আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইসরায়েলের সমুদ্র উপকূলে হাঙ্গরের বিরল হামলার পর একজন নিখোঁজ
ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সমুদ্র উপকূলে হাঙ্গরের হামলার পর একজন সাঁতারু নিখোঁজ হয়েছেন। ইসরায়েলি উপকূলে হাঙ্গরের এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল।
তেল আভিভ থেকে ৪০ কিলোমিটার দূরে হাডেরা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।
ওলগা সৈকতে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে। সেই সময় মানুষজনের চিৎকার করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উপকূলের যেসব স্থানে গরম পানি ছেড়ে দেওয়া হয়, সেসব এলাকায় বছরের এই সময়টায় হাঙ্গর দেখা যায়। কিন্তু এগুলো কাউকে আক্রমণ করে না।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সেদেশে হাঙ্গরের হামলায় মৃত্যুর কোনো ঘটনার কথা জানা যায়নি।
যদিও এর আগে অন্তত তিনবার হাঙ্গরের হামলার ঘটনা ঘটেছে সেখানে।
এই ঘটনার পর পুলিশ সৈকতে লোকসমাগম বন্ধ করে দিয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উপকূল থেকে কয়েকশো ফুট দূরে সাগরে একজন ব্যক্তিকে সাঁতার কাটতে দেখা যায়। তাকে হাঙর হামলা করতে যাচ্ছে- সৈকতে থাকা মানুষজন এরকম চিৎকার করছিলেন। তখন তাকে হাত-পা ছুড়ে দ্রুত সাঁতার কাটতে দেখা যায়।
''আমি তখন পানিতেই ছিলাম, পানিতে রক্ত দেখতে পাই আর চিৎকার শুনতে পেয়েছিলাম,'' ইসরায়েলি ওয়াইনেট নিউজ সাইটকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন প্রত্যক্ষদর্শী ইলিয়া মোতাই।
''উপকূল থেকে আমি কয়েক মিটার দূরে ছিলাম,'' তিনি বলেন। ''এটা ছিল ভয়ানক অভিজ্ঞতা। গতকালও আমরা এখানে এসেছিলাম। তখন হাঙ্গরগুলোকে আমাদের চারদিকে সাঁতার কাটতে দেখেছি।''
ইসরায়েলি উপকূলে থাকা ডাস্কি এবং স্যানবার প্রজাতির হাঙ্গরগুলো বহুদিন ধরেই ওই এলাকার মানুষজনের কাছাকাছি বিচরণ করে আসছে। বিশেষ করে ওরট বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে এগুলো বেশি বিচরণ করে।
বিদ্যুৎকেন্দ্রের উষ্ণ পানি এবং স্রোতের সাথে আসা মাছের জন্যই হাঙ্গরগুলো সেখানে আসে।