আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিএনপির কুমিল্লা সমাবেশে 'টাকা পাচারকারী ও ঋণখেলাপিদের' তালিকা প্রকাশের দাবি
বিএনপির বিগত গণসমাবেশগুলোর মতো কুমিল্লার এ সমাবেশেও মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার - এমন আরও নানা দাবির কথা উঠে আসে এ সমাবেশে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ করেন বিএনপির নেতারা। সেই সাথে ব্যাংকগুলো থেকে ঋণের নামে টাকা লোপাট এবং ক্ষমতাসীন দলের অনেকের বিদেশে টাকা পাচারের অভিযোগ তুলে এসবের হিসাবও চেয়েছেন বিএনপি নেতারা।
এসব ঘটনার সাথে জড়িতদের তালিকা প্রকাশের দাবি জানান তারা।
এবারের সমাবেশে পরিবহন ধর্মঘট না থাকায় বিনা বাধায় নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে পেরেছেন। কুমিল্লা থেকে শাহনেওয়াজ রকির ক্যামেরায় আকবর হোসেনের রিপোর্ট।