আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'সঞ্চয়পত্রের মুনাফা কমছে'
আজকের পত্রিকার শীর্ষ খবর- সঞ্চয়পত্রের মুনাফা কমছে।
সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য দীর্ঘদিন সঞ্চয়পত্র বিক্রির ওপর নির্ভর করলেও, চড়া সুদের বোঝা কমাতে ধীরে ধীরে সঞ্চয়পত্রের সুদহার কমানোর উদ্যোগ নিয়েছে।
আগামী বছরের জানুয়ারি থেকে সুদহার আরও দেড় শতাংশ কমানো হবে এবং এর ভিত্তিতে ডিসেম্বরে নতুন সুদহার ঘোষণা করা হবে।
এর ফলে সরকার ট্রেজারি বিল-বন্ড ইস্যুর মাধ্যমে কম সুদে ঋণ নেওয়ার পথে এগোচ্ছে, যা আর্থিকভাবে সরকারের জন্য লাভজনক।
তবে সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল মানুষ, বিশেষ করে অবসরপ্রাপ্ত নাগরিকরা, এর ফলে আর্থিক চাপের মুখে পড়তে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে, যদিও সরকারের জন্য এটি অর্থ সাশ্রয়ের উপায় হিসেবে কাজ করবে।
কালের কণ্ঠ পত্রিকার আজকের শীর্ষ খবর - সেনানিবাসের একটি ভবন 'সাময়িক কারাগার' ঘোষণা।
সরকার ঢাকা সেনানিবাসের 'এমইএস' বিল্ডিং নং-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনও নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও কারা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এটি কার্যকর হবে।
প্রজ্ঞাপনের কপি রাষ্ট্রপতির মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, অর্থ, গৃহায়ণ ও গণপূর্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভাগীয় কমিশনারসহ সরকারের ১৫টি দপ্তরে পাঠানো হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ঢাকা সেনানিবাসের ওই ভবনকে 'সাময়িক কারাগার' উপযোগী করে তোলা এবং প্রয়োজনীয় লোকবলের বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে।
সমকাল পত্রিকার প্রথম পাতার খবর- রাতে হঠাত মার্কিন দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি।
সোমবার রাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও আশপাশ এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটসহ গুলশান বিভাগের পুলিশ সেখানে মোতায়েন ছিল।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেছেন যে দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তবে কারণ সম্পর্কে কিছু জানাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দূতাবাসের সামনে একাধিক পুলিশ ও সোয়াটের গাড়ি দেখা যায়।
এর আগে গত এপ্রিলেও নতুনবাজার এলাকায় দূতাবাসের বিপরীতে এক বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানো হয়েছিল।
দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের প্রথম পাতার খবর- July Charter: Signing first, implementation decision later অর্থাৎ জুলাই সনদ: আগে সই, পরে বাস্তবায়নের সিদ্ধান্ত।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হওয়ায় ১৭ অক্টোবর সনদে স্বাক্ষরের পরই তারা বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশসমূহ জমা দেবে।
কমিশন সূত্রে জানা গেছে, আজ রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে, তবে এতে বাস্তবায়নের কোনো রোডম্যাপ থাকছে না। বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশগুলো পরে আলাদাভাবে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে।
কমিশনের এক সূত্র বলেন, "রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেওয়া হবে না। চূড়ান্ত সংস্করণটি মূলত আগের খসড়ার মতোই, শুধু কিছু ভাষাগত সংশোধন আনা হয়েছে।"
মানবজমিন পত্রিকার খবর- শিক্ষাঙ্গনে হঠাৎ অস্থিরতা।
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে দেশের শিক্ষাঙ্গন বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলা আন্দোলন পুলিশের হামলার প্রতিবাদে সম্প্রতি সারা দেশে কর্মবিরতিতে পরিণত হয়েছে। শিক্ষকরা দাবি আদায়ের জন্য মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন।
ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় দেশের সরকারি কলেজগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে তালা দিয়েছেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা।
আন্দোলন চলাকালে প্রায় সব এমপিওভুক্ত স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে এবং শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
যুগান্তর পত্রিকার আজকের প্রথম পাতার খবর- সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত- বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার।
এই খবরে বলা হচ্ছে- বহুল আলোচিত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি হয়, যা সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত।
সোমবার আইন অঙ্গনে এ খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, বিশেষ করে যারা তার বিরুদ্ধে হয়রানির শিকার হয়েছেন।
আইন ও বিচার সংশ্লিষ্টরা জানান, আওয়ামী আমলে তার দায়িত্বকালীন সময়ে রেজাউল করিমের দলবাজি, ক্ষমতার অপব্যবহার ও হেনস্থা অনেকের জন্য ন্যক্কারজনক ছিল। তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর কাছে ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে আদালতে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন।
ফলে জুডিশিয়াল ক্যাডারের সুনাম ক্ষুণ্ন হয়েছিল এবং অধীনস্থ বিচারকদের তার নির্দেশনা না মানলে রোষাণলে পড়তে হতো।
বণিক বার্তার খবর- গমের উৎস যুক্তরাষ্ট্র অর্থ পাবে সিঙ্গাপুর।
বাণিজ্য ঘাটতি কমাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
গত ২০ জুলাই খাদ্য মন্ত্রণালয় ও ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ইতোমধ্যে টেক্সাস থেকে চারটি চালান বাংলাদেশগামী পথে রয়েছে, যার প্রথমটি ২৪ বা ২৫ অক্টোবরের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে।
গমের মূল্য পরিশোধ করা হবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাবে।
তবে এই চুক্তি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে স্থানীয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী মহলে। তাদের দাবি, যে মানের গম আনা হচ্ছে, তার দাম বাজারদরের তুলনায় বেশি, এবং সরাসরি মার্কিন রফতানিকারক প্রতিষ্ঠান থাকলেও সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিকে মধ্যস্থতা করানোর যৌক্তিকতা নেই।
তাদের মতে, এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।
প্রথম আলো পত্রিকার আজকের শীর্ষ খবর- ক্ষুদ্রঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক।
এই খবরে বলা হয়েছে- ব্র্যাক, আশা, টিএমএসএস, বুরো বাংলাদেশ, উদ্দীপনাসহ দেশের বড় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো এত দিন নিজস্ব পর্ষদের মাধ্যমে পরিচালিত হলেও এবার প্রথমবারের মতো এসব প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে দুজন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান আসছে।
বর্তমানে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে ৫ থেকে ১০ জন সদস্য থাকেন। নতুন বিধান কার্যকর হলে তাদের মধ্যে দুজন হতে হবে স্বতন্ত্র পরিচালক।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ইতোমধ্যে এই সংক্রান্ত আইন ও বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করেছে, যার মূল লক্ষ্য ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি ও নিয়ন্ত্রণ শক্তিশালী করা। এমআরএর চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন।
ব্যাংক খাতে যেমন স্বতন্ত্র পরিচালক নিয়োগের নিয়ম আছে, তেমনি ক্ষুদ্রঋণ খাতেও এবার তা চালু হতে যাচ্ছে। তবে ব্যাংকগুলোতে স্বতন্ত্র পরিচালকের ভূমিকা নিয়ে যেমন কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে, তেমনি ক্ষুদ্রঋণ খাতেও এ নিয়ে বিতর্ক উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমর্থনেই এ উদ্যোগ এগোচ্ছে বলে জানা গেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। এ বিষয়ে মন্তব্য চাইলে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানার পরই তিনি মতামত দিতে পারবেন।
নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান খবর- বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য- ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় প্রস্তাব প্রধান উপদেষ্টার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে "ক্ষুধামুক্ত বিশ্ব" গঠনের জন্য ছয় দফা প্রস্তাব দিয়েছেন।
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুধা কোনো অভাবের কারণে নয়, বরং এটি বর্তমান অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা।
তিনি বলেন, এই কাঠামো বদলাতে হবে, নইলে ক্ষুধা ও বৈষম্যের দুষ্টচক্র থেকে বিশ্ব কখনো মুক্তি পাবে না।
তার ছয় দফা প্রস্তাবে রয়েছে, যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু ও সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য সরবরাহ নিশ্চিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ ও জলবায়ু সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, তরুণ কৃষি উদ্যোক্তাদের অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারত্বে সহায়তা, রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি।
ইউনূস বলেন, "২০২৪ সালে বিশ্বে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ যথেষ্ট খাদ্য উৎপাদিত হয়েছে। এটি উৎপাদনের নয়, বরং অর্থনৈতিক ও নৈতিক ব্যর্থতা। তিনি প্রশ্ন তোলেন, ক্ষুধা দূর করতে যেখানে কয়েক বিলিয়ন ডলার পাওয়া যায় না, সেখানে অস্ত্র কেনায় বিশ্ব ২.৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করছে, একে কি আমরা অগ্রগতি বলব?"
নিউ এজ পত্রিকার আজকের শীর্ষ খবর- Three in four women in Bangladesh face violence by husband - অর্থাৎ বাংলাদেশে প্রতি চারজন নারীর তিনজনই স্বামীর হাতে সহিংসতার শিকার।
এই প্রতিবেদনে বলা হচ্ছে- 'নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪'-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিবাহিত নারীদের প্রায় তিন-চতুর্থাংশ বা ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময় স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন।
গবেষণায় দেখা গেছে, ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, বিশেষ করে কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।
স্বামী বা সঙ্গী নয় এমন ব্যক্তির কাছ থেকেও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন, যা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সহিংসতার নতুন ধারা নারীদের জন্য বাড়তি হুমকি হয়ে উঠছে।
সমাজে নীরবতার সংস্কৃতি ও ন্যায়ের সীমিত সুযোগ ভুক্তভোগীদের সামনে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে, আর এই সহিংসতা অর্থনীতিতেও উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপিএ পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশে বিবাহিত নারীদের প্রায় অর্ধেক (৪৮.৭%) গত এক বছরে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক বা নিয়ন্ত্রণমূলক আচরণের মতো সহিংসতার শিকার হয়েছেন।
প্রথমবারের মতো জরিপে দেখা গেছে, ডিজিটাল মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা দ্রুত বাড়ছে, ৮.৩% নারী অনাকাঙ্ক্ষিত যৌন বার্তা, ব্ল্যাকমেইল, ছবি ব্যবহার করে হয়রানি বা প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণের অভিজ্ঞতা পেয়েছেন। এসব সহিংসতা তরুণ, শহরাঞ্চলের ও ডিজিটালভাবে সক্রিয় নারীদের মধ্যে বেশি দেখা গেছে।
জরিপে আরও জানা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীরা তুলনামূলকভাবে বেশি সহিংসতার শিকার, যা তাদের বিশেষ ঝুঁকিপূর্ণ অবস্থাকে তুলে ধরছে।