পাকিস্তান পরিস্থিতি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও বিদ্যুৎ সংকটসহ নানা খবর

দৈনিক সংবাদ পত্রিকার প্রধান খবর “বন্ধের পথে পায়রা: বিদ্যুৎ উৎপাদনে বড় সংকটের আশঙ্কা”। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ডলার সংকটে আমদানি করা কয়লার বকেয়া পরিশোধ করতে পারছে না দেশের সবচেয়ে বড় কয়লা-ভিত্তিক বিদ্যুতকেন্দ্র পায়রা।

মজুদ কয়লা দিয়ে এ মাসের মাঝামাঝি পর্যন্ত চালানো যাবে বিদ্যুৎ কেন্দ্রটি। এর মধ্যে কয়লা আনা না গেলে জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন।

বিদ্যুৎ উৎপাদন নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে, “A third of power capacity unutilised”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ মৃদু ও মাঝারি তাপপ্রবাহ সহ্য করে গেলেও দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা রয়েছে, সেটির প্রায় এক-তৃতীয়াংশ অব্যবহৃত থেকে যাচ্ছে।

উদাহরণস্বরূপ, ৮ই মে, ৭১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকট এবং রক্ষণাবেক্ষণের অভাবসহ নানা কারণে ব্যবহার করা হয়নি, বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির তথ্যে এমনটা দেখা গিয়েছে।

নয়াদিগন্তের প্রধান শিরোনাম “সাগরে সুস্পষ্ট লঘুচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা” । খবরে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় মোখা সৃষ্টি হওয়ার আশঙ্কা আরো জোরদার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছিল।

আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মিয়ানমার উপকূলেই আঘাত হানতে পারে এবং উপকূলে ওঠার আগে সমুদ্রে থাকা অবস্থায় এর সর্বোচ্চ গতিবেগ ধারণার চেয়েও বেশি হতে পারে।

এ দিকে বঙ্গোপসাগরে বিরাজমান প্রক্রিয়াটির জেরে সারা দেশেই চলছে চরম গরম অবস্থা। কোনো কোনো স্থানে চলছে তীব্র তাপপ্রবাহ।

চলমান অস্বাভাবিক গরম আবহাওয়া নিয়ে প্রধান খবর করেছে কালের কণ্ঠ। তাদের শিরোনাম “ঢাকায় ৫০ লাখ মানুষ ঝুঁকিতে”। প্রতিবেদনে বলা হচ্ছে, এপ্রিলের মতো চলতি মে মাসেও অস্বাভাবিক গরম পড়েছে। এতে ঢাকা শহরের প্রায় ৫০ লাখ মানুষ ঝুঁকিতে আছে।

এরা মূলত সেই মানুষ, যারা উচ্চ তাপমাত্রায় সূর্যের আলোর নিচে উন্মুক্ত অবস্থায় থাকে। আন্তর্জাতিকভাবে মানুষের শরীরের সহনীয় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শরীরের ক্ষতি করার জন্য যে তাপমাত্রা, সেটাকে আমরা বলি ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’।

এর প্রভাবে মানুষের হিট স্ট্রোক হয়, কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এখন যে গরম তাতে এই ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় গুরুত্বের সাথে ছাপানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের খবরটি। এ নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম, “ইমরান খান গ্রেফতারের পর ব্যাপক সহিংসতা”।

খবরে বলা হচ্ছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির একটি মামলায় মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটির সেনাবাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। ফয়সালাবাদে সেনাবাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছেন। ইসলামাবাদে সহিংসতায় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

লাহোর ও করাচিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদ ও পেশায়ার শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে এজন্য দেশজুড়ে ইন্টারনেটের সেবা বন্ধ করে দেয়া হয়।

যুগান্তরের প্রধান শিরোনাম, “গাজীপুরে ছাত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা”। খবরে বলা হচ্ছে, গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং তার মা ও এক বোনকে আহত করে পালিয়ে গেছে মসজিদের ইমাম।

সোমবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই কলেজছাত্রীর মা ও ছোট বোনকে গুরুতর আহতাবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমকালের প্রধান শিরোনাম, “ঋণের সুদ মেটাতেই যাবে লাখ কোটি টাকার বেশি”। প্রতিবেদনে বলা হচ্ছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ঋণের সুদহার বেড়ে যাওয়ার চাপে আগামী ২০২৩-২৪ অর্থবছরে সুদের পেছনেই সরকারের প্রায় ২৭ শতাংশ খরচ বাড়তে পারে।

অর্থাৎ সুদ মেটাতেই ব্যয় হতে পারে ১ লাখ ২ হাজার কোটি টাকা। এ ছাড়া ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

“ভয়ংকর মাদক আইস নতুন বিপদ” মাদক সংক্রান্ত এই খবরটি প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। প্রতিবেদনে বলা হচ্ছে, মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবার প্রবেশ ঠেকানো এবং দেশের ভেতরে এই মাদকের বেচাকানা বন্ধে এক দশক ধরেই হিমশিম অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর।

এর মধ্যেই নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়ংকর মাদক আইস। যা ইয়াবার চেয়ে ক্ষতিকর।

বোরো মৌসুম নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম “Boro farmers denied even production cost”- প্রতিবেদনে বলা হচ্ছে, বোরো ধানের চাষিরা, এখন ধান কাটার মধ্যে রয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মধ্যেও সরকার উৎপাদন খরচ থেকে বঞ্চিত করছে কৃষকদের।

নীতিনির্ধারক এবং কৃষি কর্মকর্তারা যুক্তি দিয়েছেন যে ফসলের বাম্পার উৎপাদন এই ঘাটতি পূরণ করবে এবং এমনকি সামান্য মুনাফা অর্জন করতে পারবে। সরকারের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কৃষি অর্থনীতিবিদরা।

মানবজমিন একটি ভিন্ন ধরণের খবর তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে “কি কাজে আসছে পিএইচডি গবেষণা?”। একটা দেশের সামগ্রিক উন্নয়নে পিএইচডি গবেষণা অবদান রাখে।

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মোটা দাগে এটা একটা প্রতীকী অর্থেই যেন ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএইচডি ডিগ্রি পদোন্নতির পূর্বশর্ত। পিএইচডি ডিগ্রিধারী কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি ৩টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পান।

এসব সুবিধা মেলার কারণেই নানা ধরনের দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এই ডিগ্রীধারীরা। ফলে নামকাওয়াস্তে প্রতিবেদন দিয়েই সেরে ফেলছেন তাদের পিএইচডি। আবার পিএইচডি ডিগ্রি নিয়ে দুর্নীতির খবর নতুন কিছু নয়। এমনটাই দাবি শিক্ষাবিদদের।

অন্যান্য খবর

কালের কণ্ঠের প্রথম পাতায় আরেকটি খবর "আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড"। খবরে বলা হচ্ছে, অস্ত্র আইনের মামলায় দুবাইয়ে অবস্থান করা বিতর্কিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাঁকে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত আট বছর আগের এই অস্ত্র মামলার রায় দেন।

পলাতক থাকায় আরাভ খান আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ইত্তেফাকের প্রথম পাতার আরেকটি খবর “চট্টগ্রামে ডায়রিয়া রোগীর ৪০ শতাংশই কলেরায় আক্রান্ত”। খবরে বলা হচ্ছে, চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে। ডায়রিয়া রোগীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ কলেরায় আক্রান্ত হচ্ছে।

আক্রান্তরা সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নিচ্ছে। শহরের চেয়ে গ্রামে ডায়রিয়া রোগী বাড়ছে বলে সিভিল সার্জনের কার্যালয় জানায়। এতে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। হঠাত্ ডায়রিয়ার প্রাদুর্ভাব নিয়ে সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

ঢাকার রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ১২ সদস্যের একটি টিম ডায়রিয়ার কারণ অনুসন্ধানের জন্য তথ্য সংগ্রহ করতে চট্টগ্রামে অবস্থান করছে।

বাজার দর নিয়ে সমকালের খবর “চিনির দাম কেজিতে বাড়ল ১৬ টাকা”। প্রতিবেদনে বলা হচ্ছে, আমদানিকারকদের দাবির মুখে এক মাস পেরাতেই আবার চিনির দাম বাড়িয়েছে সরকার।

খোলা চিনির কেজি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার চিনি আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই দর কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ প্রতিদিনে খবর, “ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনের কর কাটার নির্দেশনা”। খবরে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক-ইউটিউব) বা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার বা কোনো কনটেন্টের প্রমোশন বা বিপণন করলে ১৫ শতাংশ হারে কর কেটে রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সেখানে বলা হয়েছে টেলিভিশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোনো কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না। তা ‘অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। এ সেবার বিপরীতে প্রযোজ্য কর হার ২০ শতাংশ।

চিকিৎসা খাতে অব্যবস্থাপনা নিয়ে ডেইলি স্টারের খবর, “HC slams health ministry over graft. প্রতিবেদনে বলা হচ্ছে, গুটিকয়েক সৎ ব্যক্তি ছাড়া স্বাস্থ্য খাত আপদমস্তক পর্যন্ত দুর্নীতিবাজে ভরপুর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বলেন, “ওষুধ কোম্পানির সঙ্গে যোগসাজশে চিকিৎসকরা মুনাফা করছেন।”

নিউ এইজের প্রতিবেদন, “Businesses at odds over edible oil VAT”। প্রতিবেদনে বলা হচ্ছে, ভোজ্যতেল শোধনাগার এবং তেলের পাইকারী বিক্রেতারা পুনরায় চালু করা মূল্য সংযোজন কর পরিশোধের বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যার ফলে তেল শোধনাগার থেকে ব্যবসায়ীদের পণ্য সরবরাহে বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি তাদের ক্রেতাদের শোধনাগার থেকে ভোজ্য তেল সরবরাহ বাবদ অতিরিক্ত অর্থ প্রদান করতে বলেছে কারণ পণ্যটির উপর ১০% ভ্যাট মওকুফের সুবিধা ৩০শে এপ্রিল শেষ হয়ে গিয়েছে।

অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের প্রয়ান নিয়ে প্রথম আলোর প্রথম পাতার খবর, “কিংবদন্তি অর্থনীতিবিদের বিদায়”। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিথযশা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই।

সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি খাদ্যনীতি বিষয়ক সংস্থা ইন্টান্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।