আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইসরায়েল-ফিলিস্তিন লড়াই: অবরুদ্ধ গাজায় কেমন আছে ফিলিস্তিনিরা?
ইসরায়েল-ফিলিস্তিন লড়াই: অবরুদ্ধ গাজায় কেমন আছে ফিলিস্তিনিরা?
হামাসের হামলার জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে গাজা উপত্যকায় অবরোধ আরোপ করেছে ইসরায়েল। ফলে গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
অবরোধ তুলে না নিলে গাজায় নতুন করে মানবিক সংকট শুরু হতে পারে।
গাজা পাওয়ার প্ল্যান্ট এখন তাদের বিদ্যুতের একমাত্র উৎস। আগামী কয়েক দিনের মধ্যে এর জ্বালানি শেষ হয়ে যেতে পারে।