ্ছে।

গত বছরের সাতই অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে গাজায় বন্দি করে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধে ৩৯ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও হাজার হাজার আহত হয়েছে।গাজার অর্ধেকের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে।

২০০৭ সাল থেকে গাজায় হামাসের শাসন চলছে। একদিকে তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, অন্যদিকে এই সংঘর্ষে দলটিরও বড় ক্ষতি হয়েছে।

এর পাশাপাশি, ৩১শে জুলাই তেহরানে ইসমাইল হানিয়েকে হত্যা হামাসের জন্য একটি বড় ধাক্কা ছিল। বিশেষত তা ইরানে হওয়ায়, যা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়।

হামাসের বিশ্বাস যে হানিয়েকে একটি অ্যান্টি-পার্সোনেল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে, যখন তিনি তার ফোনে ব্রাউজিং করছিলেন।

ইরানের বিপ্লবী গার্ড বলেছে যে ৭ কেজি ওয়ারহেডযুক্ত একটি প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছিল। কিছু পশ্চিমা মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে আগেই ঘরে রাখা একটি বোমা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল।

দোহায় হানিয়ের শোক অনুষ্ঠানে, ৬০-এর কোঠার একজন সাদা চুল এবং ছোট দাড়িওয়ালা ব্যক্তি সম্মুখভাগ থেকে দূরে একটি কোনায় দাঁড়িয়ে ছিলেন।

"তাকে ভালোভাবে লক্ষ্য করুন," হামাসের এক মিডিয়া কর্মকর্তা আমাকে বললেন। তিনি কে?

"তিনি হলেন ছায়ামানব, আবু ওমর হাসান," তিনি বললেন। আবু ওমর হাসান, বা মোহাম্মদ হাসান দারউইশ, সুপ্রিম শুরা কাউন্সিলের প্রধান। এ কাউন্সিল হামাসের শীর্ষ পরামর্শক সংস্থা ।

হামাসের সংবিধান অনুযায়ী, তিনি সংগঠনের অন্তর্বর্তীকালীন প্রধান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী মার্চে নির্বাচন হওয়ার কথা।

"তিনি বড় বড় মিশনের মানুষ," আমাকে বলা হলো।

শোক অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে, এই নেতাদের আসল কাজ শুরু হলো। দুই দিন ধরে, হামাসের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং ছায়ামানবরা দোহায় একজন নতুন নেতা নির্বাচনের জন্য বৈঠক করলেন, যেখানে ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরো ছিল।

ইসরায়েলের সামরিক হামলায় গাজার অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইসরায়েলের সামরিক হামলায় গাজার অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তারা ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন, যিনি ২০১৭ সাল থেকে গাজার ভেতরে দলের নেতা ছিলেন। এই সিদ্ধান্তটি অনেকের কাছে অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু যারা ২০১১ সাল থেকে তার ক্যারিয়ারের দিকে লক্ষ্য রেখেছেন তারা জানতেন যে তিনি একদিন হামাসের নেতা হবেন।

তিনি ইসরায়েলে বন্দি ছিলেন এবং ২০১১ সালে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে তাকে মুক্ত করা হয়।

হামাসের কোনো রাজনৈতিক নেতা কখনো দলের সামরিক শাখার এত কাছাকাছি ছিলেন না। হামাসের বৃহত্তম সামরিক ব্যাটালিয়নের নেতৃত্ব দেন তার ভাই মোহাম্মদ।

আর দুই দশক ধরে হামাসের সামরিক শাখার নেতৃত্ব দেয়া মোহাম্মদ দেইফ ছিলেন তার প্রতিবেশী, বন্ধু, এবং সহপাঠী। তারা দুজনেই গাজার খানের ইউনিস শরণার্থী শিবিরে বড় হয়েছেন। গত মাসে ইসরায়েল মোহাম্মদ দেইফকে হত্যা করেছে বলে ঘোষণা করে।

এরপরও, অনেকের কাছে তাকে হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে ইয়াহিয়া সিনওয়ারকে নিয়োগ দেওয়া পাগলামি মনে হতে পারে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলি বিশ্বাস করে যে তিনি দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছিলেন এবং তা কার্যকর করেছিলেন। একই সাথে তিনি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন।

"হামাস নেতৃত্বের সবাই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না," হামাসের একজন জ্যেষ্ঠ দায়িত্বশীল আমাকে জানান, "কিছু নেতা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, অন্যরা আরও মধ্যপন্থী ব্যক্তির পক্ষে চাপ দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেশিরভাগ ভোট পেয়েছেন।"

আরেকজন দায়িত্বশীল, যিনি বৈঠকে অংশ নিয়েছিলেন, বললেন যে শক্তিশালী চরিত্র আবু ওমর হাসানকে তারা বেছে নিতে পারেনি কারণ তাকে লোকে খুব একটা চেনে না, এবং আন্দোলনের বাইরে তার পরিচিতি অজানাই বলা যায়। অন্যদিকে, ৭ অক্টোবরের আক্রমণের পরে ইয়াহিয়া সিনওয়ার বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।

"সিনওয়ার সাতই অক্টোবরের পর থেকে একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন, এবং আরব ও ইসলামী বিশ্বে তার বিশাল জনপ্রিয়তা রয়েছে," সে কর্মকর্তা বললেন। "ইরানের সমর্থিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং যুদ্ধের মাঝখানে তার নিয়োগ ইসরায়েলের প্রতি একটি প্রতিরোধের বার্তা পাঠায়।"

"অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স" হলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক। লেবানন-ভিত্তিক হেজবুল্লাহর মতো অন্য সদস্যদেরও এর অংশ হিসেবে বিবেচনা করা হয় যারা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করে।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১২০০ জন নিহত হয়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়

সাতই অক্টোবরের আক্রমণের সাথে সম্পৃক্ততার কারণে সিনওয়ারকে নেতা হিসেবে নিয়োগ না করার জন্য অনেক আরব এবং কিছু পশ্চিমা কর্মকর্তা হামাসকে অনুরোধ করেছিলেন। তিনি এবং এখন তার নেতৃত্বাধীন সংস্থাকে অনেক পশ্চিমা সরকার ‘সন্ত্রাসী’ হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

"আমাদের ভোট দেওয়ার একটি কারণ হলো আমরা তাকে আক্রমণের মাস্টারমাইন্ড হিসেবে সম্মান জানাতে চাই," জানান সেই কর্মকর্তা।

"৭ই অক্টোবর তার অবদান, তাই তিনি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার যোগ্য," যোগ করেন তিনি।

সেই হামলার দশ মাস পরও, কোনও যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। বিবিসি জানিয়েছে যে দুটি প্রধান মধ্যস্থতাকারী, কাতার এবং মিশর, একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের উপর কাজ করছেন।

যেটুকু তথ্য ফাঁস হয়েছে তা থেকে বোঝা যায় যে পরিকল্পনা হচ্ছে যে ইরান যেন নিজ ভূখণ্ডে হানিয়েকে হত্যার জবাব সামরিকভাবে না দেয়, বিনিময়ে যেন ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে, ফিলাডেলফি করিডোর থেকে সৈন্য প্রত্যাহার করতে তাদের রাজি করানো যায়। ফিলাডেলফি করিডোর হলো গাজার মিশর সংলগ্ন একটি বাফার জোন বা মধ্যবর্তী অংশ।

মিশরের সীমান্তের সাথে গাজা অংশে এটি ১৩ কিলোমিটার (৮ মাইল) দীর্ঘ, কিছু অংশে এটি প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) প্রশস্ত। এর বাইরে ইসরায়েলের ছাড়া গাজার অন্য কোনও দেশের সাথে সীমান্ত নেই।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা, যিনি দোহায় যুদ্ধবিরতির আলোচনার সাথে পরিচিত, তিনি আমাকে বলেছিলেন, "মিশরীয় গোয়েন্দারা ইতোমধ্যে দোহায় একটি দল পাঠিয়েছে এবং ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া থেকে অঞ্চলটিকে রক্ষা করার উদ্দেশ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করার জন্য বৈঠক হচ্ছে ... বিনিময়ে থাকবে যুদ্ধবিরতি।"

এই মুহূর্তে, সংঘর্ষের দামামার ক্রমশ বাড়ছে, কারণ হামাসের সবচেয়ে চরমপন্থী ব্যক্তিত্ব সিনওয়ার আগামী পাঁচ বছরের জন্য দলটির নেতৃত্ব দিতে যাচ্ছেন- যদি তিনি এই যুদ্ধ থেকে বেঁচে থাকতে পারেন।