‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে চিঠি’

সংবাদপত্র

দৈনিক যুগান্তরের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে চিঠি। এতে বলা হয়েছে, বাংলাদেশের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে চিঠি দিয়েছেন।

চিঠিতে তারা বলেছেন, "বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিতে অবদান রাখতে আপনাকে অনুরোধ করছি। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অবসান, খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।" ১২ জুন তারা চিঠিটি দিয়েছেন।

নিউএইজ পত্রিকার শিরোনাম, ‘EU MPs back caretaker govt for Bangladesh Election’, অর্থাৎ বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ইউরোপিয় ইউনিয়নের এমপিরা।

এই খবরটিতে বলা হয়েছে, জোসেপ বোরেলের কাছে পাঠানো চিঠিতে ইউরোপিয় পার্লামেন্টের ছয়জন জন এমপি মানবাধিকার লংঘনের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

তারা ‘বাংলাদেশে নির্বাচনের আগে গনতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায়’ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউ নেতাকে আহ্বান জানিয়েছেন।

এই বিষয়টি নিয়ে প্রায় প্রতিটি পত্রিকাই খবর প্রকাশ করেছে।

নির্বাচন নিয়ে চিঠি ও বিবৃতির বিষয়ে আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া নিয়ে দৈনিক সমকালের শিরোনাম, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ছয় এমপি ও ছয় মার্কিন কংগ্রেসম্যানের পৃথক চিঠি এবং হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল বলছে, এসব চিঠি ও বিবৃতিতে বাংলাদেশ ও সরকারের বিষয়ে গুরুতর আপত্তিকর বক্তব্য তুলে আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এমপিদের চিঠিতে আদালতের নির্দেশে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান দাবির স্বপক্ষে বক্তব্য দেওয়া হয়েছে। এভাবে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই কাম্য নয়।

সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

প্রথম আলোর একটি শিরোনাম, বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা বিএনপির। এই খবরে বলা হয়েছে, বিদেশি শক্তিকে দিয়ে বিএনপি দেশে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে ঢাকার হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এ কথা বলেন তিনি।

সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, "এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান-ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?"

মি. কাদেরকে উদ্ধৃত করে ওই খবরে আরো বলা হয়, তার দল সব খবর রাখছে। " সব খবর আমরা রাখি - কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে? ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।"

সমকালের শিরোনাম, শুধু আমেরিকা নয়, জনগণও পালাবার পথ বন্ধ করে দেবে: মির্জা ফখরুল। এই খবরটিতে বলা হয়েছে, সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে যতই চেষ্টা করুন পালাবার পথ খুঁজে পাবেন না।"

"পালানোর পথ শুধু আমেরিকা বন্ধ করেনি। এ দেশের জনগণও বন্ধ করে দেবে," মঙ্গলবার ঢাকার গোপীবাগে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

কালেরকণ্ঠের শিরোনাম, ভারতে মূল্যস্ফীতি কমে বাংলাদেশের অর্ধেক। এতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও মূল্যস্ফীতি বেড়েছিল।

কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে আসায় দেশটিতে আবারও কমতে শুরু করেছে মূল্যস্ফীতি। তারই ধারাবাহিকতায় গত মে মাসে মূল্যস্ফীতির হার কমে দুই বছরে সর্বনিম্ন হয়েছে।

ভারতে টানা কয়েক মাস ধরে মূল্যস্ফীতির হার কমলেও বাংলাদেশে অবশ্য তা বাড়ছে। গত মে মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ভারতের খুচরা মূল্যস্ফীতির হারের দ্বিগুণেরও বেশি।

সংবাদপত্র

মানবজমিনের খবর, বাজেট কাটছাঁট করে সরকারি খরচ কমানোর পরামর্শ পিআরআই’র। এতে বলা হয়েছে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) মনে করে, চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি হবে ৫০ হাজার কোটি টাকা।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা দূরুহ হয়ে পড়বে। এতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। বাজেট বাস্তবায়ন করতে হলে কাটছাঁট করতে হবে।

বাজেটের চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবেলায় যে পরামর্শ দেয়া হয় তার মধ্যে একটি হচ্ছে, বাজেটে ঘাটতি কমাতে হবে। তার জন‍্য সরকারি খরচ কমাতে হবে। পাশাপাশি সরকারের নেয়া বার্ষিক উন্নয়ন প্রকল্প কমাতে হব‍ে। মঙ্গলবার রাজধানীর বনানীতে পিআরআইয়ে সম্মেলন কক্ষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র থেকে কমতে শুরু করেছে রেমিট্যান্স প্রবাহ- বণিকবার্তার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের যে উল্লম্ফন শুরু হয়েছিল, হঠাৎই সেটি থেমে গেছে। মে মাসে দেশটি থেকে যে রেমিট্যান্স এসেছে, তা চলতি অর্থবছরের ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্র থেকে গত মার্চে রেমিট্যান্স এসেছিল ৩০ কোটি ৩৯ লাখ ডলার।

কিন্তু মে মাসে সেটি কমে ২২ কোটি ৫১ লাখ ডলারে নেমেছে। প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নাম দ্বিতীয় স্থানে নেমে গেছে। ফলে আবারো বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের সবার ওপরে উঠে এসেছে সৌদি আরব।

দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘Custodial Torture: HC summons OC, addl SP, magistrate.’ এই খবরটিতে বলা হয়েছে, শরীয়তপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট এবং পদ্মাব্রীজ দক্ষিণ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। তাদেরকে আদালতে হাজির হয়ে দুই ব্যবসায়ীর জামিন থাকা সত্ত্বেও তাদেরকে আটক, হেফাজতে নির্যাতন এবং পরে কারাগারে পাঠানোর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে।

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই দুই ব্যবসায়ীকে আটক, নির্যাতন ও তাদের পরিবারের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেয়ার অভিযোগে মামলা হয়েছে।

এই খবরটি প্রায় প্রতিটি পত্রিকাতেই ছাপা হয়েছে।

সংবাদপত্র

অন্যান্য খবর

বণিকবার্তার শিরোনাম, র‍্যাব হেফাজতে মৃত্যু সেনসিটিভ, বারবার সময় দেয়া হবে না —হাইকোর্ট। এতে বলা হয়েছে, নওগাঁয় র‍্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটিকে দুই মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, এটি ‘সেনসিটিভ বিষয়’, বারবার সময় দেয়া হবে না, দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। রাষ্ট্রপক্ষ তদন্ত শেষ করার জন্য আবারো সময় চাইলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

দ্য ডেইল স্টারের শিরোনাম, ‘Those bound for north may face hassle.’ এই খবরটিতে বলা হয়েছে, মহাসড়ক বড় করার জন্য চলমান কাজ, কম ছুটি আর রাস্তার পাশে পশুর হাটের কারণে উত্তরবঙ্গ মুখী ঈদযাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন।

সঠিক পদক্ষেপ নেয়া না হলে, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কের ১৩টি স্থানে অতিরিক্ত ট্রাফিক ‍জ্যাম দেখা দিতে পারে। আর বিআরটি’র অসমাপ্ত উন্নয়ন কাজের জন্য টঙ্গী-গাজীপুর অংশে ‍জ্যাম দেখা দিতে পারে।

ঢাকায় দিনে ৩৭টি সংসার ভাঙছে- মানবজমিনের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে দেশে তালাকের হার বেড়ে দ্বিগুণ হওয়ার উদ্বেগজনক তথ্য এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে।

মঙ্গলবার বিবিএস মিলনায়তনে প্রকাশিত জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশে তালাকের হার বেড়ে প্রতি হাজারে এক দশমিক চারটি হয়েছে। এর মধ্যে গ্রামে তালাকের প্রবণতা বেশি বেড়েছে।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ সিটি করপোরেশনে তালাকের আবেদন সংখ্যা ৭ হাজার ৬৯৮টি। আর, উত্তর সিটি করপোরেশনে ৫ হাজার ৫৯০টি তালাকের আবেদন পড়েছে। ফলে প্রতিদিন ঢাকায় গড়ে ৩৭টি সংসার ভেঙে যাচ্ছে।

সংবাদপত্র

১৪ বছরে কোটিপতি ৫ গুণ বেড়েছে দেশে- নয়াদিগন্তের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, দেশে অস্বাভাবিক হারে কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে গত ১৪ বছরের কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৯২ হাজার, যা শতকরা হিসাবে প্রায় পাঁচগুণ।

এর আগে ২০০৮ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ১৯ হাজার। ২০২২ ডিসেম্বরে এসে এ সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নয়াদিগন্তের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, হঠাৎ করে শারীরিক ব্যথা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।

নিউএইজের শিরোনাম PM reaches Geneva to attend ‘World of Work Summit’. এতে বলা হয়েছে, ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে মঙ্গলবার সরকারি সফরে জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনটি ১৪-১৫ই জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে।