আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
এত এত বৈঠকের পরও হয়নি ঐকমত্য, আলোচনা কি গড়াবে মাঠেই?
এত এত বৈঠকের পরও হয়নি ঐকমত্য, আলোচনা কি গড়াবে মাঠেই?
দফায় দফায় বৈঠক আলোচনার পরও সংস্কারের মৌলিক কিছু বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
এমনকি বাস্তবায়ন প্রশ্নে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল এখন রাজপথে যুগপৎ কর্মসূচির ডাক দিয়েছে।
শেষ পর্যন্ত কমিশনের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে।
বিষয়টি কি তাহলে এখন আলোচনার টেবিলে না রাজপথে? সমাধান কোথায়?
তানহা তাসনিমের প্রতিবেদন...