আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইসরায়েল-ফিলিস্তিনি লড়াই: গাজার পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে
শনিবার ভোর থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসরায়েলের দিকে আক্রমণ এবং পরবর্তীতে ইসরায়েল বাহিনীর পাল্টা হামলার পরের দুপক্ষের হতাহতের সংখ্যা বাড়তে শুরু করে।
তবে ঘটনাপ্রবাহ খুব দ্রুত মোড় নিতে থাকে, বিশেষ করে গাজাতে।
দক্ষিণ ইসরায়েলে বিভিন্ন জায়গায় দুপক্ষের মধ্যে তীব্র যুদ্ধ চলছে।
গাজার আশেপাশের শহর থেকে অধিবাসীদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। লক্ষ্য ফিলিস্তিনিদের হটিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়া।
গাজার গুরুত্বপূর্ণ সব স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলা চালিয়ে যায় ইসরায়েল।
মূলত হামাসের ঘাঁটিগুলো তাদের লক্ষ্য বললেও বাদ যায়নি ব্যাংক, মসজিদ থেকে শুরু করে গাজার প্রধান ইন্টারনেট সরবরাহের কেন্দ্রও।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তার দেশ একটা লম্বা এবং কঠিন যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে।